R Bangla News

R Bangla News R BANGLA NEWS, News Live,Bangla news is uploaded on this page

ঘর বদল গম্ভীরের, আসন্ন আইপিএলে ফের কেকেআর শিবিরে গম্ভীরWelcome back to the Fam, Gautam Gambhir ! 💜 তাঁর নেতৃত্বেই দুবার ...
22/11/2023

ঘর বদল গম্ভীরের, আসন্ন আইপিএলে ফের কেকেআর শিবিরে গম্ভীর
Welcome back to the Fam, Gautam Gambhir ! 💜
তাঁর নেতৃত্বেই দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। পাঁচবার দলকে প্লে-অফে পৌঁছে দিয়েছেন। তাঁর আমলেই সবচেয়ে বেশি সাফল্যের মুখ দেখেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ঠিক ধরেছেন, তিনি গৌতম গম্ভীর। আসন্ন আইপিএলে আবারও কেকেআর শিবিরে দেখা যাবে তাঁকে। এবার মেন্টরের ভূমিকায়।

নাইট শিবিরের তরফে সরকারি ভাবে গম্ভীরের নতুন দায়িত্বের কথা জানিয়ে দেওয়া হল। অধিনায়ক হিসেবে কেকেআরকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিলেন তিনি। এবার মেন্টর হিসেবে ফের দলকে টেনে তোলার গুরু দায়িত্ব পেলেন গম্ভীর।

তাঁকে মেন্টর করে দলের মালিক শাহরুখ খান বলেন, “গম্ভীর আমাদের পরিবারের সদস্য ছিল। অধিনায়ক থেকে মেন্টর হল ও। গম্ভীরের অভাব বোধ করছিলাম আমরা। কোচ চন্দ্রকান্দ পণ্ডিতের সঙ্গে গম্ভীরের জুটি দেখার জন্য মুখিয়ে আছি। ওরা হারতে জানে না। কেকেআরের জন্য ওরা ম্যাজিক তৈরি করবে।”

কেকেআরে নতুন দায়িত্ব পেয়ে গম্ভীর বলেন, “আমি আবেগে ভেসে যাই না। কিন্তু এই ঘটনা আমার মধ্যেও আবেগ এনে দিয়েছে। আমি সেই জায়গায় ফিরে গিয়েছি, যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। আমার গলা বুজে আসছে। কিন্তু বুকে আগুন অনুভব করছি এটা ভেবে যে, আবার কেকেআরের জার্সি পরতে পারব। আমি শুধু কেকেআরে ফিরছি না। আমি কলকাতায় ফিরছি। জয়ের খিদে নিয়ে ফিরছি। আমি কেকেআরের ২৩ নম্বর। আমি কেকেআর।”


"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
সবধরনের সঠিক আপডেট এবং বিভিন্ন অজানা তথ্য “আর্টিকেল এবং ভিডিও আকারে” পেতে আমাদের সোশ্যাল মিডিয়া সাইট গুলি 𝙁𝙊𝙇𝙇𝙊𝙒 করে রাখুন। 🔻
✅𝙋𝙖𝙜𝙚- https://www.facebook.com/Rbanglanewstv3?mibextid=ZbWKwL

✅𝙔𝙤𝙩𝙪𝙗𝙚 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡- https://youtube.com/?si=2A2MtVwFvUkiHz0S

✅𝙒𝙝𝙖𝙩𝙨𝘼𝙥𝙥 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡-https://whatsapp.com/channel/0029Va68k6oEAKW6sUPoeu2s

India vs Qatar: উনিশ ফিরল না তেইশে, কাতার চেনাল জাত, হেরেই গেল ভারত। ঘরের মাঠে কাতারের বিরুদ্ধে হার, বিশ্বকাপের বাছাই পর...
21/11/2023

India vs Qatar: উনিশ ফিরল না তেইশে, কাতার চেনাল জাত, হেরেই গেল ভারত। ঘরের মাঠে কাতারের বিরুদ্ধে হার, বিশ্বকাপের বাছাই পর্বে চাপে সুনীলের ভারত

👉কাতার: ৩ (মুস্তাফা মেশাল, মইজ আলি, আব্দুরিশাক)
👉ভারত: ০

দিন পাঁচেক আগে রীতিমতো দাপুটে ফুটবল খেলে, ভারত ১-০ গোলে কুয়েতকে হারিয়েছিল। মনবীর সিংয়ের গোলেই ব্ল্য়ু টাইগার্স ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার (FIFA World Cup Qualifier 2026) এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ড শুরু করেছিল। মঙ্গলবার অর্থাৎ আজ, দ্বিতীয় ম্যাচে সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) প্রতিপক্ষ ছিল মহাশক্তিধর কাতার (IND vs QAT)। কার্যত ডেভিড বনাম গোলিয়াথের লড়াই ছিল। ওড়িশার (Kalinga Stadium in Bhubaneshwar) ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ৪১ ধাপ এগিয়ে থাকা দল তাদের জাত চিনিয়ে দিল। কাতার ৩-০ গোলে হারিয়ে দিল ভারতকে।

⚔️ 🏆 🐯 ⚽
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
সবধরনের সঠিক আপডেট এবং বিভিন্ন অজানা তথ্য “আর্টিকেল এবং ভিডিও আকারে” পেতে আমাদের সোশ্যাল মিডিয়া সাইট গুলি 𝙁𝙊𝙇𝙇𝙊𝙒 করে রাখুন। 🔻
✅𝙋𝙖𝙜𝙚- https://www.facebook.com/Rbanglanewstv3?mibextid=ZbWKwL

✅𝙔𝙤𝙩𝙪𝙗𝙚 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡- https://youtube.com/?si=2A2MtVwFvUkiHz0S

✅𝙒𝙝𝙖𝙩𝙨𝘼𝙥𝙥 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡-https://whatsapp.com/channel/0029Va68k6oEAKW6sUPoeu2s

ফাইনালে ভারতকে হারানোর জন্য ১৪০ কোটি জনতার কাছে ক্ষমা চাইলেন ওয়ার্নার, ইঙ্গিত দিলেন (2027 W০rld Cup) খেলারওয়ার্নারের সো...
21/11/2023

ফাইনালে ভারতকে হারানোর জন্য ১৪০ কোটি জনতার কাছে ক্ষমা চাইলেন ওয়ার্নার, ইঙ্গিত দিলেন (2027 W০rld Cup) খেলার

