হিন্দুস্থান আমার জীবন নিউজ

হিন্দুস্থান আমার জীবন নিউজ JAI HIND JAI BHARAT MATA I LOVE MY INDIA
amader kolom cholbe apnader sarthe
BANDE MATARAM ... We Are Want new india

এই মাল গুলোর মুখ গুলো ভালো করে লক্ষ্য করুন দেখতে কত ইনোসেন্ট, আর ভিতর এ কি ছিলো ধন্য রে ধন্য
11/11/2025

এই মাল গুলোর মুখ গুলো ভালো করে লক্ষ্য করুন দেখতে কত ইনোসেন্ট, আর ভিতর এ কি ছিলো ধন্য রে ধন্য

25/10/2025

Jai Bajrangwali - Jai Sri ram রামচন্দ্র আর বজ্রংবলীর ভক্ত হলে পুরো ফেসবুক এ ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইলো 🙏 এই চ্যলেঞ্জ টা কেনো পরে দেখাবো

23/10/2025
Jai Maa Kali maa
20/10/2025

Jai Maa Kali maa

কালীপূজার শুভেচ্ছা মা সকল কে ভালো রাখুক 🙏
20/10/2025

কালীপূজার শুভেচ্ছা মা সকল কে ভালো রাখুক 🙏

দামী চার্জার এর ভিতর লোহার প্লেট, কিভাবে মানুষকে ঠকচ্ছে Target কোম্পানির চার্জার
19/10/2025

দামী চার্জার এর ভিতর লোহার প্লেট, কিভাবে মানুষকে ঠকচ্ছে Target কোম্পানির চার্জার

16/10/2025

পিছিয়ে পড়ল চিনও! বিশ্বের সবথেকে শক্তিশালী এয়ারফোর্সের তালিকায় তৃতীয় স্থানে ভারত

পার্কসার্কাস স্টেশনে যাতায়াত করলে এই নিয়মগুলো মনে রাখুন —এখানে এক মুহূর্তের অসতর্কতা বড় বিপদের কারণ হতে পারে। ১️. ট্রেন ...
15/10/2025

পার্কসার্কাস স্টেশনে যাতায়াত করলে এই নিয়মগুলো মনে রাখুন —এখানে এক মুহূর্তের অসতর্কতা বড় বিপদের কারণ হতে পারে।

১️. ট্রেন ছাড়ার সময় থেকেই সতর্ক থাকুন:-
বালিগঞ্জ বা শিয়ালদহ থেকে ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই সাবধান হোন।
ছিনতাইকারীরা আপনার গলার চেন, ব্যাগ বা মোবাইল কেড়ে নিয়ে চলন্ত ট্রেন থেকেই নেমে যেতে পারে। তারা “রানিং ট্রেন”-থেকে লাফ দিতে ভয় পায় না।

২️. জানালার পাশে মোবাইল ব্যবহার নয়:-
জানালার পাশে বসে ফোন টিপবেন না, ব্লুটুথ ইয়ারফোন কানে দেবেন না।
স্টেশনে দাঁড়িয়ে থাকা ছিনতাইবাজরা মুহূর্তে হাত ঢুকিয়ে আপনার জিনিস উধাও করে দিতে পারে।

৩️. যত দ্রুত সম্ভব স্টেশন ছাড়ুন :-
কোনো প্রয়োজনে এলে, কাজ শেষ করে দ্রুত বেরিয়ে যান।
অযথা ঘোরাঘুরি বা দাঁড়িয়ে থাকা বিপজ্জনক। “পাতাখোর” নামে কিছু লোক মাঝেমাঝে অচেনা বিপদ ডেকে আনে।

৪️. ওভারব্রিজ বা দোকানের আড়ালে দাঁড়াবেন না :-
ওভারব্রিজের ওপরে প্রায়ই নেশাগ্রস্তদের আড্ডা থাকে।
তাদের সঙ্গে ঝামেলায় না যাওয়াই বুদ্ধিমানের কাজ।

৫️. ট্রেনে ওঠার সময় মানিব্যাগ ও ফোন হাতে রাখুন :-
পকেটে রাখলে শেষ দেখা হওয়ার সম্ভাবনাই নেই।
অনেকেরই এই স্টেশনে প্রিয় ফোনের শেষ বিদায় হয়েছে!

