R Bangla News

R Bangla News R BANGLA NEWS, News Live,Bangla news is uploaded on this page
(1)

“ভোরে অ্যালার্ম দিয়ে টেস্ট ম্যাচ দেখার দিন থেকে অ্যালার্ম ছাড়াই ম্যাচ খেলার দিন।” ছোটবেলায় ভোরে ঘুম ভেঙে অ্যালার্ম দিয়ে...
18/11/2024

“ভোরে অ্যালার্ম দিয়ে টেস্ট ম্যাচ দেখার দিন থেকে অ্যালার্ম ছাড়াই ম্যাচ খেলার দিন।”

ছোটবেলায় ভোরে ঘুম ভেঙে অ্যালার্ম দিয়ে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ দেখতেন ধ্রুব জুরেল। এবার সেই জুরেলই ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পেয়েছেন। এই যাত্রা যে কতটা আবেগঘন, তা ধ্রুব নিজের ভাষায় বুঝিয়ে দিয়েছেন। অস্ট্রেলিয়া সফরের দলের অংশ হয়ে তিনি সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, “ভোরে অ্যালার্ম দিয়ে টেস্ট ম্যাচ দেখার দিন থেকে অ্যালার্ম ছাড়াই ম্যাচ খেলার দিন।” তার এই বক্তব্য জীবনের অসাধারণ জার্নি তুলে ধরে।

ঋষভ পন্থের চোটের কারণে ধ্রুব এই বছরের শুরুতে ইংল্যান্ড সিরিজে খেলেছিলেন। যদিও নিউজিল্যান্ড সিরিজে খেলার সুযোগ পাননি, এবং অস্ট্রেলিয়া সিরিজেও পন্থ দলে থাকায় ধ্রুবের খেলার সম্ভাবনা কম। তবে সুযোগ পেলে সেটাকে কাজে লাগানোর জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত।
তরুণ উইকেটকিপার ধ্রুব জুরেল রোহিত শর্মা এবং বিরাট কোহলির কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা সম্পর্কে আগেও কথা বলেছেন। রোহিত সম্পর্কে তার মন্তব্য ছিল, “রোহিত ভাই খুব সহজ-সরল ও হাসিখুশি মানুষ। তিনি সব সময় বলেন, যে কোনও সমস্যায় তার কাছে যেতে। তার সঙ্গে কথা বলে খুব ভালো লাগে।” বিরাট কোহলির বিষয়ে জুরেলের কথা ছিল, “কোহলি ক্রিকেটের কিংবদন্তি। তার কঠোর পরিশ্রম এবং শেখার ইচ্ছা আমাকে অনুপ্রাণিত করে। ওর সঙ্গে কথা বলার সময় সবসময় কিছু না কিছু শিখতে পারি।”
ধ্রুব জুরেলের এই যাত্রা নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য একটি উদাহরণ। কঠোর পরিশ্রম এবং স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছাই তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে।

**বুমরা বনাম পন্থ: উইকেটের দাম ৮৪৪২ টাকা, চ্যালেঞ্জের মজার গল্প**বর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতি চলছে পার্থে। ভারতীয় দ...
18/11/2024

**বুমরা বনাম পন্থ: উইকেটের দাম ৮৪৪২ টাকা, চ্যালেঞ্জের মজার গল্প**

বর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতি চলছে পার্থে। ভারতীয় দলের ক্রিকেটাররা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে কোনও ফাঁক রাখতে চাইছেন না। শুক্রবার নেটে এমনই এক মজার মুহূর্ত তৈরি হয় যখন দলের তারকা পেসার যশপ্রীত বুমরা তাঁর উইকেটের "দাম" ঠিক করে চ্যালেঞ্জ দেন উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থকে।
নেটে ব্যাট করার সময় বুমরাকে বল করছিলেন দলের বোলিং কোচ মর্নি মর্কেল। এমন সময় পন্থ বোলিং করতে এগিয়ে আসেন। তখন বুমরা পন্থকে বলেন, যদি তিনি তাঁকে আউট করতে পারেন, তবে ১০০ ডলার (ভারতীয় মুদ্রায় ৮৪৪২ টাকা) দেওয়া হবে। মর্কেলের পরামর্শে পন্থ বুমরার দিকে বল ছোড়েন। প্রথম দু’টি বল বুমরা সহজেই সামলে নেন। এরপর পন্থ মর্কেলের নির্দেশনায় খাটো লেংথের একটি বল করেন, যেটি বুমরা হুক করে মাঠের বাইরে পাঠান।

তবে পন্থ দাবি করেন, এটি আউট। কারণ ফিল্ডিংয়ের সময় এই শট ক্যাচ হওয়ার সম্ভাবনা বেশি। মর্কেলও পন্থের যুক্তি সমর্থন করেন। কিন্তু বুমরা সহজে হার মানার পাত্র নন। তিনি বলেন, "প্রথমত, পন্থের বোলিং অ্যাকশন অবৈধ। দ্বিতীয়ত, মাঠে কি অন সাইডে সাতজন ফিল্ডার থাকবে যে এই শটে তিনি আউট হবেন?" বুমরার যুক্তি শুনে সবাই হেসে ফেলেন।

