Scary Tales

Scary Tales শুনতে থাকুন Scary Tales. Welcome to Scary Tales! Here, you can experience the thrill and suspense of classic Bengali horror stories.

Our channel is dedicated to providing you with the best in Bengali audio storytelling. From classic tales of ghosts and ghouls to modern-day horror stories, we have something for everyone. So sit back, relax, and let us take you on a journey into the dark and mysterious world of Bengali horror.

আসছে ! আসছে ! আসছে !ট্রেলার আসছে শীঘ্রই !চ্যানেল লিঙ্ক : https://youtube.com/?si=t_5AHFh-jq29oFFg"রাজনৈতিক খিল্লি, কোলকা...
15/03/2024

আসছে ! আসছে ! আসছে !
ট্রেলার আসছে শীঘ্রই !
চ্যানেল লিঙ্ক : https://youtube.com/?si=t_5AHFh-jq29oFFg

"রাজনৈতিক খিল্লি, কোলকাতা টু দিল্লী!"

সায়ক আমানে'র কাহিনী অবলম্বনে স্বল্পদৈর্ঘ্যের বড়ো ছবি "গণেশবাবু ভ্যাম্পায়ার", Scary Tales নিবেদিত ......

কাহিনী ও সংলাপ : Sayak Aman
চিত্রনাট্য ও পরিচালনায় : Sushobhan Roy Mistri
সৃজনশীল পরিচালনায় : Usnish Chatterjee
চিত্রগ্রহণে : Suryasish Mondal
অভিনয়ে : Usnish Chatterjee Joyeeta Sanyal Deb Sarkar Debjit Bedi Rounak Bhanja
সহকারী পরিচালনায় : Rounak Bhanja
সম্পাদনায় : Sushobhan Roy Mistry
আবহ : Debojyoti Das
সঙ্গীত : রো হি ত
কার্যকারী নির্বাহ : Soumyasree Das
প্রযোজনায় : Usnish Chatterjee

আস্তে আস্তে চোখ সয়ে আসতে শুরু করে রাতুলের। এবার সে যেটা দেখতে পায় সেটায় তার নিজের চোখেকেই সে বিশ্বাস করতে পারে না। বিছান...
07/01/2023

আস্তে আস্তে চোখ সয়ে আসতে শুরু করে রাতুলের। এবার সে যেটা দেখতে পায় সেটায় তার নিজের চোখেকেই সে বিশ্বাস করতে পারে না। বিছানার উপর শুয়ে আছে একটা পূর্ণ দৈর্ঘ্যের পুতুল। আর তার উপর উলঙ্গ হয়ে শুয়ে আছে সায়ন্তন। আর সেই পুতুলের সিলিকন রাবারের হাত দিয়ে পিছলে নামছে এক চিলতে আলো। তার কৃত্রিম হাতের নখগুলো ক্রমশ কেটে বসছে সায়ন্তনের পিঠের উপর। এটা কি সত্যিই সম্ভব? রাতুল আতঙ্কে স্থির হয়ে যায়।
“কী হল রাতুলদা? কী হয়েছে? কী দেখতে পাচ্ছ? এরকম কাঁপছ কেন?” অমিত পিছন থেকে প্রশ্নগুলো পরপর করে, কিন্তু কোনও উত্তর পায় না। সে এবার প্রায় রাতুলকে ঠেলে সরিয়ে কি-হোলে চোখ রাখে।
আর ঠিক সেই মুহূর্তেই পুতুলটা চেপে বসে সায়ন্তনের উপর। এরপরেই ঝটিতে দরজার দিকে মুখ ফেরায় পুতুলটা। স্থির চোখের নীল মণিদুটো ওই আঁধারেও জ্বলছে। পুতুলটার ঠোঁটটা একদিকে হেলে যাচ্ছে ধীরে ধীরে। একটা ক্রুর হাসি লেপ্টে আছে সেই ঠোঁটের কোণে।

ঠিক আজ রাত্রি দশটায় নতুন বছরের প্রথম গল্প সৌরভ আঢ্যের কলমে “কাম পাশ” নিয়ে ফিরছে ScaryTales ​ । সবাই কিন্তু চটপট রিমাইন্ডার অন করে রাখো, সকলকে প্রিমিয়ারে চাই। আমাদের Scary Tales পরিবারের প্রত্যেক শ্রোতা বন্ধুদেরকে Happy New Year । সবাই নতুন বছর খুব খুব ভালো করে কাটাও , ভালো থেকো এবং শুনতে থাকো Scary Tales।
https://youtu.be/HElI5rRqs3Y

অরুণ বললো, 'এ তান্ত্রিক নয়, এ হলো কাপালিক।'আমার এ বিষয়ে কিঞ্চিৎ ভাসা ভাসা জ্ঞান ছিল। বললাম, 'দু'টো আলাদা নাকি?''হু। কাপা...
28/12/2022

অরুণ বললো, 'এ তান্ত্রিক নয়, এ হলো কাপালিক।'
আমার এ বিষয়ে কিঞ্চিৎ ভাসা ভাসা জ্ঞান ছিল। বললাম, 'দু'টো আলাদা নাকি?'
'হু। কাপালিকদের সবসময়ই একটু সাবধানী চোখে দেখা হয়। তান্ত্রিকরা যদি রহস্যময় হোন তো কাপালিকরা অতি রহস্যময়। এদের নিয়ে কিছু কমন অভিযোগ আছে, যেমন এরা বেদ এর সিদ্ধান্ত মানে না, নরবলি দেয়, কালো জাদুর চর্চা করে, অশুভ শক্তির পূজা করে। দৈব কিংবা অপদৈব শক্তির সাধনা করে শক্তি লাভ করাই এদের লক্ষ্য। সেই শক্তি এরা মানুষের অকল্যাণের কাজেই বেশি ব্যবহার করে। তান্ত্রিকদের কাছে অনেকে বিভিন্ন প্রয়োজন পূরণ আর দৈব কল্যাণমূলক উদ্দেশ্য সাধনে যায়, কিন্তু কাপালিকদের কাছে লোকে যায় কারো ক্ষতি করানোর বাসনায়, কিংবা কারো উপর প্রতিশোধ নেবার জন্য। সব ধর্মে, সব সংস্কৃতিতেই ঐশ্বরিক শক্তির বিরুদ্ধাচারণ করার মতো কিছু লোক থাকেই। ঐ যে ঝুলি থেকে যেটা বের করলো, সেটা নরকরোটি বা নরকপোল, সোজা বাংলায় মাথার খুলি। ঐ কপোল থেকেই ওদের নাম হয়েছে কাপালিক।

সেই ক্ষীণদেহী মেয়েটাকে নরকপোলে করে কিছু একটা খাইয়ে দিলো কাপালিক। তারপর জলদগম্ভীর কন্ঠে বললো, 'আজ তোর সাধনা পূর্ণ হবে। এই শবের উপর বসে তুই আজ প্রেতরঙ্গিনী মহাডামরী কে আহবান করবি। আর কিছুক্ষণ, তারপর চন্দ্র রক্তবর্ণ ধারণ করবে। প্রেতরঙ্গিনীর চ্যালা চামুন্ডি তাবৎ পিশাচিনীরা মর্ত্যে অবতরণ করবে সেই লগ্নে। যা বলেছি মনে আছে তো? পিশাচীরা খুব চেষ্টা করবে তোর সাধনা ভঙ্গ করতে, তোকে নানা ভয় দেখাবে, বিটকেল সব চেহারা ধারণ করে আসবে, মেরে ফেলতে চাইবে, ভয় পাবি না।'

