14/07/2023
বাসন্তী পোলাও আর রোগন জোশ
****************************
বাসন্তী পোলাও >>৫০০ গ্রাম বাসমতী চাল ধুয়ে, ১৫ মিনিট ঠাণ্ডা জলে ভিজিয়ে নিন ও জল ঝরিয়ে - শুকিয়ে নিন। নুন দিয়ে ১ লিটার জল ফুটিয়ে ফ্লাস্কে রাখুন। এরপর চালের মধ্যে ১ চা চামচ আদাকুচি, ১/২ চা চামচ হলুদগুঁড়ো, ২ চা চামচ ঘি, ১ চা চামচ গরমমশলার গুঁড়ো মাখিয়ে ১ ঘন্টা রাখুন। এবার কড়াইতে ৬০ গ্রাম ঘি গরম করে, ৩৫ গ্রাম করে কাজুবাদাম ও কিশমিশ ভেজে - তুলে নিন। এবার এতে ২ টো তেজপাতা, ১ চা চামচ গোটা লবঙ্গ - দারুচিনি - এলাচ ফোড়ন দিয়ে, ফোটানো জলটা ঢেলে দিন এবং ফুটে উঠলেই চালটা আর ৫ টা চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন। ঢাকা দিয়ে কম আঁচে ১০ মিনিট সেদ্ধ করুন। এবার কাজু- কিশমিশ এবং ১০০ গ্রাম চিনি দিন। নাড়াচাড়া করে ৫ মিনিট দমে দিন। এবার উনুন থেকে নামিয়ে পোলাও পরিবেশন করুন।
রোগন জোশ >> ১ টেবিল চামচ গোটা ধনে, ১ টেবিল চামচ পোস্ত, ২ চা চামচ গোটা জিরে, ১৬ টা গোটা আমন্ড, ২ টো বড় এলাচ, ১/৪ চা চামচ গোটা গোলমরিচ, ৪ টে গোটা লবঙ্গ, ১ চিমটি জৈত্রীর পাপড়ি ও ২ টেবিল চামচ শুকনো নারকেল একসঙ্গে শুকনো খোলায় রোস্ট করে নিন। সুগন্ধ বেরোলে, নামিয়ে, ঠাণ্ডা করুন। এবার এর সঙ্গে গোটা ৫ টা কাশ্মীরী শুকনো লঙ্কা, ২০ গ্রাম আদা, ৮ কোয়া রসুন, এক বড় চিমটি জায়ফল এবং ১০০ গ্রাম আন্দাজ জল দিয়ে পুরোটা মিহি করে বেটে নিন। ২০০ গ্রাম টমেটো কুচিয়ে নিন। ২৫০ গ্রাম পেঁয়াজ কুচিয়ে রাখুন। প্রেশার কুকারে ১০০ গ্রাম সাদা তেল গরম করে, ২ টো তেজপাতা, ২ ১/২ সেমি. দারুচিনি ও ৫ টা ছোট এলাচ ফোড়ন দিয়ে, পেঁয়াজ সোনালী করে ভাজুন। এবার এতে টমেটো দিয়ে নরম হওয়া পর্যন্ত নাড়ুন। এবার এতে বাটা মশলা, ১ চা চামচ করে হলুদগুঁড়ো - লঙ্কাগুঁড়ো দিয়ে কষুন। সব মিলেমিশে গেলে, ১৫০ গ্রাম টকদই, ১ ১/২ কেজি রেওয়াজী খাসির মাংস ও স্বাদমতো নুন দিয়ে কষতে থাকুন। মাংস লাল হয়ে এলে, ৩০০ মিলি. গরম জল দিয়ে, ঢাকনা বন্ধ করুন এবং ঢিমেআঁচে ৪ টে সিটি দেওয়া অব্দি রান্না করুন। এবার উনুন থেকে কুকার নামিয়ে নিন ও নিজের থেকে বাষ্প বেরিয়ে গেলে, ঢাকা খুলে, পোলাওর সাথে পরিবেশন করুন।