গয়েশবাড়ি অঞ্চল সিপিআইএম

  • Home
  • India
  • Malda
  • গয়েশবাড়ি অঞ্চল সিপিআইএম

গয়েশবাড়ি অঞ্চল সিপিআইএম This Community is only for Communist.
(1)

ছাত্রসংগ্রাম ৫৯তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান। কমরেড অনিল বিশ্বাস স্মারক বক্তৃতা। বিষয়-আজকের ভারত আগামীর লড়াই। বক্তব্য রাখেন...
15/06/2024

ছাত্রসংগ্রাম ৫৯তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান। কমরেড অনিল বিশ্বাস স্মারক বক্তৃতা। বিষয়-আজকের ভারত আগামীর লড়াই। বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ও যুব আন্দোলনের নেতৃত্ব মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী সহ বর্তমান নেতৃত্ব।

15/06/2024
সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকায় (NEET) দুর্নীতির বিরুদ্ধে SFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিলদীনেশ মজুমদা...
11/06/2024

সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকায় (NEET) দুর্নীতির বিরুদ্ধে SFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে
বিক্ষোভ মিছিল
দীনেশ মজুমদার ভবন থেকে এনআরএস মেডিকেল কলেজ পর্যন্ত।


11/06/2024

তৃণমূলের হামলা মহিলা প্রধানকে
------------------------------
এ এক ভয়ানক দৃশ্য। গ্রাম পঞ্চায়েত দপ্তরে ঢুকে তৃণমূল কংগ্রেসের মহিলা প্রধান পিঙ্কি দোলইকে টেবিলের উপর মাথা ঢুকিয়ে এক নাগাড়ে মারধর করলো তৃণমূল কংগ্রেসেরই একদল মহিলা। ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।তৃণমূলের ব্লক সভাপতির মদতেই তার উপর চড়াও হয়ে এই মারধরের ঘটনা এমনই দাবি আক্রান্ত তৃণমূল প্রধানের। থমথমে পরিবেশ। গোষ্ঠী কন্দলে নিজের দলের মহিলা প্রধানকে এমন করে মারধর ও হেনস্তা তা নিয়ে জেলা জুড়ে উঠেছে সমালোচনার ঝড়। পরিস্থিতি সামাল দিতে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের বাইরে মোতায়েন করতে হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বান্দিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে।

সেই সব অর্থনৈতিক পন্ডিত ও মিডিয়া মারা গেছে
11/06/2024

সেই সব অর্থনৈতিক পন্ডিত ও মিডিয়া মারা গেছে

মালদহের মানিকচকের বাসিন্দা ২২ বছরের যুবক এক পরিযায়ী শ্রমিককে শনিবার রাতে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল তৃণমূলী দুষ্কৃতীরা।...
10/06/2024

মালদহের মানিকচকের বাসিন্দা ২২ বছরের যুবক এক পরিযায়ী শ্রমিককে শনিবার রাতে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল তৃণমূলী দুষ্কৃতীরা। নিহত আকমল সেখ এলাকায় কংগ্রেস সমর্থক হিসেবেই পরিচিত। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে মালদহ দক্ষিণ কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরির হয়ে প্রচার করেছিলেন তিনি।

সবাই আসুন!
10/06/2024

সবাই আসুন!

সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকায় (NEET) দুর্নীতির বিরুদ্ধেবিক্ষোভ মিছিল। আগামী ১১ই জুন। রঞ্জন গোস্বামীর শহীদ দিবসে।
10/06/2024

সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকায় (NEET) দুর্নীতির বিরুদ্ধে
বিক্ষোভ মিছিল।
আগামী ১১ই জুন। রঞ্জন গোস্বামীর শহীদ দিবসে।

মনে পড়ে? আগে যে চন্দ্রবাবু নাইডু কে গ্ৰেফফতার করতে হয়েছিল দূর্নীতির দায়ে , তাকে নিয়েই সরকার গঠন করছে বিজেপি ।🤔🤔🤔🤔🤔🤔
10/06/2024

মনে পড়ে? আগে যে চন্দ্রবাবু নাইডু কে গ্ৰেফফতার করতে হয়েছিল দূর্নীতির দায়ে , তাকে নিয়েই সরকার গঠন করছে বিজেপি ।
🤔🤔🤔🤔🤔🤔

RSS এর এজেন্ডা।।তৃণমূল কে দিয়ে কংগ্রেস ভাঙ্গো আর বিজেপিকে দিয়ে বামপন্থীদের ভাঙ্গো।।এই ভোটে কি পেলো দেশ?রাহুল গান্ধীর মতো...
10/06/2024

RSS এর এজেন্ডা।।
তৃণমূল কে দিয়ে কংগ্রেস ভাঙ্গো আর বিজেপিকে দিয়ে বামপন্থীদের ভাঙ্গো।।

এই ভোটে কি পেলো দেশ?