শুনতে ভুলবেন না Scary Tales এর আজকের নিবেদন রুবায়েত আমিনের কলমে গ্ৰাম বাংলার ভৌতিক অ্যাডভেঞ্চার গল্প “অঘোর কাপালিকের শবসাধনা”
https://youtu.be/EbpBA9neFBw

**ra

দেখতে দেখতে কিভাবে একটা গোটা বছর কেটে গেল। আজ থেকে ঠিক একবছর আগে গল্প শোনানোর একটা স্বপ্ন থেকেই আজকের দিনে জন্ম নিয়েছিল...
17/11/2022

দেখতে দেখতে কিভাবে একটা গোটা বছর কেটে গেল। আজ থেকে ঠিক একবছর আগে গল্প শোনানোর একটা স্বপ্ন থেকেই আজকের দিনে জন্ম নিয়েছিল আমাদের Scary Tales ​। সুদীর্ঘ এই যাত্রায় অনেক মানুষ আমার সাথে থেকেছে । না হলে আমার একার পক্ষে কখনোই এতোটা পথ একা পেরিয়ে আসা সম্ভব হতো না । সেই জন্যই আমাদের ছোট্ট পরিবার আজ কুড়ি হাজার সাবস্ক্রাইবারসের গন্ডি পেরিয়ে আরো এগিয়ে চলেছে। আশা রাখি আগামী সময়েও তোমরা আমার সাথে থাকবে, এখনো অনেক গল্প বলা যে বাকি আছে...

সাধকের চিৎকারে তার সহকারী লোকগুলি পর্যন্ত কেঁপে ওঠে। ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ে মেয়েটি, কাঁপতে কাঁপতে মাথা নোয়ায় ভীষণা...
16/11/2022

সাধকের চিৎকারে তার সহকারী লোকগুলি পর্যন্ত কেঁপে ওঠে। ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ে মেয়েটি, কাঁপতে কাঁপতে মাথা নোয়ায় ভীষণা মূর্তির সামনে। মূর্তির পাদদেশ থেকে সিঁদুরভর্তি একটা পাথরের থালা তুলে আনেন প্রধান সাধক, উপুড় করে দেন মেয়েটির মাথায়। বিড়বিড় করে বীজমন্ত্র জপ করেন তিনি। ধুনির থেকে অল্প ছাই তুলে সেটি গুলে নেন কারণবারিতে, তারপরে মাখিয়ে দেন মেয়েটির কপালে।
" হে মহান ঈশ্বরী, আপনার পাদপদ্মে সন্ধিপূজার সময়ে আমার এই নিবেদন গ্রহণ করুন। আজ আমি নিজের সাধন সম্পন্ন করলাম। এরপরে আপনার পরীক্ষা। ফিরিয়ে দিন তাকে, যাকে ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ আপনি৷ তার আগে গ্রহণ করুন আমার শেষ উপহার!"
পাশে দাঁড়ানো লোকটির হাত থেকে কাস্তের মতো অস্ত্রটি নিয়ে সোজা মেয়েটির ঘাড় বরাবর চালান সাধক। ফিনকি দিয়ে রক্ত গিয়ে পড়ে দেবীর পাদপদ্মে, মেয়েটির কর্তিত মুণ্ড গড়াগড়ি খায় পাথরের মেঝেতে, তার নিথর দেহ লুটিয়ে পড়ে কয়েকবার কেঁপে চিরদিনের জন্য স্থির হয়ে যায়। যত্ন করে কর্তিত মুণ্ডটি কুড়িয়ে গর্ভগৃহের একমাত্র কুলুঙ্গির দিকে এগিয়ে যান সাধক। যত্ন করে সেটি সাজিয়ে রাখেন সেখানে। সহসা প্রবল ভূমিকম্প অনুভূত হয়। তীব্র হাওয়ার স্রোত মন্দিরের দেওয়ালের ফাটল গলে প্রবেশ করে গর্ভগৃহের অন্দরে। চক্রাকারে পাক খায় সেটি। উলটে পড়ে ধুনি, নিভে যায় প্রজ্বলিত প্রদীপ, শুধু দেবীর হাতে ধরা নরমুণ্ডের কপোলের আগুন দ্বিগুণ উৎসাহে জ্বলে৷

শুনতে ভুলবেন না Tales ​ এর 20K সাবস্ক্রাইবারস স্পেশাল প্রজেক্ট রিয়া ভট্টাচার্যের কলমে ভয়াল ভয়ংকর তন্ত্র নির্ভর কাহিনী “বজ্র চন্ডালিনীর কোপ” ঠিক আজ রাত্রি দশটায়। প্রিমিয়ারের লিংক থেকে সবাই চটপট রিমাইন্ডার অন করে রাখুন।
https://youtu.be/BibrHioqEx4

আমি সজাগ দৃষ্টি রেখেছিলাম। কিন্তু কখন যেন রাত গভীর হতেই আমাদের সবার মধ‍্যে একটা তন্দ্রা এসেছে।  আমি নিজেও এত সতর্ক থেকেও...
31/10/2022

আমি সজাগ দৃষ্টি রেখেছিলাম। কিন্তু কখন যেন রাত গভীর হতেই আমাদের সবার মধ‍্যে একটা তন্দ্রা এসেছে। আমি নিজেও এত সতর্ক থেকেও বুঝতে পারিনি হঠাৎ কি করে আমার চোখটা লেগে এসেছে। হঠাৎ একটা গোঙানির শব্দে ঘুম ভেঙ্গে গেলো। শুধু আমার নয়। আমার সঙ্গে চন্দন বাবু, প্রভা দেবী, ফাদার আর আরো দুজন ফাদারের সঙ্গীর। প্রভা দেবী আর চন্দন বাবু বেগতিক বুঝে দুজনে শক্ত করে স্বপ্নার দুহাত চেপে ধরেছে। ওদিকে আমিও ধড়মড় করে উঠে বসেছি‌।

ফাদার আমার মুখ থেকে শুনলেও স্বপ্নার ঐ বিভৎস‍্য রূপ দেখে ভয়ে মুখ শুকিয়ে রক্ত শূন‍্য দৃষ্টিতে তাকিয়ে। স্বপ্না ধনুকের মতো বেঁকে গেছে। যদিও চোখ দুটো বন্ধ কিন্তু ঠোঁটের কষ বয়ে রক্ত ঝরছে। হয়তো ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে ভয় পেয়েছে। শ্বাসনিতে পারছে না বোঝা যাচ্ছে। হয়তো চেষ্টাও করছে জেগে ওঠার কিন্তু পারছেনা আর তাতেই বেঁকে উঠছে বারবার। চুলগুলো এলিয়ে পরেছে। হাত, পায়ে আসুরিক শক্তি। ছাড়িয়ে নিতে চাইছে !!!!!!!
শুনতে ভুলবেন না শর্মিষ্ঠা মজুমদারের কলমে মহামায়া সিরিজের কাহিনী মহামায়া ও স্বপ্ন বিভীষিকা ঠিক আজ রাত্রি দশটায় Scary Tales এ। প্রিমিয়ারের লিংক থেকে সবাই চটপট রিমাইন্ডার অন করে রাখুন।
https://youtu.be/UeEagerlct4

**ra

আমাদের গাড়িটা প্রায় কাছে চলে এসেছে। হঠাৎ একটা কি যেন এসে আমাদের গাড়ির গায়ে লাগল। ভদ্রলোক আমাদের উদ্দেশ্যে বললেন ভদ্রলোক ...
23/10/2022

