18/11/2024
“ভোরে অ্যালার্ম দিয়ে টেস্ট ম্যাচ দেখার দিন থেকে অ্যালার্ম ছাড়াই ম্যাচ খেলার দিন।”
ছোটবেলায় ভোরে ঘুম ভেঙে অ্যালার্ম দিয়ে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ দেখতেন ধ্রুব জুরেল। এবার সেই জুরেলই ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পেয়েছেন। এই যাত্রা যে কতটা আবেগঘন, তা ধ্রুব নিজের ভাষায় বুঝিয়ে দিয়েছেন। অস্ট্রেলিয়া সফরের দলের অংশ হয়ে তিনি সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, “ভোরে অ্যালার্ম দিয়ে টেস্ট ম্যাচ দেখার দিন থেকে অ্যালার্ম ছাড়াই ম্যাচ খেলার দিন।” তার এই বক্তব্য জীবনের অসাধারণ জার্নি তুলে ধরে।
ঋষভ পন্থের চোটের কারণে ধ্রুব এই বছরের শুরুতে ইংল্যান্ড সিরিজে খেলেছিলেন। যদিও নিউজিল্যান্ড সিরিজে খেলার সুযোগ পাননি, এবং অস্ট্রেলিয়া সিরিজেও পন্থ দলে থাকায় ধ্রুবের খেলার সম্ভাবনা কম। তবে সুযোগ পেলে সেটাকে কাজে লাগানোর জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত।
তরুণ উইকেটকিপার ধ্রুব জুরেল রোহিত শর্মা এবং বিরাট কোহলির কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা সম্পর্কে আগেও কথা বলেছেন। রোহিত সম্পর্কে তার মন্তব্য ছিল, “রোহিত ভাই খুব সহজ-সরল ও হাসিখুশি মানুষ। তিনি সব সময় বলেন, যে কোনও সমস্যায় তার কাছে যেতে। তার সঙ্গে কথা বলে খুব ভালো লাগে।” বিরাট কোহলির বিষয়ে জুরেলের কথা ছিল, “কোহলি ক্রিকেটের কিংবদন্তি। তার কঠোর পরিশ্রম এবং শেখার ইচ্ছা আমাকে অনুপ্রাণিত করে। ওর সঙ্গে কথা বলার সময় সবসময় কিছু না কিছু শিখতে পারি।”
ধ্রুব জুরেলের এই যাত্রা নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য একটি উদাহরণ। কঠোর পরিশ্রম এবং স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছাই তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে।