অদ্য ১৪ এপ্রিল ২০২৪ ইংরেজি তারিখে হাইলাকান্দির সামাজিক সংস্থা বাঙালি সেনার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগঠনের অস্থায়ী কার্যালযে সকাল দশটার সময় প্রথমে স্কুলের ছাত্রী দিয়ে পদীপ উত্তোলন করানো হয় তারপর স্থানীয় কচিকাচাদের সঙ্গে নিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয় এবং বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা বঙ্গাধিপিতি মহারাজ শশাঙ্ককে মর্যাদা সহকারে স্মরণ করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রমুখ রূপন দাস , বিনীত মালাকার , অনিকেত দেবনাথ , মনীষা নাথ , অঙ্কিতা পাল , শুভম রাজভর , জিৎ দাস , জিৎ চৌধুরী ,
৭নং করিমগঞ্জ লোকসভা আসনের ভারতীয় জাতীয়
কংগ্রেসের মনোনীত প্রার্থী
হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কে জানাই
স্বাগতম
সৌজন্যে: হাইলাকান্দি জেলা কংগ্রেস / যুব কংগ্রেস মহিলা কংগ্রেস / এন এস ইউ আই / সেবা দল / ইয়ং ব্রিগেড।
অদ্য ১২ জানুয়ারি ২০২৪ ইংরেজি তারিখে হাইলাকান্দির সামাজিক সংস্থা বাঙালি সেনার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে হাইলাকান্দি শহরের ৫ নং ওয়ার্ডের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ভারতের নবজাগরণের প্রতীক বাঙালি মহাপুরুষ এবং সনাতন ধর্ম প্রচারক স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিন উদযাপন করা হয় ধন্যবাদ।
শুভ শারদীয়া প্রীতি ও শুভচ্ছা
দক্ষিণ পল্লী দূর্গা পূজা হাইলকান্দি
প্রথম বার দক্ষিণ পল্লী দূর্গা পূজা কমিটি একটা ড্যান্স program এর আয়োজন করল, ছোট ছোট বাচ্চারা ড্যান্স করলো,
শুক্রবার আল্লামা সারিমুল হক লস্কর সাহেব প্রাক্তন প্রিন্সিপাল হাইলাকান্দি টাইটেল মাদ্রাসা
উনি ওমরাতে গিয়ে আল্লাহর ঘরের সম্মুখে জুম্মা পড়ে কিছু নসিহত স্বর ূপ বয়ান পেশ করেন