আমাদের গাড়িটা প্রায় কাছে চলে এসেছে। হঠাৎ একটা কি যেন এসে আমাদের গাড়ির গায়ে লাগল।
ভদ্রলোক আমাদের উদ্দেশ্যে বললেন ভদ্রলোক - " সাবধান ওরা আমাদের দেখতে পেয়েছে৷ গুলি ছুড়ছে।" মুহূর্তে আমরা মাথা নীচু করে ফেললাম এবার ব্যোমকেশ আর সেই ভদ্রলোক নিজেদের পকেট থেকে বন্দুক বার করেছে। ব্যোমকেশ চেঁচিয়ে গাড়োয়ান দুজনকে একটু দূরে দূরে গাড়ি চালাতে বলল ব্যোমকেশ - রাস্তার দুদিকে চলে যাও দুজন। যতটা সম্ভব মাথা নীচু করে থাকো। " আমি রুদ্ধশ্বাসে তাকিয়ে দেখতে লাগলাম এই লড়াই। একটা গুলি এসে আমাদের গাড়ির ছাউনি ফুটো করে দিল। আগের গাড়িটা দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদের গাড়িদুটোও প্রানপনে এগিয়ে যাবার চেষ্টা করছে। আমাদের গাড়ির গাড়োয়ান হাফাতে হাফাতে বলল গাড়োয়ান - " বাবু সামনে বাঁদিকে একটা রাস্তা আছে সেটা দিয়ে গেলে ওই গাড়িটার আগে আমরা পোছাব। সোজা রাস্তাটা আরেকটু গিয়ে ওই বাদিকেই বাঁক নেবে। যাবো?"
ভদ্রলোক অর্থাৎ পুলি ইনস্পেকটর যার নাম পরে জেনেছিলাম অখিলেশ বর্মন। তিনি বললেন
ভদ্রলোক - " ব্যোমকেশবাবু আপনি বাঁদিকের রাস্তা ধরে যান। যদি সামনে থেকে আটকাতে পারেন। এভাবে পিছন থেকে খুব কাছে যাওয়াটা রিস্ক হয়ে যাবে। আপনি যাবেন নাকি আমি যাবো?"
ব্যোমকেশ - " আপনি ওদের পিছু করুন। তবে সাবধানে। আমিই যাচ্ছি।" আমাদের গাড়িটা রাস্তা থেকে বাঁদিকে বাক নিল। ব্যোমকেশ পিস্তল হাতে গাড়ির মধ্যে আধবসা অবস্থায়, গাড়ির খোলের যেখানে গুলি লেগেছিল সেখান দিয়ে হাওয়া ঢুকছে তীব্রবেগে। এতক্ষন ধরে যে ব্যপারটা আমরা লক্ষ্য করিনি তা হল আকাশ কালো করে মেঘ জমে এসেছে। কয়েক ফোটা বৃষ্টি পড়ল গাড়ির ওপর। তারপর কিছু বোঝার আগেই হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে গেল। মাটির রাস্তা বৃষ্টির জলে পিছল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ব্যোমকেশ বলল - " সাবধানে।"
গাড়োয়ান হেসে বলল
গাড়োয়ান - কিচ্ছু ভাববেন না বাবু। আজ তিরিশ বছর ধরে আমি গাড়ি চালাচ্ছি।" আর কোনো কথা নয়। বৃষ্টির জলে ভিজে যাচ্ছি আমরা। ঘোড়াগুলো যেন ক্লান্ত হয়ে আসছে এবার। মাঝে মাঝেই ডেকে উঠছে ভিজতে ভিজতেই। গাড়োয়ান শক্ত হাতে লাগাম ধরে আছে। চাবুক চালাচ্ছে না আর। ব্যোমকেশ সোজা সামনের দিকে তাকিয়ে আছে। যেন অপেক্ষা করছে কিছুর জন্য। যেন কিছু হতে চলেছে।
আজ রাত্রি দশটায় আসছে সুকান্ত দাসের কলমে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী সিরিজের প্যাসটিশ গল্প ব্যোমকেশ ও নেতাজীর কল, শুনতে ভুলো না কিন্তু, প্রিমিয়ারের লিংক থেকে সবাই চটপট রিমাইন্ডার অন করে রাখো
https://youtu.be/InimqQobdgI

গল্প হলেও সত্যির নতুন এপিসোড, শ্বশান পিশাচের সত্যি ভৌতিক ঘটনা কিন্তু আজ রাত্রি দশটায় আসছে আমাদের   Tales ​ চ্যানেলে, শু...
20/10/2022

গল্প হলেও সত্যির নতুন এপিসোড, শ্বশান পিশাচের সত্যি ভৌতিক ঘটনা কিন্তু আজ রাত্রি দশটায় আসছে আমাদের Tales ​ চ্যানেলে, শুনতে ভুলবে না কিন্তু প্রিমিয়ারের লিংক থেকে সবাই চটপট রিমাইন্ডার অন করে রাখো।

https://youtu.be/U2UXVMMWTbY

সন্দীপ্তা উত্তেজনার ভারে তখন নেতিয়ে পড়েছে। হাঁফাতে হাঁফাতে সে বলতে লাগলো " আহ.....আঙ্কেল....ইউ আর সো গুড......প্রোবাবলি ...
11/10/2022

সন্দীপ্তা উত্তেজনার ভারে তখন নেতিয়ে পড়েছে। হাঁফাতে হাঁফাতে সে বলতে লাগলো " আহ.....আঙ্কেল....ইউ আর সো গুড......প্রোবাবলি দ্যা বেস্ট......।" কথাটা বলেই সে ঘুমের কোলে ঢলতে লাগলো। সমগ্র শরীর শিথিল করে সন্দীপ্তা শান্তিলালের বিছানাতেই শুয়ে থাকলো।
কিন্তু কিছুক্ষণ পরেই "আহহহহহহ" চিৎকারে সে এক তীব্র যন্ত্রণায় ককিয়ে উঠলো। এ যন্ত্রণা যেন মৃত্যুকে আহ্বান দিচ্ছে। ঘর অন্ধকার থাকলেও সে বুঝতে পারলো শান্তিলাল তার পেটে ধারালো কিছু দিয়ে আঘাত করেছে। কিন্তু কেন? উত্তর পেলো না সে। সন্দীপ্তা বুঝতে পারলো রক্তে বিছানার চাদর ভেসে যাচ্ছে। কিন্তু তার প্রতিঘাত করার কোনো ক্ষমতা নেই। শরীরের সব বল তার সঙ্গমেই নষ্ট হয়েছে। তাই মৃত্যুকে মেনে নেওয়া ছাড়া তার সামনে আর অন্য কোনো উপায় নেই। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে গেলো তার।
শান্তিলাল এখন বেজায় খুশি। বহুদিন পর আবার সেই নারীমাংসের স্বাদ। সে আর অপেক্ষা না করে সন্দীপ্তার স্তন থেকে কিছুটা মাংস ছোরা দিয়ে কেটে নিয়েই মুখে পুরে দেয়। চর্বিযুক্ত মাংসের মজাই আলাদা।