ওয়ার্নারের সোশ্যাল মিডিয়া পোস্টটি দেখার পর সকলেই মনে করছেন যে, ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়ায় আয়োজিত পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে অজি তারকা ডেভিড ওয়ার্নারের। বর্তমানে তাঁর বয়স ৩৭।
ভারতকে ঘিরে ডেভিড ওয়ার্নারের একটা আলাদা আবেগ রয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে ভারতে এসে আইপিএল খেলার দৌলতেই এই দেশের সঙ্গে ওয়ার্নারের একটি আত্মিক যোগ তৈরি হয়েছে। যে কারণে সম্ভবত ২০২৩ ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এ দেশের ১৪০ কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন অজি তারকা ওপেনার।

এবার বিশ্বকাপের ফাইনালে ডেভিড ওয়ার্নার চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। তবে অস্ট্রেলিয়াকে ফাইনালে তুলতে কিন্তু বড় ভূমিকা নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন। ৪৮.৬৩ গড়ে ৫৩৫ রান করে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। অজিরা ষষ্ঠ বার চ্যাম্পিয়ান হওয়ার পর দলের সঙ্গে উচ্ছ্বাসে ভাসেন ওয়ার্নার। কিন্তু তার পরেই ভারতের ক্রিকেটপ্রেমীদের কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।
আসলে সমৃদ্ধ আগরওয়াল নামে ভারতের এক ক্রিকেটপ্রেমী সোশ্যাল মিডিয়ায় ওয়ার্নারকে উদ্দেশ্য করে লিখেছিলেন, ‘প্রিয় ডেভিড ওয়ার্নার, আপনি ১০০ কোটিরও বেশি মানুষের হৃদয় ভেঙে দিয়েছেন।’ এই পোস্টের জবাবেই ওয়ার্নার লিখেছেন, ‘আমি ক্ষমা চাইছি। অসাধারণ ম্যাচ হয়েছে। মাঠের পরিবেশ ছিল অবিশ্বাস্য। ভারত সত্যিই দারুণ ভাবে বিশ্বকাপ আয়োজন করেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।’ ওয়ার্নারের এই পোস্টে অনেকেই নানা মন্তব্য করছেন। বেশিরভাগ ক্রিকেটপ্রেমীই ফের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ওয়ার্নারকে অভিনন্দন জানিয়েছেন।

রবিবার ফাইনালের পর, ওয়ার্নার ইনস্টাগ্রাম লম্বা একটি পোস্ট করে ২০২৭ বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিয়েছেন। এর থেকেই পরিষ্কার, তিনি আরও চার বছর খেলে যেতে চান। সেই পোস্ট ওয়ার্নার লিখেছেন, ‘প্রথমে আমি একটি অবিশ্বাস্য বিশ্বকাপ আয়োজনের জন্য ভারতকে ধন্যবাদ জানাতে চাই। এই ইভেন্টগুলির জন্য যে প্রচেষ্টা করা হয়েছে, তা সত্যিই দারুণ। পর্দার আড়ালে জড়িত সকল ব্যক্তি- গ্রাউন্ড স্টাফ, ড্রেসিংরুমের লোকজন, রান্নাঘরের কর্মী, শেফ, হোটেল স্টাফ, নিরাপত্তা, পুলিশ, ইভেন্ট সংগঠক- তালিকায় অনেক লম্বা। তবে সকলকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে ক্রিকেট ভক্তদের।’
তিনি আরও লিখেছেন, ‘আমরা যখন যাতায়াত করতাম, তখন রাস্তা অবরুদ্ধ থাকত, বিমানবন্দরের বিশৃঙ্খলা হত, কিন্তু সমর্থকদের ধৈর্য্যের জন্য প্রশংসা করব। তোমাদের সমর্থন ছাড়া আমাদের ভালোবাসার এই খেলাটি খেলা সম্ভব নয়। আমি জানি ফলাফলটি ভালো হয়নি, তবে আশ্চর্যজনক কয়েক সপ্তাহ ছিল। ৬ বার চ্যাম্পিয়ন হয়ে আমাদের পুরো টিম অত্যন্ত গর্বিত।’ শেষে তিনি যোগ করেছেন, ‘সবাইকে ধন্যবাদ, ২০২৭ সালে দেখা হবে।’
ওয়ার্নারের সোশ্যাল মিডিয়া পোস্টটি দেখার পর সকলেই মনে করছেন যে, ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়ায় আয়োজিত পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ওয়ার্নারের। বর্তমানে তাঁর বয়স ৩৭। ২০২৭ সালে ৪১ বছর হবে ওয়ার্নারের। যার ফলে পরবর্তী বিশ্বকাপে ওয়ার্নারের পক্ষে ৫০-ওভারের বিশ্বকাপে খেলাটা কিন্তু কার্যত অসম্ভব একটি বিষয়।

#
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
সবধরনের সঠিক আপডেট এবং বিভিন্ন অজানা তথ্য “আর্টিকেল এবং ভিডিও আকারে” পেতে আমাদের সোশ্যাল মিডিয়া সাইট গুলি 𝙁𝙊𝙇𝙇𝙊𝙒 করে রাখুন। 🔻
✅𝙋𝙖𝙜𝙚- https://www.facebook.com/Rbanglanewstv3?mibextid=ZbWKwL

✅𝙔𝙤𝙩𝙪𝙗𝙚 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡- https://youtube.com/?si=2A2MtVwFvUkiHz0S

✅𝙒𝙝𝙖𝙩𝙨𝘼𝙥𝙥 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡-https://whatsapp.com/channel/0029Va68k6oEAKW6sUPoeu2s

21/11/2023

ICC ODI World Cup 2023 : ফাইনালে হারলেও অন্য লড়াইয়ে ‘জয়ী’ রোহিত, ভারতীয় দলকে একার হাতে বদলে দিয়েছেন নেতা।

20/11/2023

বিশ বছর পরেও ফিরল কান্নার দিন, ফিরল না হাঁসি, তবুও ‘চক দে ইন্ডিয়া’-র স্বপ্ন দেখালেন রোহিতরা 🇮🇳🥰

20/11/2023

World Cup 2023: যে ট্রফিকে বুকে জড়িয়ে ঘুমিয়ে ছিলেন মেসি,আজ সেই ওয়ার্ল্ড কাপে জোড়া পায়ে লাথি! michael marsh

বাহ! কি দারুণ ট্রফির সম্মান করছে বাংলাদেশের জ্বান, বাংলাদেশের প্রান অস্ট্রেলিয়ার ক্রিকেটার!           🤷🏆
20/11/2023

বাহ! কি দারুণ ট্রফির সম্মান করছে বাংলাদেশের জ্বান, বাংলাদেশের প্রান অস্ট্রেলিয়ার ক্রিকেটার!

