কলকাতা 24 Network

কলকাতা 24 Network good news channel

28/06/2024

"সাথে আছি সোনালী" রাজপুর-সোনারপুর পৌরসভার অন্তর্ভুক্ত ২৫ # ওয়ার্ডে পৌরমাতা সোনালী রায়ের সাথে সরাসরি যোগাযোগ এর নতুন মাধ্যম এর শুভসূচনা হলো গীতাঞ্জলি ভবনে। যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সয়ং পৌরমাতা শ্রীমতি সোনালী রায়। ! দেখুন... সরাসরি সম্প্রচার কলকাতা24Network এর পর্দায় | 🔴 Live and Exclusive

26/06/2024

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে এক বর্নাঢ্য শোভাযাত্রা সোনারপুর থানা সংলগ্ন থেকে উৎপল দত্ত মঞ্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় বারুইপুর জেলা পুলিশ ও সোনারপুর পুলিশ এর উদ্যোগে। তৎসহ একটি সচেতনমূলক কর্মসূচি পালন হয় উৎপল দত্ত মঞ্চের প্রেক্ষাগৃহে। ! দেখুন... সরাসরি সম্প্রচার কলকাতা24Network এর পর্দায় | 🔴 Live and Exclusive

23/06/2024

"স্বেচ্ছায় রক্তদান শিবির " আয়োজনে :- রাজপুর এম.এন.রায় রোড নবারুণ সংঘ। মুখ্য উপদেষ্টা সংঘের সাধারণ সম্পাদক সঞ্জীব সরকার ! দেখুন... সরাসরি সম্প্রচার কলকাতা24Network এর পর্দায় | 🔴 Live and Exclusive

10/06/2024

পোলঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত দক্ষিণ বাদে হুগলির দোকানপাড়া এলাকায় একটি পঞ্চায়েত দ্বারা নির্মিত কংক্রিটের রাস্তা কে উপলক্ষ্যে করে এলাকায় এক স্থানীয় বাসিন্দাদের সাথে জনৈক এক পরিবারের ঝামেলা সৃষ্টি হয় ! দেখুন... সরাসরি সম্প্রচার কলকাতা24Network এর পর্দায় | 🔴 Live and Exclusive

08/06/2024

কালীঘাটে‌ সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ! দেখুন... সরাসরি সম্প্রচার কলকাতা24Network এর পর্দায় | 🔴 Live and Exclusive

07/06/2024

সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ ! দেখুন... সরাসরি সম্প্রচার কলকাতা24Network এর পর্দায় | 🔴 Live and Exclusive

07/06/2024

বৃষ্টি উধাও! ফের গরমের দাপট বঙ্গে, নজরে আজকের আবহাওয়া ! দেখুন... সরাসরি সম্প্রচার কলকাতা24Network এর পর্দায় | 🔴 Live and Exclusive

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হজযাত্রীর, মর্মান্তিক ঘটনার সাক্ষী মক্কাহজ গিয়ে মৃত্যু হল এক হজযাত্রীর। মক্কার মসজিদের ভিতরে...
06/06/2024

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হজযাত্রীর, মর্মান্তিক ঘটনার সাক্ষী মক্কা

হজ গিয়ে মৃত্যু হল এক হজযাত্রীর। মক্কার মসজিদের ভিতরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মালয়েশিয়া থেকে আসা ওই তীর্থযাত্রীর। পঞ্চাশোর্ধ ওই হজযাত্রীর নাম মোহাম্মদ জুহাইর। তাঁর হজের আবেদন শেষ মুহূর্তে খুব অপ্রত্যাশিতভাবেই অনুমোদন পেয়ে যায়। এরপরই স্ত্রীকে সঙ্গে নিয়ে হজে বেরিয়েছিলেন ওই ব্যক্তি। ২৯ মে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন তিনি। তারপরই মৃত্যু হয় তাঁর।

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক হজযাত্রীর

মালয়েশিয়া থেকে এসেছিলেন ওই তীর্থযাত্রী

২৯ মে মৃত্যু হয় তাঁর

হজে যাবেন বলে আবেদন জানিয়েছিলেন অনেকদিন আগেই। তারপর দীর্ঘদিনের অপেক্ষায় ছিলেন মালয়েশিয়ার বাসিন্দা মোহাম্মদ জুহাইর। কিন্তু শেষমুহূর্তে খানিকটা অপ্রত্যাশিতভাবেই মিলে যায় অনুমোদন। এরপরই স্ত্রীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন হজযাত্রার জন্য।গত ২৯ মে মক্কায় পৌঁছে পবিত্র কাবার চারপাশে তাওয়াফ প্রথাটি পালনও করেন তিনি। কিন্তু আচমকাই ঘটে দুর্ঘটনা। আল মাসার দিকে যাওয়ার সময় হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন ওই ব্যক্তি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় সৌদির একটি হাসপাতালে। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় ওই ব্যক্তির।সূত্রের খবর, জুহাইর দ্বিতীয় মালয়েশিয়ান যাঁর এই বছর মক্কায় মৃত্যু হয়েছে। এর আগে গত ২৪ মে কেদাহে কুবাং পাসু নামে এক ৭২ বছর বয়সী এক মালয়েশিয়ান তীর্থযাত্রীর মৃত্যু হয়। স্ট্রোকে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে সূত্রের তরফে জানা গিয়েছে।অন্যদিকে, সৌদিতে হজে গিয়ে মৃত্যু হয়েছে এক বাংলাদেশি হজযাত্রীর। এই নিয়ে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। পবিত্র হজ পালনের জন্য এখনও পর্যন্ত প্রায় ৬৩ হাজার বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন।

