29/07/2023
বাংলাদেশের প্রথম
স্বরচিত কবিতাপাঠ প্রতিযোগিতা
প্রথম পুরস্কার: ট্রফি এবং দশহাজার টাকা
আর চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে দেওয়া হবে সনদপত্র!
স্থান: সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরীবাগ, ঢাকা
তারিখ: ২৫শে অগাস্ট ২০২৩
সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
সংক্ষিপ্ত নিয়মাবলী:
১. বয়স(শিশু-কিশোর ব্যতীত), বর্ণ, ধর্ম, ও লিঙ্গ নির্বিশেষে যেকোনো কবি অংশগ্রহণ করতে পারবেন।
২. প্রতিটি প্রতিযোগী-কবি সর্বোচ্চ ৩ মিনিট সময় পাবেন।
৩. উপস্থিত দর্শকদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে যদৃচ্ছভাবে ৫/১০ জন বিচারক বাছাই করা হবে।
৪. প্রত্যেক বিচারক কবিদের কবিতাপাঠ শুনে-দেখে 'কাব্যকলা' আর 'পাঠশৈলী' এই দুই বিষয়েই ১ থেকে ৫ পর্যন্ত নম্বর প্রদান করতে পারবেন।
৫. বিচারকদের প্রদত্ত নম্বরের সর্বমোট বা সেটার গড়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত কবিকে বিজয়ী ঘোষণা করা হবে।
অংশগ্রহণ করতে সরাসরি আমাদের পেইজে যোগাযোগ করুন...
অনুষ্ঠানটি অংশগ্রহণকারীসহ সকল দর্শকের জন্যও বিনামূল্যে উন্মুক্ত…
ইভেন্ট লিঙ্ক: https://fb.me/e/3zqL4o1ML