বলাগড়ে রমরমিয়ে চলা বেআইনি মাটির ব্যবসা বন্ধ করলো বলাগড় থানার পুলিশ
বলাগড়ে রমরমিয়ে চলা বেআইনি মাটির ব্যবসা বন্ধ করলো বলাগড় থানার পুলিশ
ছোট্ট রিধিমা মন্ডলের প্রতিভা নজর কাড়ছে বাঁকুড়া জেলা বাসীর ।
ছোট্ট রিধিমা মন্ডলের প্রতিভা নজর কাড়ছে বাঁকুড়া জেলা বাসীর ।
ভোট যত এগিয়ে আসছে নির্বাচন কমিশন তত সক্রিয় হচ্ছে ।
ভোট যত এগিয়ে আসছে নির্বাচন কমিশন তত সক্রিয় হচ্ছে ।
বাঁকুড়া জেলা সোনামুখীতে অনুষ্ঠিত হলো সম্প্রীতি সভা ।
অল বেঙ্গল ডিস্ট্রিক্ট ইমাম অ্যাসোসিয়েশন বাঁকুড়া জেলা সোনামুখীতে অনুষ্ঠিত হলো সম্প্রীতি সভা ।
তৃতীয় ধাপে কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হলো পূর্ব মেদিনীপুরের কাঁথিতে।
তৃতীয় ধাপে কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হলো পূর্ব মেদিনীপুরের কাঁথিতে।
কমার্স ইন্ডাস্ট্রিজ ব্যবসা বন্ধের প্রভাব পড়লো বাঁকুড়া জেলাতে।
কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডসের কমার্স ইন্ডাস্ট্রিজ ব্যবসা বন্ধের প্রভাব পড়লো বাঁকুড়া জেলাতেও।
মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো ইন্দাস থানার পুলিশ ।
মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো ইন্দাস থানার পুলিশ ।
২২ শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর জনসভার পাল্টা জনসভায় TMC
২২ শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর জনসভার পাল্টা জনসভায় TMC
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের সিনেমা মোড়ে ঘুগনি গোলিতে ভোররাতে আগুন।
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের সিনেমা মোড়ে ঘুগনি গোলিতে ভোররাতে আগুন।
বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচির পাল্টা কর্মসূচি নিল সোনামুখীর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।
বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচির পাল্টা কর্মসূচি নিল সোনামুখীর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।
সোনামুখী শহরে রুটিনমাফিক রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী ।
সোনামুখী শহরে রুটিনমাফিক রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী ।
দীর্ঘ প্রতীক্ষার অবসান বাঁকুড়া মসাগ্রাম ইলেকট্রিক ট্রেন চলাচল শুরু।
দীর্ঘ প্রতীক্ষার অবসান বাঁকুড়া মসাগ্রাম ইলেকট্রিক ট্রেন চলাচল শুরু।
মইদুল ইসলাম মিদ্যার স্ত্রীকে হোম গার্ডের চাকরি দিল রাজ্যসরকার ।
মইদুল ইসলাম মিদ্যার স্ত্রীকে হোম গার্ডের চাকরি দিল রাজ্যসরকার ।
একাধিক দাবি দাওয়া নিয়ে বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখাল মহিলারা
একাধিক দাবি দাওয়া নিয়ে বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখাল মহিলারা
পঁচেটে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
পঁচেটে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
৬৫ টাকার কার্ড করালেই মিলছে ৩৬৫ দিন দুবেলা খাবার অভিনব উদ্যোগ নীলকান্ত থান্দারের ।
মানুষ হয়ে মানুষের পাশে থাকব এর থেকে বড় আনন্দ আর কি আছে আর তাই মানুষের পাশে থাকার জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করল সোনামুখী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের খান্দারপাড়ার বাসিন্দা ও বিশিষ্ট সমাজ সেবী নীলকান্ত থান্দার ।
রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপর হামলার ঘটনার তদন্ত শুরু করল সিআইডি।
কলকাতার এস এস কে এম হাসপাতালে মন্ত্রী জাকির হোসেনের অস্ত্রোপচার সফল হয়েছে ৷ তিনি বর্তমানে বিপদমুক্ত রয়েছেন বলে সুত্রের খবর ৷ মন্ত্রী জায়া মীরা বিবি সকলের কাছে জাকির সাহেবের সুস্থতার জন্য দোয়ার আবেদন জানিয়েছেন ৷ আমরা আমাদের মহান প্রতিপালকের কাছে জাকির সাহেবের দ্রুত সুস্থতার জন্য মোনাজাত করছি ৷৷
বড়জোড়া জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতির দল আতঙ্কে বড়জোড়া জঙ্গল লাগোয়া গ্রামবাসীরা ।
বড়জোড়া জঙ্গলে গত কয়েকদিন ধরেই দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতির দল রীতিমতো আতঙ্কে রাতের ঘুম ছুটেছে বড়জোড়া জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকার সাধারন মানুষদের । পাশাপাশি ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষীদের ।
শেষ যাত্রায় মইদুল ইসলাম মিদ্যা ।
