Zero to Hero
করোনা আবহে দেশবাসীকে সুস্থ থাকার, আনন্দে থাকার পাশে থাকার আহ্বান জানালেন সুদুর তানজানিয়া থেকে মোটিভেশনাল স্পিকার
ইন্দ্রভূবন সিং
In this dreadly corona situation,Mr. Indra Bhuwan Singh ,the eminent ,corporate bigwig and motivational speaker, inspires the country men, away in Tanzania ,to be healthy,happy and to be by the side of each other.
Zero to Hero
আপনি ছাত্র হন বা চাকুরিজীবী। চাকরির অপেক্ষায় থাকা প্রার্থী হন বা স্বেচ্ছায় বেছে নিয়েছেন গৃহকর্ত্রীর গুরু দায়িত্ব। সবার জীবনের মোড় ঘোরাতে আসছেন মোটিভেশনাল স্পিকার ইন্দ্রভূবন সিং। আপনাদের সঙ্গে দেখা হবে প্রতি সপ্তাহে "জিরো টু হিরো" শীর্ষক অনুষ্ঠানে।
Are you a student or an employee or a candidate awaiting an opportunity or have chosen to be a housekeeper. To turn around your life Mr Indrabhuwan Singh will be coming live every week in Indo Bangla tv.
Keep watching Zero to Hero the motivational show.
Indo Bangla TV
আগামীকাল আসছি 'গানে গানে স্বাধীনতা ' নিয়ে বিকেল ৪ টেয়, ইন্দো বাংলা টিভির ফেসবুক পেজ থেকে..... সবাই সঙ্গে থাকবেন।
তোমারে যা দিয়েছিনু - সে তোমারি দান
গ্রহণ করেছ যত - ঋণী তত করেছ আমায়....
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯ তম প্রয়াণ দিবস 🙏
কবিগুরুকে জানাই শ্রদ্ধা ♥
দরিদ্র মেধাবী ছাত্রীকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিল ফালাকাটার এক স্বেচ্ছাসেবী সংস্থা
নিজস্ব প্রতিনিধি :-আলিপুরদুয়ার:- দরিদ্র পরিবারের মেয়ে পায়েল সরকার উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪৬৬ নম্বর পেয়ে সাফল্য লাভ করেছে । মা বাবা ও পায়েল তিন জনের সংসার । বাবা শয্যাশায়ী । মা এর প্রচেষ্টায় পায়েলের পড়াশোনা কোনোক্রমে চলেছে । তবে কিছু দিন আগে পায়েলের উচ্চমাধ্যমিকের সাফল্য ও পরিবারের দরিদ্রতার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়। আর সেই খবর দেখেন ফালাকাটার একটি স্বেচ্ছাসেবী সংস্থার এগিয়ে আসলো। ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা রবিবার পায়েল সরকারের বাড়ি এসে সংবর্ধনা জানানোর পাশাপাশি পায়েল সরকারের কলেজে পড়ার ভর্তির ফিস দেবেন বলে জানান তারা। এতে পায়েলের পরিবারের প্রত্যেকে খুশি । এদিন ওই সেচ্ছাসেবী সংস্থার ফালাকাটার সভাপতি নিধু বৈদ্য জানান, "আমরা প্রত্যেক বছর কিছু দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ বহন করি । তবে এবছর পায়েল সরকারের খবরট
বোমা উদ্ধারে চাঞ্চল্য বারাসাতে
নিজস্ব প্রতিনিধি,প্রদীপ,বারাসাত: বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারাসাতের হৃদয়পুরের পূর্বাসা এলাকায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি উদ্ধার করে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বারাসাতের হৃদয়পুরের ৩২ নং ওয়ার্ড পূর্বাসা এলাকায় দুষ্কৃতীদের তান্ডব অব্যাহত। স্থানীয় খালধারের সংলগ্ন এলাকাটি দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। যেখানে দিনের পর দিন মদ, গাঁজা, জুয়ার আসর বসে স্থানীয়দের অভিযোগ। এবিষয়ে প্রশাসন ও স্থানীয় পৌর প্রতিনিধিদের জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। অভিযোগ, রবিবার ওই এলাকায় ব্যাপক বোমা বাজি হয়। সোমবার সকালে ওই এলাকায় তাজা বোমা পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। এরপরই খবর দেওয়া হয় বারাসাত থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে বোমাগুলি উদ্ধার করে। তবে কি কারনে বোমাগুলি সেখানে মজুত করা হয়েছিল তা খতিয়ে
লকডাউন এর মেয়াদ বৃদ্ধি পেল জলপাইগুড়ি পৌরসভা এলাকায়
নিজস্ব প্রতিনিধি:- জলপাইগুড়ি :-জলপাইগুড়ি পুরসভা এলাকায় ফের মেয়াদ বৃদ্ধি করা হল লকডাউনের।সোমবার ২৭জুলাই থেকে ৩০জুলাই পর্যন্ত জারি থাকবে লকডাউন।তবে এবারের লকডাউন আরও কড়া হতে যাচ্ছে।জরুরি