বিসিসিআই এই মজার মুহূর্তের ভিডিও শেয়ার করেছে, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে হাসি আর আনন্দ ছড়িয়েছে। ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ২২ নভেম্বর পার্থে শুরু হতে চলেছে। পাঁচ ম্যাচের এই সিরিজে কে হাসবে শেষ হাসি, তা দেখার জন্য অপেক্ষা করছেন ভক্তরা।

সিরিজ জিতে আনন্দ করতে গিয়ে মাটিতে রিঙ্কুর টুপি! পা লাগতেই যা করলেন সূর্য… মন জিতলেন নেটিজেনদের…ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ ...
18/11/2024

সিরিজ জিতে আনন্দ করতে গিয়ে মাটিতে রিঙ্কুর টুপি! পা লাগতেই যা করলেন সূর্য… মন জিতলেন নেটিজেনদের…
ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকায় গিয়ে টি২০ সিরিজে ৩-১ ব্যবধানে দুর্দান্ত জয় অর্জন করেছে। সিরিজ জয়ের এই মুহূর্তটি ভারতীয় দলের জন্য অত্যন্ত গর্বের। দলের বেশ কয়েকজন খেলোয়াড়, যেমন আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা চোখে পড়ার মতো পারফর্মেন্স করেছেন। তবে এই আনন্দঘন মুহূর্তে এমন একটি ঘটনা ঘটেছে যা সবাইকে মুগ্ধ করেছে।
ম্যাচ শেষে রিঙ্কু সিং এসে অধিনায়ক সূর্যকুমার যাদবকে জড়িয়ে ধরেন। আনন্দ উদযাপনের সময় রিঙ্কু সিংয়ের জাতীয় দলের টুপি মাটিতে পড়ে যায় এবং সূর্যকুমারের পা টুপির সঙ্গে লেগে যায়। এই ঘটনা দেখার সঙ্গে সঙ্গেই সূর্যকুমার দ্রুত সেই টুপি তুলে নেন, তাতে প্রণাম করেন এবং পরে তা রিঙ্কুকে ফিরিয়ে দেন। জাতীয় দলের টুপিতে দেশের পতাকার প্রতীক থাকে, এবং সেই টুপির প্রতি কপ্তান সূর্যকুমারের এমন শ্রদ্ধাশীল আচরণ নেটিজেনদের মন ছুঁয়ে গেছে।
একজন অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের এই আচরণ তাঁর মাটির সঙ্গে সংযুক্ত থাকার প্রমাণ দেয়। সিরিজ জয়ের আনন্দের মধ্যেও জাতীয় সত্তার প্রতি তাঁর এই শ্রদ্ধা সত্যিই অনন্য এবং প্রশংসনীয়। এই ঘটনার পর অনেকেই বলেছেন, এমন নেতা যেকোনো দলের জন্য অনুপ্রেরণা।

17/11/2024
মহম্মদ শামি ও রোহিত শর্মা কি একসঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিচ্ছেন?ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের ৩৬০ দিনের মাথায় ক্রিকেট...
17/11/2024

মহম্মদ শামি ও রোহিত শর্মা কি একসঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিচ্ছেন?

ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের ৩৬০ দিনের মাথায় ক্রিকেটে ফিরে এসেছেন মহম্মদ শামি। ফেরার পরই তাঁর পারফরম্যান্স নজরকাড়া। রঞ্জি ট্রফিতে বাংলা দলের হয়ে খেলতে নেমে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৭ উইকেট নিয়েছিলেন। এমন অসাধারণ পারফরম্যান্সের পর, অভিজ্ঞ এই পেসারকে বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য ভারতীয় দলে ফেরানোর দাবি উঠেছে জোরালোভাবে। বিশেষত নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর, ভারতীয় দলের শক্তি বাড়াতে শামিকে ফেরানোর বিষয়ে আগ্রহী অনেকেই।
সূত্র অনুযায়ী, রোহিত শর্মার সঙ্গে একই বিমানে অস্ট্রেলিয়া যাত্রা করতে পারেন শামি। প্রাথমিকভাবে ঘোষিত ১৮ সদস্যের স্কোয়াডে তাঁর নাম ছিল না, কারণ তখনও মাঠে ফিরতে পারেননি। তবে রঞ্জি ট্রফিতে তাঁর দুর্দান্ত প্রত্যাবর্তনের পর, টিম ম্যানেজমেন্টও শামিকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে আগ্রহী। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে দুই ইনিংসে মোট ৪০ ওভার বল করেন শামি। এই পরিস্থিতিতে, পার্থে ২২ তারিখ থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে ভারতীয় দলে তাঁর অন্তর্ভুক্তি হতে পারে।

এদিকে, রোহিত শর্মা দ্বিতীয়বার বাবা হয়েছেন। তাঁর স্ত্রী রীতিকা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এই সুখবর পাওয়ার পর রোহিতেরও অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে যোগ দেওয়ার সম্ভাবনা বেড়েছে। তাই, যদি রোহিত ও শামি একসঙ্গে দলে যোগ দেন, তবে ভারতীয় দলের শক্তি যে বাড়বে, তা বলাই বাহুল্য।

তবে, প্রথম টেস্টের আগে ভারত কোনো প্রস্তুতি ম্যাচ খেলছে না। নিজেদের মধ্যে দুটি দল গঠন করে প্রস্তুতি চালাচ্ছে। এই প্র্যাকটিস চলাকালীন চোট পেয়ে দলের উদ্বেগ বাড়িয়েছেন কে এল রাহুল। একইসঙ্গে, আঙুলের চোটে পড়েছেন শুভমন গিল, যা তাঁকে প্রথম টেস্ট থেকে ছিটকে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে।

এই পরিস্থিতিতে, ভারতীয় দলে শামির ফেরাটা বেশ গুরুত্বপূর্ণ হতে পারে।

নিজে ট্রফি হাতে নিলেন না সূর্যকুমার, প্রেজেন্টারকে টেনে আনেন রমনদীপদের কাছে, গোল বাঁধে তাতেইভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যক...
17/11/2024

নিজে ট্রফি হাতে নিলেন না সূর্যকুমার, প্রেজেন্টারকে টেনে আনেন রমনদীপদের কাছে, গোল বাঁধে তাতেই

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি-২০ সিরিজে এক অসাধারণ দৃশ্যের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। জোহানেসবার্গে সিরিজের চতুর্থ তথা শেষ ম্যাচে ভারত বিশাল ব্যবধানে জয়লাভ করার পর ট্রফি বিতরণের সময় এক অভিনব ঘটনা ঘটল।
টিম ইন্ডিয়ার ফটো সেশনের সময় সূর্যকুমার যাদব সাধারণ নিয়ম মেনে ট্রফি তুলে নেননি। বরং তিনি সিরিজ জয়ের ট্রফি প্রেজেন্টারের হাত থেকে না নিয়ে সরাসরি তাঁকে হাত ধরে টিম ইন্ডিয়ার স্কোয়াডের নতুন সদস্যদের কাছে নিয়ে যান। সূর্য প্রেজেন্টারকে রমনদীপ সিং, যশ দয়াল এবং বিজয়কুমার বৈশাকের হাতে ট্রফি তুলে দেওয়ার জন্য বলেন। সূর্যর এই ব্যবহারে দলের নতুন এবং তরুণ খেলোয়াড়দের প্রতি তাঁর ভালোবাসা এবং সম্মান স্পষ্ট হয়ে ওঠে।
তবে, এখানে এক মজার পরিস্থিতি সৃষ্টি হয়। ট্রফি দেওয়ার পর প্রেজেন্টার ভারতীয় দলের মাঝখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। ফলে, ট্রফি জয়ের পর যে উদযাপনের মুহূর্ত তৈরি হওয়ার কথা ছিল, সেটি সামান্য দেরি হয়। হার্দিক পান্ডিয়া ও আর্শদীপ সিং সহ দলের অনেকেই পরিস্থিতি বুঝে কিছুটা বিভ্রান্ত হন। তবে প্রেজেন্টার সরে যাওয়ার পরই শুরু হয় দলের জমকালো উদযাপন।
এই ঘটনা আবারও প্রমাণ করে, ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রজন্মের নেতৃত্ব শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও দৃষ্টান্ত স্থাপন করছে। তরুণ খেলোয়াড়দের ওপর আলোকপাত করার জন্য সূর্য নিজে একপাশে সরে দাঁড়ান, যাতে তরুণরা কেন্দ্রে থাকতে পারে।
ক্রিকেট মাঠে এই দিনটি আরও স্মরণীয় হয়ে ওঠে ভারতের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য। সিরিজের শেষ ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ২০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ২৮৩ রানের পাহাড় প্রমাণ স্কোর করে। সঞ্জু স্যামসন অপরাজিত ১০৯ রান করেন এবং তিলক বর্মা ১২০ রানের অসাধারণ ইনিংস উপহার দেন। জবাবে দক্ষিণ আফ্রিকা মাত্র ১৪৮ রানে অলআউট হয়ে যায়। বোলিংয়ে আর্শদীপ সিং দুর্দান্ত পারফর্ম করে ৩ উইকেট দখল করেন।

এমন উদযাপন এবং খেলায় স্পোর্টসম্যানশিপ ভারতীয় দলের সংস্কৃতির একটি প্রতিচ্ছবি। এটি শুধু ক্রিকেটপ্রেমীদের কাছেই নয়, বরং ক্রিকেট বিশ্বের কাছেও এক অনুকরণীয় উদাহরণ।

ম্যাচ, সিরিজ সেরা তিলক পেলেন আর একটি পুরস্কার, সাজঘরে পুরস্কৃত করলেন কোচ লক্ষ্মণIndia vs South Africa : প্রতিটি আন্তর্জা...
17/11/2024

ম্যাচ, সিরিজ সেরা তিলক পেলেন আর একটি পুরস্কার, সাজঘরে পুরস্কৃত করলেন কোচ লক্ষ্মণ
India vs South Africa : প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের পর ভারতীয় দলের সেরা ফিল্ডারকে পুরস্কৃত করা হয় সাজঘরে। প্রতিটি সিরিজের সেরা ফিল্ডারও পুরস্কার পান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের পরও সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সেরা ফিল্ডারদের বেছে নেন টি-টোয়েন্টি দলের ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ।
চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সেরা ফিল্ডারের চূড়ান্ত তালিকায় জায়গা করে নেন তিন ক্রিকেটার। অধিনায়ক সূর্যকুমার যাদব ছাড়াও ছিল সঞ্জু স্যামসন এবং তিলক বর্মার নাম। বিজয়ীর নাম ঘোষণার আগে শুভদীপ ডাকেন সুর্যকুমারকে। তাঁকে অনুরোধ করেন কাগজে লেখা বিজয়ীর নাম ঘোষণা করার জন্য।
সূর্যকুমার কাগজটি নিয়ে এগিয়ে যান সঞ্জুর দিকে। তাঁর সঙ্গে করমর্দন করেন। সাজঘরের সকলে বুঝে যান সিরিজের সেরা ফিল্ডার হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার। কিন্তু চমক তখনও বাকি ছিল। সঞ্জুর সঙ্গে করমর্দনের পর তিলকের নাম সিরিজের সেরা ফিল্ডার হিসাবে ঘোষণা করেন সূর্যকুমার। ভারতীয় দলের কোচ ভিভিএস লক্ষ্মণ তিলকের গলায় মেডেল পরিয়ে দেন। উল্লেখ্য, তিলক ম্যাচ এবং সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন।
শুক্রবার খেলার পর ম্যাচের ইমপ্যাক্ট ফিল্ডারকেও পুরস্কার দেওয়া হয়। সেই পুরস্কার পেয়েছেন রবি বিশ্নোই। ম্যাচের গুরুত্বপূর্ণ সময় দু’টি ক্যাচ ধরার জন্য বিশ্নোইকে বেছে নেন শুভদীপ।

৭ নজির: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গড়লেন সঞ্জু, তিলকেরাভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ ২০২৪: শুধুমাত্র ৩-১ ব্যব...
16/11/2024

৭ নজির: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গড়লেন সঞ্জু, তিলকেরা

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ ২০২৪: শুধুমাত্র ৩-১ ব্যবধানে সিরিজ জয় নয়, এই সিরিজে একাধিক রেকর্ড গড়ল ভারতীয় দল। বিশেষত, সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মার দুর্দান্ত পারফরম্যান্স একাধিক নজির সৃষ্টি করেছে। ভারত প্রথমে ব্যাট করে ২৮৩ রান তোলে, এবং দক্ষিণ আফ্রিকা ১৪৮ রানে গুটিয়ে যায়। এই ম্যাচে যে রেকর্ডগুলি তৈরি হয়েছে, তা এখানে দেওয়া হল:

১. এক বছরে সর্বাধিক শতরান..
সঞ্জু স্যামসন ২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনটি শতরান করেছেন, যা নতুন রেকর্ড। এর আগে রোহিত শর্মা, কলিন মুনরো, রিলি রুসো, ফিল সল্ট এবং সূর্যকুমার যাদব একই বছরে দুটি শতরান করেছিলেন। এই রেকর্ড ভেঙে দিলেন সঞ্জু।

২. এক ইনিংসে জোড়া শতরান..
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো একই ইনিংসে একটি দলের দুই ব্যাটার শতরান করেছেন। সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মার এই কীর্তি আন্তর্জাতিক ক্রিকেটে নজির সৃষ্টি করেছে। আইপিএলে এমন ঘটনা ঘটলেও আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে এই প্রথম।

৩. একই সিরিজে দু’টি শতরান..
একটি টি-টোয়েন্টি সিরিজে প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে দু’টি শতরান করেন সঞ্জু। তিলক ভার্মাও একই সিরিজে পরপর দুটি শতরান করেন। এর আগে কোনো ভারতীয় ব্যাটার এই নজির গড়তে পারেননি।

৪. দ্বিতীয় উইকেটে সর্বাধিক রান..
টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় উইকেটের জন্য সর্বাধিক ২১০ রানের জুটি গড়লেন সঞ্জু এবং তিলক। এর আগে ২০১৪ সালে নামিবিয়ার সাইব্রান্ড এঞ্জেলব্রেখট এবং মাইকেল লেভিট ১৯৩ রানের জুটি গড়েছিলেন। এই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল ভারতীয় দল।

