মহান শিক্ষা

মহান শিক্ষা বিভিন্ন মনীষী ও বিপ্লবীদের উদ্ধৃতি স?

এখন মানুষ আর এইসব কনটেন্ট পছন্দ করে না।এখন খিস্তি মারা, অশ্লিল ভিডিও, নাচানাচি― এইসব সোশ্যাল মিডিয়াতে মানুষ পছন্দ করে।এই...
10/10/2023

এখন মানুষ আর এইসব কনটেন্ট পছন্দ করে না।এখন খিস্তি মারা, অশ্লিল ভিডিও, নাচানাচি― এইসব সোশ্যাল মিডিয়াতে মানুষ পছন্দ করে।এই নিয়ে বহুবার ফেসবুক কর্তৃপক্ষ থেকে মেসেজ এসেছে যে– এই পেজ থেকে ভায়োলেন্স ছড়ানো হচ্ছে এবং বাজে কন্টেন্ট পরিবেশন করা হচ্ছে।এর আগে পেজটি বন্ধ করে দিয়েছিল ফেসবুক থেকে এবং বহুবার পেজের রিচ কমিয়ে দিয়েছিল।সেগুলো আপনাদের সামনে কখনো তুলে ধরিনি।যাইহোক, এই পেজের উদ্দেশ্যে হল, বিভিন্ন মনীষী, বিপ্লবী, সমাজসংস্কারক― যুগে যুগে যাদের আবর্তন ঘটেছে এবং তারা তাদের চিন্তা ও দর্শনকে কাজে লাগিয়ে সমাজের আমূল সংস্কার করেছে বা সমাজ পরিবর্তনের কাজে এগিয়ে এসেছে ― তাদের সেই জীবনদর্শন, জীবনসংগ্রামকে তুমি ধরা।এই পেজের যাত্রা শুরু হয় ২০১৯ সালে এবং ১০০% ফলোয়ার অর্গানিক, কোনো পেইড প্রোমোশনের দ্বারা নয়।ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি―এখানকার বেশিরভাগ ফলোয়ার শুভবুদ্ধিসম্পন্ন,বুদ্ধিজীবী, যুক্তিবাদী, সমাজসচেতন মানুষ।ফেসবুক থেকে এই পেজ ডিসেবেল করে দিতে চায় বা দেবে।এখন আপনাদের সুচিন্তিত মতামত খুবই প্রয়োজন।কমেন্ট করুন সবাই।

মহান মানবতাবাদী বিজ্ঞানী মেঘনাদ সাহার জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য💐💐
06/10/2023

মহান মানবতাবাদী বিজ্ঞানী মেঘনাদ সাহার জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য💐💐

"They may kill me, but can't kill my ideas"ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার শহীদ ভগৎ সিং-এর ১১৭-তম জন্মদিবসে...
28/09/2023

"They may kill me, but can't kill my ideas"
ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার শহীদ ভগৎ সিং-এর ১১৭-তম জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য💐💐

ছেলেবেলায় ঈশ্বরচন্দ্র কলকাতা থেকে গ্রামে ফিরলেই প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়ে সকলের খোঁজ নিতেন। একবার গ্রামের একটি বাড...
27/09/2023

