Aztak Bangla News

  • Home
  • Aztak Bangla News

Aztak Bangla News To Get New Update News Just Like Our Official Page

 |News এক নজরে দেখে নিন মুর্শিদাবাদ জেলা পুলিশের বদলির নির্দেশ তালিকা
23/11/2023

|News এক নজরে দেখে নিন মুর্শিদাবাদ জেলা পুলিশের বদলির নির্দেশ তালিকা

অস্ট্রেলিয়া ভারতকে ছয় উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছে।প্রথমে ব্যাট করে ভারত 240 রান করে, অস্ট্রেল...
19/11/2023

অস্ট্রেলিয়া ভারতকে ছয় উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছে।

প্রথমে ব্যাট করে ভারত 240 রান করে, অস্ট্রেলিয়ার পক্ষে ট্র্যাভিস হেড 137 রান এবং মারনাস লাবুসচেন অপরাজিত 58 রান করেন এবং চতুর্থ উইকেটে 192 রানের জুটি গড়েন, যা দলকে জয়ের দিকে নিয়ে যায়।

২৬ অক্টবর থেকে
26/10/2023

২৬ অক্টবর থেকে



হামাস সন্ত্রাসীদের 'দেশপ্রেমিক' আখ্যা দিয়েছে তুরস্ক
25/10/2023

হামাস সন্ত্রাসীদের 'দেশপ্রেমিক'
আখ্যা দিয়েছে তুরস্ক




14/10/2023
রাজ্যের মানুষ বেতন, চাকরি, পেনশন পাচ্ছেন না, আর সরকার পুজো কমিটিকে টাকা দিচ্ছে বিচারপতি অমৃতা সিংহ
01/10/2023

রাজ্যের মানুষ বেতন, চাকরি, পেনশন পাচ্ছেন না, আর সরকার পুজো কমিটিকে টাকা দিচ্ছে বিচারপতি
অমৃতা সিংহ


বেশ কিছু তৃনমূল ব্লক সভাপতিদের রদবদল
28/09/2023

বেশ কিছু তৃনমূল ব্লক সভাপতিদের রদবদল

কানাডার কূটনীতিক দেরকে পাল্টা বহিষ্কার ভারতের, ৫ দিনের মধ্যে ভারত ছাড়তে হবে আল্টিমেটাম
19/09/2023

কানাডার কূটনীতিক দেরকে পাল্টা বহিষ্কার ভারতের, ৫ দিনের মধ্যে ভারত ছাড়তে হবে আল্টিমেটাম

India have lifted the Asia Cup for a record-extending eighth time after routing defending champions Sri Lanka by 10 wick...
17/09/2023

India have lifted the Asia Cup for a record-extending eighth time after routing defending champions Sri Lanka by 10 wickets

এই মুহূর্তে জলঙ্গী পঞ্চায়েত সমিতির সভাপতি কে হলেন দেখুনসভাপতি - কবিরুল ইসলাম --তৃণমূল কংগ্রেস থেকেসহ সভাপতি - মারিয়ম খা...
14/08/2023

এই মুহূর্তে জলঙ্গী পঞ্চায়েত সমিতির সভাপতি কে হলেন দেখুন

সভাপতি - কবিরুল ইসলাম --তৃণমূল কংগ্রেস থেকে
সহ সভাপতি - মারিয়ম খানম--কংগ্রেস থেকে

14/08/2023

এই মুহূর্তে জলঙ্গী পঞ্চায়েত সমিতির সভাপতি কে হলেন দেখুন

   #মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি হলেন রুবিয়া সুলতানা।
14/08/2023



#মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি হলেন রুবিয়া সুলতানা।

11/08/2023



জলঙ্গি পঞ্চায়েত তৃণমূলের দখলে, কে হলেন প্রধান?

  newsদলীয় পদ থেকে সরানো হলদিলীপ ঘোষকেতিনি এখন শুধুই সাংসদসারাজীবন পদে থাকতে হবে তার কোনো মানে নেই দিলীপ ঘোষ।
29/07/2023

news
দলীয় পদ থেকে সরানো হল
দিলীপ ঘোষকে

তিনি এখন শুধুই সাংসদ
সারাজীবন পদে থাকতে হবে তার কোনো মানে নেই দিলীপ ঘোষ।

সিরিয়ার রাজধানী দামেস্কে রোববার ভোরে ইসরায়েলি মিসাইল হামলায় অন্তত ৫ জন নিহত এবং ১৫ আহত হয়েছেন। দামেস্কের ঘনবসতিপূর্ণ কাফ...
19/02/2023

সিরিয়ার রাজধানী দামেস্কে রোববার ভোরে ইসরায়েলি মিসাইল হামলায় অন্তত ৫ জন নিহত এবং ১৫ আহত হয়েছেন। দামেস্কের ঘনবসতিপূর্ণ কাফর সুসা এলাকায় এই ঘটনা ঘটে।

