HN Express জনগণের সাথে জনগণের পাশে

  • Home
  • HN Express জনগণের সাথে জনগণের পাশে

HN Express জনগণের সাথে জনগণের পাশে It's our online digital media n official page. It's only one n real page of Highlight News Express (HnExpress.Co.In).

      সকাল সকাল মর্মান্তিক দুর্ঘটনা! বানতলার টেনারি লেদার কমপ্লেক্সে নিকাশি নালাতে নেমে ঘটল বিপত্তি! দমবন্ধ হয়ে মৃত্যু ৩...
02/02/2025

সকাল সকাল মর্মান্তিক দুর্ঘটনা! বানতলার টেনারি লেদার কমপ্লেক্সে নিকাশি নালাতে নেমে ঘটল বিপত্তি! দমবন্ধ হয়ে মৃত্যু ৩ শ্রমিকের...

এক নজরে টাটকা খবর ঃ কলকাতা লেদার কমপ্লেক্সের ভিতরে সেক্টর ৬ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির অধীনে সাফাইয়ের কাজ চলছিল রবিবার সকাল থেকে।আচমকাই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। এদিন শ্রমিকরা মূলত পাইপ লাইন পরিস্কার করার জন্যই নেমেছিলেন। জানা গিয়েছে, নিকাশি নালাতে নেমে সাফ করতে গিয়েই ঘটে এই বিপত্তি। ইতিমধ্যেই দেহ উদ্ধারের কাজ চলছে। জানা গিয়েছে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৩ জন শ্রমিকের।

পুলিশ সুত্রে খবর, তারা মূলত পাইপ লাইন পরিষ্কার করার জন্যই নেমেছিলেন। ভেতরে আর কেউ আটকে রয়েছে কিনা চলছে তারই তল্লাশির কাজ। আর এখানেই উঠছে প্রশ্ন, সরকারের নিয়ম রয়েছে পাইপ লাইনে কাজ করার সময় কেউ নীচে নামবে না। কিন্তু এই নিয়ম থাকা স্বত্তেও এই পরিস্থিতিতে কীভাবে তিনজন নামলেন এবং কেউ কেন আটকাল না তারই তদন্ত শুরু করেছে পুলিস। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।

তবে প্রাথমিক তদন্তে অনুমান, বর্জ্যের দুর্গন্ধে দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে শ্রমিকদের। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া অব্দি মৃত্যুর আসল কারণ জানা যাবে না। প্রসঙ্গত উল্লেখ্য, ম্যানহোলে মানুষ নামাতে হলে কী কী নির্দেশিকা মানতে হবে, তা স্পষ্টভাবে জানিয়েছিল সুপ্রিম কোর্ট! নিশ্চিত হয়ে নিতে হবে, ভিতরে কোনো প্রাণঘাতী গ্যাস আছে কি না। এছাড়াও মাথা থেকে পা পর্যন্ত সমস্তটাই ঢেকে যেতে হবে। রাখতে হবে অক্সিজেনের ব্যবস্থাও। কিন্তু প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, সেখানে তেমন কিছুই ছিলনা।

    ফের শহরতলিতে অপ*হরণ করে ধ*র্ষ*ণ, খু*নে*র চেষ্টা, অভিযোগ আক্রান্ত মহিলার—ফের ধর্ষ*ণ করে খু*নের চেষ্টা এক মহিলাকে, এবা...
02/02/2025

ফের শহরতলিতে অপ*হরণ করে ধ*র্ষ*ণ, খু*নে*র চেষ্টা, অভিযোগ আক্রান্ত মহিলার—

ফের ধর্ষ*ণ করে খু*নের চেষ্টা এক মহিলাকে, এবারের ঘটনা জয়নগরের। পুলিশ সুত্রে জানা গেছে, মহিলার গলায় ফাঁস ও মুখে রক্তের দাগ পাওয়া গেছে। মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। চলছে গোটা ঘটনার তদন্ত। কিন্তু এ কেমন দিন এলো দেশ জুড়ে? দিনের পর দিন চারিদিকে ধ*র্ষ*ণ, খু*ন, জখমের ঘটনা যেন বেড়েই চলেছে! দেশের আইন ব্যবস্থা, প্রশাসন কি সঠিক দায়িত্ব পালনে অবিচল? কি মনে হয় আপনাদের, জানান কমেন্ট বক্সে—

  ১লা ফেব্রুয়ারি থেকে সারা দেশ জুড়ে বদলে গেলো কিছু অর্থনৈতিক নিয়মকানুন—এক নজরে টাটকা খবর ঃ ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছ...
02/02/2025

১লা ফেব্রুয়ারি থেকে সারা দেশ জুড়ে বদলে গেলো কিছু অর্থনৈতিক নিয়মকানুন—

এক নজরে টাটকা খবর ঃ ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে নয়া আর্থিক পরিবর্তন। কোন কোন ব্যাঙ্কে বদলে গেলো সেই নিয়ম, জেনে রাখুন তারই কিছু খুটিনাটি বিস্তারিত ....

HnExpress নিজস্ব প্রতিবেদন, কলকাতা ঃ  সতীর্থ খেলোয়াড়দের কাঁধে চেপেই ইডেন গার্ডেন (Eden Garden) ছাড়লেন ঋদ্ধিমান। শনিবা...
01/02/2025

HnExpress নিজস্ব প্রতিবেদন, কলকাতা ঃ সতীর্থ খেলোয়াড়দের কাঁধে চেপেই ইডেন গার্ডেন (Eden Garden) ছাড়লেন ঋদ্ধিমান। শনিবার ইডেন উদ্যানে ক্রিকেট জীবনের শেষ ম্যাচ খেললেন ঋদ্ধিমান সাহা। রনজি ট্রফি ম্যাচে বাংলার হয়ে পাঞ্জাবকে (Punjab) হারিয়ে দেয় মাত্র ১৩ রানে। বাংলার এই জয় উৎসর্গ করা হয় ঋদ্ধিমানকে। খেলার শেষে এদিন নিজের সতীর্থ খেলোয়াড়দের কাঁধে চেপেই মাঠ ছাড়েন ঋদ্ধিমান সাহা।

HnExpress নিজস্ব প্রতিবেদন, কলকাতা ঃ সতীর্থ খেলোয়াড়দের কাঁধে চেপেই ইডেন গার্ডেন (Eden Garden) ছাড়লেন ঋদ্ধিমান। শনিবার ইডেন ...

  ২০২৫ বাজেটে ১০টি বড় ঘোষণা! এক নজরে টাটকা খবর ঃ ২০২৫-এ কেন্দ্রীয় বাজেটে আজ ক্যান্সার ও ৩৬টি জীবনদায়ী ওষুধের উপর সম্পূর্...
01/02/2025

২০২৫ বাজেটে ১০টি বড় ঘোষণা!

এক নজরে টাটকা খবর ঃ ২০২৫-এ কেন্দ্রীয় বাজেটে আজ ক্যান্সার ও ৩৬টি জীবনদায়ী ওষুধের উপর সম্পূর্ণ শুল্ক ছাড় দেওয়ার পাশাপাশি আর কী কী বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ? এতে কি দেশের সাধারণ মানুষ আদৌ উপকৃত হবেন? কি মনে হয়, আপনাদের মতামত কি জানান আমাদের কমেন্ট বক্সে—


01/02/2025

HnExpress এক নজরে টাটকা খবর, জলপাইগুড়ি : পালিয়ে বিয়ে করেছে মেয়ে। সেই রাগে পাত্রের বাবাকে পিটিয়ে খুন করলো সেই যুবতীর .....

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বারাসাতের কাছারি ময়দানে শুরু হয়ে গেলো ৩৫ দিন ব্যাপী ২৯ তম যাত্রা উৎস...
31/01/2025

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বারাসাতের কাছারি ময়দানে শুরু হয়ে গেলো ৩৫ দিন ব্যাপী ২৯ তম যাত্রা উৎসব। এছাড়াও অন্যান্য জায়গায় কবে কখন যাত্রা উৎসব অনুষ্ঠিত হবে তা নিম্নরূপ —

সৌজন্যে : তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।

  মহাকুম্ভে ঘটে গেলো মহা বিপর্যয়— এক নজরে টাটকা খবর, নিজস্ব প্রতিনিধি : বুধবার ভোরে মহাকুম্ভে পুন্যস্নান সেরে ওঠেন পেশায়...
31/01/2025

মহাকুম্ভে ঘটে গেলো মহা বিপর্যয়—

এক নজরে টাটকা খবর, নিজস্ব প্রতিনিধি : বুধবার ভোরে মহাকুম্ভে পুন্যস্নান সেরে ওঠেন পেশায় শিক্ষক অমিয় সাহা। এরপর চরম ভিড়ে ধাক্কাধাক্কিতে বুকে আঘাত লেগে শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। অসুস্থ অবস্থায় বহু কষ্টে একটা গাড়ি জোগাড় করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাবা-মায়ের সাথেই তাঁদের একমাত্র সন্তান অমিয় গিয়েছিল মহাকুম্ভে পুণ্য লাভ করতে। কিন্তু ২৮ শেই নিভে গেল জীবন প্রদীপ। পূন্য অর্জন করতে গিয়ে সন্তানের মৃত্যু দেখতে হলো পরিবারকে। বাবা-মা বলে ডাকার আর কেউ রইল না তাঁদের।...

    এক নজরে টাটকা খবর : পালিয়ে বিয়ে করেছে মেয়ে। সেই রাগে পাত্রের বাবাকে পিটিয়ে খুন করলো সেই যুবতীর পরিবার। যদিও অভিযোগ, ...
31/01/2025

এক নজরে টাটকা খবর : পালিয়ে বিয়ে করেছে মেয়ে। সেই রাগে পাত্রের বাবাকে পিটিয়ে খুন করলো সেই যুবতীর পরিবার। যদিও অভিযোগ, অভিযুক্তদের পরিবর্তে মৃতের পরিবারের ৩ জনকে আটক করেছে পুলিশ। এ কেমন প্রহসন? এই নৃশংস ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন। ত্রের খবর, ধূপগুড়ি ব্লকের অন্তর্গত সাকোয়াঝোরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জোৎস্নাপাড়া এলাকার বাসিন্দা মুরারি মজুমদারের ছেলে সুমিত মজুমদার। গত ১৫ই জানুয়ারি পাশের ব্লক ফালাকাটা ধনিরামপুর ১ নম্বরের এক যুবতীর সঙ্গে পালিয়ে গিয়ে তাঁরা মন্দিরে বিয়ে করে।

পরিবার সম্পর্ক মেনে নেবে না বুঝতে পেরেই তাঁরা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়। এদিকে বিয়ের খবর পেয়েই পাত্রীর পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এমনকী ছেলের বাড়িতে গিয়ে হামলাও করে তাঁরা। এরপর ছেলের পরিবারের সদস্যরা খোঁজ খবর করতে শুরু করে যে তাঁরা দুজন কোথায়। ধূপগুড়ি থানার পুলিশের সঙ্গেও তাঁরা কথা বলে। সুমিতের খোঁজ মিলতেই নবদম্পতিকে নিয়ে জলপাইগুড়ি আদালতের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা।

বিচারকের সামনে দুজনে গোপন জবানবন্দি দেন। জানান, তাঁরা প্রাপ্তবয়স্ক এবং নিজেদের ইচ্ছেতেই বিয়ে করেছেন। আদালত এরপর তাদের আগাম জামিন মঞ্জুর করে দেয়। কিন্তু পাত্রীর পরিবার তা মানতে নারাজ, তারা আদালত অব্দি চলে যায় মেয়েকে জোর করে ফিরিয়ে আনতে। কিন্তু তাতেও লাভ না হওয়ায় ক্ষেপে যায় আরও। যার জেরে চড়াও হয় পাত্রের পরিবারের উপর। বেধড়ক মারধর করা হয় পরিবারের সদস্যদের। সুমিতের বাবা মুরারি মজুমদার (৬০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলে তাঁকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

মৃত ব্যক্তির ছেলে অমিত মজুমদার বলেন, 'আমার বাবাকে বেধড়ক মারতে শুরু করে। আমি বাঁচাতে গেলে আমাকেও মারধর করে। ওঁদের কারণেই আমার বাবার মৃত্যু হয়েছে। আমরা এর বিচার চাই এবং অভিযুক্তদের উপযুক্ত শাস্তি চাই।' এ বিষয়ে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য জানান, 'মৃতের পরিবারের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা অব্দি মৃত্যুর আসল কারণ জানা যাবে না।'

HnExpress এক নজরে টাটকা খবর, উত্তরপ্রদেশ ঃ মহাকুম্ভে ৩০ জনের মৃত্যুতে শোক প্রকাশ করেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন...
31/01/2025

HnExpress এক নজরে টাটকা খবর, উত্তরপ্রদেশ ঃ মহাকুম্ভে ৩০ জনের মৃত্যুতে শোক প্রকাশ করেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মর্মান্তিক এই দূর্ঘটনায় শোকাহত যোগী সরকার মৃতদের পরিবারকে আর্থিক ভাবে সাহায্য করা কথা ঘোষণা করেন। বুধবার রাতে তিনি জানান, মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করা হবে। যোগী আরও জানান, দ্বিতীয় দফায় দুর্ঘটনা এড়াতে আরও বেশি করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মহাকুম্ভে (Maha Kumbha)। মর্মান্তিক এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তও শুরু করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানান তিনি। তিন সদস্যের টিম গঠন করে চলছে পূঙ্খানুপুঙ্খ তদন্ত।...

HnExpress এক নজরে টাটকা খবর, উত্তরপ্রদেশ ঃ মহাকুম্ভে ৩০ জনের মৃত্যুতে শোক প্রকাশ করেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্য...

  মহাকুম্ভে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা অর্থ সাহায্য ঘোষণা করলো শোকার্ত যোগীএক নজরে টাটকা খবর ঃ মহাকুম্ভে ৩০ জনের মৃত্য...
30/01/2025

মহাকুম্ভে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা অর্থ সাহায্য ঘোষণা করলো শোকার্ত যোগী

এক নজরে টাটকা খবর ঃ মহাকুম্ভে ৩০ জনের মৃত্যুতে শোক প্রকাশ করেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মর্মান্তিক এই দূর্ঘটনায় শোজাহত যোগী সরকার মৃতদের পরিবারকে আর্থিক ভাবে সাহায্য করা কথা ঘোষণা করেন। বুধবার রাতে তিনি জানান, মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করা হবে। যোগী আরও জানান, দ্বিতীয় দফায় দুর্ঘটনা এড়াতে আরও বেশি করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মহাকুম্ভে। মর্মান্তিক এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তও শুরু করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানান তিনি। তিন সদস্যের টিম গঠন করে চলছে পূঙ্খানুপুঙ্খ তদন্ত।

উল্লেখ্য, মঙ্গলবার মধ্যরাতে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় বহু মানুষের মৃত্যু আশঙ্কা করা হয়েছিল। যদিও বুধবার সকালে উত্তরপ্রদেশ সরকারের তরফে হতাহতের কোনো সংখ্যা জানানো হয়নি। তবে অবশেষে এদিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে যোগী আদিত্যনাথের পুলিশ জানাল, পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে মোট ৩০ জনের। আহত হয়েছেন প্রায় ৬০ জন। এলাকার বিভিন্ন হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। পুলিশ আধিকারক বৈভব কৃষ্ণ জানিয়েছেন, মৃত ৩০ জনের মধ্যে ২৫ জনকে চিহ্নিত করা গিয়েছে, যাদের মধ্যে কয়েকজন বাংলার মানুষ।

  এক নজরে টাটকা খবর ঃ বিতর্কিত মন্তব্যের জেরে ফাঁসলেন গায়ক! মহাত্মা গান্ধীকে "পাকিস্তান জাতীর জনক" বলায় বিশিষ্ট সঙ্গীত ...
30/01/2025

এক নজরে টাটকা খবর ঃ বিতর্কিত মন্তব্যের জেরে ফাঁসলেন গায়ক! মহাত্মা গান্ধীকে "পাকিস্তান জাতীর জনক" বলায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী অভিজিৎ গাঙ্গুলির নামে করা হলো FIR। বিস্তারিত জানতে সাথে থাকুন আর চোখ রাখুন আমাদের ডিজিটাল চ্যানেলের পর্দায়.......

  এক নজরে টাটকা খবর : এবার বঙ্গেও হানা দিলো বিরল স্নায়ুরোগ। গিলেন ব্যারি সিনড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ভাটপাড়ার এ...
29/01/2025

এক নজরে টাটকা খবর : এবার বঙ্গেও হানা দিলো বিরল স্নায়ুরোগ। গিলেন ব্যারি সিনড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ভাটপাড়ার এক কিশোরের।

  রিলস তৈরির নেশায় সোজা ট্রেনের মাথায়! বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝলসে মৃত্যু বর্ধমানের এক মাধ্যমিক পরীক্ষার্থী এক নজরে টুকরো খবর ...
29/01/2025

রিলস তৈরির নেশায় সোজা ট্রেনের মাথায়! বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝলসে মৃত্যু বর্ধমানের এক মাধ্যমিক পরীক্ষার্থী

এক নজরে টুকরো খবর : স্মার্টফোনে রিলস বানানোর প্রতি অতিরিক্ত নেশাই কেড়ে নিলো এক তরতাজা কিশোরের প্রাণ। রিলস তৈরির নেশায় সোজা উঠে গেলো ট্রেনের মাথায়, যেখানে রয়েছে হাই ভোল্টেজ ইলেকট্রিক। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো বর্ধমানের এক মাধ্যমিক পড়ুয়ার। ........

    এক নজরে টাটকা খবর ঃ পূণ্য অর্জন করতে গিয়ে শুধুই হাহাকার মহাকুম্ভ জুড়ে। পদপিষ্ট হয়ে প্রায় ১৫-১৬ জনের মৃত্যু হয়েছে, মৃ...
29/01/2025

এক নজরে টাটকা খবর ঃ পূণ্য অর্জন করতে গিয়ে শুধুই হাহাকার মহাকুম্ভ জুড়ে। পদপিষ্ট হয়ে প্রায় ১৫-১৬ জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা, আহত বহু সংখ্যক মানুষ। প্রিয়জনের খোঁজে মর্গের বাইরে বাড়ছে ভিড়। প্রশ্ন উঠছে সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে। ১০ কোটি মানুষ আসতে পারেন জেনেও কেন কোনো নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি, উঠছে হাজারো প্রশ্ন? আহতদের উদ্ধারকাজে নেমেছে র‍্যাফ, এনএসজি।

D Bapi Biriyani BARRACKPORE      এক নজরে টাটকা খবর ঃ অস্ত্র আইনে গ্রেফতার D Bapi Biryani-র কর্ণধার, অভিযোগ গুরুতর অস্ত্র...
29/01/2025

D Bapi Biriyani BARRACKPORE এক নজরে টাটকা খবর ঃ অস্ত্র আইনে গ্রেফতার D Bapi Biryani-র কর্ণধার, অভিযোগ গুরুতর

অস্ত্র আইনে গ্রেফতার হলেন D Bapi বিরিয়ানির অন্যতম কর্ণধার ও উত্তর ২৪ পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনির্বাণ দাস। গুদাম মালিককে মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। খোঁজ চলছে অনির্বাণের নিরাপত্তা রক্ষীর। (D Bapi Biriyani Barrackpore)। ঘটনার পরিপ্রেক্ষিতে সেই মর্মে মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত বাদামতলার বাসিন্দা ও সেই পুরসভার কর্মী বিশ্বজিৎ দত্তের সঙ্গে গুদাম ভাড়া নিয়ে ১১ মাসের চুক্তি হয় D Bapi বিরিয়ানির মালিক অনির্বাণ দাসের। অভিযোগ, চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও ঘর ছাড়ছিলেন না তিনি। এদিন গুদাম মালিক এসে ন্যায় সঙ্গত ভাবে ঘর ছাড়তে বলায় শুরু হয় তুমুল বচসা, যা পরে হাতাহাতিতে রূপান্তরিত হয়। ঠিক তারপরই অনির্বাণ তার নিরাপত্তারক্ষীর কাছ থেকে রিভলবার নিয়ে বাড়িওয়ালার দিকে তাক করে ভয় দেখানো শুরু করেন। সেই অভিযোগের ভিত্তিতেই ওই বিরিয়ানির দোকানের মালিক তথা তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বারাসাত আদালতে তোলা হয় ডি বাপি বিরিয়ানির কর্ণধার অনির্বাণকে। এদিন আদালতের নির্দেশ অনুযায়ী তাঁকে দু'দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। যদিও অনির্বাণের স্ত্রীর দাবি, তাঁর স্বামীর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ আনা হয়েছে। ঘর নিয়ে শুধু বচসাই হয়েছে। মারধর করা হয়নি, আর আগ্নেয়াস্ত্রও দেখানো হয়নি। তিনি তার প্রমাণ হিসেবে রেস্তরাঁর সিসিটিভি ফুটেজ তুলে ধরবেন বলে জানিয়েছেন সংবাদমাধ্যমকে।


  এক নজরে টাটকা খবর : পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় শুরু হয়ে গেলো আন্তর্জাতিক কলকাতা বইমে...
28/01/2025

এক নজরে টাটকা খবর : পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় শুরু হয়ে গেলো আন্তর্জাতিক কলকাতা বইমেলা। যেখানে আছে নানা দেশের নানা ধরনের নানা ভাষার নানা স্বাদের বইয়ের স্টল। এছাড়া খাওয়ারের স্টল তো আছেই। তবে ২৮ বছরে পদার্পণ করা কলকাতা বইমেলায় এই প্রথমবার নেই বাংলাদেশের কোনো স্টল।



ছবি সৌজন্যে : পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড।

Address


Alerts

Be the first to know and let us send you an email when HN Express জনগণের সাথে জনগণের পাশে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HN Express জনগণের সাথে জনগণের পাশে:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share