ছেলেবেলায় ঈশ্বরচন্দ্র কলকাতা থেকে গ্রামে ফিরলেই প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়ে সকলের খোঁজ নিতেন। একবার গ্রামের একটি বাড়িতে গিয়ে দেখলেন একটি ৬-৭ বছরের মেয়ে কান্নাকাটি করছে। বিদ্যাসাগর খোঁজ নিয়ে জানতে পারলেন যে মেয়েটি বাল্যবিধবা। একাদশীর ব্রত চলছে কিন্তু মেয়েটি খিদের জ্বালায় থাকতে না পেরে কান্নাকাটি করছে। সামাজিক বিধানকে অমান্য করার ভয়ে বাড়ির লোকজন তাকে খেতেও দিচ্ছে না। ঘটনা দেখে বিদ্যাসাগরের চোখে জল এলো। এরকম বহু বাল্যবিধবার জীবনের করুণ পরিণতিই বিদ্যাসাগরকে এই নিষ্ঠুর সামাজিক প্রথার বিরুদ্ধে বিদ্রোহী করে তুলেছিল। তিনি হুগলী জেলার ১৩৩ জন ব্রাহ্মণের বিবাহের সংখ্যার একটি তালিকা তৈরী করে দেখান কিভাবে হিন্দুসমাজের কুলীন ব্রাহ্মণরা সমাজের কৌলিন্য প্রথাকে হীনস্বার্থে কাজে লাগিয়েছে। তার কয়েকটি উদাহরণ এখানে দেওয়া হল। ভোলানাথ বন্দোপাধ্যায়, বয়স ৫৫. স্ত্রীর সংখ্যা ৮০; ভগবান চট্টোপাধ্যায়, বয়স ৬৪, স্ত্রীর সংখ্যা ৭২, পূর্ণ মুখোপাধ্যায় বয়স ৫৫, স্ত্রীর সংখ্যা ৬২; মধুসূদন মুখোপাধ্যায়, বয়স ৪০, স্ত্রার সংখ্যা ৫৬। বিধবাদের জীবনের দুঃসহ যন্ত্রণা দেখে তাঁর মনে প্রশ্ন জেগেছিল পুরুষের স্ত্রী মারা গেলে যদি বিবাহ করাটা শাস্ত্রসম্মত হয় তাহলে নারীদের ক্ষেত্রে তা হবে না কেন? পাশাপাশি বিদ্যাসাগর বুঝেছিলেন শুধু যুক্তির নিরিখে, আইন পাশ করালেই বিধবা বিবাহ কার্যকরী হয়ে যাবে না, শাস্ত্রসম্মত ব্যাখ্যাও চাই। তাই রাতের পর রাত জেগে কঠোর অনুশীলনের মাধ্যমে সমস্ত শাস্ত্রে তিনি পড়তে শুরু করলেন। বিদ্যাসাগরের জীবদ্দশায় শিবনাথ শাস্ত্রী লিখেছেন- 'তিনি (বিদ্যাসাগর) রাত্রে ঘুমাইতে পারিতেন না। তিনি দিন দিন এই চিন্তায় এতদূর নিমগ্ন হইলেন যে, আহার নিদ্রা ভুলিয়া গেলেন। সে সময় তাঁহার পরিশ্রম যাহারা দেখিয়াছেন তাঁহাদের মুখে শুনিতে পাই যে, তিনি সংস্কৃত কলেজের পুস্তকালয়েতে বাসা করিয়া ফেলিয়াছিলেন।' অবশেষে শাস্ত্র ঘেঁটে বার করলেন বিধবাদের দ্বিতীয়বার বিয়ের বিধান। প্রবল উৎসাহের সঙ্গে শাস্ত্রীয় বিধানকে হাতিয়ার করে বিধবা বিবাহের পক্ষে প্রচার শুরু করলেন। বিধবা বিবাহ উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব' নামে বইতে লিখলেন 'দুর্ভাগ্যক্রমে বাল্যকালে যাহারা বিধবা হইয়া থাকে, তাহারা যাবজ্জীবন যে অসহ্য যন্ত্রণা ভোগ করে, তাহা, যাঁহাদের কন্যা, ভগিনী, পুত্রবধূ প্রভৃতি অল্প বয়সে বিধবা হইয়াছেন, তাঁহারা বিলক্ষণ অনুভব করিতেছেন।' বিধবা বিবাহের পক্ষে একটি আইন চালু করার জন্য একটি আবেদনপত্র লিখে বিদ্যাসাগর নিজে বিশিষ্টজনদের কাছে ঘুরে ঘুরে এবং সমর্থকদের দিয়ে তাদেরকে বুঝিয়ে স্বাক্ষর সংগ্রহ শুরু করলেন। এই ভাবে ৯৮৬ জন বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে তিনি স্বাক্ষর সংগ্রহ করেছিলেন। তাঁর পরিচিতদের অনেকে সমাজপতিদের ভয়ে বিধবা বিবাহ চালুর পক্ষে মত দিলেও স্বাক্ষর করার সাহস পাননি। বিদ্যাসাগর তাদেরও বুঝিয়ে বিধবা বিবাহ চালুর পক্ষে কিভাবে নিয়ে আসা যায় তার যথাসাধ্য চেষ্টা করেছেন। দীর্ঘদিন ধরে গোঁড়ামী, অন্ধতা, কুসংস্কারে পূর্ণ মনকে বুঝিয়ে বিধবা বিবাহের পক্ষে আনাটা অতটা সহজ ছিলনা।