25/12/2019
ভারত শুধুমাত্র হিন্দুদের জন্য মুসলিমদের নয়, বিতর্কিত মন্তব্য বিজেপি শাসিত গুজরাটের মুখ‍্যমন

Aztak Bangla News ভারত শুধুমাত্র হিন্দুদের জন‍্য, এমনটাই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি শাসিত গুজরাটের মুখ‍্যমন্ত্রী বিজয় রুপানি। গুজরাতের সবরমতি আশ্রমের বাইরে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে রুপানি বলেন, ‘ আফগানিস্তানে হিন্দু আর শিখ একটা সময় ২ লাখ ছিল, বর্তমানে তা ৫০০ জন। মুসলিমরা ১৫০ টি দেশের যেকোনও জায়গায় যেতে পারেন, কিন্তু হিন্দুদের জন্য শুধুমাাত্র রয়েছে ভারত। যদি তাঁরা (হিন্দু) এদেশে আসতে চান তাহলে কী সমস্যা রয়েছে ?’ [ 99 more words ]
https://aztakbanglanews.wordpress.com/2019/12/25/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/

Aztak Bangla News ভারত শুধুমাত্র হিন্দুদের জন‍্য, এমনটাই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি শাসিত গুজরাটের মুখ‍্যমন্ত্রী বিজয় ....

10/12/2019

#অমিত শাহের ওপরে নিষেধাজ্ঞা জারি করার আবেদন মার্কিন কমিশনের

ওয়েবডেস্ক: সোমবার রাত বারোটায় লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব (সংশোধনী) বিল। এই ব্যাপারটাকে ভালো চোখে দেখছে না আমেরিকা। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ওপরে নিষেধাজ্ঞা জারি করারও প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি কমিশন।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন জানিয়েছে, বিলটি যদি সংসদের দু’টি কক্ষেই পাশ হয়ে যায়, তা হলে তা হবে “ভুল পথে এক ধাপ এগোনো।”

উল্লেখ্য, টানা দশ ঘণ্টা ধরে বিতর্কের পর সোমবার লোকসভায় বিতর্কিত ‘নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯’ পাশ হল। প্রস্তাবের পক্ষে পড়ে ৩১১টি
ভোট, বিপক্ষে ৮০টি ভোট।

প্রস্তাবিত এই বিল অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী যে সব মানুষ সে সব দেশে নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, তাঁদের অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে দেখা হবে না এবং তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।

এই প্রসঙ্গে মার্কিন কমিশন একটি বিবৃতি পেশ করে জানিয়েছে, “এই বিল যদি সংসদের দুই কক্ষেই পাশ হয়ে যায় তা হলে অমিত শাহের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করার চিন্তাভাবনা করা উচিত মার্কিন সরকারের।”

তারা আরও যোগ করেছে, “এই বিল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট চিন্তিত। এটা ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।”

28/11/2019

তৃণমূলের হ্যাটট্রিক! সবুজ ঝড়ে ফিকে গেরুয়া স্বপ্ন

যারা বলেছিলো ১৯ শে হাফ ! আর ২১ শে সাফ ! তাদের বারছে এখন রক্তচাপ

৫৬,০০০ ভোটে পিছিয়ে থাকা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ২৩০৪ ভোটে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ। জন্মলগ্ন থেকে এই প্রথম কালিয়াগঞ্জ বিধানসভায় জিতল ঘাস-ফুল। লোকসভার নিরিখে বিজেপি এই আসনে ৫৬,০০০ ভোটে এগিয়েছিল। তবে NRC, হিংসা-সহ নানা ইস্যুর পর মানুষ মুখ ফিরিয়ে নেওয়ায় তা বিধানসভার উপনির্বাচনে কাজে আসেনি

খড়গপুর সদরও এর আগে কখনও তৃণমূলের হাতে আসেনি। সেখানেও এ বার সবুজ হাওয়া। প্রেস্টিজ ফাইটে ২০,৮১১ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী তথা স্থানীয় পুরপ্রধান প্রদীপ সরকার।

করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের জয় নিশ্চিত বলে দাবি করেছিলেন মুকুল রায় ও দিলীপ ঘোষ। সেখানেও ফল উলটো হয়েছে। করিমপুরে শুরু থেকেই অনেকটা এগিয়ে ছিল তৃণমূল। সেখানে ২৪,১১৯ ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়।

