পশ্চিমবঙ্গ বুদ্ধিজীবী পরিবার

  • Home
  • India
  • KOLKATA
  • পশ্চিমবঙ্গ বুদ্ধিজীবী পরিবার

পশ্চিমবঙ্গ বুদ্ধিজীবী পরিবার হকের আওয়াজ, নির্ভরযোগ্য তথ্য
(6)

বসিরহাটের সংসদ হাজী সেখ নুরুল ইসলাম ইন্তেকাল সম্পর্কিত পোস্টের কমেন্ট সেকশন দেখলে কিছুটা বোঝা যায় যে এদেশে সংখ্যালঘু মু...
25/09/2024

বসিরহাটের সংসদ হাজী সেখ নুরুল ইসলাম ইন্তেকাল সম্পর্কিত পোস্টের কমেন্ট সেকশন দেখলে কিছুটা বোঝা যায় যে এদেশে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় কতটা শান্তিতে আছে...

25/09/2024

কলিকাতার ঐতিহ্য বাহী ট্রাম লাইন
বন্ধ করা উচিত হয় নি।

07/09/2024

Rs ৪৫,৮৫৫ - কোটি টাকার
আদানির Bank ঋণ ব্যাংক মুকুব করলো ।

আমাদের তো কানই নেই। বেঁচে গেছি বাবা।
17/08/2024

আমাদের তো কানই নেই। বেঁচে গেছি বাবা।

তুমি যা শুনবে, সত্য কি মিথ্যা যাচাই না করেই তা শেয়ার ও প্রচার করবে, তোমার মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট।- নবী মুহাম্মদ ...
12/08/2024

তুমি যা শুনবে, সত্য কি মিথ্যা যাচাই না করেই তা শেয়ার ও প্রচার করবে, তোমার মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট।

- নবী মুহাম্মদ (সাঃ)

28/07/2024

পশ্চিমবঙ্গের সবকটি জেলার সেরা পর্যটন কেন্দ্রগুলি একঝলকে:
দার্জিলিংঃ দার্জিলিং হল এই রাজ্যের সর্বপ্রধান পর্যটন কেন্দ্র ও শৈল শহর, হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘার প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্য , অসংখ্য ঝোরা , আরামদায়ক জলবায়ু , বাতাসিয়া লুপ , টয় ট্রেন , টি গার্ডেন , টাইগার হিল , রক গার্ডেন , চিড়িয়াখানা , রোপওয়ে ইত্যাদি দ্রষ্টব্য স্থান।
কার্শিয়াংঃ একটি শৈল শহর , অর্কিড , কাঞ্চনজঙ্ঘা।
মিরিকঃ শৈল শহর , উপত্যকার জন্যে বিখ্যাত।
ঘুমঃ বিশ্বের সর্বোচ্চ রেল স্টেশন ।
পেডংঃ এর অর্থ- ফার গাছের দেশ, কাঞ্চনজঙ্ঘা।
কলিংপঙঃ কলিংপঙ - শৈল শহর , চা বাগান , বৌদ্ধ স্তূপ ।
এছাড়া আছে সান্দাকফু , ফালুট , মংপু , লাভা , লোলেগাঁও, পেসক, তাকদা, তিনচুলে।

জলপাইগুড়িঃ গরুমারা , চাপরামারী ( জাতীয় উদ্যান , হাতি ), চালসা , লাটাগুড়ি , মূর্তি , ডুয়ার্স ( অভয়ারণ্য , চা বাগিচা )।

আলিপুরদুয়ারঃ জলদাপাড়া , হাসিমারা ( অভয়ারণ্য , এক শৃঙ্গ গণ্ডার ), বক্সা , জয়ন্তী ( পাহাড় , চুনাপাথরের গুহা ,ব্যাঘ্র প্রকল্প )।

কোচবিহারঃ কোচবিহার ( রাজবাড়ী , রসিক বিল পাখিরালয় , মদন মোহন মন্দির ,রাস মেলা ) ।