৬️. দোকানের খাবার-দাবারে সতর্ক থাকুন :-
খাবার খারাপ মনে হলে শান্তভাবে দাম মিটিয়ে চলে যান।
অপ্রয়োজনীয় ঝগড়া আপনাকে বিপদে ফেলতে পারে।

৭️. একা বাথরুমে যাবেন না :-
টিকিট কাউন্টারের পেছনের বাথরুমে একা যাওয়া বিপজ্জনক।
আমার এক বন্ধুকে একবার ওখানেই খুর দেখিয়ে পকেট খালি করেছিল এক পাতাখোর।

৮️. ছবি বা ভিডিও তুলবেন না :-
এই স্টেশনে মোবাইল দিয়ে ছবি তোলা বা ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ।
না জেনে করলে বিপদ ডেকে আনতে পারেন।

আমার অভিজ্ঞতা: একটি রাতের পাকসার্কাস :-
কয়েকদিন আগে রাত সাড়ে দশটায় পাকসার্কাস স্টেশনে দাঁড়াতে হয়েছিল।
স্টেশন তখন প্রায় ঘুমিয়ে পড়েছে, শুধু দু-একটা দোকান খোলা। দিনের ব্যাস্ত স্টেশন তখন শান্ত হয়ে উঠেছে। অসম্ভব সুন্দর এক পরিবেশ। আমি মোবাইল বার করে রাতের দৃশ্যের ছবি তুলছিলাম।
ঠিক তখনই দুই ছেলে আমার পাশ দিয়ে যাচ্ছিল — একজনে ইচ্ছাকৃত আমার গায়ে ধাক্কা মেরে মুহূর্তে আমার ফোনটা কেড়ে নেয়।

আমি অনুরোধ করতে থাকি ফোন ফেরত দিতে, কিন্তু তারা টিকিট কাউন্টারের দিকে হাঁটতে থাকে।
চারপাশের কয়েকজন মানুষ তাকিয়ে থাকে, কেউ কিছু বলে না।
আমি ওদের পিছু নিতে নিতে এক দোকানের কাছে যাই, দোকানদার এক ভদ্রমহিলা ঝাপ ফেলছিলেন।
আমি তাকে দ্রুত ঘটনা বলি।
তিনি সঙ্গে সঙ্গে ডাক দেন — ছেলেদুটোকে দাঁড় করিয়ে আমার ফোনটা উদ্ধার করে দেন।

সেদিন বুঝলাম —
পুলিশ বা নিরাপত্তা যতই অনুপস্থিত থাকুক, স্টেশনের হকার ও দোকানদাররাই এখানে আমাদের সবচেয়ে বড় রক্ষাকবচ।
ওরা না থাকলে রাতের পাকসার্কাস হয়তো আরও ভয়ঙ্কর হত।

একবার ভাবুন —
রাত সাড়ে দশটায় আপনি একা দাঁড়িয়ে, চারপাশে হালকা অন্ধকার, কোনো দোকান খোলা নেই...
দুটো ছেলে এগিয়ে এসে আপনার মোবাইল কেড়ে নিয়ে চলে যাচ্ছে...
তখন কে বাঁচাবে আপনাকে?

পোস্ট ভালো লাগলে পেজে একটা ফলো দিয়ে শেয়ার করে অন্যদের সতর্ক করে দেবেন 🙏 ধন্যবাদ 🌹 Pappu Roy cyclist

#পাকসার্কাস #কলকাতা_রেলস্টেশন #সতর্কবার্তা #ছিনতাই #নিরাপত্তা #স্টেশন_গল্প #বাস্তব_অভিজ্ঞতাতা

আপনি কি মনে করেন ঠিক না ভুল??
12/10/2025

আপনি কি মনে করেন ঠিক না ভুল??