শেষ যাত্রায় বাম ছাত্র সংগঠনের কর্মী মইদুল ইসলাম মিদ্যা। বাম ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযানে মৃত বাঁকুড়ার কোতুলপুরের এই ডিওয়াইএফআই কর্মীর তাঁর প্রিয় সংগঠনের পতাকা মোড়া মৃতদেহ চোরকোলা গ্রামে পৌঁছায় সোমবার গভীর রাতে। এলাকায় মৃতদেহ পৌঁছাতে সর্বস্তরের সাধারণ মানুষ ভিড় জমান তার বাড়িতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে । মঙ্গলবার ঐ গ্রামে মইদুল ইসলামের শেষ যাত্রায় অংশ নিলেন হাজার হাজার মানুষ।
সরস্বতী পুজোর আগে ফলের বাজার অগ্নিমূল্য আর্থিক সমস্যায় সাধারণ মানুষ ।
আগামীকাল মা সরস্বতীর আরাধনায় মেতে উঠবে গোটা দেশবাসী কিন্তু ফলের বাজারে জিনিসপত্রের যা দাম তাতে আনন্দে ভাটা পড়ছে আমজনতার । বর্তমান কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে সাধারণ মানুষের পকেটে এমনিতেই টান পড়েছে তার ওপর ফলের বাজার অগ্নিমূল্য সবমিলিয়ে রীতিমতো আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমজনতাকে ।
বেহাল রাস্তার কারনে উল্টে গেল আলু বোঝাই লরি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ।
বাঁকুড়া :-
দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে পাত্রসায়ের ব্লকের বেলুট রসুলপুর পঞ্চায়েত থেকে সোনামুখী ব্লকের ডিহিপাড়া পঞ্চায়েতের কুলডাঙ্গা মোড় পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনা পিচ রাস্তা । আর যার কারণে বাড়ছে দুর্ঘটনার পরিমাণ এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ।
পূরন করা স্বাস্থ্য সাথী কার্ডের ফর্ম নর্দমার মধ্যে।
পূর্ব মেদিনীপুর :-
পূরন করা স্বাস্থ্য সাথী কার্ডের ফর্ম নর্দমার মধ্যে।পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানা সিনেমা মড়ের নর্দমায় পড়ে রয়েছে পূরণ করা স্বাস্থ্য সাথী কার্ড এর ফর্ম। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নর্দমার পড়ে রেয়েছে জেলার বিভিন্ন ব্লকের ফর্ম I
বিষ্ণুপুরে এসে দীনেশ ত্রিবেদী কে আক্রমণ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।
শুক্রবার পেট্রোল ডিজেল গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিষ্ণুপুরে প্রতিবাদ সভার আয়োজন করা হয় । সেখানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । প্রতিবাদ সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীনেশ ত্রিবেদী কে তীব্র আক্রমণ করলেন তিনি । আজ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন দীনেশ ত্রিবেদী ।
তমলুক পুরষাঘাট রোডে একটি পাটকাঠি বোঝাই লরির আগুন লাগায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
তমলুক পুরষাঘাট রোডে একটি পাটকাঠি বোঝাই লরির আগুন লাগায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত রাজারামপুর এলাকার ঘটনা। এলাকাবাসী থেকে জানা যায়, ভোর চারটা লাগাদ আগুন লেগেছে। লরির চালক ও খালাসি জানতে পারায় এলাকাবাসীদের ডাকতে থাকে। এলাকাবাসী প্রথম নেভানোর চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ার দমকল খবর দেয়। ঘটনা স্থলে দুটি দমকল আছে, প্রায় দু ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রতিবন্ধী দিবাঙ্গরা কাজের দাবিতে জেলার শাসকের অফিসের সামনে বিক্ষোভে সামিল হল।
পূর্ব মেদিনীপুর:-
প্রতিবন্ধী দিবাঙ্গরা কাজের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমাজে পিছিয়ে পড়া প্রতিবন্ধীরা সামিল হয় বিক্ষোভে।
শঙ্খধ্বনি যাত্রার মধ্য দিয়ে বড়জোরা বিধানসভায় ক্ষমতায় আসার লড়াই শুরু করে দিল I
2021 বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা মাস তারপর এই রাজ্যে নির্বাচনের দামামা বেজে উঠবে । কিন্তু তার আগেই বড়জোরা বিধানসভাকে নিজেদের দখলে রাখতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন যুব তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা । বৃহস্পতিবার বড়জোড়া ব্লকের বেলিয়াতোড়ে শঙ্খ ধ্বনি যাত্রার মধ্য দিয়ে একুশে বিধানসভা নির্বাচনে বড়জোরা বিধানসভায় তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসার লড়াই শুরু করে দিলেন তারা ।
আজ সকাল 11 টা নাগাদ এগরা থানার কুদি ব্রিজের উপর একটি লরির চাকায় পৃষ্ঠ হয়ে প্রাণ হারালেন এক যুবক।
আজ সকাল 11 টা নাগাদ এগরা থানার কুদি ব্রিজের উপর একটি লরির চাকায় পৃষ্ঠ হয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক।মৃত যুবকের নাম বাসুদেব দাস।বয়স 28 বছর।বাড়ি এগরা থানার রায়দা গ্রামে