বিদ্যাসাগর শাস্ত্রীয় পণ্ডিতদের সভা ডেকে বিধবা বিবাহের পক্ষে শাস্ত্রীয় প্রমাণ দেখিয়ে বললেন- 'শাস্ত্রীয় প্রমাণ আমি যা জানি দেখাইয়াছি, তা মানা না মানা আপনাদের হচ্ছে। তাছাড়া শাস্ত্রে আছে এই আমার প্রধান যুক্তি নয়। আমার আবেদন আপনাদের হৃদয়ের কাছে, বুদ্ধির কাছে।'

সমাজপতিরা পাল্টা যুক্তি তুলে বললেন- 'আপনার কথা ঠিক, কিন্তু প্রত্যেক লোক যদি হৃদয়ের উচ্ছ্বাস বা বুদ্ধির কৌশল অনুসারে চলে, তাহলে তো সমাজ দুদিনে উচ্ছন্নে যাবে। এই জন্যই শাস্ত্র, যা শাসন করে।'

বিদ্যাসাগর বললেন – 'শাস্ত্রও যুগে যুগে বদলেছে। কারণ শাস্ত্রের চেয়ে মানুষ বড়।' কিন্তু কোনমতেই তারা মানতে রাজী নয়। বিদ্যাসাগর মশাই যাতে কোনভাবেই এই আইন চালু করতে না পারেন তার জন্য বিরুদ্ধবাদীরা অতিসক্রিয় হয়ে উঠলেন। চারিদিকে তাঁর নামে কুৎসা, নিন্দা, ব্যঙ্গ করে ছড়া লেখা এমনকি প্রাণে মেরে ফেলারও চক্রান্ত হল। কিন্তু বিদ্যাসাগর ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ।

