Palas mandal

Palas mandal চোখে চোখ রেখে কথা হবে কেমন �

05/12/2024

টেপোদার বৌ মারা গেছে | :( :(

ওনাকে প্রচন্ড কাঁদতে দেখে পাড়ার লোকজন : তোমার মা মারা গেলো তখনো এত কাঁদোনি , বউ মারা গেল তাতে এত কাঁদছ কেন ? :O

টেপোদা : যখন মা মারা গেল পাড়ার মহিলারা এসে বলল " মা নেই তো কি ,আজ থেকে আমরাই তোর মা."
কিন্তু ,,
বউ মরেছে আজ 2 দিন হল শালা কেউ এসে বলল না.... " আজ থেকে আমারাই তোমার বউ " !!!! 😔😣😖🔫

30/11/2024

বাজার থেকে আজ ফুল কপি, বাঁধা কপি, মূলো কেনার সময় হাসান কে জিজ্ঞেস করলাম "এখন তো সব নতুন সব্জি, কিন্তু আগের মত স্বাদ নেই কেন?"

>বাবু সব মোদীর দোষ।

>এর মধ্যে মোদী জী কে টানছো কেন? ওনার কি দোষ?

>যবে থেকে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছেন কেউ আর মাঠে পায়খানা করে না।
স্বাদ টা হবে কোথা থেকে?

😀😀😀😀

29/11/2024

সবারই বিয়ে করা উচিৎ জীবনে সুখটাই সব না!

😑
04/10/2024

😑

02/10/2024

By Alankar Maity

18/09/2024

পুজোর জন্যে ৩ মাস আগে থেকে টাকা জমাচ্ছি, আজ গুনে দেখি ৯০ টাকা জমেছে...🙂

22/08/2024

কিছু মহিলার reels ছাড়া বন্ধ হয়না 🤣🤣
পৃথিবী রসাতলে চলে যাক, নাচন কোদন লেগেই আছে 😂

20/08/2024
20/08/2024

ছিঃ!! সত্যি এসব দেখে বলার ভাষা হারিয়ে ফেলেছি।।
কোথায় বাস করি আমরা।কর্মফল সবাই কে ভোগ করতে হবে।কেরালা ভোগ করছে,,ঝাড়গ্রাম ও তৈরি থেকো।।প্রকৃতি ছাড় দেয় ছেড়ে দেয় না।।।🥹🥹😔😔

Why Dogs Get Stuck During Mating আমরা সবাই এই দৃশ‍্যের সাথে পরিচিত। আমাদের মধ‍্যে অনেকেই এনিম্যাল সেক্স ব‍্যাপারটা খুব ম...
20/08/2024

Why Dogs Get Stuck During Mating

আমরা সবাই এই দৃশ‍্যের সাথে পরিচিত। আমাদের মধ‍্যে অনেকেই এনিম্যাল সেক্স ব‍্যাপারটা খুব মজা হিসেবে নেই। রাস্তার কুকুরদের এই পরিস্তিতিতে পেলে কেউ ঢিল ছুরি, হুসহাস করি। কেউ কেউ আবার অতি উৎসাহী, বাঁশ বা লাঠি দিয়ে তাদের আঘাত করি।
আসুন একটু বুঝি ব‍্যাপারটা। আমাদের মানে মানুষদের মতোই প্রাণীদের ও "সেক্স" একটি মৌলিক বৈশিষ্ট‍্য। প্রথমত যেই 'সিস্টেম'-এর মধ‍্যে দিয়ে আপনার জন্ম সেই সিস্টেমকে নিয়ে হাসি তামাশাটা খুব একটা মানায় না।

তো কেন তারা আটকে যায় ?
কুকুরদের সেক্স প্রধানত দুই বা তিন ধাপে সম্পন্ন হয় যার দ্বিতীয় ধাপটা হচ্ছে 'আটকে যাওয়ার' ধাপ। একটা পুরুষ কুকুর যখন সেমন ইজেক্ট করে তখন তার যৌনাঙ্গের 'Bulbas glandis' যথেষ্ট শক্ত হয়ে পরে এবং একই সাথে নারী কুকুরের যোনিপথের পেশীও সংকুচিত হয়ে পরে। ফলে পুরুষ কুকুর তার যৌনাঙ্গ ততক্ষণ নারী কুকুরের যৌনাঙ্গ থেকে বের করতে পারে না যতক্ষণ না উভয়ের পেশী শিথিল হচ্ছে । এই সময়টাতে পুরুষ কুকুরের যৌনাঙ্গ থেকে কিছু ফ্লুইড নিঃসৃত হয় যা তার স্পার্মকে আরো দ্রুত ভিতরে ঢেলে দেয়।

এর সময়কাল হতে পারে ৫ থেকে ৪৫ মিনিট।
তাহলে কি হয় যখন আপনি তাদের এই অবস্থায় দৌড়তে বাধ‍্য করেন কিংবা কিছু দিয়ে তাদের যৌনাঙ্গে আঘাত করেন ❓

