Khusi Ahmed 056

Khusi Ahmed 056 আসুন রসুল (সাঃ) আদর্শে পরিবর্তন নিয়ে আসি জীবনের প্রতিটি কর্মে
(1)

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
13/10/2023

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

প্রচার করো যদি একটি মাএ আয়াতও হয় (সহীহ্ বোখারী --৪৩৬১) এটি সেই সাহাবী গাছ যে গাছের নিচে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ স...
13/10/2023

প্রচার করো যদি একটি মাএ আয়াতও হয়
(সহীহ্ বোখারী --৪৩৬১)
এটি সেই সাহাবী গাছ যে গাছের নিচে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি শ্রাম নিয়ে ছিলেন
সুবহানআল্লাহ আলহামদুলিল্লাহ

13/10/2023
মসজিদুল আকসা আমাদের ছিলো, আছে থাকবে,,,,✊✊🌼 ইনশাআল্লাহ 🌼
13/10/2023

মসজিদুল আকসা আমাদের ছিলো, আছে
থাকবে,,,,✊✊
🌼 ইনশাআল্লাহ 🌼

ইনশাআল্লাহ আগাছা পরগাছা পরিস্কার হবে।মুসলিমরা তাদের জমিন ফিরে পাবে। Khusi Ahmed 056
13/10/2023

ইনশাআল্লাহ আগাছা পরগাছা পরিস্কার হবে।মুসলিমরা তাদের জমিন ফিরে পাবে। Khusi Ahmed 056

~~~Assalamulaikum.......                 ༊-জুম্মা মোবারকッ༉          [━━━━ ﷽━━━━]                  ༊সপ্তাহের❣︎দিনগুলোর❣মধ...
13/10/2023

~~~Assalamulaikum.......
༊-জুম্মা মোবারকッ༉
[━━━━ ﷽━━━━]

༊সপ্তাহের❣︎দিনগুলোর❣মধ্যে❣︎
❥❛❛সর্বোত্তম❥❣︎ দিন ❥❣হলো'シ
!ლজুম্মার দিন࿐
...

মেঘের ওপারে সূর্য হাসছে, একটু পরেই কেটে যাবে মেঘ। 🥀আল্লাহ তো বলেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুংকারীব☝️☝️🕋🕋🇵🇸🇵🇸
12/10/2023

মেঘের ওপারে সূর্য হাসছে, একটু পরেই কেটে যাবে মেঘ। 🥀আল্লাহ তো বলেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুংকারীব☝️☝️🕋🕋🇵🇸🇵🇸

হে' মওলা! জালেমদের জুলুম শেষ করে দিন। মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস শরীফ মুক্ত করে দিন।🤲গত শতাব্দীতে: - আলজের...
12/10/2023

হে' মওলা! জালেমদের জুলুম শেষ করে দিন। মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস শরীফ মুক্ত করে দিন।🤲
গত শতাব্দীতে:
- আলজেরিয়াকে ১৩০ বছর ফরাসীরা দখল করে রেখেছিলো।

- লিবিয়াকে ইটালিয়ানরা ৩২ বছর ধরে দখল করে রেখেছিলো এবং সোমালিয়াকে ৪৭ বছর।

- ওমানকে ১৪০ বছর পর্তুগাল জোর জবরদস্তি করে দখল করে রেখেছিলো।

- ইন্দোনেশিয়াকে ৩৫০ বছর হল্যান্ড দখলে রেখেছিলো।

- মিশরকে ইংল্যান্ড ৫২ বছর দখলে রেখেছিলো।

- ব্রিটিশরাও মালয়েশিয়াকে ১৩২ বছর, ইয়েমেনকে ১২৮ বছর , বাহরাইনকে ১৩৬ বছর , কুয়েতকে ৬২ বছর, কাতারকে ৫৫ বছর , নাইজেরিয়া ৫৪ বছর ধরে দখল করে রেখেছিলো।

- এবং ফিলিস্তিনকে গত ৭৩ বছর ধরে ইসরায়েল দখল করে রেখেছে।

ফরাসিরা , ইতালীয়রা , পর্তুগিজরা
এবং ব্রিটিশরা ৩২ বছর বা ৩৫০ বছর পর্যন্ত ও দখলে রেখেও কোনো মুসলিম দেশকে নিজেদের করে নিতে পারেনি। শেষ পর্যন্ত অপমানে অপদস্ত হয়ে চলে যেতে বাধ্য হয়েছে , কারণ মুসলমানরা কখনও হাল ছেড়ে দেয় না।

হতাশ হবেন না। আল্লাহর উপর ভরসা করুন এবং ধৈর্যধারণ করুন।
©® 🤲 Saqib Iqbal বাংলা Official

আজ শুক্রবার আমাদের গুনাহ মাপের দিন। গরীবের ঈদের দিন।ফজরের নামাজ আবশ্যয় পড়বেন। 💜💙💚
12/10/2023

আজ শুক্রবার আমাদের গুনাহ মাপের দিন। গরীবের ঈদের দিন।ফজরের নামাজ আবশ্যয় পড়বেন। 💜💙💚

দীনের সেরা ছবি💛💚💙
12/10/2023

দীনের সেরা ছবি
💛💚💙

একদল জাহান্নামিকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, কেন তোমাদের জাহান্নামে প্রবেশ করানো হল,তারা বলবে আমরা নামাজ পড়তাম না। (...
12/10/2023

একদল জাহান্নামিকে কিয়ামতের দিন জিজ্ঞাসা
করা হবে, কেন তোমাদের জাহান্নামে প্রবেশ করানো হল,
তারা বলবে আমরা নামাজ পড়তাম না। (সূরা আল মুদ্দাসসির: ৪২-৪৩)

ফিলিস্তিনি একজনের বক্তব্য: 🇯🇴আমরা প্রতিদিন ৬ ওয়াক্ত নামাজ পড়ি১.ফজর ২.যোহর ৩.আছর ৪.মাগরিব ৫.এশা ৬.জানাজা😔😭___ভয় পেওনা বীর...
11/10/2023

ফিলিস্তিনি একজনের বক্তব্য: 🇯🇴আমরা প্রতিদিন ৬ ওয়াক্ত নামাজ পড়ি
১.ফজর ২.যোহর ৩.আছর ৪.মাগরিব ৫.এশা ৬.জানাজা
😔😭
___ভয় পেওনা বীরের জাতি আল-আকসায় জ্বলবে বাতি "ইনশাআল্লাহ "ফিলিস্তিন জিন্দাবাদ✊☝️

দিনের সেরা ছবি
11/10/2023

দিনের সেরা ছবি

আমাদের দেশের অধিকাংশ মানুষই জানেই না কেনো মুসলমানদের নিকট মসজিদুল আকসা এত্তোটা গুরুত্বপূর্ণ??যেখানে ইহুদিরা সমগ্র ফিলিস্...
11/10/2023

আমাদের দেশের অধিকাংশ মানুষই জানেই না কেনো মুসলমানদের নিকট মসজিদুল আকসা এত্তোটা গুরুত্বপূর্ণ??

যেখানে ইহুদিরা সমগ্র ফিলিস্তিনই দখল করে নিছে, সেখানে মাত্র ১৪ একর জায়গার জন্য কেনো এত্তো অত্যাচার নির্যাতনের পরেও ফিলিস্তিনের মুসলমানরা বারবার মসজিদের দিকে ধাবিত হচ্ছে!!

১. এখানেই রয়েছে হযরত ইব্রাহিম এবং মূসা (আ) সহ অসংখ্য নবী রাসুলের কবর।

২. এখানেই আল্লাহর মহানবী রাসুল (সা) সকল নবী রাসুলদের এবং ফেরেস্তাদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন।সেই জামাতের ইমাম ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই জামাতে মতান্তরে প্রায় ২৪ হাজার নবী রাসুল ছিলেন।

৩. এখান থেকেই মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা করছিলেন।

৪. এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হজরত আদম এবং সুলাইমান আলাইহিসসালাম এর নাম।

৫. এর সাথে জড়িয়ে আছে খলিফা হজরত উমর (রা)এর সেই বিখ্যাত উটের বিরল ঘটনা।

৬. এখানের সাথেই জড়িয়ে আছে দ্যা গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি।

৭. এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন।

৮. এই মসজিদের জন্য জ্বীনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে গহীন সাগরের তলদেশ থেকে।যা কিনা কোন মানুষের পক্ষে অসম্ভব!!!

৯. এই মসজিদে ২ রাকাআত নামাজ আদায় করার জন্য একজনের আমল নামায় ২৫ হাজার রাকাআত নামাজের সমপরিমাণ সওয়াব লিখা হবে।

১০. পবিত্র কোর আনের সবচেয়ে মধ্যখানেই মহান আল্লাহ এই মসজিদ নিয়ে আলোচনা করছেন।

"তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়, যদি তা করতে অপারগ হয় তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে, যদি তাও করতে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে, আর এটাই হচ্ছে ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর।"
(বুখারি, হাদিস নং: ১৯৪)

নারীদের হৃদয় নরম, সহজেই আঘাত পায়! প্রকৃত পুরুষ কখনোই নারীকে কাঁদায় না! ইসলামে পুরুষই নারীর অভিভাবক!!.......[ সূরা নিসা -...
10/10/2023

নারীদের হৃদয় নরম, সহজেই আঘাত পায়! প্রকৃত পুরুষ কখনোই নারীকে কাঁদায় না! ইসলামে পুরুষই নারীর অভিভাবক!!.......[ সূরা নিসা -:৩৪ ].........

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khusi Ahmed 056 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category