গতো 29 ডিসেম্বর 2023 শিলিগুড়ি গোসাইপুরে রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যাল সাংস্কৃতিক মঞ্চে। রাজবংশী মডান নাচ পরিবেশন করলেন মডেল অভিনেত্রী শেয়া অধিকারী ও আরও অনেকে।
উত্তরদিনাজপুর করণ দীঘির গতো ১৬ই জানুয়ারী 2024 বোগিয়া উৎসবে অভিনেত্রী মডেল প্রতিমা সিংহ। রাজবংশী ট্রেডিসানাল ফ্যাশন শো করলেন তার টিম নিয়ে।
গতো 29, ডিসেম্বর 2023 আন্তর্জাতিক রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যাল শিলিগুড়ি গোঁসাইপুড়ে। সাংস্কৃতিক মঞ্চে নাচ পরিবেশন করলেন অভিনেতা দীপেন ও তার টিম।
পঞ্চম আন্তর্জাতিক রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যাল শিলিগুড়ি গোসাইপুরে। সাংস্কৃতিক মঞ্চে নাচ পরিবেশন করলেন মডেল অভিনেতা অভিনেত্রী পিয়াংক সরকার ও প্রমেশে সরকার।
পঞ্চম আন্তর্জাতিক রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যাল শিলিগুড়ি গোসাইপুরে।সাংস্কৃতিক মঞ্চে নাচ করলেন দেবাশীষ রায় ও তনু দাস।
পঞ্চম আন্তর্জাতিক রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যাল শিলিগুড়ি গসাইপুরে। আসামের বিখ্যাত সংগীত শিল্পী দেবযানি শীল নিজের গাওয়া গান নিজে নৃত্য পরিবেশন করলেন।
পঞ্চম আন্তর্জাতিক রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যাল শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চের প্রথম দিনের। প্রোগ্রামের নিত্য পরিবেশন করলে খড়িবাড়ি প্রীতি রায়।
শুভ উদ্ভোধন পঞ্চম আন্তজার্তিক ফিল্ম ফেস্টিভ্যাল, শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চ, প্রথম দিনের কিছু ভিডিও।
5th International Rajnanshi Film Festival , Siliguri Dinabondhu Manch , 1st Day programme 28/12/2023
আলিপুরদুয়ার জংশনে সাংস্কৃতিক অনুষ্ঠানে জিৎ গাঙ্গুলী।
ডাকঘরা যুব সংঘের 53 তম পরিচালনায় বিচিত্রা অনুষ্ঠান।
কেউ কথা রাখেনি - Story
লেখক - সুনীল গঙ্গোপাধ্যায়
কন্ঠে - যুথী প্রধান
দক্ষিণ দিনাজপুর আগাম বসন্ত হুল্লোরে মেতে উঠলো শহরের কচিকাঁচা থেকে কিশোর কিশোরীর।
অনেক অপেক্ষার পর 'ও সোনা শোনেক নারে' রাজবংশী গানটি রাখাল মিউজিক ইউটুব চ্যানেলে শুভ মুক্তি পেতে চলেছে আগামী 24 শে ফেব্রুয়ারী ( শুক্রবার )
ঠাকুর পঞ্চানন সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার ১৫৮ তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত
আসামের ধুবড়ি জেলার গৌরীপুরে বাড়ি দেবযানী শীল তার গাওয়া গান।
প্রেমের নেশা এবার রাজবংশী কামতাপুরি গানের মিউজিক ভিডিও চমক লাগিয়ে দিচ্ছে আসামের R K Cine প্রোডাকশন। গানটি গেয়েছেন নাজিমুল ও সুজান,এবং অভিনয় করেছে কোচ জিথুল নারায়ন দেব ও অর্মিতা গোগাই ।
অল ইন্ডিয়া কামতা কোচ রাজবংশী মহাসংঘ উদ্যোগে শুরু হলো দুদিন ব্যাপী তরাই লোকসংস্কৃতি উৎসব। দার্জিলিং জেলার খড়িবাড়ি ব্লক বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েত ।উরাল জোত মাঠ। আদিবাসী গানের নৃত্য