Barnakhar Publisher

Barnakhar Publisher শিক্ষাশিল্প সাহিত্য ও সংস্কৃতি এবং প্রকাশনাভিত্তিক প্রচার মাধ্যম

09/02/2023
আমরা আছি কলকাতা বইমেলায়-২০২৩লিটিল ম্যাগাজিন টেবিল ২১৭ নম্বর।বর্ণাক্ষরের পক্ষ থেকে প্রত্যেক সাহিত্যপ্রেমী মানুষের আমন্ত্র...
09/02/2023

আমরা আছি কলকাতা বইমেলায়-২০২৩
লিটিল ম্যাগাজিন টেবিল ২১৭ নম্বর।

বর্ণাক্ষরের পক্ষ থেকে প্রত্যেক সাহিত্যপ্রেমী মানুষের আমন্ত্রণ রইল।

07/01/2023
বর্ণাক্ষর পত্রিকা কে ভালোবেসে যে সমস্ত সাহিত্য প্রেমী শিল্পীরা তাদের ভালোবাসায় পত্রিকার প্রতিটি পৃষ্ঠাতে শিল্পকলায় অলং...
28/12/2022

বর্ণাক্ষর পত্রিকা কে ভালোবেসে যে সমস্ত সাহিত্য প্রেমী শিল্পীরা তাদের ভালোবাসায় পত্রিকার প্রতিটি পৃষ্ঠাতে শিল্পকলায় অলংকৃত করেছেন তাদের বর্ণাক্ষর পরিবারের পক্ষ থেকে প্রথমেই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা।

সুন্দরের আহ্বানে সুন্দরের প্রকাশ, বর্ণ দ্বারা অলংকৃত বর্ণাক্ষর তার নাম।

শ্রদ্ধেয় কবি ও লেখকদের লেখায় সমৃদ্ধ এই বর্ণাক্ষর যার আত্মপ্রকাশ ভাদ্র সংখ্যার মধ্য দিয়ে দিয়ে।

আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে সমস্ত গুণীরা আমাদের পত্রিকায় তার নিজস্ব শিল্পকলায় অলংকৃত করেছেন।

পত্রিকার পক্ষ থেকে আরও একবার বর্ণাক্ষর এর সমস্ত লেখক লেখিকা পাঠক পাঠিকা শুভাকাঙ্ক্ষী এবং সমালোচকদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

বিশেষ করে আপনাদের সহযোগিতায় আমাদের পথ চলা হোক শুরু এই আশা রাখি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন।

ধন্যবাদান্তে
আর্যভট্ট সান্যাল
ভাদ্র সংখ্যা ১৪২৯

যে সমস্ত সাহিত্য পিপাসু বই প্রেমীরা এখনো পর্যন্ত বর্ণাক্ষর-এর পূর্ব প্রকাশিত পত্রিকা  সংগ্রহ করতে পারেন নি তাদের   উদ্দে...
28/12/2022

যে সমস্ত সাহিত্য পিপাসু বই প্রেমীরা এখনো পর্যন্ত বর্ণাক্ষর-এর পূর্ব প্রকাশিত পত্রিকা সংগ্রহ করতে পারেন নি তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে, বর্ণাক্ষর-এর পূর্ব প্রকাশিত পত্রিকা এই মুহুর্তে লালনে পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই ওখান থেকে সংগ্রহ করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন।

বিশ্ব ডায়াবেটিস দিবস হল বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে বিশ্বময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ক্যাম্পেইন, যা প্রতিবছর ১৪...
14/11/2022

বিশ্ব ডায়াবেটিস দিবস হল বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে বিশ্বময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ক্যাম্পেইন, যা প্রতিবছর ১৪ই নভেম্বর অনুষ্ঠিত হয়। বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়,বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সাল-এ ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। এদিন বিজ্ঞানী ফ্রেডরিক বেনটিং জন্ম নিয়েছিলেন এবং তিনি বিজ্ঞানী চার্লস বেস্টের সঙ্গে একত্রে ইনসুলিন আবিষ্কার করেছিলেন।

#লেখক-প্রকাশক

শুধু বিঘে-দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে।বাবু বলিলেন, ‘বুঝেছ উপেন? এ জমি লইব কিনে।’কহিলাম আমি, ‘তুমি ভূস্বামী, ভূমির ...
12/11/2022

শুধু বিঘে-দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে।
বাবু বলিলেন, ‘বুঝেছ উপেন? এ জমি লইব কিনে।’
কহিলাম আমি, ‘তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই –
চেয়ে দেখো মোর আছে বড়জোর মরিবার মতো ঠাঁই।
শুনি রাজা কহে, ‘বাপু, জানো তো হে, করেছি বাগানখানা,
পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা –
ওটা দিতে হবে।’ কহিলাম তবে বক্ষে জুড়িয়া পাণি
সজল চক্ষে, ‘করুন রক্ষে গরিবের ভিটেখানি।
সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া,
দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনি লক্ষ্মীছাড়া!’
আঁখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে,
কহিলেন শেষে ক্রুর হাসি হেসে, ‘আচ্ছা, সে দেখা যাবে।’

পরে মাস-দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে –
করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার খতে।
এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি,
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।
মনে ভাবিলাম, মোরে ভগবান রাখিবে না মোহগর্তে,
তাই লিখি দিল বিশ্বনিখিল দু বিঘার পরিবর্তে।
সন্ন্যাসীবেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য –
কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য।
ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি
তবু নিশিদিনে ভুলিতে পারি নে সেই দুই বিঘা জমি।
হাটে মাঠে বাটে এইমত কাটে বছর পনেরো-ষোলো,
একদিন শেষে ফিরিবারে দেশে বড়োই বাসনা হল।।

নমোনমো নম, সুন্দরী মম জননী বঙ্গভূমি!
গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি।
অবারিত মাঠ, গগনললাট চুমে তব পদধুলি –
ছায়াসুনিবিড় শান্তির নীড় ছোটো ছোটো গ্রামগুলি।
পল্লবঘন আম্রকানন, রাখালের খেলাগেহ –
স্তব্ধ অতল দিঘি কালোজল নিশীথশীতলস্নেহ।
বুক-ভরা-মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে
মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে।
দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজগ্রামে –
কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথতলা করি বামে,
রাখি হাটখোলা নন্দীর গোলা, মন্দির করি পাছে
তৃষাতুর শেষে পঁহুছিনু এসে আমার বাড়ির কাছে।।

ধিক্ ধিক্ ওরে, শত ধিক্ তোরে নিলাজ কুলটা ভূমি,
যখনি যাহার তখনি তাহার – এই কি জননী তুমি!
সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্রমাতা
আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফলফুল শাক-পাতা!
আজ কোন্ রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাসবেশ –
পাঁচরঙা পাতা অঞ্চলে গাঁথা, পুষ্পে খচিত কেশ!
আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহহারা সুখহীন,
তুই হেথা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন!
ধনীর আদরে গরব না ধরে! এতই হয়েছ ভিন্ন –
কোনোখানে লেশ নাহি অবশেষ সে দিনের কোনো চিহ্ন!
কল্যাণময়ী ছিলে তুমি অয়ী, ক্ষুধাহরা সুধারাশি।
যত হাসো আজ, যত করো সাজ, ছিলে দেবী – হলে দাসী।।

বিদীর্ণহিয়া ফিরিয়া ফিরিয়া চারি দিকে চেয়ে দেখি –
প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আমগাছ একি!
বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা,
একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা।
সেই মনে পড়ে, জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম,
অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম।
সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা-পলায়ন –
ভাবিলাম হায়, আর কি কোথায় ফিরে পাব সে জীবন।
সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে,
দুটি পাকা ফল লভিল ভূতল আমার কোলের কাছে।
ভাবিলাম মনে, বুঝি এতখনে আমারে চিনিল মাতা।
স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা।।

হেনকালে হায় যমদূতপ্রায় কোথা হতে এল মালী।
ঝুঁটিবাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি।
কহিলাম তবে, ‘আমি তো নীরবে দিয়েছি আমার সব –
দুটি ফল তার করি অধিকার, এত তারি কলরব।’
চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠিগাছ;
বাবু ছিপ হাতে পারিষদ-সাথে ধরিতেছিলেন মাছ –
শুনে বিবরণ ক্রোধে তিনি কন, ‘মারিয়া করিব খুন।’
বাবু যত বলে পারিষদ-দলে বলে তার শতগুণ।
আমি কহিলাম, ‘শুধু দুটি আম ভিখ মাগি মহাশয়!’
বাবু কহে হেসে, ‘বেটা সাধুবেশে পাকা চোর অতিশয়!’
আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এই ছিল মোরে ঘটে –
তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।।

hi
12/11/2022

hi

যখন কাজ চলছিল
12/11/2022

যখন কাজ চলছিল

barnakharpublisher.com
12/11/2022

barnakharpublisher.com

Address

Kolkata

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barnakhar Publisher posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share