উত্তর দিনাজপুরঃ কুলিক ( এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয় ) ।

দক্ষিণ দিনাজপুরঃ বালুরঘাট ( মহিপাল দীঘি , তপন দীঘি ), বান গড় ( স্থাপত্য কলা )।

মালদহঃ গৌড় , ইংরেজ বাজার ( আদিনা , কুতুবসাহি , একলাখি মসজিদ , ফিরোজ মিনার ) ।

মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ - ঐতিহাসিক হাজার দুয়ারী , ইমামবাড়া, মতিঝিল , কাটরা মসজিদ , খোশবাগ ) । কর্ণসুবর্ণ ( বৌদ্ধ বিহার )। ফারাক্কা ( ব্যারেজ )। কাসিমবাজার ( রাজবাড়ি )। সৈয়দাবাদ ( আর্মেনিয়ান গির্জা )। বহরমপুর , জিয়াগঞ্জ।

বীরভূমঃ শান্তিনিকেতন ( কবিগুরুর পাঠভবন )। ম্যাসেঞ্জার , তিলপাড়া ( জলাধার )। দুবরাজপুর ( মামা ভাগ্নে পাহাড় )। বক্রেশ্বর (উষ্ণ প্রস্রবণ )। তারাপীঠ ( কালী মন্দির )। কেঁদুলি ( কবি জয়দেবের জন্মস্থান )। নানুর ( কবি চন্ডীদাসের জন্মস্থান )।

পূর্ব বর্ধমানঃ বর্ধমান ( রাজবাড়ি , কৃষ্ণ সায়র )। কাটোয়া ( পাণ্ডু রাজার ঢিবি )।

পশ্চিম বর্ধমানঃ দুর্গাপুর ( ব্যারেজ , স্টিল প্লান্ট )। মাইথন ( জলাধার )। আসানসোল ( শিল্প )। রানীগঞ্জ ( কয়লাখনি )। চুরুলিয়া কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান।

হুগলিঃ কামারপুকুর ( রামকৃষ্ণ দেবের জন্মস্থান )। তারকেশ্বর ( বাবা তারকনাথের মন্দির )। ব্যান্ডেল ( চার্চ )। হুগলি ( ইমামবাড়া )। ফুরফুরা শরিফ ( মসজিদ )। চন্দননগর ( ফরাসী কলোনি )। শ্রীরামপুর ( রাধাবল্লভের মন্দির )। বাঁশবেড়িয়া , সবুজদীপ , চুঁচুড়া । খানাকুলের রাধানগরে রাজা রামমোহন রায়ের জন্ম ভিটে।

পুরুলিয়াঃ অযোধ্যা , বাগমুন্ডি , পাহাড় , ঝর্না , জঙ্গল । পুরুলিয়া ( সাহেব বাঁধ )। পাঞ্চেত ( জলাধার )।

বাঁকুড়াঃ বিষ্ণুপুর ( টেরাকোটা কাজ , মদনমোহন মন্দির , রাসমঞ্চ )। মুকুটমণিপুর ( জলাধার )।শুশুনিয়া , বিহারীনাথ ( পাহাড় )। জয়রাম বাটি ( সারদা দেবীর জন্মস্থান )। ঝিলিমিলি , রানিবাঁধ ( অরণ্য )। বাঁকুড়া ( টেরাকোটা , ডোকরার কাজ )। জয়পুর ফরেস্ট।

পশ্চিম মেদিনীপুরঃ গনগনি। মেদিনীপুর ( জোড়া মসজিদ )। খড়গপুর ( রেল শহর )। বীরসিংহ ( বিদ্যাসাগরের জন্মস্থান )।

ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম ( রাজবাড়ি )। লোধাশুলি , হাতিবাড়ি, আরাবাড়ি ( জঙ্গল )। বেলপাহাড়ি ( পাহাড় )।

পূর্ব মেদিনীপুরঃ দীঘা , মন্দারমনি , শংকরপুর , তাজপুর ( সমুদ্র সৈকত)। তমলুক ( বর্গভীমা মন্দির )। মহিষাদল ( রাজবাড়ি )।