রাহুল গান্ধীর মতো একজন শক্তিশালী নেতা পেলো।।
রাহুল গান্ধী মৃত প্রায় কংগ্রেসের নুতন করে প্রান সঞ্চার করলেন।।
মানুষ বিশ্বাস করতে শুরু করেছে বিজেপিকে রুখতে পরবে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট।। আর তাকে যোগ‍্য সাথ দিচ্ছে বামপন্থীরা।।
রাহুল গান্ধীকে কে দমাতে বিজেপি তাকে গ্রেফতার করে ছিলো।।
তার সংসদ পদ বাতিল করা হয়ে ছিলো।।
রাহুল গান্ধীর দিল্লির বাড়ি কেড়ে নেওয়া হয়েছিলো।।
কিন্তু বিজেপির কোন চাপের কাছে মাথা নত করেনি রাহুল গান্ধী।।
"ভারত জোড় যাত্রা"র চার হাজার কিমি হেঁটে পুরো ভারতকে এক সুতোতে বাঁধতে চেয়েছেন রাহুল গান্ধী।।

অন‍্য দিকে মমতা বলে ছিলো কংগ্রেস 40 টা আসন আগে পেয়ে দেখাক।।
কংগ্রেস একশো সিট এবং শক্তিশালী হওয়াতে আজ মমতা ব‍্যানার্জীর মাথা খারাপ হয়ে গেছে।।
তাই মমতা ইন্ডিয়া জোট এবং কংগ্রেস কে দূর্বল করার সব রকম চেষ্টা প্রথম দিন থেকেই শুরু করে দিয়েছে।।

RSS এর নির্দেশে ভোটের সময় বাংলায় সেলিম অধীর জুটিকে হারাতে তীব্র সাম্প্রদায়িক বিষ ছড়ানো হয়েছে এবং সেই ভিডিও ভাইরাল করা হয়েছে।।
মুর্শিদাবাদে রাম নবমীর দিন দাঙ্গা করানো,,
বিজেপির যোগী আদিত‍্যনাথ কে দিয়ে মুর্শিদাবাদে ঘৃনার ভাষন,, পাল্টা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কে দিয়ে সম্পদায়িক বিষাক্ত ভাষন,, ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কে নিয়ে মমতা ব‍্যানার্জীর মন্তব্য, পাল্টা বিজেপি সাধু সন্তদের দিয়ে রাজপথে মিছিল,,
এই সব কিছু পূর্ব পরিকল্পনা মত বিজেপি তৃণমূল করেছে।। পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন কারোর বিরুদ্ধে কোন ব‍্যবস্থা নেয় নি।।

দিল্লির কংগ্রেস এখন অনেক কিছুই বুঝে গেছে।। সেই জন‍্য দিল্লিতে দাঁড়িয়ে গতকাল অধীর চৌধুরী মমতা ব‍্যানার্জীকে দাঙ্গাবাজ বলে তীব্র আক্রমণ করেছেন।।
অন‍্য দিকে ইন্ডিয়া জোটের খসড়া তৈরীর দায়িত্ব দেওয়া হয়েছে সীতারাম ইয়েচুরি কে।।

জরুরী প্রেস বিবৃতি! প্রসঙ্গ: রাজ্য ওবিসি তালিকা বাতিল
10/06/2024

জরুরী প্রেস বিবৃতি!
প্রসঙ্গ: রাজ্য ওবিসি তালিকা বাতিল

ডায়মন্ডহারবারের ৩৮ নম্বর বুথ, যেখানে CPIM কখনও হারেনি....মহেশতলার ৩৮নং বুথ। ১৯৭৭ পরবর্তী কোনও নির্বাচনে এই বুথে সিপিআই(এ...
09/06/2024

ডায়মন্ডহারবারের ৩৮ নম্বর বুথ, যেখানে CPIM কখনও হারেনি....

মহেশতলার ৩৮নং বুথ।
১৯৭৭ পরবর্তী কোনও নির্বাচনে এই বুথে সিপিআই(এম) হারেনি। এবারও অন্যথা হয়নি। তৃণমূলের বাইক বাহিনী হুমকি দিয়েছে। ফলাফল ঘোষণার পরেও পার্টিকর্মীদের বাবা, মা, সন্তান, স্ত্রীদের নাম করে তৃণমূলসুলভ অশ্লীল গালিগালাজ দিচ্ছে, হুমকি দিচ্ছে। আজও। কারণ? এই বুথে অভিষেক ব্যানার্জি হেরে গেছেন। বিজেপি তৃতীয়। প্রথম সিপিআই(এম) পার্টি পেয়েছে ১৩৬টি ভোট, তৃণমূল ১২৯টি এবং বিজেপি পেয়েছে ১০৬টি ভোট। পার্টিনেতা প্রিয়ব্রত মুখার্জির কথায়, ‘‘হেরেছে বলে আমাদের আবাসনে ঢুকে পার্টিকর্মীদের বাড়ির নিচে দাঁড়িয়ে অশ্রাব্য কথা বলছে। কিন্তু কমরেড আবুল বাসারের এলাকা এটি। লাল ঝান্ডা এখানে কখনও হারেনি।’’

২০২৪-এর লোকসভা নির্বাচনে রাজস্থানের শিকর থেকে নির্বাচিত সিপিআই(এম) সাংসদ কমরেড অমরা রাম দিল্লির পথে। কৃষক আন্দোলনে শহীদ ...
09/06/2024

২০২৪-এর লোকসভা নির্বাচনে রাজস্থানের শিকর থেকে নির্বাচিত সিপিআই(এম) সাংসদ কমরেড অমরা রাম দিল্লির পথে।
কৃষক আন্দোলনে শহীদ কৃষকদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন দিল্লি সীমান্তে।

বছরের পর বছরর পৌর ওয়ার্ডে মজুরের কাজের ভুয়ো মাস্টার রোল তৈরি করে টাকা আত্মসাৎ করছে তৃণমূল কাউন্সিলর। এমন অভিযোগ খোদ ওয়ার...
09/06/2024

বছরের পর বছরর পৌর ওয়ার্ডে মজুরের কাজের ভুয়ো মাস্টার রোল তৈরি করে টাকা আত্মসাৎ করছে তৃণমূল কাউন্সিলর। এমন অভিযোগ খোদ ওয়ার্ড সভাপতির। শনিবার রীতিমতো সাংবাদিকদের ডেকে একথা জানান তৃণমূলেরই নেতা ওই ওয়ার্ডের সভাপতি।

কল্যাণী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানসী চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ, তিনি ওয়ার্ডের রক্ষণাবেক্ষণের জন্য ২০২৩-২০২৪ অর্থবর্ষে বিভিন্ন খাতে ৩ লক্ষ ৮৫ হাজার টাকা পেয়েছিলেন।

সেই অর্থে ১৯২৫ জন মজুরকে কাজ দেওয়া যেত। কিন্তু সেখানে আদতে কাজ করানো হয়েছে ৯৭১ জনকে। ৯৫৪ জন মজুর পিছু ২০০ টাকা করে দিনপ্রতি ১ লক্ষ ৯০ হাজার টাকা তিনি আত্মসাৎ করেছেন।

একথা জানিয়ে ওই ওয়ার্ডের সভাপতি দেবব্রত চৌধুরি বলেছেন, এই কাজ শুধু এই অর্থবর্ষেই কাউন্সিলর করেননি। এর আগে ২০২২-২৩ অর্থবর্ষেও একইভাবে টাকা চুরি করেছিলেন কাউন্সিলর। তখন পৌরপ্রধান নীলিমেশ রায়চৌধুরি তাঁর ওয়ার্ডে দু'জনকে বসিয়ে বিষয়টি মিটিয়ে নিতে বলেছিলেন। কোনও হিসাবপত্র দেখতে চাননি। ওয়ার্ডের নর্দমা রক্ষণাবেক্ষণ, ওয়ার্ড পরিষ্কার- পরিচ্ছন্নতা ও জমা জঞ্জাল অপসারণ বাবদ ২ লক্ষ ৭৫ হাজার

টাকা বরাদ্দ হয়েছিল। এই অর্থের মধ্যে মজুরদের বেতন দেওয়া হয়েছে ১ লক্ষ ৯৪ হাজার ৩৫০ টাকা। শুধু এই খাতেই ৮০ হাজার ৬৫০ টাকা অতিরিক্ত বিল করে আত্মসাৎ করেছেন কাউন্সিলর মানসী চ্যাটার্জি।