শুনতে ভুলবেন না ডক-পা রচিত আরেক সাইকো থ্রিলার গল্প, “নরখাদকের খপ্পরে” ঠিক আজ রাত্রি দশটায় শুধুমাত্র Scary Tales এ। নিচে দেওয়া প্রিমিয়ারের লিংক থেকে সবাই চটপট রিমাইন্ডার অন করে রাখুন।

https://youtu.be/hNIt7myTPv8

ধনঞ্জয়ের কথা শেষ হবার আগেই বাঁদিকে রাস্তার পাশের ঝোপটা প্রবলভাবে নড়ে উঠল। সেই দৃশ্য দেখে দুজনে দাঁড়িয়ে গেল। ধনঞ্জয়ের চোখ...
28/09/2022

ধনঞ্জয়ের কথা শেষ হবার আগেই বাঁদিকে রাস্তার পাশের ঝোপটা প্রবলভাবে নড়ে উঠল। সেই দৃশ্য দেখে দুজনে দাঁড়িয়ে গেল। ধনঞ্জয়ের চোখে কৌতুহল, সুহাসের চোখে ভয়। পরক্ষণেই সেই ঝোপ তছনছ করে বিরাট বড় দুটো শুঁড় এগিয়ে এল। এবং চোখের পলকে ধনঞ্জয়কে সাপের মতো পেঁচিয়ে ধরল। সেই শুঁড়ের মতো অংশগুলো থেকে বেরিয়ে আছে বড় বড় বাঁকানো চোষক-কাঁটা। সেই শুঁড়দুটো একসাথে এমন চাপ দিল যে ধনঞ্জয়ের পা আর কোমরের হাড় ভেঙে গেল! এবং কাঁটাগুলো শরীরের চামড়া ভেদ করে ভেতরে ঢুকে গেল। ধনঞ্জয়ের তীব্র আর্তনাদে রাতের নিস্তব্ধতা খানখান হয়ে গেল। এই ভয়াবহ এবং অবিশ্বাস্য দৃশ্য দেখে সুহাসের মাথাটা ঘুরে গেল। সে ধপাস করে মাটিতে পড়ে গেল। কিন্তু প্রাণের দায় বড় দায়। সুহাসের ভেতর থেকে কে যেন বলে উঠল, "এখন অজ্ঞান হলে চলবে না। যে করেই হোক পালাতে হবে!"
সুহাস টলতে টলতে উঠে দাঁড়াল। ধনঞ্জয়ের পুরো শরীরটা কে যেন ঝোপের ভেতর টেনে নিয়েছে। চাপা হুশ-হুশ করে কেমন যেন একটা গা ঘিনঘিনে শব্দ হচ্ছে। যেন কেউ বিশাল মুখ দিয়ে কিছু চুষে চুষে খাচ্ছে। ধনঞ্জয়কে কি তবে এভাবেই খাদ্য হিসেবে...!
শুনে ফেলুন Tales এর আজকের গল্প, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়ের লেখা হাড় হিম করা ভয়ের গল্প, “মারাচ”, ঠিক আজ রাত্রি দশটায়। প্রিমিয়ারের লিংক থেকে সবাই চটপট রিমাইন্ডার অন করে রাখুন।
https://appopener.com/yt/624jmod6o

প্রথমেই তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি Golpo Holeo Sotti ​ র নতুন এপিসোড নিয়ে আসতে এত দেরি হওয়ার জন্য । তোমাদের...
24/09/2022

প্রথমেই তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি Golpo Holeo Sotti ​ র নতুন এপিসোড নিয়ে আসতে এত দেরি হওয়ার জন্য । তোমাদের সকলের ভালোবাসায় ইতিমধ্যেই আমার দ্বিতীয় হরর পডকাস্ট চ্যানেল Golpo Holeo Sotti ​ প্রায় ৮০০ সদস্যের পরিবারে পরিণত হয়েছে তাই আমিও তোমাদের জন্য গল্প হলেও সত্যির নতুন এপিসোড নিয়ে যথারীতি আবার হাজির হয়েছি। আজ ঠিক রাত্রি দশটায় গল্পের প্রিমিয়ার রয়েছে নিচে দেওয়া লিঙ্ক থেকে সবাই চটপট রিমাইন্ডার অন করে রাখো।

https://appopener.com/yt/7u2y0z0ih

একদল পুলিশ পুরো জায়গাটাকে ঘিরে রেখেছে। ইতিমধ্যে শুনতে পেলাম কারোর কণ্ঠস্বর এবং টর্চের আলো। কর্নেল আমার কাঁধে হাত রেখে ঐখ...
05/09/2022

একদল পুলিশ পুরো জায়গাটাকে ঘিরে রেখেছে। ইতিমধ্যে শুনতে পেলাম কারোর কণ্ঠস্বর এবং টর্চের আলো। কর্নেল আমার কাঁধে হাত রেখে ঐখানেই বসিয়ে দিয়েছেন। অন্যপাশে মিস্টার সেন ও বসেছেন। তারপর হঠাৎ দরজাটা খুলে গেলো। একটা ট্রাককে বেরোতে দেখা গেলো। পিছন পিছন হনূমান টুপি এবং প্যান্ট ও সোয়েটার পরিহিত দুই জন টর্চ হাতে বেরিয়ে আসছে। চারদিকে আলো জ্বেলে দেখে নিলো। তারপরে তারাও ট্রাকের ড্রাইভারকে সবুজ সংকেত দিতেই যাবে এমন সময়ে মিস্টার সেন তার হুইসেল বাজিয়ে দিলেন। সাথে সাথেই গোটা পুলিশ বাহিনী টর্চের আলো জ্বেলে গোটা জায়গাটাকে আলোয় আলোকিত করে দিলো। সেই হনূমান টুপি পরিহিত দুজনের একজন পালতে গিয়ে পুলিশের লাঠির বাড়িতে জখম হই। সে কঁকিয়ে উঠতেই আমি চমকে উঠলাম!!!

আজ রাত্রি দশটায় আসছে কর্ণেলের রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী ‘সর্ষের মধ্যে ভূত’
শুনতে ভুলবেন না কিন্তু, প্রিমিয়ারের লিংক থেকে সবাই চটপট রিমাইন্ডার অন করে রাখো
https://youtu.be/mgFvkeL4-BI

আমি দেখলুম, আমার কোনো ক্ষতি করতে না পেরে, গোপালকে সে টেনে নিয়ে যাচ্ছে। দেখলুম, গোপাল পা টেনে টেনে হেঁটে যাচ্ছে মাঠের মধ...
23/08/2022

আমি দেখলুম, আমার কোনো ক্ষতি করতে না পেরে, গোপালকে সে টেনে নিয়ে যাচ্ছে। দেখলুম, গোপাল পা টেনে টেনে হেঁটে যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে। বারবার আমার দিকে তাকিয়ে, তার দুই হাত বাড়িয়ে, "বাঁচাও, বাঁচাও" বলে সাহায্য প্রার্থনা করছে। গোপাল কোনরকমে হাঁটছে, কিন্তু আর যেন পেরে উঠছে না। তারপর দেখলুম, সে পড়ে গেলো মাঠের মধ্যে। আর তখনই এক ভয়ঙ্কর দর্শন মূর্তির আবির্ভাব ঘটলো। সেই মূর্তি জ্বলন্ত। তার সারা শরীরে আগুন লেগে গিয়েছে। এতটাই বীভৎস সেই দৃশ্য, যে, সেই মূর্তি কোনো পুরুষের, নাকি নারীর, তা বোঝার কোনো উপায় নেই। তারপর সেই মূর্তি বিকট অট্টহাসি করে, তার একটা জ্বলন্ত হাত এগিয়ে দিলো গোপালের দিকে।