🤷🏆

বিশ্বকাপ ফাইনাল দেখতে দেখতেই হৃদরোগে মৃত্যু মুর্শিদাবাদের ব্যবসায়ীর                   #  """""""""""""""""""""""""""""""...
20/11/2023

বিশ্বকাপ ফাইনাল দেখতে দেখতেই হৃদরোগে মৃত্যু মুর্শিদাবাদের ব্যবসায়ীর
#
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
সবধরনের সঠিক আপডেট এবং বিভিন্ন অজানা তথ্য “আর্টিকেল এবং ভিডিও আকারে” পেতে আমাদের সোশ্যাল মিডিয়া সাইট গুলি 𝙁𝙊𝙇𝙇𝙊𝙒 করে রাখুন। 🔻
✅𝙋𝙖𝙜𝙚- https://www.facebook.com/Rbanglanewstv3?mibextid=ZbWKwL

✅𝙔𝙤𝙩𝙪𝙗𝙚 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡- https://youtube.com/?si=2A2MtVwFvUkiHz0S

✅𝙒𝙝𝙖𝙩𝙨𝘼𝙥𝙥 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡-https://whatsapp.com/channel/0029Va68k6oEAKW6sUPoeu2s

CWC ’23 Final Live Updates: রোহিতের ভারতের ‘বিরাট’ আশা ভঙ্গ! ঠান্ডা মাথার হেডেই ষষ্ঠবার বিশ্বজয়ী অস্ট্রেলিয়া            ...
19/11/2023

CWC ’23 Final Live Updates: রোহিতের ভারতের ‘বিরাট’ আশা ভঙ্গ! ঠান্ডা মাথার হেডেই ষষ্ঠবার বিশ্বজয়ী অস্ট্রেলিয়া


"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
সবধরনের সঠিক আপডেট এবং বিভিন্ন অজানা তথ্য “আর্টিকেল এবং ভিডিও আকারে” পেতে আমাদের সোশ্যাল মিডিয়া সাইট গুলি 𝙁𝙊𝙇𝙇𝙊𝙒 করে রাখুন। 🔻
✅𝙋𝙖𝙜𝙚- https://www.facebook.com/Rbanglanewstv3?mibextid=ZbWKwL

✅𝙔𝙤𝙩𝙪𝙗𝙚 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡- https://youtube.com/?si=2A2MtVwFvUkiHz0S

✅𝙒𝙝𝙖𝙩𝙨𝘼𝙥𝙥 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡-https://whatsapp.com/channel/0029Va68k6oEAKW6sUPoeu2s

18/11/2023

ঠাঁই মেলেনি ২০১১’র বিশ্বকাপে, ১২ বছর পর দেশকে জয়ের দোরগোড়ায় ঠেলেই কামব্যাক রোহিতের

গোল্ডেন ব্যাটের দৌড়ে কার্যত প্রতিদ্বন্দ্বীহীন কোহলি, সব থেকে বেশি রানে শীর্ষে বিরাটMost Runs In World Cup 2023: কুইন্টন...
18/11/2023

গোল্ডেন ব্যাটের দৌড়ে কার্যত প্রতিদ্বন্দ্বীহীন কোহলি, সব থেকে বেশি রানে শীর্ষে বিরাট

Most Runs In World Cup 2023: কুইন্টন ডি'কক দৌড় থেকে ছিটকে যাওয়ায় বিশ্বকাপ ২০২৩-এর সব থেকে বেশি রান সংগ্রহকারী হওয়া প্রায় পাকা কোহলির।
বিশ্বকাপ ২০২৩-এর সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়া কার্যত নিশ্চিত হয়ে গেল বিরাট কোহলির। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কুইন্টন ডি'ককের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায়।
👉সেমিফাইনালেই। ফাইনালে কোহলি ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হলেও তাঁকে টপকানো সহজ হবে না রোহিত শর্মাদের পক্ষে। আপাতত ১০ ম্যাচে ৭১১ রান নিয়ে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় এক নম্বরে রয়েছেন কোহলি।

👉অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে কুইন্টন ডি'কক মাত্র ৩ রান করে আউট হন। ফলে ১০ ম্যাচে ৫৯৪ রান সংগ্রহ করে এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ করতে হয় প্রোটিয়া তারকাকে। তবে বিশ্বকাপ ২০২৩-তে কুইন্টনের সব থেকে বেশি ৪টি সেঞ্চুরির রেকর্ড টপকানো সম্ভব হবে না কারও পক্ষে। ফাইনালে কোহলি শতরান করলে ডি'কককে ছুঁতে পারেন, তবে পিছনে ফেলতে পারবেন না কোনওভাবেই।

👉চলতি বিশ্বকাপে সব থেকে বেশি রান সংগ্রহকারীর তালিকায় আপাতত তিন নম্বরে রয়েছেন রাচিন রবীন্দ্র। কিউয়ি তারকা ১০ ম্যাচের দৌলতে ৫৭৮ রান সংগ্রহ করেছেন। নিউজিল্যান্ড সেমিফাইনালেই তাদের বিশ্বকাপ অভিযান শেষ করেছে। সুতরাং, রাচিনের সামনে সুযোগ নেই কোহলিকে টেক্কা দেওয়ার।

👉নিউজিল্যান্ডের ডারিল মিচেল চলতি বিশ্বকাপে সব থেকে বেশি রান সংগ্রহকারীর তালিকায় আপাতত চার নম্বরে রয়েছেন। তিনি ১০ ম্যাচে সাকুল্যে ৫৫২ রান সংগ্রহ করেছেন। তবে তাঁর সামনেও নিজের রান সংখ্যা বাড়িয়ে নেওয়ার আর কোনও সুযোগ নেই।

👉ভারত অধিনায়ক রোহিত শর্মা ১০ ম্যাচে ৫৫০ রান সংগ্রহ করেছেন। বিশ্বকাপ ২০২৩-তে সব থেকে বেশি রান সংগ্রহকারীর তালিকায় হিটম্যান রয়েছেন ৫ নম্বরে। তবে বিরাট কোহলির থেকে ১৬১ রানে পিছিয়ে থাকা রোহিতের পক্ষে ফাইনালের পারফর্ম্যান্স দিয়ে তালিকার শীর্ষে ওঠা মুশকিল।

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
সবধরনের সঠিক আপডেট এবং বিভিন্ন অজানা তথ্য “আর্টিকেল এবং ভিডিও আকারে” পেতে আমাদের সোশ্যাল মিডিয়া সাইট গুলি 𝙁𝙊𝙇𝙇𝙊𝙒 করে রাখুন। 🔻
✅𝙋𝙖𝙜𝙚- https://www.facebook.com/Rbanglanewstv3?mibextid=ZbWKwL

