ruchi_leekha

ruchi_leekha মাটিতে দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি 😍✨ ��

06/12/2023

December vibes

😀
29/11/2023

😀

29/11/2023
দোষটা আমাদের ছিলো না ??আমরা প্রায় সবাই তো এইসব দৃশ্যগুলোতে হেসেছিলাম, তাই না ??থ্রি ইডিয়টস, মুন্নাভাই এমবিবিএস কিংবা হাল...
24/08/2023

দোষটা আমাদের ছিলো না ??

আমরা প্রায় সবাই তো এইসব দৃশ্যগুলোতে হেসেছিলাম,

তাই না ??

থ্রি ইডিয়টস, মুন্নাভাই এমবিবিএস কিংবা হালের হোস্টেল ডেজ বেশিরভাগ ক্ষেত্রেই র‍্যাগিংকে গ্লোরিফাই করে দেখানো হয়েছে।

বোঝানো হয়েছে, র‍্যাগিং না করলে স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং বা মেডিক্যাল কলেজে চার পাঁচ বছর ধরে সারভাইব করতে পারবে না। আমরা শুধুমাত্র সেটুকুই বুঝেছি এবং উপভোগ করেছি। বাস্তবতার ধারেকাছে ঘেঁষার চেষ্টাও করিনি। সারভাইব করার প্যারামিটারগুলোই যে আমাদের সিলেবাসের বাইরে।

আমরাই আসল হিপোক্রিট।

আমরা উপভোগও করি, আবার প্রতিবাদও করি।

শাড়ি পরলেই সশক্তিকরণ হবে? আর যাঁরা ভারতীয় পোশাক ছেড়ে প্যান্ট সার্ট পরে রয়েছেন?একটা অনুষ্ঠানে শাড়ি পড়লেই তাঁদের জীবনের সব...
22/07/2023

শাড়ি পরলেই সশক্তিকরণ হবে? আর যাঁরা ভারতীয় পোশাক ছেড়ে প্যান্ট সার্ট পরে রয়েছেন?

একটা অনুষ্ঠানে শাড়ি পড়লেই তাঁদের জীবনের সবটা জানা হয় না। ইংরেজি না পড়ে ইজরোর বিজ্ঞানী হয়েছেন এমন উদাহরণ নেই।

হিজাব পরে হেলিকপ্টার চালালে তা হিজাবের গুণে নয়।
প্রশ্নটা কাউকে শাড়ি বা জিন্স পরতে বাধ্য করা উচিৎ নয়।

নারীদেরই কেন টার্গেট করা হচ্ছে? পুরুষদের কেন বলা হচ্ছে না?

আর উলঙ্গ করে যেখানে নারীকে অপমান করা হচ্ছে সেখানে এত কথা অবান্তর! 😔

22/04/2023

😍✨

01/04/2023

❤️❤️✨

25/03/2023

বাড়ির গাছের আম পেয়ারা ❤️😍

27/10/2022

❤️

01/06/2022

কোচিং ক্লাস বা স্কুল-কলেজে কাউকে দেখে বুক ধুকপুক করে উঠলেই, মাথার ভিতর কে যেন গেয়ে উঠতো- "Aankhon mein teri, ajab si ajab si adaayein hain..."

নব্বইয়ের দশকে জন্ম অথচ "Zara si dil mein de jagah tu.." কিংবা "Tuhi meri shab hain subah hain..." গাইতে গাইতে প্রেমিকাকে প্রেম নিবেদন করার ইচ্ছে জাগেনি, এমন খুব কম প্রেমিকই আছে বোধহয়।

ওদিকে মন ভাঙার দিনগুলোতে প্লে লিস্টে‌ একবারও- "Tadap tadap ke is dil se..." কিংবা "Sach keh raha hain deewana..." অথবা "Alvida alvida aab kehna aur kya..." বাজেনি এমন মোবাইল ফোন হাতেগোনা।

আদরের সময় আমরা শুনেছি- "Labon ko labon pe sajao...", পাশাপাশি শুয়ে থাকা মানুষটার থেকে হঠাৎ দূরত্ব বেড়ে গেলে আমরা চালিয়েছি- "Tu ek baar jo pyaar se mujhko chhule..."

স্কুল কলেজের শেষদিনে- "Hum rahen ya na rahe kal..." শুনতে শুনতে, আমরা ঝরঝর করে কেঁদেছি বন্ধুদের গলা জড়িয়ে।

এখনও ক্ষতবিক্ষত রাতগুলোয় আমাদের কাছে মলমের মতো কাজ করে- "Maine dil se kahan dhoond lana khusi..." কিংবা "Awarapan banjarapan..."

আমরা যারা নব্বইয়ের দশকে জন্মেছি, তারা খুব ভালো করে জানি "Who is KK?" আমরা দায়িত্ব নিয়ে আমাদের পরের প্রজন্মের কাছে এই গানগুলো পৌঁছে দিয়ে যাবো। যাতে তারাও "Who is KK?"-এর উত্তরে এই গানগুলো গেয়ে উঠতে পারে। ঠিক এইভাবেই আমরা কৃষ্ণ কুমার কুন্নথ নামক এক জাদুকরকে বাঁচিয়ে রাখবো বছরের পর বছর। প্রজন্মের পর প্রজন্ম।।

14/12/2020

মনের মতো করে কোনো কিছুই হয়না। আমাদের চারপাশের সবকিছু নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে হয়।।

Etao dekhkar baki chilo
11/12/2020

Etao dekhkar baki chilo

😂
11/12/2020

😂

Rorona😁Comment first
10/12/2020

Rorona😁
Comment first

Guess🤔
10/12/2020

Guess🤔

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when ruchi_leekha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies