![কি অদ্ভুত এই বন্ধুত্ত্ব, চেয়েও ধরে রাখতে পারিনি কত পুরনো বন্ধুকে , আবার না চেয়েও নিশ্বাস প্রশ্বাস এর মত থেকে যাবে কিছু...](https://img5.medioq.com/083/163/613182230831636.jpg)
12/05/2023
কি অদ্ভুত এই বন্ধুত্ত্ব, চেয়েও ধরে রাখতে পারিনি কত পুরনো বন্ধুকে , আবার না চেয়েও নিশ্বাস প্রশ্বাস এর মত থেকে যাবে কিছু বন্ধু। সমস্ত মন খারাপ, হাসির ঝলকানি তে আলাদিনের জিন হয়ে দেখা দেবে। চাইলেই ব্যাকরণ এর সব নিয়ম উল্টে পাল্টে দেবে এই জীবনে।
মরা আকাশের তারা আর একটা আধখাওয়া চাঁদের নৈসর্গিক ভালোবাসা বোধ হয় এদের কাঁধজুড়ে মিশে থাকে। কারণে অকারণে যাদের কাছে সহজেই ভেঙে পড়া যায় আবার রেখে দেওয়া যায় একটা নিকষ কালো জানালা আর কিছু দীর্ঘকায় ল্যাম্পপোস্টের ছায়ার গল্প।
মোনালিসা মেদ্দা