একইভাবে, মশাবাহিত রোগ প্রতিরোধে খরচের বরাদ্দ অর্থ সঠিকভাবে খরচ না করে সরানো হয়েছে। শুধু তাই নয়, চলতি অর্থবর্ষে নর্দমা রক্ষণাবেক্ষণ, ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জমা জঞ্জাল অপসারণ যেখানে ৫০ মজুর খাটিয়ে ১০ হাজার টাকা মজুরের খরচ বাবদ বিল করার কথা, সেখানে ১৭৫ জন মজুর কাজ করেছে তা দেখিয়ে ৩৫ হাজার টাকা বিল পৌরসভায় জমা করা হয়েছে।

এই বিল পৌরসভা পাশ করেছে কিনা জানা যায়নি। মশাবাহিত রোগ প্রতিরোধ যেখানে মানুষের জীবন মরণের সমস্যা সেই খাতে ৪৮৩ জনকে কাজ করিয়ে ৯২০ জন মজুরের কাজ দেখিয়ে ৮৭ হাজার ৪০০ টাকা কাউন্সিলর গায়েব করেছেন বলে অভিযোগ খোদ ওয়ার্ড সভাপতির।

তাঁর বিরুদ্ধে ওঠা কোনও অভিযোগই নাকি সঠিক নয় বলে এদিনই দাবি করেছেন কাউন্সিলর মানসী চ্যাটার্জির।

তিনি বলেন, ওয়ার্ডের কাজকর্ম তো ওয়ার্ড সভাপতিই দেখতেন। বিল ও তিনিই করতেন। এখন কেন এসব বলছেন জানি না। পৌরসভা তদন্ত করে দেখুক।

রেস্টুরেন্ট কর্মচারীকে চড় মেরে কুলভিন্দর হতে চেয়েছিল হরলিক্স চাটা সোহম।
08/06/2024

রেস্টুরেন্ট কর্মচারীকে চড় মেরে কুলভিন্দর হতে চেয়েছিল হরলিক্স চাটা সোহম।

আগামীকাল ৯ই জুন রাজ্যের সর্বত্র DYF এর ৫৭'তম প্রতিষ্ঠা দিবস পালন করুন ✊🏼
08/06/2024

আগামীকাল ৯ই জুন রাজ্যের সর্বত্র DYF এর ৫৭'তম প্রতিষ্ঠা দিবস পালন করুন ✊🏼

"সব লড়াই জেতার জন্য লড়া হয় না....               ইতিহাস বলবে.....লড়াইয়ে ময়দানে একজন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়ে গ...
08/06/2024

"সব লড়াই জেতার জন্য লড়া হয় না....
ইতিহাস বলবে.....
লড়াইয়ে ময়দানে একজন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়ে গিয়েছে, অন্য একজন ছিল....অন্যায়ের বিরোধীতার প্রতীক হয়ে....."...!
❤️❤️✊✊
সংগৃহীত

বিজেপি নেতারা সংবিধান বদলাতে চেয়েছিলেন।বিজেপি নেতা-সমর্থকরা সংবিধান থেকে সেকুলার ও সমাজতান্ত্রিক শব্দ বাদ দিতে চেয়েছিলেন...
08/06/2024

বিজেপি নেতারা সংবিধান বদলাতে চেয়েছিলেন।
বিজেপি নেতা-সমর্থকরা সংবিধান থেকে সেকুলার ও সমাজতান্ত্রিক শব্দ বাদ দিতে চেয়েছিলেন। দেশকে হিন্দুরাষ্ট্র বানাতে চেয়েছিলেন। "পিপল অফ ইন্ডিয়া" জবাব দিয়েছে। এখন ওই সংবিধানের কাছেই মাথানত করতে হচ্ছে।

সংবিধানের সামনে মাথানত করছেন স্বঘোষিত ঈশ্বর। হাসছেন, ভারতের ভাগ্যবিধাতা। ভারতের জনগণ।

08/06/2024


আইনজীবী যারা আমাদের পাশে থাকলেন তাদের লাল সেলাম।।
08/06/2024

আইনজীবী যারা আমাদের পাশে থাকলেন তাদের লাল সেলাম।।

৭২০ নম্বরে ৭১৮ কী ভাবে! হলফনামা চাইল কলকাতা হাই কোর্ট
08/06/2024

৭২০ নম্বরে ৭১৮ কী ভাবে! হলফনামা চাইল কলকাতা হাই কোর্ট

Address

Malda
Malda
732201

Alerts

Be the first to know and let us send you an email when গয়েশবাড়ি অঞ্চল সিপিআইএম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share