ঠিক আজ রাত্রি দশটায় tales এ আসছে স্বাগতা ঘোষের লেখা তারানাথ তান্ত্রিক ও মনিকঙ্কালীর মাঠ, । তারানাথ তান্ত্রিকের চরিত্রে থাকছেন OFFICIAL থেকে ইভান সরকার। শুনতে ভুলবেন না কিন্তু। প্রিমিয়ারের লিংক থেকে সবাই চটপট রিমাইন্ডার অন করে রাখুন।

https://youtu.be/hFBPvfOUp00

রাত প্রায় দুটো। ক্ষীণ চাঁদের অস্পষ্ট আলোয় দেখা গেল, কী যেন একটা এগিয়ে আসে। বিরাট একটা হাঁড়ির মতো মাথা সামনের দুটো পা...
20/08/2022

রাত প্রায় দুটো। ক্ষীণ চাঁদের অস্পষ্ট আলোয় দেখা গেল, কী যেন একটা এগিয়ে আসে। বিরাট একটা হাঁড়ির মতো মাথা সামনের দুটো পা সাঁতার কাটার মতো করে ধীরে ধীরে এপাশ-ওপাশ ফেলে মাতালের মতো টলতে টলতে সেই মারির কাছে এসে থামল। আমি টর্চ ফিট করা বন্দুক কাঁধে চেপে ধরলাম। তারপর ট্রিগারে আঙুল লাগিয়ে টর্চের বোতাম যেই টিপেছি – একরাশ আলোয় বাঘের সেই বিরাট মাথাটা অত্যন্ত পরিষ্কার আমার বন্দুকের নলের ঠিক সোজা পথে। আলোর উৎসের দিকে তাকাতেই বাঘের গণ্ডদেশ স্পষ্ট চোখে পড়া আর গুলি ছোড়া একই মুহূর্তে।

আজ ঠিক রাত্রি দশটায় আসছে ধীরেন্দ্রনারায়ণ রায়ের কাহিনী অবলম্বনে Scary Tales এর আজকের গল্প সুন্দরবনের মানুষখেকো, প্রিমিয়ারের লিংক থেকে সবাই চটপট রিমাইন্ডার অন করে রাখুন
https://youtu.be/He253T4eGH4

আবির দেখতে পেল একটা লোক স্টেশনের বারান্দাটা পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রেল লাইনের দিকে। লোকটাকে দেখে স্পষ্ট বোঝা যা...
16/08/2022

আবির দেখতে পেল একটা লোক স্টেশনের বারান্দাটা পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রেল লাইনের দিকে। লোকটাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি নিজের হুশে নেই, বরং কোন এক মায়া জালের বশীভূত হয় হেঁটে চলেছে নিজের গন্তব্যের দিকে আর সেই দিক থেকেই যেন এক পিশাচ অস্ফুট স্বরে অনবরত হেসে চলেছে প্রাণভরে
- হি হি হি হি হি হি.... হা হা হা হা হা..... মরবি মরবি ...... সবকটা মরবি..... হা হা হা হা হা.....

আবির কি করবে কিছুই বুঝতে পারছেনা অথবা ও হয়তো জানে যে এই বিষয়ে তার খুব একটা করার কিছু নেই। লোকটা এতক্ষণে হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়িয়েছে রেললাইনের একদম ধারে। এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদিও সেই বীভৎস দৃশ্য দেখার জন্য আবির তৈরি নাকি সেই বিষয়ে সন্দেহ রয়েছে কিন্তু তবুও সে জানালার ভাঙা অংশ দিয়ে একনাগাড়ে তাকিয়ে থাকলো সে দিকে। ও দেখল এবার আস্তে আস্তে লোকটা রেললাইনে নেমে নিজে নিজেই শুয়ে পড়ল লাইনের উপর। দৃশ্যটা দেখে গা টা কেমন যেন শিউরে উঠল আবিরের , একবারের জন্য ওর মনে হলো যে চোখটা সেখান থেকে সরিয়ে নিক কিন্তু সেই সময় আর পেলনা। পলকের মধ্যেই ডান দিক থেকে ছুটে আসা এক্সপ্রেস ট্রেনটা লাইন বরাবর বেরিয়ে গেল এক নিঃশ্বাসে আর এই আকস্মিক ঘটনায় একপ্রকার ছিটকে পিছনে সরতে গিয়ে সজোরে কাঠের টেবিল টা মাথায় লাগে আবিরের আর নিমেষের মধ্যে জ্ঞান হারায় সে।

ঠিক আজ রাত্রি দশটায় শুনে ফেলুন Scary Tales এর বিশেষ নিবেদন, দেবমাল্য কর্মকারের লেখা হাড় হিম করা তান্ত্রিক থ্রিলার গল্প ”শাকিনী” । প্রিমিয়ারের লিংক থেকে সবাই চটপট রিমাইন্ডার অন করে রাখুন

https://youtu.be/rrUSL5_v8kE

বড্ড লেগেছিল মাথায়। কেমন চটচটে লাগছে চুলটা। পিয়ালী বুঝতে পারলো রক্ত বেরোচ্ছে। কিন্তু বেচারী ভালো করে দম নিতেও পারলো না। ...
07/08/2022

বড্ড লেগেছিল মাথায়। কেমন চটচটে লাগছে চুলটা। পিয়ালী বুঝতে পারলো রক্ত বেরোচ্ছে। কিন্তু বেচারী ভালো করে দম নিতেও পারলো না। তার আগেই হিড়হিড় করে টানতে টানতে একটা গুমটি দোকানের পাশে তাকে নিজে গেল। বাধা দেবার সর্বশেষ চেষ্টা করতে গিয়েও ব্যর্থ হল পিয়ালী।

মুহূর্তে তিনজনে তাকে তছনছ করে দিল। গলার কাছে দলা পাকানো কান্নাটা উঠে এসেও বেরোতে পারল না। একটা অস্ফুট আর্তনাদ তিনটে জানোয়ারের কামের উল্লাসে চাপা পড়ে গেল রাতের অন্ধকারে। একে একে তিনজনই তার প্রতিটি অংশই যেন শুষে নিতে চাইল। বাধা দেবার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলফেল করে তাকিয়ে রইল। আর সবকিছুর সাক্ষী রইল একরাশ নিকষ অন্ধকার, দানবের মত দাঁড়িয়ে থাকা বড় বড় গাছগুলো আর কিছু রাতচরা পাখির অকস্মাৎ চিৎকার।

শুনতে ভুলো না সব্যসাচী রচিত এক ভিন্ন স্বাদের ভয়ের গল্প "শ্বাপদ" ঠিক আগামীকাল রাত্রি দশটায় ।প্রিমিয়ারের লিংক থেকে সবাই চটপট রিমাইন্ডার অন করে রাখো

https://youtu.be/grczdxl3mHU

#18+alert! ! ★ Holeo Sotti - https://youtube.com/channel/UCAHjzogX-R...

