Anil Gayen

Anil Gayen সৎ পথে থাকাই একমাত্র লক্ষ্য।

13/11/2024
24/10/2024

তবে যে বলেছিলেন বিচারাধীন বিষয় বলে নাকি বৈঠকের Live Streaming করা যায় না, সেটা মিথ্যে বলেছিলেন তো?

বুদ্ধদেব ভট্টাচার্য জীবিত থাকাকালীন যদি সিঙ্গুর বাসীর এই আবেদনটি দেখে যেতে পারতেন তাহলে হয়তো ওনার মানসিক শান্তি হতো। এখ...
17/10/2024

বুদ্ধদেব ভট্টাচার্য জীবিত থাকাকালীন যদি সিঙ্গুর বাসীর এই আবেদনটি দেখে যেতে পারতেন তাহলে হয়তো ওনার মানসিক শান্তি হতো। এখন মানুষ মর্মে মর্মে বুঝতে পারছেন।

Singur and Industrialization: ৬ কেন্দ্রে উপনির্বাচনের আগে ফের চর্চায় সিঙ্গুর ও শিল্পায়ন। এবার শিল্প চেয়ে সরব অনিচ্ছুক কৃষকদের একাং...

সাধে বলে রোগটা ছোঁয়াচে? মারাত্মক ছোঁয়াচে!ভয় আর সাহস দুটোই ছোঁয়াচে।কলকাতা পুরসভার মেডিক্যাল অফিসার ডা: তপোব্রত রায়। ক...
17/10/2024

সাধে বলে রোগটা ছোঁয়াচে? মারাত্মক ছোঁয়াচে!

ভয় আর সাহস দুটোই ছোঁয়াচে।

কলকাতা পুরসভার মেডিক্যাল অফিসার ডা: তপোব্রত রায়। কাল রেড রোডে পুজো কার্নিভালে পুরসভার মেডিক্যাল টিমের সদস্য হিসেবে ডিউটিতে ছিলেন।
কেবল "শিরদাঁড়া বিক্রি নাই" লেখা টি-শার্ট পরা ও সঙ্গে "প্রতীকী অনশনকারী" ব্যাজ লাগানোর অপরাধে ডিউটিরত অবস্থাতেই কলকাতা পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায় ময়দান থানায়।

চারঘন্টা আটক রাখার পর তাঁকে ছাড়া হয় ধরা ও ছাড়ার কোনও কারণ না দেখিয়েই। ডা: রায় ছাড়া পেয়ে সটান চলে যান ধর্মতলার অনশন মঞ্চে এবং সেখান থেকেই উপস্থিত জনতাকে ঐ অভূতপূর্ব পুলিশি হেনস্থার বর্ণনা দেন।

গল্পটা এখানেই শেষ হতে পারতো। কিন্তু না, রোগটা ততক্ষণে ধরে গেছে। তাই আজ সকালে বুকে "উই ওয়ান্ট জাস্টিস" ব্যাজ লাগিয়েই সটান চলে যান ডিউটিতে। পুরসভার অফিসে। ছোঁয়াচ লাগে মুহূর্তে! কিছুক্ষণ পর দেখা যায় পুরসভার গোটা মেডিক্যাল টিম "উই ওয়ান্ট জাস্টিস" ব্যাজ লাগিয়ে ডিউটি করছেন!

শুধু তাই নয়! নিজেরা বৈঠক করে কলকাতা পুলিশকে আটচল্লিশ ঘন্টার ডেডলাইন দিয়ে ফেলেছেন! আটচল্লিশ ঘন্টার মধ্যে কালকের হেনস্থার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে কলকাতা পুলিশকে। নইলে গোটা টিম নামবে কর্মবিরতিতে!

“এই আগুন নেভাবে যত, দাবানল হয়ে ছড়াবে তত“

ছবি সৌজন্য: ABP Ananda

12/10/2024
জয়নগর সৃজনী ক্লাবকে ধন্যবাদ,  ঠিক এই সময় দাঁড়িয়ে প্রতিবাদ করার মানসিকতা আপনারাই দেখালেন।
11/10/2024

জয়নগর সৃজনী ক্লাবকে ধন্যবাদ, ঠিক এই সময় দাঁড়িয়ে প্রতিবাদ করার মানসিকতা আপনারাই দেখালেন।

প্রয়াত শিল্পপতি রতন টাটা1937-2024(86)R.I.P ❤️✨🙏🏻 প্রত্যেকটি ভারতীয় আপনাকে মনে রাখবে স্বাধীন দেশে একটায় রতন 🇮🇳💔
10/10/2024

প্রয়াত শিল্পপতি রতন টাটা
1937-2024(86)R.I.P ❤️✨🙏🏻 প্রত্যেকটি ভারতীয় আপনাকে মনে রাখবে স্বাধীন দেশে একটায় রতন 🇮🇳💔

উৎসব হচ্ছে, প্রথমে আর জি কর তারপর কলকাতা মেডিকেল কলেজ  ডাক্তারদের পদত্যাগের উৎসব। এরপরেও কল্যাণের মতো মাতালরা অনেক ডায়ল...
09/10/2024

উৎসব হচ্ছে, প্রথমে আর জি কর তারপর কলকাতা মেডিকেল কলেজ ডাক্তারদের পদত্যাগের উৎসব।
এরপরেও কল্যাণের মতো মাতালরা অনেক ডায়লগ দেবে।

কারা যেনো বলতেন দেব নাকি মেরুদণ্ডহীন! শুনুন এই সিনেমাগুলো করতেও মেরুদণ্ড লাগে, সৎ সাহস লাগে।সব থেকে বড় কথা একজন MP হয়ে স...
04/10/2024

কারা যেনো বলতেন দেব নাকি মেরুদণ্ডহীন! শুনুন এই সিনেমাগুলো করতেও মেরুদণ্ড লাগে, সৎ সাহস লাগে।সব থেকে বড় কথা একজন MP হয়ে সরকারের বিরুদ্ধে এই পদক্ষেপ ।

প্রধান - মিড ডে মিল দুর্নীতি, রেশন দুর্নীতি, ভোট দুর্নীতি।

টেক্কা - চাকরি দুর্নীতি।

খাদান - কয়লা দুর্নীতি।

টেক্কা আগামী ৮ই অক্টোবর মুক্তি পাচ্ছে হলে গিয়ে দেখুন বাকিটা।


04/10/2024

প্রথমে কল্যাণ, তারপর কুনাল, সবাই CPIM কে ভয় পাচ্ছে কেন?

02/10/2024

বাঁশদ্রোণীর ছাত্র মৃত্যুতে নির্লজ্জ পুলিশ গুন্ডা তৃণমূল বাহিনীকে নিয়ে গিয়ে সাধারণ মানুষদের উপর হামলা করল।

24/09/2024

অনুব্রতর জয় হোক।
জয় অনুব্রত

19/09/2024

একজনের আবার প্রিজন ভ্যান বাজানোর সময় এসে গেছে।
😏

15/09/2024

সন্দীপ ঘোষ বলেছে ওর ফ্যামিলি আছে বাচ্চা আছে, ওর উপর অনেক চাপ আসছে। তাই রিজাইন দেওয়ার পরেও মেডিকেল কলেজের দায়িত্ব দিয়েছি।
এই মিথ্যা কথাটা বলে সত্য ঘটনাকে চাপা দেওয়া চক্রান্তকারী মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হোক।

আনন্দ বাজার পত্রিকা থেকে সংগৃহীত।লাল গেঞ্জি পরা লোকটাকে চিনতে পারছেন তো?বাংলার সত্যবাদী কুনাল।
14/09/2024

আনন্দ বাজার পত্রিকা থেকে সংগৃহীত।
লাল গেঞ্জি পরা লোকটাকে চিনতে পারছেন তো?
বাংলার সত্যবাদী কুনাল।

14/09/2024

Oi audio clipings এর ' ক ' টা
তো চোর কুনাল।

14/09/2024

ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা লাইভ করা উচিত।

না হলে উনি পরে সব কিছুই অস্বীকার করবে।
যেমন ১০ লক্ষ টাকা দেওয়ার কথাটা।

Address

Mathurapur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anil Gayen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share