✅𝙔𝙤𝙩𝙪𝙗𝙚 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡- https://youtube.com/?si=2A2MtVwFvUkiHz0S

✅𝙒𝙝𝙖𝙩𝙨𝘼𝙥𝙥 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡-https://whatsapp.com/channel/0029Va68k6oEAKW6sUPoeu2s

18/11/2023

ODI World Cup 2023: ছবি যখন কথা বলে! ম্যাঞ্চেস্টার থেকে মুম্বই, ক্রিকেটের ঊর্ধ্বে বিজয়ী বন্ধুত্ব

17/11/2023

ICC World Cup 2023: ‘সিম্বা’ বিরাট আজ ‘লায়ন কিং’, ‘মুফাসা’ শচীন দেখলেন সম্রাটের দাপট

ফুটবলসিংহের গুহায় ঢুকে সিংহশিকার, বিশ্বকাপের যোগ্যতা পর্বে মনবীরের গোলে কুয়েতকে হারাল ভারত। 🇮🇳 𝗜𝗡𝗗𝗜𝗔 -𝟭 🆅🆂  𝗞𝗨𝗪𝗔𝗜𝗧 -𝟬 🇰🇼...
17/11/2023

ফুটবলসিংহের গুহায় ঢুকে সিংহশিকার, বিশ্বকাপের যোগ্যতা পর্বে মনবীরের গোলে কুয়েতকে হারাল ভারত।

🇮🇳 𝗜𝗡𝗗𝗜𝗔 -𝟭 🆅🆂 𝗞𝗨𝗪𝗔𝗜𝗧 -𝟬 🇰🇼
(𝗠𝗮𝗻𝘃𝗶𝗿- 𝟳𝟱 𝗠𝗶𝗻𝘂𝘁𝗲)
সিংহের গুহায় ঢুকে সিংহশিকার! আর কীভাবেই বা একে ব্যাখ্যা করা সম্ভব। বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে কুয়েতের মাঠে কুয়েতের বিরুদ্ধে খেলা ছিল ভারতের। আর সেই ম্যাচে ভারত জিতল ১-০ গোলে। ৩ পয়েন্ট সংগ্রহ করলেন সুনীল ছেত্রীরা। এর পরে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী কাতার। ৭৫ মিনিটে মনবীর সিং গোলটি করেন ভারতের হয়ে। সেই গোল আর শোধ করতে পারেনি কুয়েত।
বিশ্বকাপ ক্রিকেট (CWC 203) চলছে দেশের মাঠে। ১০ শে ১০ করে ফাইনালের টিকিট কেটে ফেলেছে টিম ইন্ডিয়া। ১৯ তারিখ হবে মেগাফাইনাল। রোহিত শর্মার হাতে বিশ্বকাপ ওঠে কিনা সময় বলবে। দেশে ভারতের ক্রিকেট দলকে নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রার্থনা। অন্যদিকে এদিনও সুনীল ছেত্রীদের জন্য প্রার্থনায় বসেছিলেন দেশের ফুটবলপ্রেমীরা। সুনীলরা হতাশ করেননি দেশের আপামর ফুটবল প্রেমীদের। বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বিদেশের মাঠে গিয়ে সুনীল ছেত্রীদের এই জয় নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ক্রিকেট ও ফুটবল– দুই খেলাতে দেশের এই সাফল্য ক্রীড়াপ্রেমীদের মুখে ছড়িয়ে দেবে হাজার ওয়াটের হাঁসি।

প্রথমার্ধ ছিল গোলশূন্য। কোনও দলই গোল করতে পারেনি। কিন্তু খেলার ৭৫ মিনিটে ছবিটাই বদলে যায়। বাঁ দিক থেকে ছাংতে বল বাড়িয়েছিলেন মনবীরকে লক্ষ্য করে। মনবীরের শরীরের সঙ্গে লেগে তখন কুয়েতের দুই ডিফেন্ডার। মনবীরের বাঁ পায়ের শট কুয়েতের গোলকিপারকে পরাস্ত করে জালে জড়িয়ে যায় বল।
এই কুয়েতকে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাডেন ডেথে হারিয়েছিলেন সুনীল ছেত্রীরা। এই ম্যাচের আগে সাফ চ্যাম্পিয়নশিপে দুবার মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। দুবারই ভারত ছিল অপরাজিত। কুয়েতের ঘরের মাঠে গিয়ে রূপকথা লিখল ভারতীয় ফুটবল দল।
⚔️ 🏆 💙 🐯 ⚽
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
সবধরনের সঠিক আপডেট এবং বিভিন্ন অজানা তথ্য “আর্টিকেল এবং ভিডিও আকারে” পেতে আমাদের সোশ্যাল মিডিয়া সাইট গুলি 𝙁𝙊𝙇𝙇𝙊𝙒 করে রাখুন। 🔻
✅𝙋𝙖𝙜𝙚- https://www.facebook.com/Rbanglanewstv3?mibextid=ZbWKwL

✅𝙔𝙤𝙩𝙪𝙗𝙚 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡- https://youtube.com/?si=2A2MtVwFvUkiHz0S

✅𝙒𝙝𝙖𝙩𝙨𝘼𝙥𝙥 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡-https://whatsapp.com/channel/0029Va68k6oEAKW6sUPoeu2s

দিস টাইম নট ফর আফ্রিকা!’ প্রথম বিশ্বজয়ের মাঠে অষ্টম ফাইনালে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ৫ বারের বিশ্বজ...
16/11/2023

দিস টাইম নট ফর আফ্রিকা!’ প্রথম বিশ্বজয়ের মাঠে অষ্টম ফাইনালে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ৫ বারের বিশ্বজয়ীরা
SA vs AUS Match Report:
ICC World Cup semifinal Match Report, South Africa vs Australia:

ভারতের ম্যাচ হলে এই প্রশ্নের প্রয়োজনই পড়ত না। ইডেনে ম্যাচের মাঝেই সঞ্চালক প্রশ্ন করেছিলেন, কারা অস্ট্রেলিয়াকে সমর্থন করছেন, আর দক্ষিণ আফ্রিকার সমর্থনেই বা কারা। সে সময় বৃষ্টি বিরতি চলছে। দক্ষিণ আফ্রিকা ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল। চিৎকারে আন্দাজ করা গেল, দক্ষিণ আফ্রিকার সমর্থন বেশি। ডেভিড মিলার সেঞ্চুরি করতেই যেন সেটা নিশ্চিত হওয়া গেল। আর দ্বিতীয় পর্বে! গ্যালারি যেন মনে প্রাণে চাইছিল, ২১২ রানের পুঁজি নিয়ে কোনও ম্যাজিক হোক। বেশ কিছু হাফ-চান্স, ইডেনের হতাশা বাড়াল। অস্ট্রেলিয়া তিন উইকেট হারাতেই মেক্সিকান ওয়েভ গ্যালারিতে। শামসি-মহারাজের কোনও ডেলিভারি টার্ন করতেই ম্যাজিকের প্রত্যাশা বাড়ল। কিন্তু পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রোখা কি এতই সহজ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
তেইশের বিশ্বকাপে অস্ট্রেলিয়া প্রথম ম্যাচ খেলেছিল ভারতের বিরুদ্ধে। চেন্নাইয়ের পিচে মাত্র ১৯৯ রানেই অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। ইডেনেও তো হতে পারত! শামসির ডোলিভারিতে রিভার্স সুইপ খেলতে গিয়ে লেগ বিফোর মার্নাস লাবুশেন। ইডেনে সেমিফাইনালের আগে গ্লেন ম্যাক্সওয়েলের থেকে এই শট আরও ভালো রপ্ত করেছিলেন। বাধ্য় ছাত্রর মতো ক্লাস করেছিলেন। সেই শট খেলতে গিয়েই আউট। ইডেনের প্রত্যাশা বাড়ে। ছাত্র আউট হতেই শিক্ষক ম্যাক্সওয়েল ক্রিজে। প্রথম ডেলিভারি অল্পের জন্য ব্য়াটের কানা ঘেঁসে কিপার ডি’ককের হাতে। যদি ব্যাটে লাগত! কেশব মহারাজের পরের বলেই ফের আবেদন। রিভার্স স্কুপ মিস, ব্যাটেও লাগেনি। রিভিউ নষ্ট হয় দক্ষিণ আফ্রিকার।

কোনও জিনিস মন থেকে চাইলে নাকি পাওয়া যায়? ম্যাক্সির উইকেটটাই যেন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় চাওয়া ছিল। শামসি পরের ওভারে এসেই ফেরালেন ম্যাক্সিকে। শর্ট বলে পুলের চেষ্টায় বোল্ড। দলীয় ১৩৭ রানে পঞ্চম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ছাত্র-শিক্ষক দুজনই শামসির শিকার! দক্ষিণ আফ্রিকা শিবিরে নতুন আশা। যদিও স্টিভ স্মিথের মতো ব্যাটার ক্রিজে থাকায় রাস্তা কঠিন ছিল শামসিদের সামনে। উল্টোদিকে তরুণ ব্যাটার জশ ইংলিশ শট খেলে স্কোর বোর্ড সচল রাখার চেষ্টা করছিলেন। অবশেষে ৩৪তম ওভারে দক্ষিণ আফ্রিকার স্বপ্নপূরণ। তখনও ৩৯ রান বাকি অজিদের। জেরাল্ড কোৎজের বলে বড় শট খেলার চেষ্টা স্টিভ স্মিথের। বল অনেক উচুঁতে। কিপার কুইন্টন ডি’কক অনবদ্য ক্যাচে ফেরান স্মিথকে।

তাবরাইজ শামসি-কেশব মহারাজের ওভার শেষ হতেই কিছুটা স্বস্তিতে অজি শিবির। তখন আর ২১ রান প্রয়োজন অস্ট্রেলিয়ার। ১০ ওভারে মাত্র ২৪ রান দিয়ে এক উইকেট মহারাজের। সামসি ১০ ওভারে ৪২ রান দিয়ে ২ উইকেট। ৪০তম ওভারে জশ ইংলিশকে বোল্ড করেন দক্ষিণ আফ্রিকার ক্যারাটে কিড। হঠাৎই ফের স্বপ্ন দেখতে শুরু করে প্রোটিয়ারা। প্রয়োজন ২০ রান, ৬১ বল বাকি। ক্রিজে প্রবেশ অজি অধিনায়ক প্যাট কামিন্সের।

হাইকোর্ট প্রান্ত থেকে বোলিংয়ে আনা হয় পার্টটাইম স্পিনার এইডেন মার্কর‌্যামকে। অন্য প্রান্তে কোৎজে। বেশকিছু নার্ভাস মুহূর্ত। বাউন্ডারি মেরে চাপ কিছুটা হালকা করেন প্যাট কামিন্স। পরিস্থিতি এমনই স্টার্ক ফ্রি-হিটে বোল্ড হতেও গ্যালারি চিৎকার করে উঠল। রোমহর্ষক পরিস্থিতিতে ভুলেই গিয়েছিল ফ্রি-হিট। এই নিয়ে পঞ্চম বার সেমিফাইনালেই বিদায়। ম্যাচের আগে প্রোটিয়া শিবিরে থিম ছিল, ‘দিস টাইম ফর আফ্রিকা’। অনেকটা কাছে পৌঁছেও সেমিফাইনালের বাধা পেরোতে ব্যর্থ প্রোটিয়ারা। ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার।

পাঁচ বারের চ্য়াম্পিয়ন অস্ট্রেলিয়া প্রথম ট্রফি জিতেছিল ইডেন গার্ডেন্সেই। ১৯৮৭ সালে প্রথম ট্রফি জয়ের মঞ্চে অষ্টম ফাইনাল নিশ্চিত। রবিবার আমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল। ২০০৩ সালেও ফাইনালে মুখোমুখি হয়েছিল দু-দল। ভারতের কাছে বদলার পালা।

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
সবধরনের সঠিক আপডেট এবং বিভিন্ন অজানা তথ্য “আর্টিকেল এবং ভিডিও আকারে” পেতে আমাদের সোশ্যাল মিডিয়া সাইট গুলি 𝙁𝙊𝙇𝙇𝙊𝙒 করে রাখুন। 🔻
✅𝙋𝙖𝙜𝙚- https://www.facebook.com/Rbanglanewstv3?mibextid=ZbWKwL

✅𝙔𝙤𝙩𝙪𝙗𝙚 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡- https://youtube.com/?si=2A2MtVwFvUkiHz0S

✅𝙒𝙝𝙖𝙩𝙨𝘼𝙥𝙥 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡-https://whatsapp.com/channel/0029Va68k6oEAKW6sUPoeu2s

16/11/2023

বিশ্বকাপের ইতিহাসে সবথেকে খারাপ ভাগ্য মনে হয় নিউজিল্যান্ড দলের সঙ্গী। বিশ্বকাপ স্বপ্ন অধরা থাকলেও প্রতিপক্ষকে প্রাপ্য কৃতিত্ব দিতে ভুলছেন না কেন উইলিয়ামসন।

16/11/2023

World Cup 2023: ম্যাঞ্চেস্টারের বদলা মুম্বইয়ে, ধোনির কান্না জুড়োল রোহিতের হাসিতে