অনির্বাণ ভট্টাচার্যের লেখা হাড় হিম করা এক অভিশপ্ত পুতুলের গল্প “সলিতারিও” শুনতে ভুলবেন না কিন্তু!!! । গল্পে বর্ণিত কিছু...
30/07/2022

অনির্বাণ ভট্টাচার্যের লেখা হাড় হিম করা এক অভিশপ্ত পুতুলের গল্প “সলিতারিও” শুনতে ভুলবেন না কিন্তু!!! । গল্পে বর্ণিত কিছু বিভৎস দৃশ্যের জন্য আমাদের আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য! প্রিমিয়ারের লিংক থেকে সবাই চটপট রিমাইন্ডার অন করে রাখুন...

https://youtu.be/AYZJRuIN3HE

আমাদের দ্বিতীয় চ্যানেল  গল্প হলেও সত্যি -র প্রথম এপিসোড কিন্তু চলে এসেছে । সবাই চটপট এবার হাড় হিম করা সত্যি ভৌতিক ঘটনা...
22/07/2022

আমাদের দ্বিতীয় চ্যানেল গল্প হলেও সত্যি -র প্রথম এপিসোড কিন্তু চলে এসেছে । সবাই চটপট এবার হাড় হিম করা সত্যি ভৌতিক ঘটনা শুনে ফেলুন

https://youtu.be/RoJezh9pR3w

সারা দেশ জুড়ে খুন, তামিলনাড়ুর প্রান্তদেশ থেকে কেদারনাথের বড়ফাচ্ছন্ন শেখর অবধি। খুনগুলি কি রিলেটেড? কোনো সিরিয়াল কিলারের ...
21/07/2022

সারা দেশ জুড়ে খুন, তামিলনাড়ুর প্রান্তদেশ থেকে কেদারনাথের বড়ফাচ্ছন্ন শেখর অবধি। খুনগুলি কি রিলেটেড? কোনো সিরিয়াল কিলারের কাজ? যদি তাই হয়, কি বলতে চাইছে খুনি? কোনো কাল্ট কিলিং? কোনো ধর্মীয় শত্রুতা? নাকি কোনো প্রাচিন কোনো সুতোয় বাঁধা আছে মৃত মানুষগুলি? কে দিতে পারবে এর উত্তর?ইন্সপেক্টর অর্জুন ঠাকুর আর দিল্লি ইউনিভার্সিটির সিম্বলজিস্ট ঋষিকা গুপ্তাকে বেশ খানিকটা এগিয়েও থেমে যেতে হলো। নাহ, সব উত্তর ওনাদের কাছেও নেই।তাহলে? কে দিতে পারবে এর উত্তর? কার কাছে আছে এর সমাধান? অর্জুন ঠাকুর মাথা নাড়তে নাড়তে উত্তর দিলো-- পারবে, একজনই পারবে এর উত্তর দিতে। কিন্তু.... কিন্তু তার বদলে ভয়ঙ্কর এক শর্ত আছে যে.... কার কথা বলছিলো ইন্সপেক্টর অর্জুন? কিসের শর্তর কথা বলছিলো ও? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো শেষে কি ধরা পড়লো সেই সিরিয়াল কিলার?

সব উত্তর নিয়ে আসছে কাটা অঘোরী, কাক ভূষন্ডির ঠোঁটে... ঠিক আজ রাত দশটায় , শুনতে ভুলবেন না কিন্তু!!!
https://youtu.be/lM1-_BBG32U

আপনাদের সকলের ভালবাসায় আমাদের চ্যানেল  Scary Tales   ইতি মধ্যেই দশ হাজার সদস্যের পরিবার হয়েছে। তাই আপনাদের সকলের জন্য ...
20/07/2022

আপনাদের সকলের ভালবাসায় আমাদের চ্যানেল Scary Tales ইতি মধ্যেই দশ হাজার সদস্যের পরিবার হয়েছে। তাই আপনাদের সকলের জন্য একটা দারুন খবর আছে, আমরা আপনাদের জন্যে নিয়ে চলে এসেছি কিছু হাড় হিম করা সত্য ঘটনা অবলম্বনে আমাদের দ্বিতীয় চ্যানেল Golpo Holeo Sotti । ছোটবেলায় পাওয়ার কাটের দিনে, মোমবাতির আবছা মায়াবী আলোয় বসা ভূতের গল্পের আসর গুলো মনে আছে ? বাড়ির বয়োজ্যেষ্ঠদের মধ্যে কেউ এমন থাকতেন যিনি হাড় হিম করা সব সত্যি ভূতের গল্প শোনাতেন, যে গল্পগুলো হয়তো কিছুটা সত্যি কিন্তু গল্প বলার সময় গল্প বলার খাতিরেই তাতে অনেকটা রং চরে যেত।
কিন্তু সেই বয়সে আমরা তখন অত কিছু বিচার না করে ভুতের গল্পগুলো কিন্তু গোগ্ৰাসে গিলতাম, আবার দলের মধ্যে একটু ভিতু কেউ এমন থাকতো যে হয়তো ভূতের ভয় একটু দূরে বসে থাকতো কিন্তু ঠিক গল্প শোনার লোভে গল্পের আসরের দিকেই কান খাড়া করে রাখত। আসলে ভূতের গল্পের ম্যাজিকটাই এমন যে সে সব বয়সের শ্রোতাদের আকর্ষিত করতে পারে। আর সেই ভূতের গল্পগুলো যদি হয় সত্য ঘটনা অবলম্বনে তাহলে তো আর কথাই নেই। সত্যি মিথ্যা যুক্তিবাদ বিজ্ঞান চিন্তা এসব কিছু মুলতবি রেখে আমরা হাঁ করে সেই , শিরদাঁড়া দিয়ে ঠান্ডা রক্তের হিমেল স্রোত বয়ে নিয়ে যাওয়া, গায়ের প্রত্যেকটি রোম হঠাৎ করে খাড়া করে দেওয়া, বা বুকের মধ্যে অনবরত হাতুড়ি পেটা, কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটিয়ে তোলা গল্পগুলো মোহিত হয়ে শুনি। আমিও চেষ্টা করেছি যদি ছোটবেলার সেই পুরনো গল্প শোনার নেশাটাকেই আবার নতুন করে ফিরিয়ে আনা যায়।

তাহলে সবাই চটপট নীচে দেয়া লিঙ্ক থেকে আমাদের দ্বিতীয় চ্যানেল Golpo Holeo Sotti কে সাবস্ক্রাইব করে রাখুন। এবং সেখানে আমার কন্ঠে গল্প হলেও সত্যির প্রথম এপিসোড "সে আবার ফিরে এসেছিলো!!!" গল্পটি শুনে ফেলুন।

Golpo Holeo Sotti :
https://youtu.be/RoJezh9pR3w

আপনাদের সাথেও ঘটে যাওয়া এরকম কোন হাড় হিম করা ভৌতিক বা অলৌকিক ঘটনা থাকলে অবশ্যই লেখা পাঠাতে পারেন আমায় [email protected]

দেখতে দেখতে আমাদের   Tales  এর ছোট্ট পরিবার আজ দশ হাজার সদস্যের হলো। আপনাদের সকলের ভালবাসা, সাপোর্ট ছাড়া কখনোই এটা সম্ভ...
15/07/2022

