CANTO Poetry Festival 2023
CANTO 2023- India's First International Multilingual Multicultural Travelling Poetry Festival!
With some of the finest contemporary poets, translators and literary artists attending the festival, CANTO promises to create a unique milieu of poetry and scholarship from India and beyond.
Join us on 15th & 16th of March at U.Chicago Center in Delhi and 18th & 19th of March at The Bengal Club, Kolkata.
Come, celebrate poetry!
Let the verses flow...
শহরে ম্যাজিকমেলা
শহরজুড়ে শুধুই ম্যাজিক! আগামী ১৭-১৯ ফেব্রুয়ারি মোহরকুঞ্জে বসতে চলেছে কলকাতার অন্যতম ম্যাজিকের আসর ‘ম্যাজিক মেলা ২০২৩’। আয়োজনে ফেডারেশন অফ ইন্ডিয়ান ম্যাজিক অ্যাসোসিয়েটস বা ‘ফিমা’। মিডিয়া সহযোগী হিসাবে রয়েছি আমরাও।
শুধুমাত্র মঞ্চেই জাদু প্রদর্শন করবেন সারা ভারতের ৪০০-রও বেশি জাদুশিল্পী। এছাড়া থাকবে বিভিন্ন ম্যাজিকের স্টল। ক্লোজ-আপ, ইল্যুশন, ভেন্ট্রিলোকুইজম, স্ট্রিট ম্যাজিকের পাশাপাশি থাকছে হ্যান্ড শ্যাডোগ্রাফি, জাগলিং, স্যান্ড আর্টের প্রদর্শনীও। থাকছে আগুনের খেলা এবং পুতুলনাচ। এছাড়া ছোট-বড় সকলের জন্যই থাকবে বিশেষ ম্যাজিক ক্লাস এবং ওয়ার্কশপও। মেলা চলবে, প্রতিদিন দুপুর ১টা থেকে রাত্রি ন'টা পর্যন্ত।
হাতে আর মাত্র কয়েকদিন! আপনারা তৈরি তো?