বুধবার মক্কায় মমতাজ বেগম নামে ৬৩ বছরের এক মহিলা হজযাত্রীর মৃত্যু হয়। এর আগে গত ১৫ মে আসাদ্দুজ্জামান নামে আরেক বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়।

এখনও পর্যন্ত সৌদিতে হজে গিয়ে মৃত ১১ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং একজন মহিলা। মৃত হজযাত্রীদের মধ্যে আটজন মক্কায় এবং তিনজন মদিনায় মারা গিয়েছেন।বুধবার পর্যন্ত সর্বমোট ৬৩ হাজার ১৪১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৫৮ হাজার ৯৭৬ জন।

হজযাত্রীদের নিয়ে এখনও পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছে ১২১টি ফ্লাইট। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৮টি, সৌদি এয়ারলাইন্সের ৩৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৫টি বিমান রয়েছে।হজযাত্রীদের সবসময় পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে সৌদি সরকার। কর্মকর্তারা বলছেন, লাখ লাখ হাজিকে নিরাপত্তা ও উন্নত সুযোগ-সুবিধা দিতে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে যাতে সারা বিশ্বের মানুষ তাদের হজের আনুষ্ঠানিকতা নিরাপদে সম্পন্ন করতে পারেন।

সৌদি আরব এবছর হজের নিয়মও অনেক কঠোর করেছে। সৌদি হজ মন্ত্রণালয় হজ মৌসমে পবিত্র স্থানগুলোতে প্রবেশের জন্য হজযাত্রীদের জন্য আনুষ্ঠানিকভাবে নুসুক কার্ড চালু করেছে। অনুমতি ছাড়া হজ পালনকারীদের ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে বলে সৌদি সরকারের তরফে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ধন্যবাদ ক্যাপ্টেন
06/06/2024

ধন্যবাদ ক্যাপ্টেন

05/06/2024

কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি উড়ে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ! দেখুন... সরাসরি সম্প্রচার কলকাতা24Network এর পর্দায় | 🔴 Live and Exclusive

05/06/2024

বিশ্ব পরিবেশ দিবস পালনে কলকাতা পুলিশ ! দেখুন... সরাসরি সম্প্রচার কলকাতা24Network এর পর্দায় | 🔴 Live and Exclusive

04/06/2024

যাদবপুর লোকসভার মা, মাটি মানুষকে আমার প্রণাম এবং কৃতজ্ঞতা : Saayoni Ghosh ! দেখুন... সরাসরি সম্প্রচার কলকাতা24Network এর পর্দায় | 🔴 Live and Exclusive

04/06/2024

বিজেপি কাঁথি জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে উপস্থিত আছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ! দেখুন... সরাসরি সম্প্রচার কলকাতা24Network এর পর্দায় | 🔴 Live and Exclusive

04/06/2024

Victory celebrations of Lok Sabha Elections 2024 at BJP headquarters in New Delhi. ! দেখুন... সরাসরি সম্প্রচার কলকাতা24Network এর পর্দায় | 🔴 Live and Exclusive

04/06/2024

বাংলায় লোকসভাতেও সবুজ ঝড়, ফল দেখে প্রতিক্রিয়া মমতা-অভিষেকের ! দেখুন... সরাসরি সম্প্রচার কলকাতা24Network এর পর্দায় | 🔴 Live and Exclusive

04/06/2024

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী কংগ্রেস হেডকোয়ার্টার থেকে সরাসরি সংবাদমাধ্যম কে ভোটের ফলাফলের পরিসংখ্যান দিচ্ছেন ! দেখুন... সরাসরি সম্প্রচার কলকাতা24Network এর পর্দায় | 🔴 Live and Exclusive

‘সারপ্রাইজ অপেক্ষা করছে’, যাদবপুরে গণনার আগে খোশ মেজাজে সায়নীরাত পোহালেই রাজ্যের ৪২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা। এবার যাদবপু...
03/06/2024