🎯𝗕𝗜𝗚 𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚 𝗡𝗘𝗪𝗦 💥🔥 নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে 🚀 ভারত 🇮🇳 🥰
15/11/2023

🎯𝗕𝗜𝗚 𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚 𝗡𝗘𝗪𝗦 💥🔥 নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে 🚀 ভারত 🇮🇳 🥰

India Vs New Zealandকোহলির কীর্তির মঞ্চে শ্রেয়সেরও সেঞ্চুরি, কিউইদের সামনে ভারত লক্ষ্য রাখল ৩৯৮ রানেরকোহলি মুম্বইয়ে শচীন...
15/11/2023

India Vs New Zealand
কোহলির কীর্তির মঞ্চে শ্রেয়সেরও সেঞ্চুরি, কিউইদের সামনে ভারত লক্ষ্য রাখল ৩৯৮ রানের
কোহলি মুম্বইয়ে শচীনের ঘরের মাঠে ৫০তম ওয়ান ডে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছেন। শচীনের ছিল ৪৯তম সেঞ্চুরি। এদিন শ্রেয়সও দারুণ ইনিংস খেলে দিলেন।

আগের নয়টি ম্যাচে ভারতীয় দল যেরকম খেলেছে, তেমনই ব্যাটিং করল সেমিফাইনালেও। নিউজিল্যান্ডের মতো বড় দলের বিরুদ্ধে পাহাড়প্রমাণ রান করল রোহিত শর্মার ভারতীয় দল। তারা তুলেছে ৩৯৮/৪।

বুধবারও গুরুত্বপূর্ণ ম্যাচের শুরু থেকেই রানের বৃষ্টি নেমেছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দলের দুই ওপেনার রোহিত শর্মা (৪৭) ও শুভমন গিল(৭৯) রান তোলার পরে বাকি কাজ সারেন বিরাট কোহলি (১১৭) ও শ্রেয়স আইয়ার। ইডেনে এই জুটিই টেনেছিল ভারতকে, এদিনও তাই হয়েছে।
শ্রেয়স সেঞ্চুরি পেলেন ৬৭ বলে, যার মধ্যে রয়েছে তিনটি বাউন্ডারি ও আটটি ছক্কা। শ্রেয়স আউট হলেন ১০৫ রানে।

#

কি এই “রিটায়ার্ড হার্ট ”? কেন ইনিংসের মাঝপথে আউট না হয়েও ফিরলেন গিল? কখন আবার ব্যাট করতে নামতে পারবেন শুভমন? কী বলছে নিয়...
15/11/2023

কি এই “রিটায়ার্ড হার্ট ”? কেন ইনিংসের মাঝপথে আউট না হয়েও ফিরলেন গিল?
কখন আবার ব্যাট করতে নামতে পারবেন শুভমন? কী বলছে নিয়ম?

ICC ODI World Cup 2023
ইনিংসের মাঝপথে উঠে যেতে হয়েছে শুভমন গিলকে। পায়ের পেশিতে টান ধরায় ইনিংসের মাঝপথে উঠে যেতে হয়েছে শুভমন গিলকে। তখনও আউট হননি তিনি। সেই সময় ৬৫ বলে ৭৯ রানে ব্যাট করছিলেন শুভমন। এই ম্যাচে কি আবার শুভমন নামতে পারবেন? যদি পারেন তো কখন? কী বলছে নিয়ম?
এমসিসি (মেরিলিবোন ক্রিকেট ক্লাব)-র নিয়ম অনুযায়ী শুভমন আবার ব্যাট করতে নামতে পারবেন। তবে অবশ্যই ভারতের দ্বিতীয় উইকেট পড়লে। অথবা অন্য কোনও প্লেয়ার যদি রিটায়ার্ড হার্ট হয়ে বেরিয়ে যেতে বাধ্য হন, তখনও নামতে পারবেন শুভমন।

এমসিসি-র নিয়মের ২৫.৪.২ ধারায় বলা আছে, যদি কোনও ব্যাটার অসুস্থ হয়ে, চোট পেয়ে বা অন্য কোনও কারণে বাধ্য হয়ে মাঠের বাইরে যেতে বাধ্য হন তা হলে তাঁকে রিটায়ার্ড হার্ট বলা হয়। তিনি কোনও ভাবেই আউট নন। তাই পরবর্তীতে আবার তিনি খেলা শুরু করতে পারেন। তবে তার জন্য অবশ্যই কোনও ব্যাটারকে আউট হতে হবে। ইনিংস শুরু করার জন্য সেই ব্যাটারকে অন্য কারও অনুমতির দরকার পড়বে না।

15/11/2023

World Cup 2023 Prize Money-
গ্রুপ পর্বের ম্যাচ শেষে কোন দলের পকেটে কত টাকা এলো? কে পেল সবচেয়ে বেশি? বাদ যাবেনা বাংলাদেশেও! দেখুন ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ শেষে কোন দল কতটাকা করে নিজেদের পকেটে ঢোকাতে পারল?

12/11/2023

CWC 23 : যে পাঁচ অধিনায়কের এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে!

09/11/2023

CWC 23 : ফখর প্রতিটি রানের জন্য পাকিস্তানের কাছ থেকে পাচ্ছেন প্রায় ৮০০০ রুপি। কিন্তুু কেন

বিশ্ব সেরা ভারত 🇮🇳 🥰🥰ICC Ranking: তিন ফর্ম্যাটেই বিশ্বসেরা ব্যাটার, বোলার ও অল-রাউন্ডারের তালিকায় ভারতীয়দের দাপট𝗟𝗮𝘀𝘁 𝗨𝗽𝗱...
09/11/2023

বিশ্ব সেরা ভারত 🇮🇳 🥰🥰

ICC Ranking: তিন ফর্ম্যাটেই বিশ্বসেরা ব্যাটার, বোলার ও অল-রাউন্ডারের তালিকায় ভারতীয়দের দাপট

𝗟𝗮𝘀𝘁 𝗨𝗽𝗱𝗮𝘁𝗲𝗱: 𝟬𝟵 𝗡𝗼𝘃 𝟮𝟬𝟮𝟯 𝟬𝟵:𝟭𝟰 𝗔𝗠
ICC Ranking: Test, ODI & T20, তিন ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বসেরা ভারত। ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে ছড়ি ঘোরাচ্ছেন ভারতীয় তারকারাই।