পরিষেবায় ছাড় থাকলেও সময়সীমা বেধে দেওয়া হচ্ছে।মুদিখানা,আনাপাজাতি,মাছ মাংসের মত নিত্যপ্রয়োজনীয় বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত।তারপর সব বন্ধ, একমাত্র ওষুধ দোকান ছাড়া।বন্ধ সরকারি, বেসরকারি দফতর।তবে চা বাগানে কাজের ছাড় থাকছে।তবে ২৯তারিখ রাজ্যের সাপ্তাহিক লকডাউন নিয়ম অনুযায়ী হবে।প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয় দফায়
লকডাউন হল জলপাইগুড়িতে।
আজ রাত পর্যন্ত দুই দফায় ১২দিন লকডাউন হয়েছে।সংক্রমণের প্রকোপ রুখতে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে জেলাশাসকের পাঠানো সরকারি নির্দেশিকায়।
এর পাশাপাশি মালাবাজা
murg
মর্গে নেই এসি। তাই মৃতদেহে পচন রুখতে বরফ জোগাচ্ছে মৃতের পরিবার
বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গের এয়ার কণ্ডিশন ব্যবস্থা প্রায় এক মাস খারাপ। ফলে পচন ধরছে মৃতদেহে। আর তাই মৃতদেহ কে ঠিক রাখতে রোগীপক্ষের লোকের কাছ থেকে গড়ে ২ থেকে ৩ কুইণ্টাল বরফ কেনার জন্য নেওয়া হচ্ছে ২ থেকে ৩ হাজার টাকা বলে অভিযোগ।আর এই ঘটনাকে ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃতদেহকে অবিকৃত রাখতে এখন খোদ রোগীপক্ষের কাছ থেকেই আদায় করা হচ্ছে বরফ কেনার টাকা। যা নিয়ে ব্যাপক বিতর্কও দেখা দিয়েছে। উল্লেখ্য, করোনা আবহের জেরে চলতি সময়ে মর্গে অনেক মৃতদেহকেই মজুদ রাখতে হচ্ছে। যাঁরা মারা যাচ্ছেন তাঁদের রিপোর্ট না আসা পর্যন্ত এই মর্গেই রাখতে হচ্ছে। কিন্তু এসি মেশিন খারাপ থাকায় সেই মরদেহতেও দেখা দিচ্ছে বিকৃতি।
অথচ মর্গের এসি মেশিন যে খারাপ সে বিষয়ে জানেন মেডিকেল কলেজের উর্ধতন কর্তৃপক্ষও। কিন
চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ উত্তেজনা নিউটাউনের বেসরকারি হাসপাতালে
নিজস্ব সংবাদদাতা:- নিউটাউন :- চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে বেসরকারী হাসপাতালে উত্তেজনা। গত ৩০ শে জুন বারাসাতের বাসিন্দা নিখিল চন্দ্র রায় (৭০) ব্রেনের চিকিৎসা জন্য ভর্তি হয়েছিলেন। ১২ জুলাই তাঁর মৃত্যু হয়েছিল। হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছিল তিন লক্ষ টাকা বিল দিতে হবে। রোগীর আত্মীয়রা জানিয়েছিলেন তাদের কাছে সেই টাকা নেই | তখন হাসপাতাল কতৃপক্ষ বলেছিলেন "আড়াই লক্ষ টাকা দিলেই হবে। পরবর্তী সময় আমরা সমস্ত কিছু প্যাকেজ করে দেবো।" এরপরেই চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছিল রোগীর।" পরবর্তী সময়ে তারা জানতে পেরেছিলেন যে চিকিৎসক চিকিৎসা করেছিলেন তিনি একজন ভুয়ো চিকিৎসক এবং এর আগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। রবিবার যখন তারা ওই বেসরকারি হসপিটালে কথা বলতে আসেন, অভিযো
করোনা রুখতে লকডাউনের পথ বারাসাত প্রশাসনের
বারাসাত:বারাসাত পৌরসভার অন্তর্গত ৩৫টি ওয়ার্ডে চলছে সম্পূর্ণ লকডাউন। আগামী শুক্রবার পর্যন্ত চলবে এই লকডাউন। শনিবার থেকেই শুরু হয়েছিল এই লকডাউন। যেহেতু শনিবার রাজ্য সরকারের ডাকা সপ্তাহিক লকডাউন এর আওতায় ছিল, সেহেতু বলা যায় রবিবার থেকেই কার্যত বারাসাত পুরসভা এলাকায় সম্পূর্ণ লকডাউন শুরু হল। এদিন সকাল থেকেই দেখা গেল বারাসাতের সর্বত্রই রয়েছে সম্পূর্ণ লকডাউনের আবহে। তবে খুব সামান্য কয়েকটি জায়গায় অস্থায়ী ভাবে সবজি ও দোকানের সাটার নামিয়ে বিকিকিনি চলছিল। পুরসভা খবর পেয়েই তৎক্ষনাৎ ব্যবস্থা নিয়ে সেগুলি বন্ধ করে দেয়। এদিন লকডাউনের দিনে বারাসাত পৌর এলাকায় বন্ধ ওষুধের দোকান ছাড়া অন্যান্য সব দোকানপাট, জনবহুল বাজার ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ ছিল।বারাসাত পৌর বোর্ড অফ অ্যাডমিনিষ্ট্রেটর ও বিরোধী দলের প্রতিনিধিদের ঐকমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্তে বার