Cartoon a Bangla কার্টুনে বাংলা

Cartoon a Bangla  কার্টুনে বাংলা কোনো রাজনৈতিক দল আমার কার্টুন ব্যবহার করবেন না ?

    বর্তমান, সশস্ত্র পুলিশ দিয়ে পূজা।
01/02/2025

বর্তমান, সশস্ত্র পুলিশ দিয়ে পূজা।

31/01/2025

অতএব পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত হইলো।

28/01/2025

ওয়াক ফু বোর্ড বিলুপ্তি করতে না পারলে সমপরিমাণ জমি দিয়ে সরকার সনাতন ভূমি বোর্ড গড়ে দিক।

প্রথমে  অভাবী সংসার এর কথা প্রচার হচ্ছিলো  এখন সব উল্টে গেলো।
24/01/2025

প্রথমে অভাবী সংসার এর কথা প্রচার হচ্ছিলো এখন সব উল্টে গেলো।

অপরাধী মাসুল ম্যান হলেই বাংলা মিডিয়া তাদের নিরীহ, গরীব ইত্যাদি হবার গল্প নিয়ে আসে। বাঙ্গালী হিন্দুদের বোঝানো হয় ও খুবই ভ...
24/01/2025

অপরাধী মাসুল ম্যান হলেই বাংলা মিডিয়া তাদের নিরীহ, গরীব ইত্যাদি হবার গল্প নিয়ে আসে। বাঙ্গালী হিন্দুদের বোঝানো হয় ও খুবই ভালো কিন্তু চাপে পড়ে এমন হয়েছে। পরিস্থিতি দায়ী এর জন্য। সাথে একটা শান্ত ভদ্র ভীতু ছবি। আর অপরাধী সঞ্জয় হলে খুঁজে বের করা হয় কবে কোন বৌকে চড় মেরেছিল। কাকে কামড়ে দিয়ে ছিল সাথে একটা ভয়ংকর মুখের ছবি। তাই তো পশ্চিমবঙ্গ ফুলিশ তাদের পেজে হিন্দু অপরাধীদের ছবি দিলেও মাসুলম্যানদের মুখ অস্পষ্ট করে দেয়।

এই প্রোপাগাণ্ডা চালিয়ে মাসুলম্যানদের বোঝানো হয়েছে গরীব, শান্ত ভদ্র নিরীহ ছেলেদের রাস্ট্র ফাঁসিয়ে দিচ্ছে। তাদের কম্যুনিটিকে বোঝানো হচ্ছে তোমরা চক্রান্তের শিকার আর মাথামোটা হিন্দুদের বোঝানো হচ্ছে ওরা এমনিতে খুবই ভালো, নিরীহ কিন্তু পরিস্থিতিতে পড়ে এমন হয়েছে।

পশ্চিমবঙ্গের মিডিয়া কি আশা করে যতক্ষণ না পর্যন্ত এই জঙ্গীরা পাড়ার রাস্তা দিয়ে বোমা-গুলি চালাতে চালাতে না যাবে ততক্ষণ তাদের পরিবার ও স্বজাতীয় প্রতিবেশীদের সাক্ষ্য অনুযায়ী তাদেরকে আমাদের জমজমের পানির মত পবিত্র ভেবে নিতে হবে? ( প্রসূন মৈত্র বাবুর wall থেকে)

আসুন একটা গালি দিয়ে যান।
23/01/2025

আসুন একটা গালি দিয়ে যান।

কোথায় গেলো CAA ?????? ছিঃ এই না হলে বিচার ব্যবস্থা ! 85 বছরের বুড়িমার নাম আধো বর্মন  নাহলে দুটো ভোটার কার্ড বানিয়ে দি...
22/01/2025

কোথায় গেলো CAA ??????
ছিঃ এই না হলে বিচার ব্যবস্থা ! 85 বছরের বুড়িমার নাম আধো বর্মন নাহলে দুটো ভোটার কার্ড বানিয়ে দিতো রাষ্ট্র।

আহারে
22/01/2025

আহারে

চরম দারিদ্রের কারণে এরা খানের  ধন কেড়ে নিক।
22/01/2025

চরম দারিদ্রের কারণে এরা খানের ধন কেড়ে নিক।

মহম্মদ আলিয়ান হয়ে গেল বিজয় দাস
19/01/2025

মহম্মদ আলিয়ান হয়ে গেল বিজয় দাস

হিন্দু বলেই ধরছে। রোহিঙ্গা ও বাংলাদেশের সংখ্যাগুরু হলে জামাই আদর হতো। ভুয়ো রেশন কার্ড হতো, আধার কার্ড হতো, ভোটার কার্ড ...
18/01/2025

হিন্দু বলেই ধরছে। রোহিঙ্গা ও বাংলাদেশের সংখ্যাগুরু হলে জামাই আদর হতো। ভুয়ো রেশন কার্ড হতো, আধার কার্ড হতো, ভোটার কার্ড হতো। একটা নয় দুটি করে হতো। ধৃতরা হলেন, চন্দনা রানি ওরফে ঋত্বিকা সেন (22), ভৈরব সেন (23), দেবজিৎ সেন (16), নিখিল চন্দ্র সেন (35) ৷ ধনেশ রায়, বিপুল রায়, দেববাবু রায় আগেই বাংলাদেশ থেকে ভারতে এসেছেন।

দয়া করে মনে রাখুন
18/01/2025

দয়া করে মনে রাখুন

কে বাঙালি? * সংক্রান্তি
18/01/2025

কে বাঙালি? * সংক্রান্তি

16/01/2025

বন্ধুরা দীর্ঘদিন অসুস্থ থাকিবার পর আমার
কম্পিউটার শেষ নিশ্বাস ত্যাগ করিয়াছে।
তাই কার্টুন করিতে পারিতেছি না। দুঃখিত।

'‘মৌ-লোভী যত মৌলবী আর ‘মোল্লারা ক’ন হাত নেড়ে,দেব-দেবী নাম মুখে আনে, সবে দাও পাজিটার জাত মেরে!'
10/01/2025

'‘মৌ-লোভী যত মৌলবী আর ‘মোল্লারা ক’ন হাত নেড়ে,দেব-দেবী নাম মুখে আনে, সবে দাও পাজিটার জাত মেরে!'

বন্ধুরা চূড়ান্ত রিপোর্ট হচ্ছে কখন এই পেজ টা উড়ে যাবে, সে ভয়ে নতুন পেজ খুললাম। দয়া করে এই পেজ টি ফলো কিম্বা লাইক করে ...
09/01/2025

বন্ধুরা চূড়ান্ত রিপোর্ট হচ্ছে কখন এই পেজ টা উড়ে যাবে, সে ভয়ে নতুন পেজ খুললাম। দয়া করে এই পেজ টি ফলো কিম্বা লাইক করে রাখুন।

https://www.facebook.com/share/p/15WL5GvDQe/

শীত কালের প্রেত

জ্বালানীর ক্ষেত্রে কয়েক বছরের মধ্যে ভারতে আমূল পরিবর্তন আসতে চলছে। ইউরেনিয়াম এর জায়গায় ব্যবহার হতে চলেছে অপেক্ষাকৃত ...
08/01/2025

জ্বালানীর ক্ষেত্রে কয়েক বছরের মধ্যে ভারতে আমূল পরিবর্তন আসতে চলছে। ইউরেনিয়াম এর জায়গায় ব্যবহার হতে চলেছে অপেক্ষাকৃত বেশি কার্যকর থোরিয়াম। থোরিয়াম থেকে উৎপন্ন তেজস্ক্রিয় বর্জ্য পদার্থএর পরিমাণ ও অনেক কম। সব চেয়ে বড় কথা হলো, ভারতেই আছে পৃথিবীর সর্ববৃহৎ থোরিয়াম ভান্ডার।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cartoon a Bangla কার্টুনে বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share