এই প্রসঙ্গে 'হিতবাদী' পত্রিকায় ডাক্তার অমূল্যচরণ বসু লিখেছিলেন – বিদ্যাসাগর পথে বাহির হইলে চারিদিক হইতে লোকে আসিয়া তাঁহাকে ঘিরিয়া ফেলিত, কেহ পরিহাস করিত, কেহ গালি দিত। কেহ কেহ তাঁহাকে প্রহার করিবার এমনকি মারিয়া ফেলিবারও ভয় দেখাইত। বিদ্যাসাগর এ সকলে ভ্রুক্ষেপও করিতেন না। শেষ পর্যন্ত ১৮৫৬ সালে ২৬শে জুলাই ‘বিধবা বিবাহ আইন' চালু হল। তখন বিদ্যাসাগরের বয়স ৩৬ বছর। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এ প্রসঙ্গে বলেছেন – বিদ্যাসাগরের হৃদয় ছিল একদিকে কুসুমের মতো কোমল, অন্যদিকে বজ্রের মতো কঠোর। অসহায় নারীর দুঃখে তাঁর চোখ দিয়ে জল পড়ত, আবার এদের রক্ষার জন্য কুপ্রথা দূর করার আন্দোলনে তিনি ছিলেন অত্যন্ত দৃঢ়চেতা।' আইন চালু হলেও বিধবা বিবাহ কার্যকরী করতে গোঁড়া সমাজপতিরা প্রবল বাধা দিল। অনেক দৃঢ়তার সাথে সামাজিক বাধা উপেক্ষা করে কাউকে বিধবা বিবাহে রাজী করানো হলে তাকে বিভিন্ন ভাবে ভয় দেখানো হত। এমনকি সমাজে একঘরে করে দেওয়ার হুমকি দেওয়া হত। বিদ্যাসাগর এই সমস্ত বাধার বিরুদ্ধে দাঁড়িয়ে পাত্র পাত্রী ঠিক করে, বিয়ের সমস্ত খরচ নিজে বহন করে বিধবা বিবাহ দিতে শুরু করলেন। এমনকি বিয়ের পর অনেকের সংসার চালানোর খরচও তিনি বহন করেছেন। একাজ করতে গিয়ে সর্বস্বান্ত হয়েছেন, দেনায় ডুবে গেছেন, সমাজে একঘরে হয়েছেন কিন্তু প্রতিজ্ঞা থেকে সরে আসেননি। বিধবা বিবাহ প্রবর্তনে অনেকেই বিদ্যাসাগরকে উৎসাহ দিয়েছেন, সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন, বিদ্যাসাগর সকলকে বিশ্বাস করেছেন কিন্তু শেষ পর্যন্ত অধিকাংশই কথা রাখেনি।
#বিদ্যাসাগর #মহান_শিক্ষা

বিদ্যাসাগর ছিলেন একজন নতুন ধারণার পথিকৃৎ।এরকম একজন সমাজ সংস্কারকের জন্য, সমাজের নিচের তলার আধপোড়া মানুষেরা যুগ যুগ ধরে অ...
26/09/2023

বিদ্যাসাগর ছিলেন একজন নতুন ধারণার পথিকৃৎ।এরকম একজন সমাজ সংস্কারকের জন্য, সমাজের নিচের তলার আধপোড়া মানুষেরা যুগ যুগ ধরে অপেক্ষা করে থাকে।
#বিদ্যাসাগর

সমাজে প্রতিটা নারীর অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে অগ্নিযুগের অগ্নি কন্যা বীরাঙ্গনা শহীদ প্রীতিলতা ওয়াদেদ্দার। #বীরাঙ্গনা_শহ...
24/09/2023

সমাজে প্রতিটা নারীর অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে অগ্নিযুগের অগ্নি কন্যা বীরাঙ্গনা শহীদ প্রীতিলতা ওয়াদেদ্দার।
#বীরাঙ্গনা_শহীদ

তাঁর সাহিত্যের মধ্যে দিয়ে সমকালীন জীবন দর্শন এবং সামাজিক আকাঙ্খার সবচেয়ে গভীর ও সূক্ষ দিকগুলো মূর্ত রূপ পেয়েছিল।
18/09/2023

তাঁর সাহিত্যের মধ্যে দিয়ে সমকালীন জীবন দর্শন এবং সামাজিক আকাঙ্খার সবচেয়ে গভীর ও সূক্ষ দিকগুলো মূর্ত রূপ পেয়েছিল।

মহান মানবতাবাদী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য💐💐
17/09/2023

মহান মানবতাবাদী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য💐💐

"বিশ্বাসের আর এক নাম বরুণ"আদর্শ ও প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের ৫২তম জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য🙏💐💐
12/09/2023

"বিশ্বাসের আর এক নাম বরুণ"

আদর্শ ও প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের ৫২তম জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য🙏💐💐