তাদের নাম হুমায়ুন শেখ, আসলাম শেখ। আজ দু’জনকে আদালতে পেশ করা হবে। বাকি ৩ জন এখনও পলাতক। তাদের খোঁজে নেমেছেন তদন্তকারীরা। ...
07/10/2025

তাদের নাম হুমায়ুন শেখ, আসলাম শেখ। আজ দু’জনকে আদালতে পেশ করা হবে। বাকি ৩ জন এখনও পলাতক। তাদের খোঁজে নেমেছেন তদন্তকারীরা। লক্ষীপুজা দেখতে বেরিয়ে অসভ্য বর্বর দের শিকার নাবালিকা মহিলা

বলি নারায়ণ পুঁথি অনুযায়ী রীতি মেনে, কামানের গর্জন ধ্বনিতে বড়ঠাকুরণের আগমন ও পূজার মধ্য দিয়ে শুরু হয়ে গেল মল্লভূম রা...
17/09/2025

বলি নারায়ণ পুঁথি অনুযায়ী রীতি মেনে, কামানের গর্জন ধ্বনিতে বড়ঠাকুরণের আগমন ও পূজার মধ্য দিয়ে শুরু হয়ে গেল মল্লভূম রাজপরিবারের মা মৃন্ময়ীর পূজা।

পুজোর ঢাকে কাঠি পড়তে এখন‌ও সপ্তাহ দুই বাকি। মন্ডপে, দোকানে,বাজারে তুমুল ব্যস্ততা।এইসবের মধ্যেই মল্লরাজ পরিবারে ধুমধামে শুরু হয়ে গেল দেবীপুজো।
এক হাজার ঊনত্রিশ বছর ধরে চলে আসা রীতি মেনেই স্নানপর্ব সেরে রাজ মন্দিরে এলেন বড়ো ঠাকুরানী; দেবী মা মহাকালী রূপে পূজিত হন,পটে বড়ঠাকুরণ সাদা-লাল-হলুদ শাড়ি পরিহিতা। গোপালসায়ার-এর পাশের পাহাড় থেকে তোপধ্বনিই দেবীর আগমন বার্তা।
১০২৯ বছর ধরে চলছে এই পুজো বলি নারায়ণ পুঁথি অনুযায়ী।তোপধ্বনির প্রচলন শুরু হয় সেই সময় থেকেই ;যা আজও চলে আসছে। পুজোর নির্দিষ্ট নির্ঘন্ট ঘোষিত হয় তোপধ্বনির মাধ্যমে।মা মৃন্ময়ী পুজোর নিয়ম রীতি একটু ভিন্ন ধরনের।
প্রথানুযায়ী, দেবী পক্ষের চতুর্থীর দিন থেকে রাজপরিবারের মেজ ঠাকরুন অর্থাৎ দেবী সরস্বতী ও ষষ্ঠীর দিন সন্ধ্যায় ছোটো ঠাকরণী অর্থাৎ দেবী মহালক্ষীর পুজো শুরু হয়। পটে আঁকা এই তিন দেবীকেই মহামায়ার রুপ হিসেবে পূজা করা হয়।
আজ সকালে রাজবাড়ি সংলগ্ন গোপালসায়রে বড়ঠাকুরাণীর পটের স্নান পর্ব শেষে মন্দিরে প্রবেশের পর প্রথানুযায়ী তিন বার নিকটবর্তী পাহাড়ে তোপধ্বণি দেওয়া হয়। পরে মন্দিরে প্রবেশের মুহূর্তেও তোপধ্বণি দেওয়া হয়। পরে দেবীকে অন্নভোগ নিবেদনের সময় আরো তিনবার তোপধ্বণি দেওয়া হয়। বড় ঠাকুরাণীর পুজোর দিন থেকেই মল্লভূমে শারদোৎসবের সূচনা।

বিষ্ণুপুর, বাঁকুড়া।

বিজ্ঞান বলছে—একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষ একবার সহবাসে যে পরিমাণ বীর্যপাত করে, তাতে প্রায় ৪০ কোটি শুক্রাণু থাকে। ভাবু...
11/08/2025

বিজ্ঞান বলছে—একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষ একবার সহবাসে যে পরিমাণ বীর্যপাত করে, তাতে প্রায় ৪০ কোটি শুক্রাণু থাকে। ভাবুন তো, যদি এই ৪০ কোটি শুক্রাণুর প্রত্যেকটি ডিম্বাণুতে পৌঁছাতে পারত, তাহলে ৪০ কোটি শিশুর জন্ম হতো!