বিশ্বকাপের ভরা বাজারে আইসিসি ব়্যাঙ্কিংয়ে ভারত ও ভারতীয়দের দাপট বজায়। দলগত বিশ্বব়্যাঙ্কিংয়ে টিম ইন্ডিয়ার আধিপত্য একতরফা। ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ের শীর্ষেও বেশিরভাগ আসন দখলে রেখেছেন ভারতীয়রা।
টেস্ট, ওয়ান ডে ও টি-২০, আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ভারত এই মুহূর্তে বিশ্বের এক নম্বর দল। টেস্টের ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা বোলার ও অল-রাউন্ডারের তকমা রয়েছে দুই ভারতীয়র দখলে।

ওয়ান ডে-র ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে সেরা ব্যাটার ও সেরা বোলার এই মুহূর্তে দুই ভারতীয় তারকা। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ব্যক্তিগত বিশ্বব়্যাঙ্কিংয়ে সেরা ব্যাটসম্যানের মুকুট রয়েছে এক ভারতীয় তারকার দখলে। দেখে নেওয়া যাক তিন ফর্ম্যাটে ব়্যাঙ্কিং তালিকার শীর্ষে রয়েছেন কারা। এবং সেই তালিকায় ভারতীয়দের স্থান কত নম্বরে...

👉টেস্ট ব়্যাঙ্কিং:-
*সেরা দল- ভারত। *সেরা ব্যাটার- কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)। *সেরা বোলার- রবিচন্দ্রন অশ্বিন (ভারত)। *সেরা অল-রাউন্ডার- রবীন্দ্র জাদেজা (ভারত)।

👉ওয়ান ডে ব়্যাঙ্কিং:-
*সেরা দল- ভারত। *সেরা ব্যাটার- শুভমন গিল (ভারত)। *সেরা বোলার- মহম্মদ সিরাজ (ভারত)। *সেরা অল-রাউন্ডার- শাকিব আল হাসান (বাংলাদেশ)।

👉টি-২০ ব়্যাঙ্কিং:-
*সেরা দল- ভারত। *সেরা ব্যাটার- সূর্যকুমার যাদব (ভারত)। *সেরা বোলার- রশিদ খান (আফগানিস্তান)। *সেরা অল-রাউন্ডার- শাকিব আল হাসান (বাংলাদেশ)।

✅ টেস্ট ব্যাটসম্যানদের প্রথম দশে রয়েছেন ভারতের রোহিত শর্মা (১০)।
🔻বোলারদের প্রথম দশে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (১), রবীন্দ্র জাদেজা (৩) ও জসপ্রীত বুমরাহ (১০)।
🔻অল-রাউন্ডারদের প্রথম দশে রয়েছেন রবীন্দ্র জাদেজা (১), রবিচন্দ্রন অশ্বিন (২) ও অক্ষর প্যাটেল (৫)।

✅ ওয়ান ডে ব্যাটসম্যানদের প্রথম দশে রয়েছেন শুভমন গিল (১), বিরাট কোহলি (৪) ও রোহি শর্মা (৬)।
🔻বোলারদের প্রথম দশে রয়েছেন মহম্মদ সিরাজ (১), কুলদীপ যাদব (৪), জসপ্রীত বুমরাহ (৮) ও মহম্মদ শামি (১০)।
🔻অল-রাউন্ডারদের প্রথম দশে রয়েছেন রবীন্দ্র জাদেজা (১০)।

✅ টি-২০ ব্যাটসম্যানদের প্রথম দশে রয়েছেন সূর্যকুমার যাদব (১)।
🔻 টি-২০ বোলারদের প্রথম দশে কোনও ভারতীয় তারকা নেই তবে অল-রাউন্ডারদের প্রথম দশে রয়েছেন হার্দিক পান্ডিয়া (২)।

উল্লেখ্য, বুধবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার প্রকাশিত ব়্যাঙ্কিং তালিকা অনুযায়ী ওয়ান ডে ব্যাটারদের শীর্ষস্থান দখল করেন শুভমন গিল। তিনি ছিনিয়ে নেন পাক অধিনায়ক বাবর আজমের মুকুট। সচিন, ধোনি ও কোহলির পরে সার্বিকভাবে চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ব্যাটারদের তালিকায় শীর্ষে ওঠেন শুভমন। সেই সঙ্গে ওয়ান ডে বোলারদের তালিকার শীর্ষে ফেরেন মহম্মদ সিরাজ।

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
সবধরনের সঠিক আপডেট এবং বিভিন্ন অজানা তথ্য “আর্টিকেল এবং ভিডিও আকারে” পেতে আমাদের সোশ্যাল মিডিয়া সাইট গুলি 𝙁𝙊𝙇𝙇𝙊𝙒 করে রাখুন। 🔻
✅𝙋𝙖𝙜𝙚- https://www.facebook.com/Rbanglanewstv3?mibextid=ZbWKwL

✅𝙔𝙤𝙩𝙪𝙗𝙚 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡- https://youtube.com/?si=2A2MtVwFvUkiHz0S

✅𝙒𝙝𝙖𝙩𝙨𝘼𝙥𝙥 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡-https://whatsapp.com/channel/0029Va68k6oEAKW6sUPoeu2s

08/11/2023

“United we stand” | একতা একটি ছবিই বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছে ১৪০ কোটিকে

অতিমানবীয় বললেও কম! ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংসে অজিরা সেমিতেঅবিশ্বাস্য ম্যাক্সওয়েলের অসাধ্য সাধন, বাগে পেয়েও অজিদের ...
08/11/2023

অতিমানবীয় বললেও কম! ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংসে অজিরা সেমিতে
অবিশ্বাস্য ম্যাক্সওয়েলের অসাধ্য সাধন, বাগে পেয়েও অজিদের হারাতে পারল না আফগানিস্তান

𝗟𝗮𝘀𝘁 𝗨𝗽𝗱𝗮𝘁𝗲𝗱: 𝟬𝟴 𝗡𝗼𝘃 𝟮𝟬𝟮𝟯 𝟬𝟴:𝟭𝟲 𝗣𝗠

Australia | Cricket World Cup 2023:
👉 🇦🇫 𝗔𝗙𝗚𝗛𝗔𝗡𝗜𝗦𝗧𝗔𝗡 - ২৯১-৫ (ইব্রাহিম জাদরান ১২৯, রশিদ খান ৩৫)
👉 🇦🇺 𝗔𝘂𝘀𝘁𝗿𝗮𝗹𝗶𝗮 -: ২৯৩-৭ (ম্যাক্সওয়েল ২০১*, মার্শ ২৪)
👉অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।

এমনটাও সম্ভব! বিশ্বকাপের আসরে 'অতিমানব' হয়ে উঠলেন গ্লেন ম্যাক্সওয়েল। আফগানদের মুখের গ্রাস কার্যত ছিনিয়ে নিলেন একাই। সেমিফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া।

