Bhalo Khabor

Bhalo Khabor This is a completely new channel not like other. We are different from other media news channels.

We focus on basically good news around the world which can inspire you, motivate you, give you smile, laughter, tears, happiness and so on.

20/09/2020

শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে মায়ের আদরে বেড়ে উঠছে শিশু বেঙ্গল টাইগাররা। রইল সেই অপূর্ব দৃশ্যের এক ঝলক

কখনো কি ভেবে দেখেছেন যে, অপারেশন এর রুমকে 'অপারেশন থিয়েটার' বলা হয় কেনো?আসলে আগেকার যুগের অপারেশন রুমগুলো রীতিমতো থিয়ে...
29/08/2020

কখনো কি ভেবে দেখেছেন যে, অপারেশন এর রুমকে 'অপারেশন থিয়েটার' বলা হয় কেনো?

আসলে আগেকার যুগের অপারেশন রুমগুলো রীতিমতো থিয়েটারের মতো করেই বানানো হতো! বড় একটা গ্যালারি থাকত রুমের চারপাশ ঘিরে যেখানে দর্শকরাও থাকতো!

এটি একটি ঐতিহাসিক ছবি যেটা ১৯৪৫ সালে তোলা হয়েছে। ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে নিচে একটি অপারেশন হচ্ছে, আর ওপরে ব্যলকনিতে ছাত্র ও নার্স পর্যবেক্ষণ করছে (থিয়েটারে সিনেমা দেখার মত)। এই জন্যেই অপারেশন রুমকে আমরা এখনও অপারেশন থিয়েটার বলি।

21/06/2020

বিরল দৃশ্য! জ্যান্ত ইলিশ দেখেছেন? না দেখলে এই ভিডিওটি দেখুন,,,

14/06/2020

এই ভিডিওটি সকলকে দেখার জন্য অনুরোধ করছি। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন। এভাবেই ভারসাম্য ফিরবে পরিবেশের।

04/06/2020

অভিনব কৌশলে শেখানো হচ্ছে ছোট ছোট পড়ুয়াদের ইংরেজি । অভিনয়ের মাধ্যমে এত সহজে যে ইংরেজি শেখানো যায় তা আপনি ভিডিওটি না দেখলে জানতেই পারবেন না।

03/06/2020

জনসচেতনতায় গান বেঁধে রাস্তায় নেমেছেন বাউল শিল্পী রাম সরকার

বিশ্বদ্বীপ নন্দী : করোনা ভাইরাসের কারণে এই মুহূর্তে বন্ধ জনসমাগম। তাই বন্ধ রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই কারণে বাড়িতেই বসে রয়েছেন রাজ্যের বিভিন্ন অংশের সাংস্কৃতিক কর্মীরা। বাড়িতে বসে রয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের গঙ্গারামপুর শহরের বাউল শিল্পী রাম সরকারও। এমনিতেই বাউল শিল্পীরা মানুষের দুঃখ- দুর্দশা দেখে ব্যথিত হয়ে বেঁধে ফেলেন গান। তেমনভাবেই এই সংকটময় পরিস্থিতিতে মানুষের এই দুর্দশায় ব্যথিত হয়ে বাউল শিল্পী রাম সরকার বেঁধে ফেলেছেন গান । তিনি গঙ্গারামপুর শহরের ভিন্ন এলাকায় মানুষকে গান গেয়ে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করে চলেছেন। এমনিতেই বিভিন্ন সময় সরকারের অনুরোধে রাম সরকার সহ অন্যান্য বাউল শিল্পীরা বিভিন্ন গান গেয়ে সরকারি প্রকল্প এবং বিভিন্ন সামাজিক বিষয়ে প্রচার করে থাকেন। এই সময় তেমন কোনো অনুষ্ঠান না থাকলেও রাম সরকার সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে গান বেঁধে গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করে চলেছে সাধারণ মানুষকে। সাধারণ মানুষের জন্য শিল্পী রাম সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গঙ্গারামপুর শহরের মানুষ।

20/05/2020

'আম্ফান' ঝড় আছড়ে পড়ার আগেই দীঘার সমুদ্রে প্রবল জলোচ্ছাস

মহারাজা তোমারে সালাম। তিনি ছিলেন, আছেন, থাকবেন। অরিন্দম নিয়োগী : আজ সত্যজিৎ রায়ের জন্মদিন। বেঁচে থাকলে যিনি ১০০ বছরে প...
02/05/2020

মহারাজা তোমারে সালাম। তিনি ছিলেন, আছেন, থাকবেন।

অরিন্দম নিয়োগী : আজ সত্যজিৎ রায়ের জন্মদিন। বেঁচে থাকলে যিনি ১০০ বছরে পা দিতেন। একজন চলচ্চিত্রকার, চিত্রশিল্পী, লেখক, গীতিকার, সুরকার অনেক কিছুই। এককথায় এক মহীরুহ তিনি। তাঁর হাত ধরেই বাংলা সিনেমা স্থান করে নিয়েছিল দেশ ছেড়ে বিদেশি চলচ্চিত্রপ্রেমীদের মনের মনিকোঠায়। আর তারই স্বীকৃতি স্বরূপ পেয়েছিলেন অজস্র সম্মান আর পুরস্কার। দেশে-বিদেশে এত পুরস্কার আর কেউ পাননি বোধহয়।দেশী - বিদেশী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট থেকে শুরু করে চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার 'অস্কার' সহ ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার 'লিজিয়ন অব অনার' এবং দেশের মধ্যে ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে, সংগীত নাটক একাডেমি সহ আরোও অনেক পুরস্কার ঝুলিতে ছিল সত্যজিৎ রায়ের।
তাঁর নির্মিত চলচ্চিত্র ১৪৬ বার নমিনেশন পেয়েছে। যার মধ্যে ১৩৪ টি পুরস্কার জিতে নিয়েছে। তবে কি এই রাশি রাশি পুরস্কারই তাঁর আসল প্রাপ্তি! বোধহয় না,আসল পুরস্কার স্বরূপ তিনি পেয়েছেন পৃথিবীর চলচ্চিত্রপ্রেমীদের শ্রদ্ধা আর ভালোবাসা। মৃত্যুর ২৮ বছর পরেও তাঁর সৃষ্টি আমাদের কাঁদায়, হাসায়, মুগ্ধ করে। তাঁর সৃষ্ট সুর পুলকিত করে। তাঁর লেখা গল্প আমাদের রোমাঞ্চিত করে।
তিনি ছিলেন একজন আপাদমস্তক বাঙালী। যার পরিচয় পাওয়া যেত তাঁর অমর সৃষ্টি গুলিতে। আর এই বাঙালিয়ানার লেশমাত্র দেখা যায় না এখনকার বাংলা চলচ্চিত্রে।
তাই, তিনি যেমন ছিলেন তেমনই আছেন আর থাকবেনও চিরকাল।

কোন জেলার কোথায় কোথায় কনটেন্টজোন করা হলো দেখে নেওয়া যাক।
30/04/2020

কোন জেলার কোথায় কোথায় কনটেন্টজোন করা হলো দেখে নেওয়া যাক।

চলে গেলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ঊষা গঙ্গোপাধ্যায়নিলাদ্রী ভৌমিক : বাংলার বুকে হিন্দি নাটক প্রযোজনার প্রাণপ্রতিমা, রঙ্...
23/04/2020

চলে গেলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ঊষা গঙ্গোপাধ্যায়

নিলাদ্রী ভৌমিক : বাংলার বুকে হিন্দি নাটক প্রযোজনার প্রাণপ্রতিমা, রঙ্গকর্মীর প্রতিষ্ঠাতা, নাট্যকর,পরিচালক ও অভিনেত্রী ঊষা গঙ্গোপাধ্যায়,আজ ২৩ এপ্রিল নিজ কলকাতার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। বহু সম্মানে সম্মানিত ঊষাদির সান্নিধ্যে আসার সৌভাগ্য হয়েছিল, আমার প্রয়াত পিতা নাট্যপ্রাণ অহীন্দ্র ভৌমিক-এর সৌজন্যে। সেই সঙ্গে অবশ্যই বলতে হবে, তাঁর প্রয়াত স্বামী কমিউনিষ্ট নেতা কমলেন্দু গঙ্গোপাধ্যায়ের নামও। লকডাউনের সকালে, এই দুঃসংবাদ পেয়ে ,যারপরনাই আহত ও ব্যথিত সংস্কৃতি মহল। ঊষা গঙ্গোপাধ্যায়ের মানবতাবাদী সৃষ্টি চিরদিন নাট্যমোদীদের স্মরণে উজ্জ্বল হয়ে বিরাজ করবে।

করোনা যুদ্ধে কেরালা কীভাবে জয়লাভ করলো? নেপথ্যে থাকা মানুষটির কথা জানুন।ভালো খবর ডেস্ক : ছবির ভদ্রমহিলাকে আপাতদৃষ্টিতে ন...
18/04/2020

করোনা যুদ্ধে কেরালা কীভাবে জয়লাভ করলো? নেপথ্যে থাকা মানুষটির কথা জানুন।

ভালো খবর ডেস্ক : ছবির ভদ্রমহিলাকে আপাতদৃষ্টিতে নেহাতই সাদামাটা মনে হয়। মনে হয় না , উনি সাদামাটাই। রসায়নে স্নাতক। ২০০৪ সাল পর্যন্ত শিক্ষকতা করেছেন একটি হাইস্কুলে। তারপর রাজনীতিতে যোগদান ।বর্তমানে কেরালার বাম সরকারের স্বাস্থ্যমন্ত্রী - কে কে শৈলজা। কেরালা জুড়ে টিচার আম্মা নামেই পরিচিত। ২০১৮ এর নিপা ভাইরাস সংক্রমণজনিত মৃত্যুমিছিল আটকেছিলেন বলিষ্ঠভাবে। আর ঠিক তার দু বছর পর যেভাবে করোনা প্রতিরোধ করে কেরালা মডেলকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দিলেন - তা নিশ্চিতভাবে লেখা থাকবে ইতিহাসে।

করোনা কালীন সময়ে অফিস ছাড়েন রাত ১২ টায়। সব অফিসারদের রওনা করিয়ে নিয়ে নিজে রওনা হন। বাড়ি ফিরে রাত ২.৩০-৩ টে অবধি চলে ফাইল দেখা। সকালে ফের অফিসে পৌঁছান সাতটায়। নিজের মোবাইল নম্বর যে কত সাধারণ মানুষ জানে তার ঠিক নেই। নিপার সময়েই কেরালা জুড়ে বাদুড় নিয়ে আতংক সৃষ্টি হয়। করোনার সময় বিড়াল দেখেও আতঙ্কিত হয়ে ফোন করেন প্রতিবেশীরা। নিজেই ফোন তুলে আশ্বস্ত করেন। সাথে কাউকে নিয়ে নয় একাই চষে বেড়ান হাসপাতালগুলো।

মুখে একটা স্মিত হাসি কেবল। প্রচারের ফ্ল্যাশলাইট থেকে শত হস্ত দূরে। নিয়মমাফিক শুধু একবার করে সাংবাদিক সম্মেলন করেন। তথ্য দিতে , লুকাতে নয়। কৃতিত্বও নিতে চান না। শুধু বলেন , "“I don’t do anything special. I have a degree in chemistry so I have some knowledge about molecules and medicines. Otherwise, it is always a team effort."

জীবন একটা পর্যায়ে অর্থ দিয়ে ভরসা কেনে , নির্ভরযোগ্যতার মাস্তুল হতে প্রশান্ত কিশোরদের দাবী করে।

আর অন্যদিকে পুরুর মতোই বিপর্যয়ে রাজ্য বাঁচাতে হিমালয়সম অটল হয়ে দাঁড়িয়ে থাকেন শৈলজারা। আলোকবৃত্তের একেবারে বাইরে, স্বতন্ত্র আলোক উৎস হয়ে।

ফায়ার ব্রিগেডকে কী কারণে দমকল বলা হয় ?ভালো খবর ডেস্ক: কলকাতার হেদুয়া মোরে অনেকই গেছেন, কিন্তু এই জরাজীর্ণ লোহার বাক্সটা ...
16/04/2020

ফায়ার ব্রিগেডকে কী কারণে দমকল বলা হয় ?

ভালো খবর ডেস্ক: কলকাতার হেদুয়া মোরে অনেকই গেছেন, কিন্তু এই জরাজীর্ণ লোহার বাক্সটা সবাই উপেক্ষা করে গেছেন।
এই বাক্সটা আজকের নয়, প্রায় ২০০ বছর আগেকার। তখন কলকাতায় না ছিল টেলিফোন না মোটরগাড়ি। ফলে কলকাতা শহরে আগুন লাগলে, দমকল বিভাগে খবর যেতে যেতে আর ঘোড়ায় টানা জলের গাড়ি আস্তে আস্তে ৯৫ শতাংশ পুড়ে যেত। তাই জন্য ব্রিটিশ সরকার শহরের মোড়ে মোড়ে এই ব্যবস্থা করলেন।

এই লোহার বাক্সটার ভিতর কাঁচ দিয়ে ঘিরে রাখা হল একটা দম দেওয়া মেশিন। মেশিন এর তার সরাসরি সংযুক্ত করা হল দমকল অফিস এর সাথে, এবং নির্দেশ জারি করা হল কোথাও আগুন লাগলে, নিকটবর্তী মেশিন এর কাঁচ ভেঙে দম মেশিনের হ্যান্ডেল গুড়িয়ে ৩-৪ বার দম দিতে হবে। দম দেওয়ার ফলে মেশিন এক সংকেত পাঠাতো দমকল বিভাগে। ফলতঃ দমকল বিভাগ সহজেই সংকেত পর্যবেক্ষণ করে অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হলো।

এই ব্যবস্থা দীর্ঘ ১০০ বছর লাগু ছিল কলকাতা এবং পার্শ্ববর্তী শহর গুলোতে। ধীরে ধীরে টেলিফোন আর মোটরগাড়ির প্রচলন বাড়লে, এই ব্যবস্থা কালের গর্ভে হারিয়ে যায়। কিন্তু বলাবাহুল্য, অগ্নিনির্বাপক বিভাগ আজও তার দমকল নামটি জনমানসে সমজ্বল রেখেছে।

সূত্র: সৌরভ দেবনাথ -এর পেজ থেকে নেওয়া

লকডাউন বাড়ানো হল ৩ মে পর্যন্ত। নববর্ষে প্রধানমন্ত্রী  জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ৭টি আবেদন রাখেন দেশবাসীর কাছে।
14/04/2020

লকডাউন বাড়ানো হল ৩ মে পর্যন্ত। নববর্ষে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ৭টি আবেদন রাখেন দেশবাসীর কাছে।

ভালোর খবরের তরফ থেকে সবাইকে একটি সুখী এবং সমৃদ্ধ নতুন বছরের শুভেচ্ছা। নিরাপদে থাকুন, বাড়িতে থাকুন।
14/04/2020

ভালোর খবরের তরফ থেকে সবাইকে একটি সুখী এবং সমৃদ্ধ নতুন বছরের শুভেচ্ছা। নিরাপদে থাকুন, বাড়িতে থাকুন।

আপনি কি মনে করেন যে তিনি অস্কারের যোগ্য?
13/04/2020

আপনি কি মনে করেন যে তিনি অস্কারের যোগ্য?

এই অটো চালকের রাস্তায় গাড়ি চালানোর সময় তার ট্যাঙ্কটি পূরণ করার অনন্য প্রতিভা রয়েছে. this auto driver has unique talent to fill his tank during driving...

বন্ধুত্ব
13/04/2020

বন্ধুত্ব

একজন মেয়ে তার ছোট্ট বন্ধু বাঁদরকে খাবার সরবরাহ করছে।

এই ছোট বাচ্চা কি করছে? ভিডিও টি দেখুন
13/04/2020

এই ছোট বাচ্চা কি করছে? ভিডিও টি দেখুন

এই ছোট্ট বাচ্চাটি তার পোষা প্রাণীকে রক্ষা করার চেষ্টা করছে। ছোট বাচ্চা তার বাবার সাথে লড়াই করছে। এই ভিডিওটি শেষ ....

আমাদের সাথে থাকুন এবং দেখুন
13/04/2020

আমাদের সাথে থাকুন এবং দেখুন

এই ব্যক্তিকে একবার নেটিজেন দ্বারা ট্রোল করা হয়েছিল। তার পরে বেশ কয়েকটি সহায়তায় তার ভাগ্য পরিবর্তিত হয়েছে। ....

Address


Telephone

+918250385556

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhalo Khabor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhalo Khabor:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share