23/11/2024
গোধূলিসন্ধি উপন্যাসের শুরুতেই দেখা যায় মহারাষ্ট্রের পুনা শহরে এবং তার চারপাশে প্লেগের ভয়ানক উৎপাত দেখা দেয়। রোগ দমনে নিয়োগ করা হলো ওয়াল্টার চার্লস র্যান্ড নামের এক বদমেজাজি, সন্দেহপ্রবণ নিষ্ঠুর সিভিল সার্ভেন্টকে। দেহ পরিক্ষার নামে পশুদের মতো দেখা হত নারী ও পুরুষকে। হঠাৎ এক রাতে র্যান্ডের মাথা লক্ষ্য করে গুলি চালায় এক যুবক, মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। রাতের অন্ধকারে উধাও হয়ে যায় ওই যুবকের দল। কারা খুন করলো র্যান্ড কে? খুন করার উদ্দেশ্য কি ছিল ওই যুবকদের?
অন্যদিকে দেখাযায় তামাটুলিতে বড়ো বাড়ি বলতে গোপীনাথ চৌধুরীর জমিদারবাড়ি। তামাটুলিতে একমাত্র এই বাড়িতেই দূর্গা পুজো হয়। সারাদিনে প্রায় দু'শো লোক পাত পাড়ে পাঁচ দিন ধরে। গোপীনাথ চৌধুরীর বাড়ির পুজো এবার পঁচিশ বছরে পা দিলো। শুরুতেই ঠিক ছিল পুজোর মাঝেই সার্কাসের খেলা হবে। কিন্তু গ্ৰেট বেঙ্গল এর সার্কাস এতো দূরে আসতে রাজি নয়। শেষে নায়েব নিবারণ বললেন কলকাতা থেকে নামকরা জাদুকর গনপতিকে আনা হোক। গোপীনাথ একপ্রকার নিরুপায় হয়েই ম্যাজিকশো-র ব্যাবস্থা করলেন। সপ্তমীর সন্ধ্যায় গনপতি তার দলবল নিয়ে হাজির হলেন। শুরু হলো ম্যাজিক দেখানোর নানান কলাকৌশলে ম্যাজিক দেখাতে লাগলো গনপতি এবং শেষে এক ভয়ানক ম্যাজিক দেখাতে চায় জমিদারবাবুকে, অনুমতি চাইলেন অনুমতি দিলেন জমিদারবাবু। শুরু হলো ভয়ানক ম্যাজিক দেখানো... এই ম্যাজিক দেখাতে গিয়ে দলের একটা ছেলের মৃত্যু হয়। সকলের ধারণা গনপতি খুন করেছে দলের ছেলেটিকে। তদন্ত শুরু হয় গনপতি নিদোর্ষ প্রমাণিত না হলে তাকে ফাঁসি দেওয়া হবে।
খবর দেওয়া হলো গনপতির বন্ধু তারিণীকে ইনি একজন প্রাইভেট ডিটেকটিভ। তারিণী কি পারবে সত্যের মুখোমুখি হতে? নিজের প্রিয় বন্ধুকে নিদোর্ষ প্রমাণিত করতে? জানতে হলে অবশ্যই উপন্যাসটি পড়তে হবে! ভীষণ ইন্টারেস্টিং শেষটা...
লিখলেন শ্রাবণী পাল। অনেক ধন্যবাদ।
"ডিটেকটিভ তারিণীচরণ"
📕লেখক : কৌশিক মজুমদার
📗প্রচ্ছদ : কামিল দাস
📙অলংকরণ : গৌতম কর্মকার
📘প্রকাশক : বুক ফার্ম
📙দাম : ৩৯৯ টাকা
*******************
বিশেষ ছাড় সহ 'অনলাইন অর্ডার' করতে চাইলে Boichitro.in এর হেল্পলাইন নাম্বারে 9674480588 WhatsApp Order করতে পারেন।
*(Boichitro.in WhatsApp নাম্বারে দয়া করে কল করবেন না, আপনার অর্ডার/ কোয়ারি WhatsApp করে রাখবেন, ওনারা ওয়ার্কিং আওয়ারে আপনাকে যোগাযোগ করে নেবে। দয়া করে ধৈর্য ধরবেন।)
https://boichitro.in/?product=detective-tarinicharan-koushik-majumder
আমাজন অনলাইন লিঙ্ক-
https://amazon.in/dp/B0DLNSC74T
ফ্লিপকার্ট অনলাইন লিঙ্ক-
https://shorturl.at/MBvrN
************************
বুক ফার্ম কলেজস্ট্রিট শোরুম ঠিকানা :
🔶 ১৬, সূর্য সেন স্ট্রিট, (কলেজ স্কোয়ারের বিপরীতে), কলকাতা ১২,
ল্যান্ডমার্ক : কলেজ স্কোয়ার 'পুঁটীরাম মিষ্টি'র দোকানের/ সিটি কলেজ স্কুলের বাঁ পাশের গলির শেষ বাড়ি।
(গলির মুখে বুক ফার্ম লেখা বোর্ড দেখুন)
🕑 সময় : বেলা ১২- সন্ধ্যা ৭ টা (রবিবার বন্ধ)
📞 বুক ফার্ম শো-রুম খুঁজে না পেলে যোগাযোগ করুন: 9163644438/ 9093640105/ 9831058040