আজ শিক্ষক দিবসের দিনে যে শিক্ষককে ভোলা অসম্ভব🙏🙏 #বরুন_বিশ্বাস
05/09/2023

আজ শিক্ষক দিবসের দিনে যে শিক্ষককে ভোলা অসম্ভব🙏🙏
#বরুন_বিশ্বাস

31/08/2023

এক কোটি বছর হয় তোমাকে দেখিনা
একবার তোমাকে দেখতে পাবো―
কবি: মহাদেব সাহা

30/08/2023

আমাকে খোঁজো না তুমি বহুদিন—
কতদিন আমিও তােমাকে
খুঁজি নাকো

অফিসে মিটিংয়ে নাস্তা দিয়েছে। খেতে যেয়ে মনে হলো মেয়ে দুটি এগুলো খুব পছন্দ করে। না খেয়ে প্যাকেট করে বাসায় নিয়ে আসলাম। আমার...
19/08/2023

অফিসে মিটিংয়ে নাস্তা দিয়েছে। খেতে যেয়ে মনে হলো মেয়ে দুটি এগুলো খুব পছন্দ করে। না খেয়ে প্যাকেট করে বাসায় নিয়ে আসলাম।
আমার বাবারে দেখতাম এমন করতো৷
বাবা'রা বোধহয় এমনই ❤

এতো আলো পৃথিবীতে, তবু পৃথিবীর মানুষগুলো এতো অন্ধকারে কেন?
17/08/2023

এতো আলো পৃথিবীতে, তবু পৃথিবীর মানুষগুলো এতো অন্ধকারে কেন?

"ওরা বীর―ওরা আকাশে জাগাতো ঝড়"অগ্নিযুগের আপোষহীন ধারার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর শহীদ দিবসে শ্রদ্ধার্ঘ্য👏💐💐💐মহান শি...
11/08/2023

"ওরা বীর―
ওরা আকাশে জাগাতো ঝড়"

অগ্নিযুগের আপোষহীন ধারার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর শহীদ দিবসে শ্রদ্ধার্ঘ্য👏💐💐💐
মহান শিক্ষা

প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য💐💐
08/08/2023

প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য💐💐

মহান মানবতাবাদী বিজ্ঞানী আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য💐💐
02/08/2023

মহান মানবতাবাদী বিজ্ঞানী আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য💐💐

এই ছবিটি খুবই দুর্লভ একটি ছবি।ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মৃতদেহ শশ্মানে নিয়ে যাওয়ার পর বিদ্যাসাগরের মৃতদেহের যে দুটি ছব...
29/07/2023

এই ছবিটি খুবই দুর্লভ একটি ছবি।ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মৃতদেহ শশ্মানে নিয়ে যাওয়ার পর বিদ্যাসাগরের মৃতদেহের যে দুটি ছবি তোলা হয়েছিল এ ছবিটি তাদের মধ্যে একটি।

মৃতদেহকে বসিয়ে রাখাতে ছবিটি অস্বাভাবিক এবং দৃষ্টিকটু হয়েছে।বসে আছেন বাঁদিক থেকে ঈশান চন্দ্র,শম্ভু চন্দ্র,সূর্য কুমার অধিকারী ও পঞ্চম ব্যক্তি নারায়ন,চতুর্থ জনের পরিচয় জানা যায়নি।১৮৯১ সালের ২৯ জুলাই বাংলা তথা ভারতবর্ষের নারী জাগরণের অগ্রদূত মারা যান।আজ আমাদের ছেলে মেয়েদের শোবার ঘরে শাহরুখ-সালমানের ছবি পাওয়া যায়।অথচ প্রতিটি ভারতবর্ষের তরুনদের বিশেষ করে মেয়েদের কৃতজ্ঞ থাকা উচিত এই অসামান্য মেধাবী,দানবীর মহৎপ্রান মানুষটির প্রতি।

Address

Kolkata
Mathurapur

Alerts

Be the first to know and let us send you an email when মহান শিক্ষা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মহান শিক্ষা:

Videos

Share