‘সারপ্রাইজ অপেক্ষা করছে’, যাদবপুরে গণনার আগে খোশ মেজাজে সায়নী

রাত পোহালেই রাজ্যের ৪২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা। এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী যুব সংগঠনের নেত্রী সায়নী ঘোষ। ফলাফল ঘোষণার আগের দিনেই এলাকায় খোশ মেজাজে দেখা গেল তাঁকে। এবারও এই লোকসভা কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। ভাঙড় বিধানসভা এলাকা থেকে কি এবার তৃণমূল কংগ্রেস লিড দিতে পারবে, নিজেই জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।

গত তিনবারের লোকসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস

জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী বলেই জানান তৃণমূল কংগ্রেস প্রার্থী

কাছারি বাজার সংলগ্ন একটি পার্কে ফুরফুরে মেজাজে দেখা যায় যাদবপুরের তৃণমূল প্রার্থীকে

কলকাতা সংলগ্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র যাদবপুর লোকসভা। গত তিনবারের লোকসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল যুব সংগঠনের নেত্রীকে এই কেন্দ্র জিতে আসার দায়িত্ব দিয়েছেন দলনেত্রী। ভোট গণনার আগের দিন বেশ খোশ মেজাজেই দেখা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষকে।যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও বারুইপুর পশ্চিম বিধানসভার দলীয় নেতা কর্মীরা মিলে সংসদীয় এলাকায় পরিদর্শন করতে বের হবে। সোমবার বিকেলে বারুইপুর কাছারি বাজার সংলগ্ন একটি পার্কে ফুরফুরে মেজাজে দেখা যায় যাদবপুরের তৃণমূল প্রার্থীকে। জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী বলেই জানান তৃণমূল কংগ্রেস প্রার্থী।যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে একমাত্র ভাঙড় বিধানসভাটি ISF বিধায়কের অধীনে। এই বিধানসভা এলাকায় ফল কেমন হবে? সায়নী বলেন, ‘নওশাদ সিদ্দিকি মানুষকে ভুল বুঝিয়ে জোর করে একটি আসন পেয়ে গিয়েছিলেন। বিগত তিন বছরে উনি কিছু কাজ করেননি। ভাঙড়ের মানুষ বিশ্বাস করেন, ISF-এর সঙ্গে একটি গোপন আতাঁত রয়েছে বিজেপির সঙ্গে। গতবারের ২৬ হাজার পিছিয়ে থাকা জায়গাতেই মানুষ এবার লিড দেবে আমাদের। সারপ্রাইজ অপেক্ষা করছে।’পাশাপাশি, বিভিন্ন চ্যানেলের এক্সিট পোলকে কটাক্ষ করেন করেন তারকা প্রার্থী সায়নি ঘোষ ও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এগুলি আদৌ বাস্তবিক নয়, ফলাফল প্রকাশ হলেই সেটা পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়ে দেন তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মীদের গণনা কেন্দ্রে শেষ পর্যন্ত থাকার নির্দেশ ও পর্যবেক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন গতকাল। দলীয় শীর্ষ নেত্রত্বকে নির্দেশ মেনেই কাল ভোট গণনার দিন গণনা কেন্দ্রে তৃণমূল কর্মীরা মাটি কামড়ে পড়ে থাকবেন বলে জানিয়ে দেন সায়নী।উল্লেখ্য, যাদবপুর কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের সঙ্গে জোর লড়াই হয়েছে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর। গতবার এই কেন্দ্রে তিন লাখের কাছাকাছি ব্যবধান নিয়ে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী। এমনকি, গত বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত ভাঙড় বিধানসভা বাদ দিয়ে বাকি ছয়টি বিধানসভাতেই জয় ছিনিয়ে আনতে পেরেছে তৃণমূল কংগ্রেস। ফলত, এবারেও লোকসভা নির্বাচনে ভালো ব্যবধান রেখে জয়ের ব্যাপারে আশাবাদী তাঁরা।

03/06/2024

সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ ! দেখুন... সরাসরি সম্প্রচার কলকাতা24Network এর পর্দায় | 🔴 Live and Exclusive

03/06/2024

শেষ পর্যন্ত লড়াই করে তৃণমূলকে হারিয়ে, হাতে সার্টিফিকেট নেওয়ার পরেই গণনাকেন্দ্র থেকে বেরিয়ে আসবেন।
-রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার ! দেখুন... সরাসরি সম্প্রচার কলকাতা24Network এর পর্দায় | 🔴 Live and Exclusive

03/06/2024

গণনার আগে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক ! দেখুন... সরাসরি সম্প্রচার কলকাতা24Network এর পর্দায় | 🔴 Live and Exclusive

জট কাটার সম্ভাবনা সুপ্রিম কোর্টে, মানিকতলায় উপনির্বাচন শীঘ্রই?মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন নিয়ে অবশেষে জট কাট...
03/06/2024

জট কাটার সম্ভাবনা সুপ্রিম কোর্টে, মানিকতলায় উপনির্বাচন শীঘ্রই?

মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন নিয়ে অবশেষে জট কাটল। মুখবন্ধ খামে এই কেন্দ্রের উপ নির্বাচন সংক্রান্ত দিনক্ষণ সুপ্রিম কোর্টে জমা দিয়েছে নির্বাচন কমিশন। মানিকতলা কেন্দ্রের নির্বাচন নিয়ে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার আর ভিত্তি নেই বলে খারিজ করে দেওয়া হয়েছে। এই কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুর পরেই উপ নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল।

মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের জট কাটল
নির্বাচনের কয়েক মাস পরেই এই কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যু হয়
মৃত্যুর পর নিয়ম অনুযায়ী ছয় মাসের মধ্যে উপ নির্বাচন করার কথা ছিল

লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই রাজ্যের আরেকটি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের জট কাটল? উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকতলা কেন্দ্রের উপ নির্বাচনের প্রস্তাবিত দিনক্ষণ মুখ বন্ধ খামে সুপ্রিম কোর্টে জমা দিল নির্বাচন কমিশন। খুব শীঘ্রই এই কেন্দ্রের উপ নির্বাচন সংক্রান্ত দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা।প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের কয়েক মাস পরেই এই কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যু হয়। তবে, এই কেন্দ্রের নির্বাচন নিয়ে আদালতে মামলা করেছিলেন বিরোধী বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। মামলাটি ঝুলে ছিল এতদিন ধরে। তবে, সম্প্রতি কলকাতা হাইকোর্টে কল্য়াণ যে নির্বাচনী পিটিশন দাখিল করেছিলেন, সেটি প্রত্যাহার করে নেন।সুপ্রিম কোর্ট এদিন জানিয়ে দেয়, কমিশন যে দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং দক্ষতার সঙ্গে কাজ করেছে, সেই বিষয়টি পরিষ্কার। মামলাটি এখন অপ্রাসঙ্গিক বলে আদালত জানিয়ে দিয়েছে। তবে, এই কেন্দ্রে উপ নির্বাচন কবে হবে? সেই বিষয়ে এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।তবে, মানিকতলা কেন্দ্রের বিধায়ক সদন পাণ্ডের মৃত্যুর পর নিয়ম অনুযায়ী ছয় মাসের মধ্যে উপ নির্বাচন করার কথা ছিল। ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী, কোনও জনপ্রতিনিধির মৃত্যু বা ইস্তফার কারণে কোনও আসনে শূন্যতা তৈরি হলে ছয় মাসের মধ্যে সেখানে উপনির্বাচন করতে হয়। কিন্তু, মানিকতলা কেন্দ্রের জন্যে সেই নিয়ম মানা যায়নি। এই কেন্দ্রের নির্বাচন নিয়ে আদালতে মামলা ওঠায় এতদিন ধরে উপ নির্বাচন ঝুলে ছিল, অবশেষে সেই জট কাটল। ফলত, খুব শীঘ্রই এই কেন্দ্রে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।

'এক্সিট পোলে বিশ্বাস করি না', সাফ কথা সেলিমেরসপ্তম দফার নির্বাচন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আর তারপরেই প্রকাশ্যে আসতে শুরু কর...
03/06/2024

'এক্সিট পোলে বিশ্বাস করি না', সাফ কথা সেলিমের

সপ্তম দফার নির্বাচন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আর তারপরেই প্রকাশ্যে আসতে শুরু করেছে একের পর এক বুথ ফেরৎ সমীক্ষার রিপোর্ট। আর এক্সিট পোলগুলিতে কারও তরফে বাম-কংগ্রেসের সম্ভাব্য প্রাপ্ত আসনের সংখ্যা দেখান হয়েছে শূন্য, কোনও সমীক্ষায় আবার বাম-কংগ্রেসকে ৩টি আসন দেওয়া হয়েছে। কেউ আবার মনে করছে বাম-কংগ্রেস ১-৩টি আসন পেতে পারে। যদিও সেই এক্সিট পোল মানতে রাজি নয় সিপিএম।

এক্সিট পোলের রিপোর্টে বাম-কংগ্রেসের ঝুলিতে বেশি আসন আসেনি
যদিও এক্সিট পোলের রিপোর্ট মানতে রাজি নয় সিপিএম
এক্সিট পোলে বিশ্বাস নেই বলে জানালেন মহম্মদ সেলিম

সপ্তম দফার নির্বাচন সম্পন্ন হওয়ার পরেই প্রকাশ্যে এসেছে একের পর এক বুথ ফেরৎ সমীক্ষার রিপোর্ট। আর সেই এক্সিট পোলে কারও তরফে বাম-কংগ্রেসের সম্ভাব্য প্রাপ্ত আসনের সংখ্যা রাখা হয়েছে শূন্য। কোনও সমীক্ষায় আবার ৩ দেওয়া হয়েছে। কোনও সমীক্ষা আবার বাম-কংগ্রেসের আসন সমঝোতা ১-৩টি আসন পেতে পারে বলে মনে করছে। তবে সেই সমস্ত বুথ ফেরত সমীক্ষাকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না সিপিএম।সুষ্ঠু গণনার দাবিতে সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে একটি ডেপুটেশন দেওয়া হয় সিপিএম-এর তরফে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী মহম্মদ সেলিম, দমদম কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী, শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর, তমলুকের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান, ব্যারাকপুরের সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ সহ আরও অনেকে।সেখানে মহম্মদ সেলিমকে বুথ ফেরত সমীক্ষা সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমরা এক্সিট পোল করি না। আমরা এতে বিশ্বাস করি না। আমরা ভোটে লড়েছিলাম, যে সমস্ত অপদার্থরা সংসদে রয়েছেন, তাঁদের এক্সিট ডোর (বাইরের দরজা) দেখানোর জন্য।'কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
এর আগে এক্সিট পোলের রিপোর্ট নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এক্সিট পোলের সমীক্ষা রিপোর্ট সামনে আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় পালটা প্রশ্ন তোলেন, 'সংবাদমাধ্যম কী করে বলে দিচ্ছে, ওই আসনে ও জিতবে, অমুক আসনে কে জিতবে, কত টাকার বিনিময়ে? আমি এই সংবাদমাধ্যমের হিসেব মানি না। কর্মীদের বলব শক্ত থাকতে। গণনা ভাল করে করতে। যা দেখিয়েছে সংবাদমাধ্যম, তার দ্বিগুণ পাব। প্রত্যেকটা আসন আমরা জিতব।'এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'আমি কোনও নম্বরে যাব না। কিন্তু একটা কথা বলতে পারি, আমরা যে ভাবে মাঠে নেমে কাজ করেছি, লোকের চোখ দেখেছি, তাতে কখনও মনে হয়নি যে, মানুষ আমাদের ভোট দেবে না।' মমতার আরও সংযোজন, 'আমি আগে ফল দেখব, ফল দেখে হিসেব করব। আমাদেরও একটা অঙ্ক আছে। আমরা চেষ্টা করব, আরও আঞ্চলিক দল যেন আমাদের সঙ্গে আসে।' আর এবার কার্যত তেমনই কথা শোনা গেল মহম্মদ সেলিমের মুখে। যদিও বাস্তবেই কটা আসন বাম-কংগ্রেসের ঝুলিতে আসে, তা জানা যাবে মঙ্গলবার।

03/06/2024

স্বস্তির বৃষ্টিতে অস্বস্তিকর আবহাওয়া থেকে কবে মিলবে মুক্তি? নজরে আবহাওয়া ! দেখুন... সরাসরি সম্প্রচার কলকাতা24Network এর পর্দায় | 🔴 Live and Exclusive

সুপার ওভারে হাড্ডাহাড্ডি লড়াই, প্রাক্তন KKR তারকার বোলিংয়ে জয়ে নামিবিয়াক্রিকেট বিশ্বে দুই নতুন শক্তি ওমান ও নামিবিয়ার ম...
03/06/2024

সুপার ওভারে হাড্ডাহাড্ডি লড়াই, প্রাক্তন KKR তারকার বোলিংয়ে জয়ে নামিবিয়া

ক্রিকেট বিশ্বে দুই নতুন শক্তি ওমান ও নামিবিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হল। বিশ্বকাপের ম্যাচে সুপার ওভারে অভিজ্ঞতা দিয়ে বাজিমাত করলেন নামিবিয়ার ডেভিড উইজি। তিনি সুপার ওভারে ২১ রান আটকে দিয়ে দলকে জিতিয়ে দেন।

ক্রিকেট বিশ্বে দুই নতুন শক্তি ওমান ও নামিবিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হল

বিশ্বকাপের ম্যাচে সুপার ওভারে অভিজ্ঞতা দিয়ে বাজিমাত করলেন নামিবিয়ার ডেভিড উইজি

তিনি সুপার ওভারে ২১ রান আটকে দিয়ে দলকে জিতিয়ে দেন

টি-২০ ক্রিকেট মানেই প্রায় প্রতিটা বলে রোমাঞ্চ। একটা ওভার যেমন ম্যাচ জিতিয়ে দিতে পারে, তেমনই হারিয়েও দিতে পারে। আর সেটা যদি বিশ্বকাপে হয় তাহলে তো কথাই নেই। টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার পর এখনও বড় দলগুলো খেলতে নামেনি সেভাবে। নতুন দলগুলোখেললেও তারা অবশ্য দাপট দেখাতে খামতি রাখছে না। ওমান বনাম নামিবিয়া ম্যাচে দেখা গেল সেই ছবি। ম্যাচ গড়াল সুপার ওভার পর্যন্ত। আর ম্যাচের শেষে সুপার ওভার জিতল নামিবিয়া।২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের মাত্র তৃতীয় ম্যাচে সুপার ওভার দেখা গেল। প্রথমে ব্যাট করতে নেমে ওমান নামিবিয়াকে ১১০ রানের টার্গেট দিয়েছিল। রান তাড়া করতে নেমে নামিবিয়া ১০৯ রানে আটকে যায়। ম্যাচ টাই না করে সুপার ওভারে নিয়ে যাওয়া হয়। সেখানেই বাজিমাত করেন নামিবিয়ার ডেভিড উইজি। সুপার ওভারে প্রথমে ব্যাট করে নামিবিয়া করে ২১ রান। আর সেই রান আটকাতে গিয়ে ডেভিড উইজি আটকে দেন ওমানকে।

প্রথম বল: নসিম খুশিকে ডেভিড উইজির বল। ২ রান।

দ্বিতীয় বল: আউটসাইড অফে উইজির ইয়র্কার। রান হয়নি।

তৃতীয় বল: ফুল লেংথ বল। নসিম খুশি বুঝতে পারেননি আর বোল্ড।

চতুর্থ বল: ফুলার লেংথে বল। এক রান পেল ওমান।

পঞ্চম বল: স্লোয়ার লেংথ বলে এক রান।

শেষ বল: ফুল টস বলে ছয় মারল ওমান।

২১ রান তাড়া করতে নেমে সুপার ওভারে মাত্র ১০ রান করতে পারল ওমান। প্রাক্তন নাইট তারকা ডেভিড উইজি একাই থামিয়ে দিলেন ওমানকে এবং তিনি দলকে জিতিয়ে দিলেন।ওমান প্রথমে ব্যাট করতে নেমে ১০৯ রান তোলে। তারা অলআউট হয়ে যায়। ওমানের হয়ে সর্বোচ্চ রান করেন খালিদ কালি। ৩৪ রান করেন তিনি। জিশান মাকসুদ করেন ২২ রান। এদের বাদে আর কেউ রান পাননি।নামিবিয়া রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৯ রানে আটকে যায় তারা। তাদের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করে জ্যান ফ্রাইলিঙ্ক ও ২৪ রান করেন নিকোলাস ডেভিন। পুরো ম্যাচ জুড়ে ডেভিড উইজি ভালো খেললেননি শুধু না তিনি ম্যাচের মাঝে তাঁর বোলিং দিয়ে আটকে দেন বিপক্ষকে। ম্যাচে তিনটে উইকেট নেন ও সুপার ওভারে রান চেপে দলকে জিতিয়ে দেন।

কমিশনের ওয়েবসাইটে কী ভাবে দেখবেন ভোটের রেজাল্ট? জানুন পদ্ধতিমঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণা। সাত দফা পরীক্ষার পর রেজাল্ট ...
03/06/2024

কমিশনের ওয়েবসাইটে কী ভাবে দেখবেন ভোটের রেজাল্ট? জানুন পদ্ধতি

মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণা। সাত দফা পরীক্ষার পর রেজাল্ট পাবেন ভোট প্রার্থীরা। অষ্টাদশ লোকসভা নির্বাচন শুরু হয় ১৯ এপ্রিল থেকে। ১ জুন ছিল শেষ দফায় ভোট। এবার ভোটগণনার তোড়জোড় শুরু হয়েছে। ৪ জুন ভোটের রেজাল্ট। ক'টা থেকে শুরু হবে গণনা? কী ভাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কাউন্টিং ট্রেন্ড ও ভোটের ফলাফল দেখতে পারবেন? জেনে নিন।

মঙ্গলবার, ৪ জুন লোকসভা ভোটের ফল ঘোষণা

কী ভাবে দেখবেন কাউন্টিং ট্রেন্ড ও ভোটের ফল?

ক'টা থেকে শুরু ভোটগণনা?

১ জুন সপ্তম তথা শেষ দফায় ভোটগ্রহণের মধ্যে দিয়ে শেষ হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। সাত দফায় ২৮ রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৫৪৩ লোকসভা আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে শনিবার। এবার অপেক্ষা ফলাফলের। ৪ জুন, মঙ্গলবার ভোটের ফল প্রকাশ। সপ্তম দফায় নির্বাচন শুরু হয়েছিল ১৯ এপ্রিল। ১৯ এপ্রিল প্রথম দফায়, ২৬ এপ্রিল দ্বিতীয় দফায়, ৭ মে তৃতীয় দফায়, ১৪ মে চতুর্থ দফায়, ২০ মে পঞ্চম দফায়, ২৫ মে ষষ্ঠ দফায় ও ১ জুন সপ্তম দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।১ জুন, লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের সমাপ্তির পরে নির্বাচন কমিশন এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। কমিশন জানায় লোকসভা নির্বাচন ২০২৪-এর ভোটগণনার তোড়জোড় শুরু হয়েছে।

কখন শুরু হবে ভোটগণনা?
লোকসভা নির্বাচনের পাশাপাশি চারটি রাজ্যে বিধানসভা নির্বাচনও হয়েছিল এবার। সেই রাজ্যগুলি হল অরুণাচল প্রদেশ, সিকিম, ওড়িশা ও অন্ধ্র প্রদেশ। ইতিমধ্য়েই অরুণাচল প্রদেশ ও সিকিমে ভোটগণনা সম্পন্ন হওয়ার শেষে ফল প্রকাশিত হয়েছে রবিবার, ২ জুন। সিকিমে জয় পেয়েছে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের নেতৃত্বাধীন ক্রান্তিকারী মোর্চা। সেখানে SKM ৩২টি আসনের মধ্যে ৩১টি আসনেই জয়লাভ করেছে। অন্যদিকে অরুণাচল প্রদেশে জয় পেয়েছে বিজেপি। ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৪৬টি আসন পকেটে পুরে সেখানে সরকার গড়ার পথে গেরুয়া শিবির।৪ জুন লোকসভা নির্বাচনের ভোট গণনার পাশাপাশি বাকি দুই রাজ্য তথা ওড়িশা ও অন্ধ্র প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোট গণনারও কাজ চলবে। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। মুখ্য নির্বাচন কমিশনার (CEC) রাজীব কুমার, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু সব রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিক ও রিটার্নিং অফিসারদের সঙ্গে গণনার দিনের প্রস্তুতির বিষয়ে আলোচনা করেছেন।

ECI-এর ওয়েবসাইটে নির্বাচনের ফলাফল কী ভাবে দেখবেন?

বিধানসভা নির্বাচনের ভোট গণনা ও ফলাফল দেখা যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। কমিশনের https://results.eci.gov.in/ ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন কাউন্টিং ট্রেন্ড ও রেজাল্ট। iOS ও এন্ড্রয়েড(Android) মোবাইলে ভোটার হেল্পলাইন অ্যাপে দেখা যাবে কাউন্টিং ট্রেন্ড ও ভোটের রেজাল্ট। পাশাপাশি ECI ওয়েবসাইটে 'হ্যান্ডবুক ফর রিটার্নিং অফিসারস ও কাউন্টিং এজেন্টস'-টিও উপলব্ধ। URL- https://tinyurl.com/yknwsu7r এবং https://tinyurl.com/mr3cjwhe
ভোটার হেল্পলাইন অ্যাপ
ভোটার হেল্পলাইন অ্যাপটি গুগল প্লে বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। ইউজাররা বিজয়ী, অগ্রণী বা পিছিয়ে থাকা প্রার্থীদের বিবরণ এবং নির্বাচনী এলাকা বা রাজ্যভিত্তিক ফলাফল দেখতে উপলব্ধ ফিল্টার ব্যবহার করতে পারবেন। ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোডের লিঙ্ক-
Android : https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen&hl=en_US iOS : https://apps.apple.com/in/app/voter- হেল্পলাইন /id1456535004

শুধু পোলাও বা বিরিয়ানিতে নয়! কেশর ভেজানো জল খেলে কি শরীরেরও নানা উপকার হয়?জাফরানের বিশেষত্ব তাঁর রং। রান্নায় কেশর বা জাফ...
03/06/2024

শুধু পোলাও বা বিরিয়ানিতে নয়! কেশর ভেজানো জল খেলে কি শরীরেরও নানা উপকার হয়?

জাফরানের বিশেষত্ব তাঁর রং। রান্নায় কেশর বা জাফরান দিলে তার স্বাদই পাল্টে যায়। তবে, এই জিনিসটির পুষ্টিগুণও কম নয়। স্মৃতিশক্তি বৃদ্ধি করতেও এটি অত্যন্ত উপকারী। প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে কেশরে।যতই দাম হোক, বিরিয়ানি কিংবা পোলাওয়ের মতো পদে কেশর ভেজানো দুধ কিংবা জল না দিলেই নয়। তবে, শুধু খাবারের স্বাদ, গন্ধ কিংবা বর্ণের জন্যই যে কেশরের চাহিদা রয়েছে এমনটা নয়। কাশ্মীরের দুর্গম পার্বত্য অঞ্চলে চাষ হয় বিশেষ এই ফুল। আবহাওয়া অনুকূলে না থাকলে কেশর বা জাফরানের মান ভাল হয় না।পুষ্টিবিদেরা বলছেন, জাফরানের বিশেষত্ব তাঁর রং। রান্নায় কেশর বা জাফরান দিলে তার স্বাদই পাল্টে যায়। তবে, এই জিনিসটির পুষ্টিগুণও কম নয়। স্মৃতিশক্তি বৃদ্ধি করতেও এটি অত্যন্ত উপকারী। প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে কেশরে। এতে উপস্থিত ক্রোসিন আর ক্রোসেটিন নামক অ্যান্টিঅক্সিড্যান্ট ওজন ঝরাতে সাহায্য করে। মানসিক অবসাদও কমায়। রক্তের শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে এই মশলা। অনেকেই উষ্ণ দুধে কেশর মিশিয়ে খান। তবে সামান্য কেশর সারা রাত জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে খালি পেটে সেই পানীয় খেলে তা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

১) ঋতুঃস্রাবের সময় অনেকেই পেটে অসহ্য যন্ত্রণা অনুভব করেন। এ ক্ষেত্রে কেশর জল দারুণ আরাম দেয়। দেহে হরমোনের ভারসাম্য রক্ষা করতেও এই পানীয় দারুণ উপকারী।

২) কেশরে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীর থেকে টক্সিন পদার্থগুলি বার করে দেয়। যখন জলে মিশ্রিত করা হয়, তখন এই পানীয়টি আমাদের ত্বককে হাইড্রেট করতে এবং ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে। ব্রণ, ত্বকের অন্যান্য সমস্যা থেকে দূরে রাখে।

৩) কেশর হল ক্রোসিন, সাফরানাল এবং পিক্রোক্রোসিনের মতো অ্যান্টিঅক্সিড্যান্টের একটি শক্তিশালী উৎস, যা অনিদ্রার মতো স্বাস্থ্য সমস্যাগুলি থেকে মুক্তি দিতে পারে।

৪) কেশর শরীরের বিপাকক্রিয়া বাড়ায়। আর বিপাকক্রিয়া বাড়লেই মেদ কম জমে। তাই কেউ যদি ওজন কমাতে চান, তা হলে খাদ্যতালিকায় কেশর রাখা যেতেই পারে।

৫) রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং দৃষ্টিশক্তি বাড়াতেও এই পানীয়টির জবাব নেই।

সোমবার ফের ভোট! রাজ্যের ২ বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের!!রাজ্যের দুটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নীল নির্বা...
02/06/2024

সোমবার ফের ভোট! রাজ্যের ২ বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের!!

রাজ্যের দুটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নীল নির্বাচন কমিশন। আগামীকাল অর্থাৎ সোমবার এই দুটি বুথে পুনর্নির্বাচন করা হবে। বারাসত এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের অধীনে থাকা দুটি বুথে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্তের কথা জানাল নির্বাচন কমিশন। ওই দুটি বুথে নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এই দুটি বুথে ভোটগ্রহণ করা হবে।

বারাসত ও মথুরাপুর কেন্দ্রের দুটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে
৩ জুন অর্থাৎ সোমবার পুনরায় নির্বাচন হবে এই দুটি বুথে
সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত হবে ভোটগ্রহণ

বাংলার দুটি লোকসভা আসনের দুটি ভোটকেন্দ্রে পুনর্নির্বাচন হতে চলেছে। শনিবার বাংলায় সপ্তম অর্থাৎ শেষ দফার নির্বাচন শেষ হয়। তবে, নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে এই দুটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।বারাসত ও মথুরাপুর কেন্দ্রের দুটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বারাসাত লোকসভা কেন্দ্রের ১২০ দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের ১৩১ কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রে দুটি বুথে পুনর্নির্বাচন হবে। দেগঙ্গার কদম্বগাছি সর্দার পদ এফপি স্কুলের বুথে এবং কাকদ্বীপের আদ্দীর মহল শ্রীচৈতন্য বিদ্যাপীঠ এফপি স্কুল বুথে পুনরায় নির্বাচন সংগঠিত হবে।আগামী ৩ জুন অর্থাৎ সোমবার পুনরায় নির্বাচন হবে এই দুটি বুথে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। গত ১ জুন এই দুই কেন্দ্রে নির্বাচন হয়েছিল। তবে একাধিক অভিযোগের ভিত্তিতে এই দুটি বুথের সেই নির্বাচন প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করে পুনঃনির্বাচনের ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত হবে ভোটগ্রহণ।

02/06/2024

বৃষ্টি থামতেই ফের গরমের থাবা! কী বলছে হাওয়া অফিস? ! দেখুন... সরাসরি সম্প্রচার কলকাতা24Network এর পর্দায় | 🔴 Live and Exclusive

বঙ্গের 42 আসনে কে এগিয়ে ? কার পক্ষে মানুষের রায় ? জেনে নিন এক ঝলকে - Lok Sabha Election 2024বিস্তারিত কমেন্ট বক্সে 👇
01/06/2024

বঙ্গের 42 আসনে কে এগিয়ে ? কার পক্ষে মানুষের রায় ? জেনে নিন এক ঝলকে - Lok Sabha Election 2024

বিস্তারিত কমেন্ট বক্সে 👇

Address

Rajpur Sonarpur
Kolkata
700149

Alerts

Be the first to know and let us send you an email when কলকাতা 24 Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কলকাতা 24 Network:

Videos

Share


Other Media/News Companies in Kolkata

Show All