Police News

Police News পুলিশের সাথে জড়িত সমস্ত কৃতিত্ব,শ্রে?

17/05/2024
17/05/2024
17/05/2024
17/05/2024
17/05/2024
কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে।শহরের একাকী প্রবীণদের সুরক্ষা, আপদকালীন সাহায্য, আইনি পরামর্শ, উৎসবে সাথী হওয়ার উদ্দেশ্যে...
17/05/2024

কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে।শহরের একাকী প্রবীণদের সুরক্ষা, আপদকালীন সাহায্য, আইনি পরামর্শ, উৎসবে সাথী হওয়ার উদ্দেশ্যে 'সম্মান' প্রকল্পের উদ্বোধন করেন উত্তরবঙ্গের IG শ্রী রাজেশ কুমার যাদব। এছাড়া অনুষ্ঠানে উপস্হিত ছিলেন জলপাইগুড়ি রেঞ্জের DIG ড: সন্তোষ নিম্বালকার, জেলা জজ শ্রী সুব্রত চন্দ্র পল্লে, IAS শ্রী অরবিন্দ কুমার মীনা প্রমুখ। অনুষ্ঠানের সুচনায় IPS SP শ্রী দ্যুতিমান ভট্টাচার্য বিষদে প্রকল্প নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে ৩০ জন প্রবীণকে পরিচয়পত্র দেওয়া হয়। ভবিষ্যতে আরো বেশি প্রবীণদের এই কার্যক্রমের আওতায় আনা হবে।এমটায় জানিয়েছেন কোচবিহার জেলা পুলিশ।
.

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মাননীয় পুলিশ কমিশনার অলক রাজোরিয়া CP, মহাশয়ের নির্দেশনায় পালিত হল। SSF ময়দানে ব্যারাকপু...
20/01/2023

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মাননীয় পুলিশ কমিশনার অলক রাজোরিয়া CP, মহাশয়ের নির্দেশনায় পালিত হল। SSF ময়দানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে বর্ণনাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ৩৭ জন পুলিশ কর্মীদের হাতে কর্মদক্ষতার জন্য মানপত্র প্রদান করা হয়। মানপত্র প্রদান করেন ব্যারাকপুরের নগরপাল অলক রাজোরিয়া CP.

বিধাননগর পুলিশ কমিশনারেটের 11 তম উত্থাপন দিবস। কমিশনারেটের অফিস লনে পালিত হল।উপস্থিত ছিলেন গৌরব শর্মা IPS,CP বিধাননগর, স...
20/01/2023

বিধাননগর পুলিশ কমিশনারেটের 11 তম উত্থাপন দিবস। কমিশনারেটের অফিস লনে পালিত হল।উপস্থিত ছিলেন গৌরব শর্মা IPS,CP বিধাননগর, স্যালুট নেন এবং ইউনিট পতাকা উত্তোলন করেন। এরপর কেক কাটার আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়। এছাড়াও, বিভিন্ন ইউনিট পরিচ্ছন্ন ও সুন্দর রাখার জন্য কৃতজ্ঞতার চিহ্ন হিসাবে মেনিয়াল স্টাফ এবং গার্ডেনারদের উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমতি দেবস্মিতা দাস IPS,DCP সদর দপ্তর, বিশ্বজিৎ ঘোষ IPS,DCP DD শ্রীমতি ইন্দিরা মুখার্জি IPS,DC ট্রাফিক, শ্রী প্রবীণ প্রকাশIPS,DC নিউ টাউন, শ্রী জসপ্রীত সিং IPS, DC বিধাননগর এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এছাড়াও ইউনিট ইনচার্জরা ছিলেন এই অনুষ্ঠানে।

নিউ টাউনে পুলিশ কেনেলের উদ্বোধনবিধাননগর কমিশনারেটের 11 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শ্রী গৌরব শর্মা IPS,CP বিধাননগর এবং D...
20/01/2023

নিউ টাউনে পুলিশ কেনেলের উদ্বোধন

বিধাননগর কমিশনারেটের 11 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শ্রী গৌরব শর্মা IPS,CP বিধাননগর এবং DCP সদর দপ্তর, DCP DD DCP ট্রাফিক,ADCP SB এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা নিউ টাউন PS পরিদর্শন করেন। যেখানে সিপি বিধাননগর নতুন নির্মিত কেনেলের উদ্বোধন করেন। এটি দুটি হ্যান্ডলার এবং WBP এর সুদৃশ্য কুকুরের কাছে হস্তান্তর করা হয়েছিল। অনেক কুকুর প্রেমী, তাদের লালিত পোষা প্রাণী সহ,নিউ টাউনের ইভেন্টে যোগ দিয়েছিলেন।
এছাড়াও, নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুলিশ কর্মকর্তারা কুকুরের সম্ভাব্য ছায়ার জন্য কেনেলের চারপাশে গাছ লাগান।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Police News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Our Story

পুলিশ শুধু একটি পেশার নাম নয়। পুলিশ একটি আবেগ, একটি সিস্টেম বা পদ্ধতির নাম। এই সিস্টেমের সাথে জড়িত সমস্ত কলা-কশলি, তাঁদের কৃতিত্ব,শ্রেষ্ঠত্ব, তাঁদের বেদনা, ও তাঁদের প্রতিভার খবর জানতে চোখ রাখুন