দেখতে দেখতে আমাদের Tales এর ছোট্ট পরিবার আজ দশ হাজার সদস্যের হলো। আপনাদের সকলের ভালবাসা, সাপোর্ট ছাড়া কখনোই এটা সম্ভব হতো না। আর হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে আমাদের চ্যানেলের সাফল্যের পিছনে যে মানুষগুলো আছেন, যারা আমার সাথে না থাকলে আমার এই গল্প শোনানোর স্বপ্নটা হয়তো স্বপ্নই রয়ে যেত , যারা শুরুর দিন থেকে আমার সাথে না থাকলে, আমায় সাপোর্ট না করলে হয়তো এতদূর আসা সম্ভব হয়তো হতোই না , তাদের কথা একটু না বললে হয়তো আর কোনদিনই বলা হবে না। এই বিষয়ে বলতে গেলে প্রথমেই টিম হররস্কোপ এবং ইভানদার কথা বলতে হয়। এই মানুষটি না থাকলে হয়তো আমার এই গল্পের জগতে আসাই হতো না। এই মানুষটিই প্রথম আমার কন্ঠ শুনে আমায় সাহস যুগিয়ে ছিলো, সব সময় আমার পাশে থেকেছে । এছাড়া থ্রিলার ল্যান্ডের রনদীপ দা , স্ক্যাটার্ড থটস্ এর সৌভিকদা, MHS এর সায়কদা, আড্ডাবাজের প্রদীপ্তদা, মলয়দা। আমাদের ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ এর আর্য, শঙ্খ, সায়ন্তন, তৃষা, ভয়ের দেশের সৌরেন্দ্রদা , ইকোফ্রেন্ডলি প্রোডাকশনের সায়নদা, এসো গল্প পড়ির প্রিতমদা, গল্পাসুর, ফিনিক্স অডিওভার্স থেকে শুভজিৎ এঁরা তো আছেই। এছাড়া আমাদের অডিও স্টরি জগতের আরো অনেক মানুষ , কৌশিকদা , রিয়াদি, ঋতপাদির মত সাহিত্যিকরা আছেন যারা আমায় গল্প দিয়ে সাহায্য করেছেন। যাদের ছাড়া আমার একার পক্ষে কিছুই করা সম্ভব ছিল না। আমার ক্লাসের বন্ধুরাও আমাদের গল্পগুলো প্রচুর শেয়ার করে অনেক মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এখনো মনে পড়ে একদম সেই শুরুর দিকে যখন আমি শঙ্খ আর সৌরেন্দ্রদাকে নিয়ে আমাদের চ্যানেলের জন্য চুপিচুপি অডিও স্টরি তৈরি করছিলাম। এই সকল মানুষের কাছে আমি কৃতজ্ঞ আমায় এতোটা ভালোবাসা দেয়ার জন্য , তাই আজ আর কাউকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না বরং আশির্বাদ চেয়ে নেব যেন সব সময় আমার সাথে থাকেন। আর হ্যাঁ আমাদের শ্রোতাদের জন্য দুটো দারুন সুখবর আছে! খুব তাড়াতাড়ি আমাদের 10K স্পেশাল প্রযেক্ট স্বাগতা ঘোষের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প "মনিকঙ্কালীর মাঠ" নিয়ে আসছে Scary Tales। আর খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের আমাদের হাড় হিম করা সত্য ঘটনা অবলম্বনে আমাদের দ্বিতীয় চ্যানেল "গল্প হলেও সত্যি" যেখানে আপনারা বিভিন্ন বাস্তবে ঘটে যাওয়া ভৌতিক ও অলৌকিক ঘটনার উপর লেখা গল্প আমার কন্ঠে শুনবেন । তাহলে আর আর কি ? গল্পে থাকুন এবং শুনতে থাকুন, Scary Tales!!!

একটা মানুষকে খুন করার পরও তার মন একটুও বিচলিত হলো না। সোফায় বসে একটা সিগারেট ধরিয়ে চুপচাপ দেখলো সে মারিয়ামের শরীরটা। বছর...
12/07/2022

একটা মানুষকে খুন করার পরও তার মন একটুও বিচলিত হলো না। সোফায় বসে একটা সিগারেট ধরিয়ে চুপচাপ দেখলো সে মারিয়ামের শরীরটা। বছর ২৪ এর মেয়েটার মৃত শরীর কেমন যেন টানতে লাগলো স্যামুয়েলকে। হারিয়ে যাওয়া একটা টান ফিরে আসছে তার শরীরে। সোফা থেকে নেমেই মৃত মারিয়ামের কাপড়জামা খুলতে লাগলো স্যামুয়েল।মুহূর্তেই মারিয়ামের শেষ আবরণ টেনে ছিঁড়ে নগ্ন করে ফেললো সে। এরপর মিশে গেলো তার শরীরে।

মৃত মানুষের শরীর যে এত উত্তেজক সেটা স্যামুয়েল জানতো না। ঠান্ডা নরম শরীরে স্বর্গীয় সুখের সান্নিধ্য পেলো স্যামুয়েল। মারিয়ামের ঊর্ধ্বাঙ্গ, নাভি থেকে শুরু করে সমস্ত শরীর ছুঁয়ে গেলো স্যামুয়েলের ঠোঁট দুটি। এতো আদর সে কখনো জুলিয়াকেও করেনি।

আজকে ঠিক রাত দশটায় আসছে ডক-পার লেখা সাইকোলজিক্যাল থ্রিলার গল্প "শবপ্রেমীর আখ্যান", শুনতে ভুলবেন না কিন্তু!!!
প্রিমিয়ারের লিংক থেকে রিমাইন্ডার অন করে রাখুন
https://youtu.be/nOpwol-sdSU

শুভ জন্মদিন সায়কদা ,এ ভাবেই আমাদের গল্প শুনিয়ে যাও, আমাদের সাথে থেকো ❤️❤️❤️আর হ্যাঁ আর একটা বিরিয়ানী পাওনা রইল 😏 Midn...
12/07/2022

শুভ জন্মদিন সায়কদা ,
এ ভাবেই আমাদের গল্প শুনিয়ে যাও, আমাদের সাথে থেকো ❤️❤️❤️
আর হ্যাঁ আর একটা বিরিয়ানী পাওনা রইল 😏

Midnight Horror Station

ঝোঁপ সরিয়ে বিধু যেই টর্চ মেরেছে, অমনি তার সর্বাঙ্গ জমে বরফ হয়ে গেল। সাক্ষাৎ সেই জীবন্ত মিথ তার সামনে বসা। 'ভাসানচন্ডী......
06/07/2022

ঝোঁপ সরিয়ে বিধু যেই টর্চ মেরেছে, অমনি তার সর্বাঙ্গ জমে বরফ হয়ে গেল। সাক্ষাৎ সেই জীবন্ত মিথ তার সামনে বসা। 'ভাসানচন্ডী...', আওড়ালো নসু পেছন থেকে। দু'চোখ তার ভাটার মতো জ্বলছে, মাথায় বিক্ষিপ্ত সাদা চুলের জটা, বন্য জানোয়ারের মতো হিংস্র দৃষ্টি, মুখে থাক্ থাক্ রক্ত লেগে আছে, লম্বা নখের হাতগুলো দিয়ে চিন্ময়ের পাঁজর ভেঙে তার হাড় চিবুচ্ছে সেই রাক্ষুসী। বিধুর টর্চের আলোয় একটা চাপা গর্জনের সাথে চরম রাগত রূপ ধারণ করলো সে!

শুনতে ভুলবেন না Scary Tales এর আজকের গল্প রুবায়েত আমিনের লেখা - ”ঘড়িয়াল”। ঠিক আজ রাত 10pm , সবাই প্রিমিয়ারের রিমাইন্ডার অন করে রাখুন।

https://youtu.be/k7e9RtmNLSQ

ওদিকে সাধনাস্থলে বসা সেঁজুতির চোখদুটো হঠাৎ করেই লাল বর্ণ ধারণ করল, আর যখনই অভয়চরণ ওই ভস্মের ওপর গঙ্গা জল ঢালতে যাবেন, ঠি...
28/06/2022

ওদিকে সাধনাস্থলে বসা সেঁজুতির চোখদুটো হঠাৎ করেই লাল বর্ণ ধারণ করল, আর যখনই অভয়চরণ ওই ভস্মের ওপর গঙ্গা জল ঢালতে যাবেন, ঠিক তখনই অদূরে পড়ে থাকা ছোরাটা খপ করে তুলে নিল সেঁজুতি…তারপর সেটাকে অভয়চরণের গলার কাছে ধরে অদ্ভুত পুরুষালি কণ্ঠে সে চিৎকার করে বলল,
---"বন্ধ কর…বন্ধ কর এই পুজো…বন্ধ কর..!!!"

আজ অভয়চরণ তান্ত্রিক আসছে এক ভয়ঙ্কর বৌদ্ধ তন্ত্রের অপদেবতাকে আটকাতে , সে কী পারবে চৌধুরী বংশের উপর নেমে আসা এক ভয়ানক অভিশাপ কে শেষ করতে ? শুনতে ভুলবেন না, প্রলয় কুমার নাথের লেখা ”অভয়চরণ তান্ত্রিক ও বজ্রযক্ষ রহস্য” ঠিক আজ রাত দশটায়।

প্রিমিয়ারের লিংক থেকে সবাই চটপট রিমাইন্ডার অন করে রাখুন

https://youtu.be/JriEF8tnNJA

 ্রযক্ষ_রহস্য "...আজ রাতেও সেই পরিচিত পুরুষকণ্ঠের মন্ত্রোচ্চারণের আওয়াজ কানে যেতেই ঘুম ভেঙে গেল অভ্রর। সেই আওয়াজটা অনুসর...
24/06/2022

্রযক্ষ_রহস্য


"...আজ রাতেও সেই পরিচিত পুরুষকণ্ঠের মন্ত্রোচ্চারণের আওয়াজ কানে যেতেই ঘুম ভেঙে গেল অভ্রর। সেই আওয়াজটা অনুসরণ করে সে আবার রাতের অন্ধকারে ছুটে গেল জমিদার বাড়ির ছাদে। আজ সে দেখল ছাদের উত্তর দিক থেকে একটি দোদুল্যমান আলোর রেখা ভেসে আসছে। সেদিকে আরেকটু এগিতেই সে স্পষ্ট দেখতে পেল…কাপালিকের বেশধারী একজন পুরুষের মূর্তি একটি যজ্ঞকুণ্ডে আগুন জ্বালিয়ে কি যেন একটা সাধনা করছে। লোকটি অভ্রর দিকে পেছন ফিরে বসে আছে। লোকটির সামনে তন্ত্রক্রিয়ায় ব্যবহৃত নানা দ্রব্য যেমন হলুদ, সিঁদুর, রক্ত-চন্দন, নর করোটি, মড়ার হাতে পায়ের হাড়, জবা ফুল, বেশ কিছু বলি দেওয়া পশু পাখির রক্তাক্ত মৃতদেহ ইত্যাদি…তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল লোকটির সামনে শুইয়ে রাখা হয়েছে একটি সুন্দরী মেয়ের সম্পূর্ণ উলঙ্গ দেহকে। মেয়েটি কিন্তু জীবিত, তার শ্বাস প্রশ্বাস চলছে…!!! আর যজ্ঞকুণ্ডের অপর প্রান্তে রাখা রয়েছে একটি অদ্ভুত দেখতে দেবতার পাথরের মূর্তি!!!

সেই দেবতাটি তিনটি মাথা বিশিষ্ট, যার দুটি পাশ্ববর্তী মাথায় আছে তিনটি করে চোখ এবং সামনের মুখমণ্ডলে আছে পাঁচটি চোখ। প্রতিটি মুখেই আছে তীক্ষ্ণ শ্বদন্ত সহ অতি ভয়ঙ্কর চাহনি। প্রতিটা মাথা থেকেই সিংহের কেশরের মত কেশরাশি যেন হাওয়ায় উড়ছে। এছাড়াও তার দুই পেয়ে শরীরে রয়েছে মোট ছয়টি হাত। তার সামনের দুটি হাতে ধরা রয়েছে একটি ঘন্টা বিশিষ্ট পঞ্চমুখী বজ্র, তার বাকি চারটে হাতের এক একটিতে হয়েছে তীর, ধনুক, চক্র এবং খড়্গ…!!! এ আবার কোন দেবতা???

অভ্র দেখল সেই কাপালিক একটি তীক্ষ্ণ ছোরা নিয়ে সেটা ধীরে ধীরে চালনা করল মেয়েটির বুকে স্তনযুগলের ঠিক মাঝে…সে ধীরে ধীরে চিড়তে লাগল তার দেহের সেই অংশটাকে…মেয়েটার বুক থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগল…!!!

----"আহহহহ…আহহহ…আহহহ…!!!"

যন্ত্রনায় কঁকিয়ে উঠতে লাগল মেয়েটা…কিন্তু সেদিকে কোন খেয়াল করল না কাপালিক। সে মেয়েটার বুক চিরে, তার ভেতরে নিজের হাত ঢুকিয়ে হ্যাঁচকা টান দিয়ে বের করে আনল মেয়েটার হৃদপিন্ডটাকে…আর এর সাথে সাথেই মনে হল যেন একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় উঠল গোটা ছাদ জুড়ে… অদ্ভুত ভাবে কাঁপতে লাগল যজ্ঞের আগুন, কাঁপতে লাগল ওই ভয়ালদর্শী দেবতার মূর্তিটি…ধীরে ধীরে যেন আকারে বৃদ্ধি পাচ্ছে সেই দেবতার অবয়ব…মুহূর্তের মধ্যে একটি দৈত্যাকার রূপ ধারণ করে সেই দেবতা ছুটে এলো অভ্রর দিকে…সভয়ে পিছিয়ে যেতে লাগল অভ্র…সে এসে পৌঁছলো একেবারে ছাদে ওঠার সিঁড়ির কাছে…সে দেখতে পেল সেই দেবতা তার হাতের ধারলো খড়্গটি উঁচিয়ে ধরে যেন তীব্র গতিতে সেটা চালিয়ে দিল অভ্রর ঘাড় লক্ষ্য করে…!!!

----"নাআআআআআ…"..."

গল্পটি আসছে শুধুমাত্র Scary Tales ইউটিউব চ্যানেলে।

ফেলু মিত্তিরের মগজাস্ত্রের খেল এবার হবে শুরু! চটপট প্রিমিয়ারের এর লিংক থেকে রিমাইন্ডার অন করে ফেলো https://youtu.be/otQ...
18/06/2022

ফেলু মিত্তিরের মগজাস্ত্রের খেল এবার হবে শুরু! চটপট প্রিমিয়ারের এর লিংক থেকে রিমাইন্ডার অন করে ফেলো

https://youtu.be/otQOSk_E_48



| A Tribute to Satyajit Ray | Premieres 18th June 6.30pm, only on

মগজাস্ত্রের খেলা শুরু হবে এবার!আদিত্য বর্মনের আবিষ্কার, Trailer drops tonight | A tribute to Satyajit Ray, premieres 18t...
15/06/2022

মগজাস্ত্রের খেলা শুরু হবে এবার!

আদিত্য বর্মনের আবিষ্কার, Trailer drops tonight | A tribute to Satyajit Ray, premieres 18th June, only on Tales

bengali audio story GUJOB Subhadip

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Scary Tales posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Scary Tales:

Videos

Share

Category