মুফতি মঈনুদ্দীন কাসিমী

  • Home
  • মুফতি মঈনুদ্দীন কাসিমী

মুফতি মঈনুদ্দীন কাসিমী অনলাইন ফাতাওয়া এবং বিষয় ভিত্তিক আলোচনা
(1)

25/09/2025

সূফীগণের বিভ্রান্তি:
সূফীগণের মধ্যেও অনেক শ্রেণী রয়েছে।
তাদের উপর বিভ্রান্তি প্রবল থাকে। এক শ্রেণীর সূফীর রীতি এই যে, তারা সাচ্চা সূফীগণের ন্যায় পোশাক, আকার-আকৃতি, ভাষা, আদব-কায়দা, রীতিনীতি ও পরিভাষা তৈরি করে এবং বাহ্যিক দিক দিয়ে তাদের অনুরূপ হয়ে থাকে। উদাহরণতঃ তারা রাগরাগিণী শ্রবণ করে, ভাবাতিশয্যে নর্তন-কুর্দন করে, জায়নামাযে মাথানত করে চিন্তাশীলদের ন্যায় বসে, দীর্ঘশ্বাস নেয় এবং ক্ষীণস্বরে কথা বলে। এতেই তারা বিভ্রান্তিবশত মনে করে যে, তারা সূফী হয়ে গেছে। অথচ তারা নিজেদেরকে কঠোর পরিশ্রম ও সাধনায় অভ্যস্ত করে না এবং অন্তরকে বাহ্যিক ও অভ্যন্তরীণ গোনাহ থেকে পবিত্র করে না, যা সাচ্চা সূফীগণের মধ্যে মামুলী বিষয় বলে পরিগণিত হয়। কেউ এসব বিষয় আয়ত্ত করে নিলেও নিজেকে সূফী বলে গণ্য করতে পারে না এবং বড় বড় কথা বলতে পারে না। এমতাবস্থায় যারা হারাম ও সন্দেহযুক্ত ধন-সম্পদের বাছ-বিচার করে না, টাকা-পয়সা দেখলেই লাফিয়ে পড়ে, সামান্য বিষয়ে হিংসা-বিদ্বেষ পোষণ করে এবং কেউ সামান্য বিপরীত কথা বললেই তার মানহানি করতে উদ্যত হয়, তারা কিরূপে সূফী হতে পারে? কিয়ামতের দিন যখন এই মেকী সূফীর দল আল্লাহর সামনে উপস্থিত হবে, তিনি বাহ্যিক ছেড়াবাস নয়; বরং অন্তরের অবস্থা দেখবেন, তখন তাদের দুর্দশার অন্ত থাকবে না।

আরেক শ্রেণীর সূফীর আবার যেনতেন পোশাক পরতে রুচিতে বাধে; কিন্তু সূফী হওয়ার বাসনাও প্রবল। সূফীগণের পোশাক ছাড়া যেহেতু সূফীহওয়া যায় না, তাই তারা উৎকৃষ্ট বস্ত্রের খন্ড খন্ড জোড়া দিয়ে বিচিত্র ধরনের পোশাক তৈরি করে, যা রেশমী বস্ত্রের চেয়েও মূল্যবান বেশী। তারা মনে করে যে, পোশাকে তালি লাগিয়েই তারা সূফী হয়ে গেছে। পূর্ববর্তী সূফীগণ তালিযুক্ত পোশাক পরিধান করতেন। তাই তারাও উৎকৃষ্ট বস্ত্রকে টুকরা টুকরা করে তালির মত করে নেয়। অথচ এটা বোঝা কঠিন যে, মূল্যবান বস্ত্রকে খণ্ড খণ্ড করে কেটে সেলাই করে নিয়েই তারা পূর্ববর্তী সূফীগণের অনুরূপ হয়ে গেল কিরূপে? বলা বাহুল্য, তাদের এই খামখেয়ালী সকল বিভ্রান্তিকে ছাড়িয়ে গেছে। কেননা, তারা উৎকৃষ্ট ও মূল্যবান পোশাক পরিধান করে, সুস্বাদু খাবার খায়, যালেম ও পাপাসক্তদের অর্থ দু'হাতে গ্রহণ করে এবং বাহ্যিক গোনাহ থেকেও বেঁচে থাকে না; আন্তরিক গোনাহের কথা নাই বা বলা হল। এরপরও তারা সূফী বলে থাকে এবং নিজেদেরকে উত্তম মনে করতে থাকে। তাদের অনিষ্ট সাধারণ মানুষের মধ্যেও বিস্তার লাভ করে।

31/08/2025

আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! ধন্য আমি তোমায় পেয়ে, Kutubuddin Mondal, Abu Talha Mir, Fakhruddin Mondal, Jannati Khan

22/06/2025
28/05/2025
কিছু ফিকহী(Islamic Jurisprudence)  অধ্যায়ের ইংরাজি নাম৷
27/04/2025

কিছু ফিকহী(Islamic Jurisprudence) অধ্যায়ের ইংরাজি নাম৷

26/04/2025

পরীক্ষায় সফল হওয়ার আমল

শাইখুল ইসলাম হজরত মুফতি তাকী উসমানী নিজহাতে লিখীত জীবনী " সিলসিলায়ে ইয়াদেঁ"তে লিখছেন,-
আমার পিতা হজরত মুফতি শফী সাহেব(র:) আমাকে বলেছিলেন যে " যখন আমি পরীক্ষা দিতে যাবো তখন যেন প্রশ্নপত্র খোলার আগে ডান হাতের পাঁচটি আঙুলের ওপর كهيعص এই ভাবে পড়ি যেন সর্বপ্রথম সবথেকে ছেটো আঙুলটা ك বলে বন্ধ করে নিই, তার পর প্রতিটি অক্ষরে একটি করে আঙুল বন্ধ করতে থাকি ,
তার পর كفيت পড়ি,
অতঃপর حمعسق এই ভাবে পড়ি যেন ح বলার সময় ছোটো আঙুলটা খুলি, তার পর এক একটি অক্ষরে একটি করে আঙুল খুলি , অত:পর حميت বল৷,

এর পর থেকে আমার প্রতিটি পরিক্ষায় এই আমলটি করেছি, এবং ভাল পর্যায়ে উত্তীর্ণ হয়েছি৷

Address


Alerts

Be the first to know and let us send you an email when মুফতি মঈনুদ্দীন কাসিমী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুফতি মঈনুদ্দীন কাসিমী:

  • Want your business to be the top-listed Media Company?

Share