হ‍্যাঁ কখনো দ্রুত পেশী শিথিল হলেও অধিকাংশ ক্ষেত্রেই পেশী ছিড়ে যায় এবং কিছু ক্ষেত্রে নারী কুকুর তার যৌন ক্ষমতা হারায়। কখনোও পুরুষ কুকুরের কিডনি কর্মক্ষমতা হারানো সহ আরো সমস‍্যার সৃষ্টি হয়।
তারা আপনার কোন ক্ষতি করছে না তেমনই আপনারও তাদের কোন ক্ষতি করার অধিকার নেই। দিন রাত সোশ‍্যাল মিডিয়াতে কুকুরের বাচ্চার ছবি দিয়ে লাভ রিয়েক্ট কুড়াচ্ছেন ভালো কথা, একই সাথে পারলে তাদের কিছু উপকার করবেন। আর তা না করলেও সমস‍্যা নেই, কোনো ক্ষতি করবেন না দয়া করে.. 🙏🏻




দুর্গাপুজো বন্ধ নয়, নিজের পুজোর বোনাস ছেড়ে দিন। দুর্গাপুজোর উপর বহু খেটে খাওয়া মানুষের একটু ইনকাম নির্ভর করে। যারা না খে...
20/08/2024

দুর্গাপুজো বন্ধ নয়, নিজের পুজোর বোনাস ছেড়ে দিন। দুর্গাপুজোর উপর বহু খেটে খাওয়া মানুষের একটু ইনকাম নির্ভর করে। যারা না খেয়ে থাকলে কেউ গিয়ে দু মুঠো খেতে দেয়না। এর মধ্যে আছে ফুচকা বিক্রেতা, ঘুগনী, ঢাকী। যারা সারা বছর বসে থাকে পুজোর কটা দিনে একটু বেশী ইনকাম করে নিজের সন্তানকে একটা জামা কিনে দেবে বলে।
যারা পুজো বন্ধের কথা বলছেন পুজোর মাসের বোনাস আর অর্ধেক স্যালারী দান করুন নির্যাতিতার ফ্যামিলীকে মামলা লড়ার জন্য। তাহলেই সেটা সমাজের কাজে আসবে। দশতলার উপর থেকে দুনিয়া দেখতে খুব ভালো লাগে। যারা মাটিতে থাকে তারা জানে কষ্ট কতটা হয়। দুর্গাপুজোও চলবে, বিচারও হবে।তাই পুজো বন্ধ করার পোষ্ট দিয়ে নিজের আবেগ মেটাবেন না।
আন্দোলন চলুক আবেগে নয় যুক্তি তে। ❤️✊

আমি ভাবলাম ভাইপোর বাড়ি,পরে শুনলাম - না,এটা সাউথ দমদম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের(দাগা কলোনী)কাউন্সিলারের বাড়ি নাকি!উনি কী ...
19/08/2024

আমি ভাবলাম ভাইপোর বাড়ি,পরে শুনলাম - না,এটা সাউথ দমদম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের(দাগা কলোনী)কাউন্সিলারের বাড়ি নাকি!উনি কী ব্যবসা করেন?জিজ্ঞেস করলাম,একজন বললেন - না,উনি নাকি সমাজসেবক।আরও হয়তো কিছু করতে পারেন।

কি জানি বাপু🤔

বাড়িটা দেখে পছন্দ হল,তাই ছবি তুলে আপনাদের দেখার সুযোগ করে দিলাম।তাই বলে হিংসে করবেন না,অনেক পরিশ্রম করে তিলে তিলে চুষে(র*ক্ত) বা পরিশ্রম করে করেছেন বটে বাড়িখানা।

দেখুন ও ভাবুন,এমন বাড়ি কীভাবে করা যায় 🤔

বাড়ির মধ্যে মনে হল একটা দামি গাড়ি দাঁড় করানো আছে গ্যারেজে।হতে পারে মার্সিডিজ বেঞ্জ বা বি.এম.ডাবলু বা অন্য কিছু।অন্ধকার ছিল তো।ভালো বোঝা গেল না।হাজার হোক সমাজ সেবক উনি।

19/08/2024

মেয়ে ফিরে আসবে না সেটা আমরাও জানি
কিন্তু যাদের জন্য মেয়ে ফিরল না
তারাও কোনও দিন যাতে বাড়ি না ফেরে

19/08/2024

আজ মিছিলে বহু স্লোগান দেওয়া হয়েছে। তবে স্পর্শ করে গেল একটি স্লোগান....

"পুলিশ তুমি চিন্তা করো , তোমার মেয়েও হচ্ছে বড়"

ঝাড়গ্রামে জ্বলন্ত লোহার রড ঢুকিয়ে দেওয়া হল মা হাতির শরীরে, মারা গেলো সে। এই আমরা মানুষ! ছিঃ! আর কদিন পরে আয়নার সামনে নিজ...
18/08/2024

ঝাড়গ্রামে জ্বলন্ত লোহার রড ঢুকিয়ে দেওয়া হল মা হাতির শরীরে, মারা গেলো সে। এই আমরা মানুষ! ছিঃ! আর কদিন পরে আয়নার সামনে নিজেদের দেখে ভয়ে নিজেরাই চমকে উঠবো না তো? কেরালা ফল পেয়েছে,ঝাড়গ্রাম'ও পাবে। প্রকৃতি কখনো ক্ষমা করে না। কর্মফল'এর জন্য অপেক্ষা শুরু হলো।
Heinous. Nature will pay Jhargram its dues.



Palas mandal

😐
17/08/2024

😐

13/08/2024

Our pride 🇮🇳 in different era❤️

What a reply 😂😂😂
12/08/2024

What a reply 😂😂😂

Address

Kolkata
Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Palas mandal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Palas mandal:

Videos

Share

Category