Sujan Roy

Sujan Roy

21/12/2024

খিচুড়ি 💗
Short video 📷📷

প্রিয় মানুষটার সাথে কখনো ব্যস্ততা দেখাতে নেই,ইগনোর করতে নেই।খুব বেশি ব্যস্ত থাকলে অন্তত একটা মেসেজ দিয়ে জানিয়ে দিবেন আপন...
04/11/2024

প্রিয় মানুষটার সাথে কখনো ব্যস্ততা দেখাতে নেই,ইগনোর করতে নেই।খুব বেশি ব্যস্ত থাকলে অন্তত একটা মেসেজ দিয়ে জানিয়ে দিবেন আপনি ব্যস্ত আছেন।এইটুকু ওই মানুষটা ডিজার্ভ করে।

আপনি ইগনোর করে ফোন কেটে দিলেন,মেসেজ করলেন না,তখন ওই মানুষটা ভিষণ কষ্ট পায়,মানুষটা সারাদিন আপনার একটা কল কিংবা একটা মেসেজের অপেক্ষায় থাকে,এটা বুঝতে শিখুন।
শুধু ভালোবাসলেই হয়না মানুষটাকে সময় দিতে হয়,গুরুত্ব দিতে হয়,যত্ন করতে হয় আগলে রাখতে জানতে হয়,পৃথিবীর সব কষ্ট সহ্য করা গেলেও প্রিয় মানুষটার থেকে অবহেলা সহ্য করা যায়না।
মনে রাখবেন ব্যস্ততা শব্দটা প্রিয় মানুষটার সাথে যায়না।

মানুষ একা থাকতে পারে কিন্তু ভালো থাকতে পারে না, সত্যি বলতে প্রতিটি মানুষের একটা নিজের মানুষ দরকার হয়, যার মাঝে কোন দেয়...
01/11/2024

মানুষ একা থাকতে পারে কিন্তু ভালো থাকতে পারে না,
সত্যি বলতে প্রতিটি মানুষের একটা নিজের মানুষ দরকার হয়,
যার মাঝে কোন দেয়াল থাকবে না, থাকবে না তাকে হারিয়ে ফেলার ভয়,
ভালো থাকার জন্য হলেও এমন একজন ব্যক্তিগত মানুষ সবার প্রয়োজন হয় । ❤

বয়স টা আজও বেশি হয়নি, অথচ শরীর “মন” দুটোই কত ক্লান্ত..!😓💔
22/10/2024

বয়স টা আজও বেশি হয়নি, অথচ শরীর “মন” দুটোই কত ক্লান্ত..!😓💔

18/10/2024

I gained 47 followers, created 35 posts and received 114 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

❤❤
09/10/2024

❤❤

Kolkata durga puja❤ 2024
08/10/2024

Kolkata durga puja❤ 2024

23/09/2024

মানুষ সব সময় মানুষের খারাপ দিকটাই দেখে, ভালো দিকটা কেউ দেখেনা!💔

24/08/2024

সম্পর্ক নিয়ে,যারা অশান্তিতে আছেন লেখাটি তাদের জন্য।

▪️সম্পর্কের প্রথমে হলো বিশ্বাস।
এই বিশ্বাসটাই একটা সম্পর্কের মূল, যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্ক টিকে থাকে না।

▪️সম্পর্কের দ্বিতীয় হলো সন্মান।
যে সম্পর্কে সন্মান নেই একজন একজনকে সন্মান দেয় না, সে সম্পর্ক টিকে থাকে না।

▪️সম্পর্কের তৃতীয় হলো সেক্রিফাইস।
এই সেক্রিফাইস টা যদি দু'জন দু'জনকে সেক্রিফাইস করতে না পারে, সে সম্পর্ক টিকে থাকে না।

▪️সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যাক্তি।
সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে সুযোগ দিবেন না।
তাহলে ওই সম্পর্ক টিকে থাকবে না।

এবার আসি মূল কথায়⬇️

▪️একটা সম্পর্কের মধ্যে উপরের ৪টি কথাই খুবই গুরুত্বপূর্ণ।
বিবাহিত জীবন শুরু করা খুবই কষ্টকর,যদি আপনি উপরের তিনটি কথা মানতে না পারেন।

▪️বিবাহিত জীবনে নানান সমস্যা হবে সবকিছুকে দোষ ভেবে আলাদা হয়ে যাবেন না। দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন। দেখবেন নিজেই সমস্যার সমাধান করতে পারবেন।

▪️আপনি জানেন আপনার দোষ তারপর ও আপনি চুপ থাকেন, দেখবেন অনেক সহজ হয়ে গেছে সবকিছু।

▪️এক/দুই কথায় সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে আসতে দিবেন না।নিজেরা বসে সমাধান করার চেষ্টা করুন।

▪️কখনো ডিভোর্সের কথা কখনো মাথায় ও আনবেন না।ডিভোর্সে কখনো শান্তি আনতে পারে না।আপনি মনে করেন যে, ডিভোর্স দিলে হয়তো আমি মুক্তি পেয়ে যাবো,আসলে তা কখনো হয় না,সমাজের এক/দুইটা ডিভোর্সী ভাই/বোন দেরকে প্রশ্ন করে দেখুন যে তারা কেমন আছেন? তাদের নিজ পরিবার এবং সমাজের মানুষের সাথে কেমন সম্পর্ক এবং সমাজ তাদেরকে কোন চোখে দেখে সেটা একবার কল্পনা করুন,নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন।

▪️আপনাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা? কি কারণে বিছিন্ন হতে চাচ্ছেন এগুলোর সমাধান খুঁজুন। ওই বিষয় গুলো ত্যাগ করতে চেষ্টা করুন, দেখবেন সমাধান আপনার হাতেই।
রাগ / অহংকার / জেদ এগুলো ত্যাগ করে প্রিয় মানুষের সাথে সংসার করতে শিখুন। দেখবেন পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না।

▪️এসব কথা গুলো যদি আপনি মানতে না পারেন,তাহলে আপনার জন্য সংসার নয়।আপনি কখনোই কোথাও সুখী হবেন না।

▪️ভালো থাকুক পৃথিবীর সকল সম্পর্কের মানুষ গুলো।ভালো থাকুক প্রিয় মানুষ গুলো।

23/08/2024

মানুষ হারিয়ে গেলেই মূল্যটা বোঝে এই কথাটা পুরোপুরি সত্যি , প্রতিটা সম্পর্কের রিভেন্স অফ ন্যাচার বলে একটা কথা আছে। আমরা এটা কথা টা জানি কিন্তু কখনোই মানতে চাই না । আপনার জন্য এক সময় যে মানুষটা পাগল ছিল সেই মানুষটাই আপনাকে ধীরে ধীরে ভুলে যাবে ।

কারন প্রকৃতি সমতা পছন্দ করে । নিজেকে ঢেলে যে ভালোবাসতে জানে তাকে সম্পর্কে থাকা অবস্হায় মূল্যায়ন করলে , আপনার হয়তবা তাকে হারাতে হতোনা । একটা মানুষ দিনের পর দিন আপনাকে বুঝাতে থাকবে সে আপনার সময় এবং কেয়ার চায় আপনার নিকট সামান্যই চায় । তখন তাকে এই মূল্যায়ন টুকু করবেন । দেখবেন তাকে সুখী করা অনেক বড় কিছু না ।

কিন্তু আপনাকে যে ভালবেসে তার সময় ও কেয়ার দিয়ে আগলে ধরে , আপনার খোঁজ নেয় তার প্রচন্ড ব্যস্ততায় ও সে আপনাকে সত্যিই ভালবাসে । আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার সমস্ত লিখা ও পোষ্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে। সে মানুষটার কাছে আপনি অনেক মূল্যবান । সে আপনার জন্য নিজের অবসর বের করে নেয় এমন নয় সে অবসর থাকে ।

তার ও সোস্যাল একটিভিটি আছে তার ও সংসার ও জীবন ধর্ম পালন করতে হয় , আপনি হয়তবা জানবেনই না । তার জন্য ও কেউ না কেউ এভাবেই অপেক্ষামান ।আপনার ছোট ছোট অবহেলা , আপনার কেয়ারলেস মানসিকতা আপনার প্রিয় মানুষটাকে কোন একসময় ভীষণ দূরে নিয়ে যাবে আপনি টের ও পাবেন না ।

যে মানুষ মন খুলেই ভালোবাসে সে মানুষ মন খুলেই ঘৃনার সাগরে আপনাকে ডুবিয়ে দিতে পারে । কারন প্রচন্ড রকমের অভিমান ই তাকে ঢেউয়ের মত ধীরে ধীরে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে । যখন বুঝতে পারবেন তখন কিছু করার থাকবে না । প্রেম চর দখলের মত কারন যে প্রেমিক তার প্রেম কে ধরে রাখতে পারে না সেটা প্রেম না অভ্যাস মাত্র ।

ভালবাসা হলো ফুল গাছ লাগানোর মত রোজ তাকে যত্ন নিতে হয় । সামান্য অবহেলা অযত্নে সেটা মরে যেতে পারে ।যখন আপনার প্রিয় মানুষ টা আর তার প্রিয় মানুষের জায়গা টা দিবে না তখন টের পাবেন কতটা ভালোবেসে আপনার জন্য অপেক্ষায় ছিল । আসলে আমারা এই কথাগুলো তখনই বুঝতে পারি যখন সম্পর্কের ম্যাজিক টা চলে যায়। তাই বলব রোজ তাকে সামান্যই ভালোবাসুন এবং তার ঘুমাতে যাওয়ার আগে তাকে উপলব্ধি করান হ্যা “আমিও তোমাকে ততটাই ভালোবাসি যতটা তুমি আমাকে চাও “

কাছের মানুষ টা দুরত্ব মৃত্যুর সমান যন্ত্রনা দেয় সে হারিয়ে যাওয়ার পরই তা বুজতে পারবেন ।

19/08/2024

অভিমান করলে উল্টো অভিমান করে বসে থাকতে নেই, জানো তো? জড়িয়ে ধরতে হয়, খুব শক্ত করে একদম বুকের সাথে মিশে।

অভিমান করে যোগাযোগের সব রাস্তা বন্ধ রাখলেও খুঁজতে হয়। মানুষ অভিমান করে যোগাযোগের সব রাস্তাই বন্ধ করে না। একটা না একটা পথে ঠিকই খোলা রাখে, সে চায় যাতে হন্য হয়ে খুঁজে নিক তাকে।

অভিমানে মুখ ফিরিয়ে নিলে খুব শক্ত করে দু গাল ধরে সোজা ঠোঁটে চুমু খেতে হয়। ঠোঁটে চুমু খেলে অভিমান থাকে না।

এই যে এতশত অভিমানে সম্পর্কের মৃ ত্যু ঘটে, অথচ অভিমান ভাঙ্গালেই আদর বেড়ে যায়, সম্পর্ক টিকে যায়। একটু কষ্ট করে ইগো না দেখিয়ে অভিমান ভাঙ্গা যায় না? বলো....

হুটহাট অভিমানে দূরে থাকা ভীষণ যন্ত্রণার!
বুক ভারী হয়ে আসে, কোনোকিছু ভালো লাগে না, সারাক্ষণ বিষন্ন লাগে মন!

অভিমান করলে উল্টো অভিমান করতে নেই। জড়িয়ে ধরতে হয় শক্ত করে, চুমু খেতে হয় দুঠোঁটে, মানুষটাকে বুঝতে হয়। ইগো টাকে বিসর্জন দিয়ে, মানুষটাকে আপন করে নিলে ক্ষতি কী?

অভিমান করলে কখনোই দূরত্ব বাড়াতে নেই। শরীরের কাছাকাছি থাকতে হয়। মনের গভীরে গিয়ে মানুষটাকে আদরে আদরে উন্মাদ করে দিতে হয়। এতটা ভালোবাসতে হয়, যতটা ভালোবাসা পাওয়ার ব্যাকুলতায় মানুষের মনে অভিমানের মেঘ জমে।

18/08/2024

পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত!
যারা সামান্য ভালোবাসা, আদর আর যত্ন পেলেই ভালো থাকতে পারে, ঠিক তারাই সবচেয়ে বেশি অবহেলার শিকার হয়! যাদের চাহিদা খুবই নগন্য, যারা অল্পতেই খুশি হয়, যারা কেবল ভালোবাসাতেই সুখ খোঁজে, তারাই হয় পৃথিবীতে চরম অসুখী!

খেয়াল করে দেখবেন,
আপনি যাকে পাশে পেলে কিংবা যার সাথে কথা বললে ভালো থাকবেন, ঠিক সেই থাকবে আপনার ধরাছোঁয়ার বাইরে! আপনি যদি একজন চঞ্চল কিংবা রসিক স্বভাবের মানুষ হোন, তবে সম্পর্কের অপর পাশের মানুষটা হবে বড্ড বেরসিক আর গম্ভীর স্বভাবের।

সামান্য ভালোবাসা, আদর যার চাহিদা, তার চাহিদা কখনোই পূরণ হয় না! মানসিক যন্ত্রণায় হতভম্ব হয়ে পড়ে থাকলেও কেউ খোঁজ নেয় না।

পৃথিবীর এই নির্মম বাস্তবতা মানুষকে আজীবন ভোগায়! যারা কেবল ভালোবাসা চায়, তারা ভালোবাসা পায় না। প্রিয়জনের কাছ থেকে যারা একটু সময় চায়, ঠিক তারাই অবহেলায় পড়ে থাকে দিনের পর দিন!

অথচ কেউ দেখে না, সুন্দর হৃদয়গুলো দিনের পর দিন কতটা অবহেলা, আঘাত– যন্ত্রণা সইতে সইতে সুনসান নীরবতায় হারিয়ে যায়, চোখের পলকে!

18/08/2024

নারীদের অর্ধেক ক*ষ্ট দেয় প'রি'বা'র। আর বাকি অর্ধেক দেয় সেই পুরুষ; যাকে সে ভালোবাসে...!!💔

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sujan Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category