নদিয়াঃ নবদ্বীপ ( চৈতন্যদেবের জন্মস্থান )। মায়াপুর ( ইসকনের চন্দ্রোদয় মন্দির )। কৃষ্ণনগর ( রাজবাড়ি )। ফুলিয়া ( কবি কৃত্তিবাসের জন্মস্থান )। পলাশী ( ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র )। বেথুয়াডহরি (অভয়ারণ্য)। শান্তিপুর , কল্যাণী । কল্যাণী সতীমার মেলা। মদনপুর বিরোহি রোডে মদন গোপালের মন্দির। কল্যাণী কুলিয়া পাঠের মেলা

উত্তর 24 পরগনাঃ দক্ষিণেশ্বর ( কালী মন্দির )। ব্যারাকপুর ( গান্ধী ঘাট , মঙ্গলপান্ডের স্মৃতি সৌধ )। চন্দ্রকেতুগড় ( প্রত্নতাত্ত্বিক নিদর্শন )। হালিশহর ( রামপ্রসাদের জন্মস্থান , নিগমানন্দ আশ্রম )। নৈহাটি ( বঙ্কিমচন্দ্রের জন্মস্থান ), পারমাদান অভয়ারণ্য ।উত্তর চব্বিশ পরগনার টাকী, চাকলা ধাম, পেট্রাপোল সীমান্ত, হাসনাবাদ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, চারুলিয়ায় দীনবন্ধু মিত্রের বাড়ি, নৈহাটির বড়ো মা,

দক্ষিণ 24 পরগনাঃ সুন্দরবন ( ম্যানগ্রোভ অরণ্য , জাতীয় উদ্যান , ওয়ার্ল্ড হেরিটেজ সাইট , সজনেখালি-পাখিরালয় , ভগবতীপুর-কুমির প্রকল্প , নেতাধোপানি- বাঘপ্রকল্প , কলস দ্বীপ , কাকদ্বীপ , পিয়ালি )। বকখালি ( সমুদ্র সৈকত )। গঙ্গাসাগর ( কপিল মুনির আশ্রম )। ঘুটিয়ারি শরিফ ( মসজিদ )। ডায়মন্ড হারবার ।

হাওড়া : বেলুড় ( মঠ )। শিবপুর ( বোটানিক্যাল গার্ডেন )। হাওড়া ( বিশ্বের বৃহত্তম রেল স্টেশন , রবীন্দ্র সেতু , বিদ্যাসাগর সেতু )। গড়চুমুক ( হরিণ প্রকল্প )। আমতা ( মেলাই চন্ডী মন্দির )। গাদিয়াড়া , পানিত্রাস , মাকরদহ , কাসুন্দিয়া।

কলকাতাঃ কলকাতা ( ভিক্টোরিয়া মেমোরিয়াল , জাদুঘর , জাতীয় গ্রন্থাগার , বিড়লা প্ল্যানেটোরিয়াম , সায়েন্স সিটি , চিড়িয়াখানা , ঠাকুরবাড়ি , কালীঘাট মন্দির , বিড়লা মন্দির , রবীন্দ্র সরোবর , নিক্কো পার্ক , ইডেন গার্ডেন )।

#বাঙালির_বেড়ানো

#পশ্চিমবঙ্গ_বুদ্ধিজীবী_পরিবার

#বাঙালির_বেড়ানো

24/07/2024

হীরা কিনতে ৩% GST
আর শিক্ষার জন্য বই কিনতে ১৮% GST
(ভ্যান এর ড্রাইভার কে যখন বিমান এর পাইলট করা হয় ঠিক তেমন।) 😁

23/07/2024

আর ইলেকট্রিক বিলের ১ টাকা দিতে হবে না
আসছে
সূর্যঘর মুফত বিজলি যোজনা
মাসে ৩০০ ইউনিট ফ্রি

23/07/2024

দশ লাখ চাকরি ?
না
দশ লাখে চাকরি ?
ঠিক বোঝা গেল না । আওয়াজ উঠেছে বাংলার কোনে কোনে!

21/07/2024

ঢাকা - "রাজাকার",
কলকাতা - "বহিরাগত"
দিল্লি - "দেশদ্রোহী"
শেয়াল আলাদা, কিন্তু ডাক একই!

19/07/2024

ওপার বাংলায় চাকরি হয় =কোটায় !!
এপার বাংলায় চাকরি হয়
=শুধু টাকায় !! দুই শাসকই এক= ভিন্ন শুধু আমাদের মেরুদন্ড/শিরদাঁড়া !!

আঠারো বছর বয়সের নেই ভয় ✊🇧🇩
19/07/2024

আঠারো বছর বয়সের নেই ভয় ✊🇧🇩

হাড় হিম করা পুলিশি নির্যাতন:         বিশ্বাস করুন চোখের পানি আটকাতে পারিনি। ঢোলা থানার সাব ইন্সপেক্টর রাজদ্বীপ সরকার কি...
11/07/2024

হাড় হিম করা পুলিশি নির্যাতন:
বিশ্বাস করুন চোখের পানি আটকাতে পারিনি। ঢোলা থানার সাব ইন্সপেক্টর রাজদ্বীপ সরকার কি নিষ্ঠুর ভাবে লকআপে আবু সিদ্দিককে অত্যাচার করেছে তার বর্ননা শুনলে আত্মা কেঁপে উঠবে। সিদ্দিক ধনী পরিবারের একমাত্র সন্তান। সম্পূর্ণ মিথ্যা অপবাদে পরিবারের লোকদের সামনে মারতে মারতে থানায় তুলে আনে রাজদ্বীপ। পেছন পেছন বাড়ির লোকজন আসে থানায়। কিন্তু তাদের ভিতরে ঢুকতে দেয়নি।
রাত একটায় শুরু হয় প্রচন্ড মারধর। থানার বাইরে থেকে সিদ্দিকের বিভৎস চিৎকার শুনে জোর করে থানায় ঢোকে বাড়ির লোকজন। মার কমানোর জন্য রাজদ্বীপ 2 লক্ষ্য টাকা দাবি করে। একঘন্টার মধ্যে এক লাখ নব্বই হাজার টাকা পুলিশ কে দেয় বাড়ির লোক। তার পরেও চলতে থাকে মারধর। মারের চোটে অজ্ঞান হয়েযায় সিদ্দিক। বাড়ির লোক ভাবে হয়তো মার বন্ধ হয়ে গেছে। পুলিশ কিন্তু খাতায় অ্যারেস্ট এন্ট্রি করেনি।
নিয়ম অনুযায়ী গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে কোর্টে হাজির করতে হয় আসামিকে। পুলিশ তা করেনি। পরদিন দুপুরে জ্ঞান ফিরলে শুরু হয় নারকীয় অত্যাচার। লিঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয় বারবার। বুকে ভারি ভারি বুটের লাথি, মেরে মেরে চারটে লাঠি ভেঙে দেওয়া হয়। গোটা শরীর কালশিটে। মার বন্ধ করার জন্য এবার 20 ভরি সোনা দাবি করে রাজদ্বীপ। আধ ঘন্টার মধ্যে হার, দুল, চেন, আঙটি যা ছিল পুলিশ কে দেয় সিদ্দিকের পরিবার। তারপরেও রাতে চলে অকথ্য অত্যাচার।
গ্রেফতারের দুদিন পর সিদ্দিককে কোর্টে নিয়ে যায়। থানা থেকে কোর্টে নিয়ে যাবার সময় অন্ডকোষে প্রচন্ড জোরে লাথি মারে রাজদ্বীপ। যন্ত্রনায় কাতরাতে কাতরাতে পুলিশ ভ্যানে তোলে। কোর্টে যাবার পথে গাড়ি তে সিদ্দিকীকের দাড়ি ছিঁড়তে থাকে রাজদ্বীপ। বলতে থাকে তোর আল্লাহ তোকে বাঁচাবে? বল জয় শ্রীরাম। রাজদ্বীপ তাকে শাসাতে থাকে বাড়ির লোককে এসব বললে কোর্ট থেকে 10 দিনের PC নিয়ে আবার পেটাবে।
ভাগ্যক্রমে জামিন হয়ে যায় সিদ্দিকের। বাড়িতে ফিরে অত্যাচারের হাড় হিম করা নির্যাতনের ঘটনা জানায় পরিবারের লোকদের। দুপুরে বাড়ি ফিরে বিকাল থেকে শুরু হয় প্রচন্ড রক্ত বমি আর শ্বাস কষ্ট। প্রস্রাব, পায়খানা থেকে রক্তপাত হতে থাকে। প্রথমে ঢোলা হাসপাতাল, তারপর সেখান থেকে ডায়মন্ড হারবার হাসপাতাল, সেখান থেকে নীলরতন হাসপাতালে মৃত্যু হয় সিদ্দিকের। ডাক্তার জানায় হৃদপিন্ড, ফুসফুস, কিডনি সব থেঁতে গিয়েছে মারের চোটে।
অনেক ছোটো করে ঘটনা টা লিখলাম। পুরো লিখলে দশ পাতা ভরে যাবে। লেখায় অত্যাচারের বর্ণনা ঠিকঠাক ফোটাতে পারিনি। বিশ্বাস করুন আরো অনেক অনেক ভয়ানক ছিলো সেই নির্মম নিষ্ঠুর নির্যাতন।
বিঃ দ্রঃ - শোনা যাচ্ছে রাজদ্বীপ সরকার যে যে থানায় ছিলো সেখানে কোনো না কোনো মুসলমান কে পিটিয়ে মেরেছে।