কিন্তু বাস্তবে কী হয়? সেই লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে মাত্র ৩০০ থেকে ৫০০টি কোনোভাবে ডিম্বাণুর কাছাকাছি যেতে পারে। বাকিরা পথের মধ্যে ক্লান্ত হয়ে যায় বা প্রতিযোগিতায় হেরে যায়। আর সেই শত শত শুক্রাণুর মধ্যেও কেবল একটি মাত্র শুক্রাণু ফাইনাল লাইন স্পর্শ করে ডিম্বাণুকে ফার্টিলাইজ করে। সেই বিজয়ী শুক্রাণুটি—আপনি, আমি, আমরা প্রত্যেকেই।

ভেবেছেন কখনো? আপনি যখন এই যুদ্ধ করেছিলেন—

তখন আপনার চোখ, হাত, পা, মস্তিষ্ক—কিছুই ছিল না, তবুও আপনি জিতেছিলেন।

তখন কোনো ডিগ্রি, কোনো সার্টিফিকেট ছিল না, তবুও আপনি জিতেছিলেন।

কোনো শিক্ষক বা গাইড আপনাকে পথ দেখায়নি, তবুও আপনি গন্তব্যে পৌঁছেছিলেন।

আপনি একা ছিলেন, কিন্তু ফোকাস ঠিক ছিল, তাই আপনি সফল হয়েছিলেন।

তারপরও—

গর্ভে অনেক শিশু নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি বেঁচে ছিলেন।

অনেক শিশু জন্মের সময়ই মারা যায়, আপনি টিকে ছিলেন।

অনেকেই প্রথম ৫ বছরেই দুনিয়া থেকে বিদায় নেয়, আপনি বেঁচে গিয়েছিলেন।

অপুষ্টিতে অসংখ্য শিশু হারিয়ে যায়, কিন্তু আপনি রক্ষা পেয়েছিলেন।

বড় হতে গিয়ে অনেকেই জীবন হারায়, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন।

তাহলে এখন কেন আপনি সামান্য ব্যর্থতায় ভেঙে পড়বেন? কেন ভাববেন “আমি হেরে গেছি”?
আজ আপনার হাত-পা আছে, শিক্ষা আছে, পরিকল্পনা করার মতো মস্তিষ্ক আছে, সাহায্য করার মতো মানুষ আছে—
তবুও আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন কেন?

যখন জীবনের শুরুতে কারো সাহায্য ছাড়াই, ৪০ কোটি প্রতিদ্বন্দ্বীর সঙ্গে মরণপণ দৌড়ে একাই জিতেছিলেন—
তাহলে আজ কেন হাল ছাড়বেন?

কেন কেউ চলে গেলে আপনি ভেঙে পড়বেন?

কেন একটি ব্যর্থতায় মনে হবে জীবন শেষ?

কেন বলবেন “আমি আর পারব না”?

মনে রাখুন—আপনি জন্মের দিন থেকেই যোদ্ধা। শুরুতে জিতেছেন, শেষেও জিতবেন। শুধু নিজের মনকে জাগিয়ে তুলুন, নিজের প্রতিভা খুঁজুন, স্বপ্নকে গুরুত্ব দিন, আর স্রষ্টার উপর আস্থা রাখুন।

💪 আপনি যেদিন জন্ম নিয়েছিলেন, সেদিনই প্রমাণ করেছিলেন—আপনি হারার জন্য জন্মাননি। আজও সেই শক্তিটাই আপনাকে জিতিয়ে দেবে। ❤️

Address

Calcutta Bara Bazar

Alerts

Be the first to know and let us send you an email when হিন্দুস্থান আমার জীবন নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হিন্দুস্থান আমার জীবন নিউজ:

Share