10/10/2023
এখন মানুষ আর এইসব কনটেন্ট পছন্দ করে না।এখন খিস্তি মারা, অশ্লিল ভিডিও, নাচানাচি― এইসব সোশ্যাল মিডিয়াতে মানুষ পছন্দ করে।এই নিয়ে বহুবার ফেসবুক কর্তৃপক্ষ থেকে মেসেজ এসেছে যে– এই পেজ থেকে ভায়োলেন্স ছড়ানো হচ্ছে এবং বাজে কন্টেন্ট পরিবেশন করা হচ্ছে।এর আগে পেজটি বন্ধ করে দিয়েছিল ফেসবুক থেকে এবং বহুবার পেজের রিচ কমিয়ে দিয়েছিল।সেগুলো আপনাদের সামনে কখনো তুলে ধরিনি।যাইহোক, এই পেজের উদ্দেশ্যে হল, বিভিন্ন মনীষী, বিপ্লবী, সমাজসংস্কারক― যুগে যুগে যাদের আবর্তন ঘটেছে এবং তারা তাদের চিন্তা ও দর্শনকে কাজে লাগিয়ে সমাজের আমূল সংস্কার করেছে বা সমাজ পরিবর্তনের কাজে এগিয়ে এসেছে ― তাদের সেই জীবনদর্শন, জীবনসংগ্রামকে তুমি ধরা।এই পেজের যাত্রা শুরু হয় ২০১৯ সালে এবং ১০০% ফলোয়ার অর্গানিক, কোনো পেইড প্রোমোশনের দ্বারা নয়।ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি―এখানকার বেশিরভাগ ফলোয়ার শুভবুদ্ধিসম্পন্ন,বুদ্ধিজীবী, যুক্তিবাদী, সমাজসচেতন মানুষ।ফেসবুক থেকে এই পেজ ডিসেবেল করে দিতে চায় বা দেবে।এখন আপনাদের সুচিন্তিত মতামত খুবই প্রয়োজন।কমেন্ট করুন সবাই।