02/07/2024

উত্তরপ্রদেশের হাথরসে ধর্মীয় গুরুকে প্রণাম করতে গিয়ে পদপিষ্ট হয়ে ১১৬ জন পুণ্যার্থীর মৃত্যু !

29/06/2024

চোর সন্দেহে কলকাতার নির্মল চন্দ্র স্ট্রিটে, উদয়ন সরকারি
হোস্টেলে নিয়ে গিয়ে হাত পা বেঁধে ইরশাদ আলমকে গনপিটুনি দিয়ে হত্যা করে দিল ডাক্তারি পড়ুয়ারা!

19/06/2024

বর্তমানে রেল দপ্তরে পৌনে তিন লক্ষ পদ খালি আছে।
কোন নিয়োগ নেই !!

নিয়মিত ট্রেন লেট, যখন তখন ক্যানসেল, স্লিপার কোচ কমিয়ে এসি কামরার বৃদ্ধি ফলত গরীব মানুষের পকেটে টান, খাবার সহ পরিষেবার ...
17/06/2024

নিয়মিত ট্রেন লেট, যখন তখন ক্যানসেল, স্লিপার কোচ কমিয়ে এসি কামরার বৃদ্ধি ফলত গরীব মানুষের পকেটে টান, খাবার সহ পরিষেবার নিম্নগামী মান, রিসার্ভ কোচেও বহিরাগতর ঝামেলা ও স্লিপারের বৈধ টিকিটের যাত্রীদের নরকযাত্রা, সিনিয়র সিটিজেন কনসেশন বাতিল করা, রেলে পর্যাপ্ত কর্মী নিয়োগ না করে সিকিউরিটি র সাথে কম্প্রোমাইজ - এসবের ফলে যাত্রীস্বাচ্ছন্দ্য ও সুরক্ষা তলানিতে। গতবছর করমন্ডল এক্সপ্রেসের পর এবছর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। প্রত্যেকবার এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কথা শুনি আর ভাবি কবে পলিসি মেকারদের টনক নড়বে।

দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের সুস্থতা কামনা করি। মৃত যাত্রীদের পরিবারের প্রতি সমবেদনা।

হেল্পলাইন নম্বর :

শিয়ালদা- 033-23508794, 033-23833326 হাওড়া- 033-26413660, 033-26402242, 03326402243।
নিউ জলপাইগুড়ি: 6287801758

আলুয়াবাড়ি রোড :8170034235
ডালখোলা: 8170034228।
কিষাণগঞ্জ: 7542028020, 06456-226795
গুয়াহাটি: 03612731621, 03612731622, 03612731623।
নিউ বঙ্গাইগাঁও: 9435021417, 9287998179

13/06/2024

গুজরাটে একটি ছেলে ফিজিক্সে ৭৫ নম্বরের মধ্যে ১ নম্বর পেয়েছে কিন্তু NEET পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বর পেয়েছে।

এটা কি রকম?🤔

-: ১ :-বিধবা বিবাহের পক্ষে সই ছিল মাত্র ৯৮৭টি, আর বিপক্ষে সই ছিল ৩৬,৭৬৩টি।বাকিটা ইতিহাস।-: ২ :-গ্যালিলিও কাঠগড়ায় দাঁড়...
10/06/2024

-: ১ :-
বিধবা বিবাহের পক্ষে সই ছিল মাত্র ৯৮৭টি, আর বিপক্ষে সই ছিল ৩৬,৭৬৩টি।

বাকিটা ইতিহাস।

-: ২ :-
গ্যালিলিও কাঠগড়ায় দাঁড়িয়ে যেদিন বলেছিলেন, "আমি আবার বলছি, সূর্য স্থির। পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। আমাকে শাস্তি দিয়েও, সূর্যের চারপাশে পৃথিবীর প্রদক্ষিণ আপনারা বন্ধ করতে পারবেন না, পৃথিবী আগের মতোই ঘুরবে।" সেদিন ওনার কথায় সবাই হেসেছিলো। বিচার সভায় গ্যালিলিও-র শাস্তি হয়েছিল।

বাকিটা ইতিহাস।

-: ৩ :-
সতীদাহ প্রথার মতো জঘন্য এক সামাজিক প্রথার বিরুদ্ধে যেদিন রাজা রামমোহন রায় রুখে দাঁড়িয়েছিলেন, সেদিন সমাজের সংখ্যাগরিষ্ট মানুষ ওনাকে হাস্যাস্পদ করেছিল।

বাকিটা ইতিহাস।

-: ৪ :-
সিগনেট থেকে প্রকাশিত বিভূতিভূষণের "পথের পাঁচালী"-র সংক্ষিপ্ত সংস্করণ "আম আঁটির ভেঁপু"-র জন্য ছবি আঁকতে আঁকতেই সত্যজিতের মনে হয়েছিল, তিনি যদি কোনোদিন সিনেমা করেন, তবে এটাই হবে তাঁর প্রথম সিনেমা। সিনেমার শুটিং যখন শুরু হয়, তখন শুধু প্রযোজকরাই নন, তৎকালীন বিখ্যাত পরিচালকরাও তাঁর উপর হেসেছিলেন। অনেকে তো ওনাকে পাগল পর্যন্ত বলেছিলেন।

বাকিটা ইতিহাস।

আমরা যখন বলি - নারীর পিরিয়ড হওয়া মানে তার শরীর অপবিত্র ঘোষণা করে দিয়ে বিভিন্ন জায়গাতে তার প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া নয় - তখনও ওরা হাসে আমাদের উপর।
সংগৃহীত

সংযোজন:
Bodruddoza Molla
বামফ্রন্ট দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও বামনেতা আজিজুল হক জেল থেকে মুক্তি পায়নি।
আজ সেই ক্ষমতাবানরাই শুন্য আসন পেয়ে উপহাসের পাত্র।
বামফ্রন্ট আমলে মমতা ব্যানার্জীর লালবাজার অভিযানের সময়, মমতার জীবন বাঁচাতে ডিউটিরত পুলিশকর্মী (গাইঘাটা, উঃ ২৪ পরগনা)নিজ বস এর অর্ডারকে চ্যালেঞ্জ করে মমতাকে রক্ষা করেছিল।
পরে চাকরী চলে যায়। কিন্তু মমতা ব্যানার্জী ক্ষমতায় আসার পরও সেই কনেষ্টবল চাকরী ফিরে পায়নি।

