Haji Anam Uddin Laskar Supporter

Haji Anam Uddin Laskar Supporter Anam uddin Laskar

19/01/2025

আজকে হাইলাকান্দি জেলা পরিষদের প্রাক্তন সভাপতি জনাব আনাম উদ্দিন লস্কর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতা(গবেষণা কেন্দ্র ) ব্রজপুর এর বাৎসরিক ওয়াজ ও দস্তারবন্দী অনুস্টানে উপস্থিত ছিলেন ও নগদ আর্থীক সাহায্য করেন।

26/12/2024
15/12/2024
04/12/2024
04/12/2024
04/12/2024
05/11/2024
04/11/2024

নারাইনপুর বন্দুকমারা জেলাপরিষদের প্রার্থী আলহাজ্ব আনাম উদ্দিন লস্কর এর একটা গান।

হাইলাকান্দি পাঞ্চায়েত রাজনীতি উজ্জ্বল নক্ষত্র হাজি আনাম উদ্দিন লস্করমহাশয়।হাইলাকান্দি জিলা পরিষদ প্রাক্তন সভাপতি বিলোপ...
04/11/2024

হাইলাকান্দি পাঞ্চায়েত রাজনীতি উজ্জ্বল নক্ষত্র হাজি আনাম উদ্দিন লস্কর
মহাশয়।
হাইলাকান্দি জিলা পরিষদ প্রাক্তন সভাপতি বিলোপ্ত প্রাপ্ত মাটিজুরী পাইকান জিলা পরিষদ প্রাক্তন প্রতিনিধি বিশিষ্ট কংগ্রেস নেতা মাটিজুরী পাইকান জিলা পরিষদ রূপাকার হাজি আনাম উদ্দিন লস্কর মহাশয়।
মাটিজুরী পাইকান জিলা পরিষদ সমষ্টির আনাচে কানাচে ঈদগাহ মন্দির মসজিদ রাস্তা ঘাট শশ্মান কবরগাহ ইত্যাদি উন্নয়ন মূলক কাজ আজ ও শত শত ভাবে শুভা পায় এবং বিরাজমান।

নিজের ঘাঁটির টাকা খরচ করে জমি কিনে রাস্তা ঘাট তৈরি করে দিয়েছেন নজিরবিহীন ইতিহাস রচনা করে দিয়ে ছিলেন।
সকল স্তরের মানুষের সঙ্গে সুব্যবাহারে জন্য হৃদয়ের পাত্র হয়ে উঠে ছিলেন।
উনার উল্লেখযোগ্য কর্ম প্রদ্ধতি হ‌ইল কি কাজের জন্য এসেছ কাজ হয়েছে শেষ চলে যাও সময় নষ্ট করিবার প্রয়োজন নেই এবং চপ্পল ক্ষয় করিবার প্রয়োজন নেই। এই মনোভাবে নেতৃত্ব দিয়ে ছিলেন।
মাটিজুরী পাইকান জিলা পরিষদ সমষ্টির দল মত নির্বিশেষে এমনকি বিরোধী দলের কর্মকর্তা এবং যাহারা উনার পাঞ্চায়েত নির্বাচনে জান মান ধন সম্পদ উজাড় করে বিরোধীতা করে ছিলেন কিন্তু হাজি আনাম উদ্দিন লস্কর তাহাদের কে বেঁকে চোখে না দেখে সঠিক উপার্যন রাস্তা দেখিয়ে দিয়েছেন। এই ভাবে শত শত যুবক কে খাদের কিনার থেকে উঠে এসে কর্মসংস্থান এবং জিবিকা নির্বাহ রাস্তা দেখিয়ে
ছিলেন।
উনার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তুমি ভোট দেও নাই তুমি বিরোধী দল এইটা বড় কথা নয় তুমি একজন হিতাধিকারী তুমি হিতাধিকারী তোমার প্রাপ্য অধিকার তুমি পেয়ে যাবেন। কোন সন্দেহ নেই। এই রকম শত শত মানুষ উপকৃত হয়ে ছিলেন।
সকল ধর্ম জাতি জনগোষ্টি মানুষ খালি হাতে চলে যাওয়ার লক্ষণ প্রতিফলন হয় নাই।এই জন্য সকলের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে উঠে ছিলেন।
তাই মাটিজুরী জিলা পরিষদ সমষ্টি বিলোপ্ত হয়েছে। হাজি আনাম উদ্দিন লস্কর মহাশয় উনি বর্তমানে নারাইনপুর বন্ধুকমারা জিলা পরিষদ সমষ্টি কংগ্রেস মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করিবার ইচ্ছা প্রকাশ করেছেন। উনার মত দরাজ হস্ত বড় মনের মানুষ পাঞ্চায়েত রাজনীতি বিরল। হাজি আনাম উদ্দিন লস্কর মহাশয়ের এই মহৎ পদক্ষেপ কে সুস্বাগতম এবং অভিনন্দন জ্ঞাপন করছি।
পরম করুনাময় আল্লাহ্ কাছে দোয়া ও আশির্বাদ করি উনার নেক হায়াত দান করুন
মহৎ পদক্ষেপ কে গ্ৰহম করুন
জনতার সেবায় নিয়োজিত করুন।
সফল নেতৃত্ব দান করুন।copy

04/11/2024

Today Morning

Happy new year-2023

আজকে APCC সভাপতি শ্রীযুক্ত  ভুপেন বরা ও বিধায়িকা শ্রীযুক্ত নন্দিতা গারলুসা কে শিলচর বিমানবন্দর থেকে আপ্যাআপ্যায়ন করেন হ...
02/11/2024

আজকে APCC সভাপতি শ্রীযুক্ত ভুপেন বরা ও বিধায়িকা শ্রীযুক্ত নন্দিতা গারলুসা কে শিলচর বিমানবন্দর থেকে আপ্যাআপ্যায়ন করেন হাইলাকান্দি জেলা পরিষদের প্রাক্তন সভাপতি আলহাজ আনাম উদ্দিন লস্কর।

Address

Matijuri
Lala
788155

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haji Anam Uddin Laskar Supporter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share