৫. এক ইনিংসে সর্বাধিক ছক্কা..
ভারতের তিন ব্যাটার মিলে এক ইনিংসে মোট ২৩টি ছক্কা মারেন, যা ভারতের পক্ষে একটি নতুন রেকর্ড। তিলক মারেন ১০টি ছক্কা, সঞ্জু ৯টি, এবং অভিষেক শর্মা ৪টি ছক্কা মারেন।

৬. এক সিরিজে সবচেয়ে বেশি ছক্কা..
একটি টি-টোয়েন্টি সিরিজে ভারতের পক্ষে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড ভেঙেছেন তিলক ভার্মা। তিনি সিরিজে ২০টি ছক্কা মারেন। সঞ্জু স্যামসন ১৯টি ছক্কা মারেন, যা আগের রেকর্ডধারী বিরাট কোহলির (১৩টি ছক্কা, ২০১৯) চেয়ে অনেক বেশি।

৭. দ্রুততম ২০০ রান..
ভারত ১৪.১ ওভারে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায়, যা তাদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম। এর আগে কখনও এত কম বলে এই মাইলফলক ছোঁয়া সম্ভব হয়নি।

ভারতের এই অসাধারণ পারফরম্যান্স শুধু সিরিজ জয় নয়, বরং ক্রিকেটপ্রেমীদের মনে আরও একবার ভারতীয় ক্রিকেটের শক্তি প্রমাণ করল।

শামির ৩ উইকেট, শাহবাজের ৪, রঞ্জিতে মধ্যপ্রদেশকে ১১ রানে হারাল বাংলাRanji Trophy 2024-25 : রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বির...
16/11/2024

শামির ৩ উইকেট, শাহবাজের ৪, রঞ্জিতে মধ্যপ্রদেশকে ১১ রানে হারাল বাংলা
Ranji Trophy 2024-25 : রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় পেল বাংলা। টান টান উত্তেজনার ম্যাচে ১১ রানে জয় পেলেন অনুষ্টুপ মজুমদারেরা। চোট সারিয়ে এক বছর পর মাঠে ফিরে জয়ের স্বাদ পেলেন মহম্মদ শামিও। বাংলার জয়ে শামির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদও। শাহবাজ ৪৮ রানে ৪ উইকেট নিলেন। শামির ঝুলিতে ৩ উইকেট ১০২ রান খরচ করে।

শনিবার ম্যাচের শেষ দিন জয়ের জন্য বাংলার দরকার ছিল ৭ উইকেট। অন্য দিকে, মধ্যপ্রদেশের প্রয়োজন ছিল ১৮৮ রান। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ সাজানোই ছিল। ইন্ডোরের ২২ গজে শুভম শর্মা, বেঙ্কটেশ আয়ারদের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ সামলে বাংলার ঝুলিতে ৬ পয়েন্ট এনে দিলেন শামি, শাহবাজেরা।
মধ্যপ্রদেশ ১৬১ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে ৯৪ রানের জুটি গড়েন শুভম এবং বেঙ্কটেশ। মধ্যপ্রদেশ অধিনায়ক করেন ৬১। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা বেঙ্কটেশের ব্যাট থেকে এসেছে ৫৩ রানের ইনিংস। বেঙ্কটেশকে আউট করে বাংলাকে লড়াইয়ে ফেরান রোহিত কুমার। তাঁদের এই জুটিই শুধু নয়, বাংলাকে সমস্যায় ফেলেছিল আরও এক জুটি। অষ্টম উইকেটে সারাংশ জৈন এবং আরিয়ান পান্ডের মরিয়া চেষ্টা চাপে ফেলে দেয় বাংলাকে। তাঁদের জুটিতে ওঠে ৬২ রান। সারাংশকে (৩২) আউট করেন শাহবাজ। সারাংশ আউট হওয়ার সময় জয় থেকে ২১ রান দূরে ছিল মধ্যপ্রদেশ। তার পর আরিয়ানকেও (২২) আউট করে জয়ের সম্ভাবনা তৈরি করেন শাহবাজ। এ সময় ২৪ রান প্রয়োজন ছিল মধ্যপ্রদেশের। যদিও সুযোগ হাতছাড়া করেননি বাংলা। কুমার কার্তিয়েক সিংহকে (৬) আউট করে বাংলার ছ’পয়েন্ট নিশ্চিত করেন শামি। শুক্রবার খেলার শেষে বাংলা শিবির জয়ের জন্য তাকিয়ে ছিল বোলারদের দিকে। হতাশ করেননি শামিরা।

-25

জোড়া জিরোর পর জো’বার্গে তরুণীকে কাঁদিয়ে সেঞ্চুরি সঞ্জু স্যামসনের!সঞ্জু স্যামসনের ব্যাট যেন জাদু দেখাচ্ছে! জোড়া জিরোর হ...
16/11/2024

জোড়া জিরোর পর জো’বার্গে তরুণীকে কাঁদিয়ে সেঞ্চুরি সঞ্জু স্যামসনের!

সঞ্জু স্যামসনের ব্যাট যেন জাদু দেখাচ্ছে! জোড়া জিরোর হতাশা কাটিয়ে জোহানেসবার্গে চতুর্থ টি-টোয়েন্টিতে দুর্দান্ত সেঞ্চুরি করলেন সঞ্জু স্যামসন। ভারত-দক্ষিণ আফ্রিকার চলমান সিরিজের শুরুতে ডারবানের প্রথম ম্যাচে সঞ্জুর সেঞ্চুরিতে ভারত সিরিজ জয় শুরু করেছিল। তখনই সঞ্জু স্যামসন প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টানা দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন। তবে মাঝের দুই ম্যাচে হতাশ করেছিলেন তিনি। ইনিংসের তৃতীয় ও দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হয়েছিলেন। কিন্তু জোহানেসবার্গে আবারও নিজের দক্ষতা প্রমাণ করলেন সঞ্জু।
পাওয়ার প্লে থেকে শুরু করে ম্যাচজুড়ে সঞ্জুর বিধ্বংসী ব্যাটিং ছিল চোখে পড়ার মতো। তিনি নিখুঁত গ্যাপ খুঁজে বারবার বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন। লং অন এবং লং অফে তার ইনসাইড আউট শট ছিল অসাধারণ। মাত্র ২৮ বলে হাফ সেঞ্চুরি স্পর্শ করেন সঞ্জু। তবে এই ইনিংসের সময় একটি অনভিপ্রেত ঘটনা ঘটে। তার একটি ছক্কা গ্যালারিতে থাকা এক তরুণীর গালে আঘাত করে। তরুণী কান্নায় ভেঙে পড়েন, তবে তাৎক্ষণিকভাবে তাকে শুশ্রূষা দেওয়া হয়। সঞ্জুর ব্যাটিং প্রোটিয়া বোলারদেরই নয়, গ্যালারির দর্শকদেরও সতর্ক থাকতে শেখায়।

এদিন সঞ্জুর পাশাপাশি তিলক ভার্মাও ছিলেন দুর্দান্ত। দু’জনের মধ্যেই যেন সেঞ্চুরি করার প্রতিযোগিতা চলছিল। অবশেষে ৫১ বলে সঞ্জু স্যামসন তার কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি এবং সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন। এরপর মাত্র ৪১ বলে পরপর টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেন তিলক।
সঞ্জু স্যামসনের এমন একটি অনবদ্য ইনিংস আবারও প্রমাণ করল, যখন তিনি ছন্দে থাকেন, তখন তার ব্যাটিং বিশ্বমানের বিনোদন দিতে সক্ষম।

দ্বিতীয় বার বাবা হলেন রোহিত, পুত্রসন্তানের জন্ম দিলেন স্ত্রী রীতিকাRohit Sharma : দ্বিতীয় বার বাবা হলেন রোহিত শর্মা। শুক...
16/11/2024

দ্বিতীয় বার বাবা হলেন রোহিত, পুত্রসন্তানের জন্ম দিলেন স্ত্রী রীতিকা
Rohit Sharma : দ্বিতীয় বার বাবা হলেন রোহিত শর্মা। শুক্রবার রাতে তাঁর স্ত্রী রীতিকা সাজদে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত রোহিত বা তাঁর পরিবারের কেউ সরকারি ভাবে দ্বিতীয় সন্তানের জন্মের খবর জানাননি। স্ত্রীয়ের পাশে থাকার জন্য দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাননি রোহিত।
২০১৫ সালে প্রথম বার বাবা হয়েছিলেন রোহিত। সামাইরার জন্ম দিয়েছিলেন স্ত্রী রীতিকা। ৯ বছর পর দ্বিতীয় বার বাবা হলেন রোহিত। দ্বিতীয় বার স্ত্রীয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাননি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে শুরু থেকে থাকবেন না বলে জানিয়েছিলেন। তার পরেই জানা যায় রোহিত দ্বিতীয় বার বাবা হতে চলেছেন। স্ত্রীয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর যেমন জানাননি রোহিত, তেমনই এখনও প্রকাশ্যে আনেননি দ্বিতীয় বার বাবা হওয়ার খবরও। সরকারি ভাবে রোহিতেরা কিছু না জানালেও বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, শুক্রবার রাতে রীতিকা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। ১০ নভেম্বর ভারতীয় দল অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে। সেখানে কিছু দিন অনুশীলন করার পর নিজেদের মধ্যে একটি তিন দিনের ম্যাচ খেলছে তারা। রোহিত দলের সঙ্গে যাননি। তবে প্রথম টেস্টের আগে তিনি দলে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও প্রথমে বোর্ডের কাছ থেকে ছুটি নিয়েছিলেন রোহিত। পরে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দল ০-৩ হারার পর ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেন বলে শোনা গিয়েছে।
রোহিতের অস্ট্রেলিয়ায় প্রথম ম্যাচ খেলতে না চাওয়া নিয়ে ক্ষুব্ধ ছিলেন সুনীল গাওস্কর। তিনি বলেছিলেন, “অধিনায়কের প্রথম টেস্ট খেলা খুবই গুরুত্বপূর্ণ। চোট থাকলে আলাদা ব্যাপার। কিন্তু যদি সে প্রথম টেস্ট খেলতে না চায় তা হলে সহকারী অধিনায়কের উপর চাপ পড়ে। আমি এক জায়গায় পড়ছিলাম, রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি টেস্ট না-ও খেলতে পারে। আমার মনে হয় সে ক্ষেত্রে নির্বাচন কমিটির উচিত গোটা সিরিজ়ের জন্যই বুমরাকে অধিনায়ক করে দেওয়া। সেই সঙ্গে রোহিতকে বলে দেওয়া, সিরিজ়ের মাঝে দলে যোগ দিলে শুধু মাত্র খেলোয়াড় হিসাবে থাকতে হবে। প্রথম টেস্টে রোহিতের অবশ্যই দলের সঙ্গে থাকা উচিত।”

রোহিতকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলবেন কি না। উত্তর ভারত অধিনায়ক বলেন, “পার্থ টেস্টে খেলব কি না এখনও নিশ্চিত নই। দেখা যাক কী হয়।” দ্বিতীয় সন্তানের জন্মের পর রোহিত দলে যোগ দেন কি না সেই দিকে নজর থাকবে। অস্ট্রেলিয়া না গেলেও মুম্বইয়ে ভারত অধিনায়ক নিয়মিত অনুশীলন করছেন। অধিনায়ককে দলে পেলে বাকিদের আত্মবিশ্বাস যে বৃদ্ধি পাবে তা বলাই যায়।

  👌
16/11/2024

👌

প্রথমে টর্নেডো, শেষেও টর্নেডো, বলে-ব্যাটে সর্বক্ষেত্রে রাজত্ব করে দক্ষিণ আফ্রিকাকে হারালো ভারত.. দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ...
16/11/2024

প্রথমে টর্নেডো, শেষেও টর্নেডো, বলে-ব্যাটে সর্বক্ষেত্রে রাজত্ব করে দক্ষিণ আফ্রিকাকে হারালো ভারত..
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্যে আজ জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ভারত প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ মুখোমুখি হয়। তিন ম্যাচের সিরিজে ভারত ইতোমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে টিম ইন্ডিয়া।
এহেন পরিস্থিতিতে আজ জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে চতুর্থ তথা শেষ টি২০ ম্যাচে টস জিতেছেন ভারতীয় কপ্তান সূর্যকুমার। সিরিজের গত তিন ম্যাচে টস হেরেছে ভারত। এদিন সিরিজের শেষ ম্যাচে অবশেষে টস জিতলেন কপ্তান সূর্য। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

ভারতের হয়ে ইনিংস শুরু করেন ওপেনিং জুটি সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। দুজনেই দারুণ ছন্দে খেলতে শুরু করেন। অভিষেক শর্মা ১৮ বলে ৩৬ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ২টি চার ও ৪টি ছয়, স্ট্রাইক রেট ছিল ২০০। তবে সঞ্জু থেমে থাকেননি। ২৮ বলে অর্ধশতক পূর্ণ করার পর তিনি আরও আগ্রাসী হয়ে ওঠেন।
তৃতীয় স্থানে ব্যাট করতে নেমে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তিলক ভার্মাও বিধ্বংসী মেজাজে ব্যাটিং শুরু করেন। সঞ্জুর মতো তিনিও হাফসেঞ্চুরি করেন মাত্র ২২ বলে। এরপর দুজনেই দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর ঝড় বইয়ে দেন। সঞ্জু ৫১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন, আর তিলক সেঞ্চুরি করেন মাত্র ৪১ বলে।
ভারত নির্ধারিত ২০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ২৮৩ রানের পাহাড় গড়ে। সঞ্জু স্যামসন ৫৬ বলে অপরাজিত ১০৯ রান করেন, যেখানে ছিল ৬টি চার ও ৯টি ছয়। স্ট্রাইক রেট ১৯৪.৬৪। তিলক ভার্মা অপরাজিত থাকেন ৪৭ বলে ১২০ রান করে। তার ইনিংসে ছিল ৯টি চার ও ১০টি ছয়, স্ট্রাইক রেট ছিল এক অসাধারণ ২৫৫.৩২। এত বড় স্কোর করে ভারত নিজেদের জয়ের সুযোগ অনেকটাই নিশ্চিত করে ফেলেছিল।