লক্ষ্য, ২৯২ রান। আর আফগানিস্থানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৯১। বিশ্বকাপে আরও একটি অঘটনের অপেক্ষায় ছিল ক্রিকেট বিশ্ব। আফগানিস্তানের কাছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের লজ্জাজনক হার।
আফগান শিবিরেও কি উৎসব শুরু হয়ে গিয়েছিল? সে প্রশ্নের উত্তর মিলবে না। তবে মাঠে গ্নেন ম্যাক্সওয়েল যা কাণ্ড ঘটালেন, তা চাক্ষুষ করল গোটা বিশ্ব। নবম উইকেটে ব্যাট করতে নেমেছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তাঁকে সঙ্গে নিয়ে জিতিয়ে দিলেন অজিদের। ডাবল সেঞ্চুরি করলেন মাত্র ১২৮ বলে! বিশ্বকাপের আসরে রান তাড়া করতে নেমে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
এদিন মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক শাহিদি। এরপর রহমত , অধিনায়ক শাহিদি এবং আজমতুল্লাহর সঙ্গে জুটি বেঁধে আফগানদের ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন জাদরান। সেঞ্চুরি করেন তিনি। শেষদিকে রশিদ খানের সঙ্গে জাদরানের জুটি আফগানদের পৌঁছে দেয় ২৯১ রানের চ্যালেঞ্জিং স্কোরে। জাদরান একাই করেন ১২৯ রান। আর রশিদ মাত্র ১৮ বলে করেন ৩৫।
২৯২ রান তোলাটা অস্ট্রেলিয়ার পক্ষে চ্যালেঞ্জিং হবে বলেই মনে হচ্ছিল। ৯১ রানে ৭ উইকেটের পর সেটা অসম্ভবের পর্যায়ে পৌঁছে যায়। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করলেন ম্যাক্সওয়েল। ২০১ রান। পরে ব্যাট করে কোনও ওয়ানডে ম্যাচে এটাই সর্বোচ্চ স্কোর, কোনও অজি ব্যাটারের এটা সর্বোচ্চ স্কোর, চলতি বিশ্বকাপে এটা কোনও ব্যাটারের সর্বোচ্চ স্কোর। কিন্তু এসব তো গেল পরিসংখ্যানের কথা। ম্যাক্সওয়েল এদিন যেটা করলেন, সেটা পরিসংখ্যানের গণ্ডি পেরিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে অক্ষয় হয়ে থাকবে।

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
সবধরনের সঠিক আপডেট এবং বিভিন্ন অজানা তথ্য “আর্টিকেল এবং ভিডিও আকারে” পেতে আমাদের সোশ্যাল মিডিয়া সাইট গুলি 𝙁𝙊𝙇𝙇𝙊𝙒 করে রাখুন। 🔻
✅𝙋𝙖𝙜𝙚- https://www.facebook.com/Rbanglanewstv3?mibextid=ZbWKwL

✅𝙔𝙤𝙩𝙪𝙗𝙚 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡- https://youtube.com/?si=2A2MtVwFvUkiHz0S

✅𝙒𝙝𝙖𝙩𝙨𝘼𝙥𝙥 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡-https://whatsapp.com/channel/0029Va68k6oEAKW6sUPoeu2s

06/11/2023

Virat 🤝 Sachin : সচিন অনেক রেকর্ড গড়ার আশীর্বাদ দিলেন কোহলিকে | কিংবদন্তিরা হয়তো এমনই হন 🥰

অবশেষে এল কাঙ্খিত জয়, শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ😜দেরিতে হলেও জয় পেল বাংলাদেশ।ODI World Cup 2023: দেরিতে হলেও জয় পেল বাংল...
06/11/2023

অবশেষে এল কাঙ্খিত জয়, শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ😜দেরিতে হলেও জয় পেল বাংলাদেশ।
ODI World Cup 2023: দেরিতে হলেও জয় পেল বাংলাদেশ। সোমবার শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারাল বাংলার বাঘেরা। বিশ্বকাপ অভিযান আগেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। শ্রীলঙ্কারও তাই। দ্বীপরাষ্ট্র ও বাংলাদেশের কাছে ম্যাচটা ছিল সম্মানরক্ষার। সেই ম্যাচ জিতে নিল বাংলাদেশ।

টস জিতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। চরিত আসালাঙ্কার সেঞ্চুরির সৌজন্যে দ্বীপরাষ্ট্র করে ২৭৯ রান। আপাত নিরীহ একটা ম্যাচ নিয়েই শুরু হল চর্চা। হঠাৎই আলোচনার কেন্দ্রে চলে এল এই ম্যাচ। সৌজন্যে “টাইমড আউট”। এক বলও না খেলে প্যাভিলিয়নে যেতে হল শ্রীলঙ্কার বর্ষীয়ান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইমড আউট হলেন ম্যাথিউজ।

শ্রীলঙ্কার রান তাড়া করতে নেমে শুরুতে বাংলাদেশ উইকেট খোয়ালেও শাকিব ও শান্ত দলের জয়ের ভিত গড়ে দেন। দুজনের কেউই সেঞ্চুরি করতে পারেননি। শাকিব ও শান্তর ১৬৯ রানের পার্টনারশিপ বাংলাদেশ শিবিরে এনে দেয় জয়ের গন্ধ। শান্ত করেন ৯০। অন্যদিকে শাকিব ৮২ রানে আউট হন। এই দুজন আউট হয়ে যাওয়ার পরে মুশফিকুর রহিম, মহম্মদুল্লাহর মতো সিনিয়র ক্রিকেটারের উইকেট হারালেও জিততে সমস্যা হয়নি বাংলাদেশের।

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
সবধরনের সঠিক আপডেট এবং বিভিন্ন অজানা তথ্য “আর্টিকেল এবং ভিডিও আকারে” পেতে আমাদের সোশ্যাল মিডিয়া সাইট গুলি 𝙁𝙊𝙇𝙇𝙊𝙒 করে রাখুন। 🔻
✅𝙋𝙖𝙜𝙚- https://www.facebook.com/Rbanglanewstv3?mibextid=ZbWKwL

✅𝙔𝙤𝙩𝙪𝙗𝙚 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡- https://youtube.com/?si=2A2MtVwFvUkiHz0S

✅𝙒𝙝𝙖𝙩𝙨𝘼𝙥𝙥 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡-https://whatsapp.com/channel/0029Va68k6oEAKW6sUPoeu2s

Address

Mathurapur

Website

Alerts

Be the first to know and let us send you an email when R Bangla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like