বিশ্বখ্যাত ঘটনা বাবরী মাসজিদ ধ্বংস এবং দাঙ্গার জন্য লিবারহান কমিশন বিজেপি নেতাদের অভিযুক্ত করে রিপোর্ট দেয়। কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং রিপোর্টের ভিত্তিতে কোনো ব্যবস্থা নেয়নি। রিপোর্ট ঠাণ্ডা ঘরে পাঠায়। সেই কংগ্রেসই এখন বিজেপির কাছে উপহাসের পাত্র।

পৃথিবীর সব যুদ্ধ জেতা যায় না, কিন্তু লড়াইয়ের ময়দানে থাকতে হয় - এটা বোঝানোর জন্য কেউ তো একজন ছিল, কেউ তো একজন শুরু করেছিল, কেউ তো একজন শাসকের চোখে চোখ রেখে বলতে পেরেছিলো।

রাজা তোর কাপড় কোথায়?

জেতা হারাটা‌ তো সাময়িক, জীবনে নীতিটাই সব।

এই হল পশ্চিম বঙ্গের অবস্থা যেখানে মুসলমানদের নিরাপত্তার খুব বড় অভাব।
10/06/2024

এই হল পশ্চিম বঙ্গের অবস্থা
যেখানে মুসলমানদের নিরাপত্তার খুব বড় অভাব।

'জয় শ্রীরাম' বলতে বাধ্য করতে মারধর হিমাচল প্রদেশেhttp://dhunt.in/V0uZABy আপনজন পত্রিকা via Dailyhunt
10/06/2024

'জয় শ্রীরাম' বলতে বাধ্য করতে মারধর হিমাচল প্রদেশে
http://dhunt.in/V0uZA

By আপনজন পত্রিকা via Dailyhunt

সরলমনা ছাত্রছাত্রীদের অন্তরে যে ভাবে বিষ প্রয়োগ করতে চাইছে এক প্রকার অসাধু চক্র, তার বহিঃপ্রকাশ পাঠ্য পুস্তক এর মাধ্যমে...
08/06/2024

সরলমনা ছাত্রছাত্রীদের অন্তরে যে ভাবে বিষ প্রয়োগ করতে চাইছে এক প্রকার অসাধু চক্র, তার বহিঃপ্রকাশ পাঠ্য পুস্তক এর মাধ্যমে বিদ্বেষ ছড়ানো.....

এটাই আমার দেশ😄😄🤣
07/06/2024

এটাই আমার দেশ😄😄🤣

06/06/2024

কৃষকদের খালিস্তানি বলার জন্য চণ্ডীগড় বিমানবন্দরে #কঙ্গনা_রানাউতকে চড় মেরেছেন CISF মহিলা সৈনিক কুলবিন্দর

দেশের এতো বড় পরীক্ষায় কি করে এই ভুল হয়...! এই জন্যই কি ভোটের রেজাল্টের দিনেই NEET এর রেজাল্ট ঘোষণা করা হয়েছে..! যাতে...
05/06/2024

দেশের এতো বড় পরীক্ষায় কি করে এই ভুল হয়...! এই জন্যই কি ভোটের রেজাল্টের দিনেই NEET এর রেজাল্ট ঘোষণা করা হয়েছে..! যাতে খুব সহজে এতো বড় Scam লুকানো যায়...! ধিক্কার জানাই NTA কে‌। 25 লক্ষ ছেলে মেয়ে কে নিয়ে এত বড় খেলা করার জন্য। কোনো দিন neet ug exam এ 720 তে 718 পাওয়া সম্ভব নয়, হতে পারে কেউ 715 বা 716 বা কেউ 720 তে 720 পেতে পারে কিন্তু 718 ? আর 720 নম্বর 89 জন পেলে 719 পেয়ে কিভাবে 68 rank হয়..!


Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when পশ্চিমবঙ্গ বুদ্ধিজীবী পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies