29/11/2024
শান্ত হও। ছেড়ে দাও। যে যেতে চাইছে যাক। যে ভালো থাকতে চাইছে থাকুক। জোর করতে নেই। ভালোবাসার আগে ভালো থাকাটা জরুরী সবার। শুধু সম্পর্ক রাখতে হবে বলেই জোর করতে নেই। লোক দেখানো ভালো থাকতে নেই। মন যা চাইছে মেনে নাও। যে পাখি উড়তে চাইছে উড়তে দাও। ভালোবাসার শেকলে আগলে রাখতে হয় বেঁধে রাখতে নেই। সরল হবার আগে সহজ হওয়া জরুরী। মেনে নেওয়ার শক্তি রাখা জরুরী। ঠিক তুমিই পারবে নিজেকে আগলে রাখতে। এতদিন তো তাই আগলেছো 🖤