এহেন পরিস্থিতিতে রানের পাহাড় মাথায় নিয়ে শুরুতেই ধাক্কা খায় প্রোটিয়া বাহিনী। মাত্র ১ রানে ২ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর দলীয় ১০ রানের মাথায় আবারও দুটি উইকেট হারায় তারা।
যে ২২ গজে দক্ষিণ আফ্রিকার বোলারদের দেখে ক্লাব স্তরের মনে হচ্ছিল, সেখানেই আরশদীপকে বিপজ্জনক দেখাল প্রায় প্রতি বলে। তাঁর দেরিতে ভাঙা সুইং বুঝতে পারলেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা। ২৯ বলে ৪৩ স্টাবস, ২৭ বলে ৩৬ মিলার, ১২ বলে ২৯ মার্কো জনসন ছাড়া কেউ উল্লেখযোগ্য রান করতে পারেনি। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ১৪৮ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ফলে ১৩৫ রানে সিরিজ শেষ তথা সিরিজ নির্ধারক ম্যাচ জয়লাভ করে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। ২০ রানে ৩ উইকেট নিলেন তিনি।

15/11/2024

১ রানে দুই উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার 😵🥶

দক্ষিণ আফ্রিকায় ভয়ঙ্কর টর্নেডো! কচুকাটা করে ভারত থামলো ১ উইকেটে ২৮৩ রানে... তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে ভারতীয় দল ২-১ ব...
15/11/2024

দক্ষিণ আফ্রিকায় ভয়ঙ্কর টর্নেডো! কচুকাটা করে ভারত থামলো ১ উইকেটে ২৮৩ রানে...

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে ভারতীয় দল ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে। আজ সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচ জিততে পারলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় করবে ভারত। সিরিজ জয়ের সুযোগ ভারতের কাছে।

এহেন পরিস্থিতিতে আজ জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে চতুর্থ তথা শেষ টি২০ ম্যাচে টস জিতলেন ভারতীয় কপ্তান সূর্যকুমার। সিরিজের গত তিন ম্যাচে টস হেরেছে ভারত। এদিন সিরিজের শেষ ম্যাচে অবশেষে টস জিতলেন কপ্তান সূর্য টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বরাবরের মতো ওপেন করতে নামেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। বেশ ভালোই শুরু করে ভারত। দুই ওপেনার বেশ ছন্দে ছিলেন। এরপর ১৮ বলে ৩৬ রানে আউট হন অভিষেক শর্মা। মারলেন ২টি চার ও ৪টি ছয়। স্ট্রাইক রেট ২০০। অভিষেক আউট হলেও থামানো যায়নি সঞ্জুকে। অভিষেক আউট হওয়ার পর ছয় মেরে ২৮ বলে নিজের অর্ধশতক পূরন করেন সঞ্জু। এরপর করেন গিয়ার চেঞ্জ, আর শুরু করেন বেধড়ক ঠেঁঙানি! মেরে ধুবড়ী ছিঁড়ে দিলেন দক্ষিণ আফ্রিকার বোলারদের। অন্যদিকে তিন নম্বরে আবারও ব্যাট করতে নামেন গত ম্যাচে সেঞ্চুরি হাঁকান তিলক। আগের ম্যাচের মতো এদিনও তিনি শুরু করেন আগ্রাসী মেজাজে। সঞ্জুর পর তিলকও বিধ্বংসী মেজাজে হাফসেঞ্চুরি করেন। ২২ বলে অর্ধশত করেন তিলক। এরপর আবারও গিয়ার চেঞ্জ, শুরু হয় টর্নেডো! কচুকাটা যাকে বলে, সেটাই হল দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর। প্রথমে ৫১ বলে সেঞ্চুরি করেন সঞ্জু। এরপর মাত্র ৪১ বলে সেঞ্চুরি করেন তিলক। শেষ পর্যন্ত ভারত থামলো নির্ধারিত ২০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ২৮৩ রানে।
সঞ্জু ৫৬ বলে ১০৯ রানে অপরাজিত থাকলেন। মারলেন ৬টি চার ও ৯টি ছয়। স্ট্রাইক রেট ১৯৪.৬৪। অন্যদিকে তিলক ভার্মা মাত্র ৪৭ বলে ১২০ রানে অপরাজিত থাকলেন। মারলেন ৯টি চার ও ১০ টি ছয়। স্ট্রাইক রেট ২৫৫.৩২।

আবারও সেঞ্চুরি তিলকের! 😵🚀🚀
15/11/2024

আবারও সেঞ্চুরি তিলকের! 😵🚀🚀

আবারও সেঞ্চুরি সঞ্জুর! 😵😵😵😵🚀
15/11/2024

আবারও সেঞ্চুরি সঞ্জুর! 😵😵😵😵🚀

Address

Mathurapur

Website

Alerts

Be the first to know and let us send you an email when R Bangla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share