24/11/2019

ভারতে ঢুকে পড়েছে সাত পাকিস্তানি কমান্ডো,

ভারতে ঢুকে পড়েছে প্রশিক্ষিত ৭ পাকিস্তানী কমান্ডো। নেপাল সীমান্ত পেরিয়েই তারা ভারতে ঢুকেছে। এমনই তথ্য পেয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা।
এই পাক জঙ্গিরা দু’টি দলে ভাগ হয়ে উত্তরপ্রদেশের গোরক্ষপুর এবং অযোধ্যায় গা ঢাকা দিয়ে রয়েছে। অযোধ্যার অস্থির পরিস্থিতিকে কাজে লাগিয়ে তারা সেখানে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে।
জঙ্গিরা উপত্যকায় প্রবেশ করতে স্থানীয় জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রেখেছে। গোটা ঘটনার গোয়েন্দা রিপোর্ট জানার পরই ৭ জঙ্গির খোঁজে বিভিন্ন এলাকায় চিরুনী তল্লাশি করা হচ্ছে।
গোয়েন্দা সূত্রে খবর, নেপাল সীমান্ত হয়ে ভারতে জঙ্গি ঢোকাচ্ছে পাকিস্তান।
যে সাত কমান্ডো ভারতে অনুপ্রবেশ করেছে তাদের পাঁচজনকে ইতিমধ্যেই শনাক্ত করা গিয়েছে। এরা হল মহম্মদ ইয়াকুব, আবু হামজা, মহম্মদ শাহবাজ, নিসার আহমেদ এবং মহম্মদ কাউমি চৌধুরী। বাকি দু’জনের পরিচয় এখনও জানা যায়নি। ইতিমধ্যেই রাজ্যগুলিকে অ্যালার্ট করা হয়েছে।
একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, গুজরাটের কচ্ছের রণ এলাকায় পানিপথে পাকিস্তানের প্রশিক্ষিত কমান্ডোরা ঢুকে পড়তে পারে। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চালাতে পারে বা জঙ্গি হামলাও চালাতে পারে। এমন তথ্যই পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা। এরপরই রাজ্যের সব বন্দরেই কঠোর সতর্কতা জারি করা হয়েছে।
জানা গেছে, ঠিক কোন জায়গা দিয়ে জঙ্গিরা ঢুকতে পারে, সেই নির্দিষ্ট তথ্যও হাতে এসেছে গোয়েন্দাদের। আদানি পোর্ট ও স্পেশাল ইকোনমিক জোন (সেজ)-এর একটি বিবৃতিতে বলা হয়েছে, উপকূলরক্ষী বাহিনীর কার্যালয় থেকে তাদের জানানো হয়েছে, কচ্ছ উপসাগরের হারামি নালা বা স্যর প্রিক রো দিয়ে জঙ্গিরা ভারতীয় ভূখন্ডে ঢুকতে পারে। এই জঙ্গিরা পানির নীচে হামলা চালানোতেও প্রশিক্ষণপ্রাপ্ত।
সতর্কতা জারি করে উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, সম্ভাব্য পাকিস্তানি জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তায় সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনও রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে বাহিনীকে।

কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, তারও একটি গাইডলাইন দিয়েছে উপকূলরক্ষী বাহিনী। এতে বলা হয়েছে, সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত থাকতে এবং ২৪ ঘণ্টা কড়া নজরদারি রাখতে হবে। স্পর্শকাতর এলাকায় সর্বোচ্চ সংখ্যক বাহিনী মোতায়েন করতে হবে। তল্লাশি চালাতে হবে সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা নৌকা দেখলেই। উপকূল বরাবর স্থলভাগের সমস্ত অফিস বা বাড়িতে পার্ক করা গাড়িতেও তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে চলছে ২৪ ঘণ্টা নজরদারি।

সূত্রের খবর, এই ৭ পাক জঙ্গির কাছেই আছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। কোথায় যে তারা নাশকতা চালাবে সে বিষয়ে কোনও ধারণাই নেই গোয়েন্দাদের। ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার পর থেকেই কাশ্মীরে পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা বেড়েছে। এই ঘটনা তারই প্রমাণ বলে মনে করা হচ্ছে

12/06/2019
LE PHOTO LE | লে ফোটো লে | ले फोटू ले | Le Photo Le Dance Video Song

#লে_ফটো_লে
#জলঙ্গী_ব্লক_মিলন_মেলা_2019
মডেল - সারমিন খাতুন

ভিডিও টি দেখার জন্য নীচের লিংকে cilik করুন !

https://youtu.be/YR5scm01re4
https://youtu.be/YR5scm01re4

লে ফোটো লে | LE PHOTO LE - ले फोटू ले - गोरी नागोरी और नीलू रंगीली का देवजी सांग || Nagori का नया धमाकेदार सांग https://www.youtube.com/watch?v=yF98L.....

Address


Alerts

Be the first to know and let us send you an email when Aztak Bangla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share