Dunia Bangla News

  • Home
  • Dunia Bangla News

Dunia Bangla News মানবতাই মানুষের একমাত্র পরিচয়

কাবা চত্বরে বৃষ্টিতে ভিজলেন মুসল্লিরা সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে মুষলধারে ঝরেছে প্রশান্তির বৃষ্টি। এতে ওমরাহ করতে আস...
11/04/2023

কাবা চত্বরে বৃষ্টিতে ভিজলেন মুসল্লিরা


সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে মুষলধারে ঝরেছে প্রশান্তির বৃষ্টি। এতে ওমরাহ করতে আসা মুসল্লিরা ভিজে স্বস্তি পেয়েছেন।

গত সোমবার কাবা চত্বরে বৃষ্টি এবং সেই বৃষ্টিতে মানুষের ভেজার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মক্কা আঞ্চলিক অফিসের টুইট অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, বৃষ্টির মধ্যেও ওমরাহ পালন করতে আসা অনেকে তাওয়াফ করে যাচ্ছেন। এছাড়া কেউ কেউ সুন্দর এ মুহূর্তটিকে বেঁছে নিয়েছেন নামাজ ও দোয়ার জন্য।

রমজান মাসে ওমরাহকারীর সংখ্যা সাধারণ সময়ের চেয়ে একটু বেশি থাকে। ফলে এ সময় এমন আবহাওয়া বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই বৃষ্টি নামার পর কাবার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ দ্রুত কাজ শুরু করে।

ভারতে মুসলিমরা সুরক্ষিত, পাকিস্তানে নয়‘ভারতে মুসলিমরা সুরক্ষিত, পাকিস্তানে নয়’ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ভারতে ও...
11/04/2023

ভারতে মুসলিমরা সুরক্ষিত, পাকিস্তানে নয়

‘ভারতে মুসলিমরা সুরক্ষিত, পাকিস্তানে নয়’
ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ভারতে ওয়াশিংটন সফরে গিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, অন্যদের কথার ওপর ভিত্তি করে ভারতে মুসলিমদের অবস্থা বিবেচনা করা ঠিক নয়। তারা যথেষ্ট সুরক্ষিত।

এক সাক্ষাৎকারে নির্মলাকে জিজ্ঞাসা করা হয়, ভারতে কি মুসলিম সম্প্রদায় হিংসার শিকার হচ্ছেন? তখন তিনি বলেন, ‘বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা ভারতেই রয়েছে। সেই সংখ্যাটা ক্রমেই বাড়ছে। অনেকেই বলে থাকেন, ভারতে মুসলিমরা বিপন্ন। তাদের একটা প্রশ্ন করতে চাই। ভারতে যদি মুসলিমরা এতই সমস্যার মধ্যে থাকেন, তাহলে ১৯৪৭ সালের পর দেশে মুসলিমদের সংখ্যা এত বাড়ল কিভাবে?’

পাকিস্তানের মুসলিমদের তুলনায় অনেক বেশি সুরক্ষিত আছেন ভারতীয় মুসলিমরা এই মন্তব্য করে তিনি বলেন, ‘মুহাজির, শিয়ার মতো সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বারবার হিংসাত্মক আচরণ করা হয়েছে। যদি ভারতের দিকে তাকান তাহলে দেখা যাবে সব সম্প্রদায়ের মুসলিমরাই সমানভাবে কাজ করছেন। সরকারি সুবিধা পাচ্ছেন। তাদের সন্তানরাও পড়াশোনা করছে।’

আইএমএফ ও বিশ্বব্যাংকের বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে আছেন অর্থমন্ত্রী নির্মলা। সেখানেই ভারতীয় মুসলিমদের পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। জবাবে তিনি এই উত্তর দেন।

সাদ্দামের স্মৃতি মোছার ২০ বছরে ইরাক কতটুকু এগোল?কায়েস আল-শারা ইরাকের একজন সেলুনকর্মী। নরসুন্দর বা হেয়ারড্রেসার হিসেবে ...
10/04/2023

সাদ্দামের স্মৃতি মোছার ২০ বছরে ইরাক কতটুকু এগোল?

কায়েস আল-শারা ইরাকের একজন সেলুনকর্মী। নরসুন্দর বা হেয়ারড্রেসার হিসেবে তার জীবনে রয়েছে বলার মতো অগণিত গল্প। তবে কায়েস আল-শারা সবচেয়ে বেশি মজা পান সেই দিনটির গল্প করে, যেদিন ইরাকি জনগণ ও মার্কিন মেরিন সেনারা সাদ্দাম হোসেনের বিশাল মূর্তিটি টেনেহিঁচড়ে ভূপাতিত করল। দিনটি ছিল ২০০৩ সালের ৯ এপ্রিল। আর আল-শারা দৃশ্যটি দেখেছিলেন খুবই কাছ থেকে, কারণ বাগদাদের ফিরদোস স্কয়ারে তার দোকানের সামনেই দাঁড়িয়ে ছিল সাদ্দাম হোসেনের দীর্ঘকায় মূর্তিটি।

ইরাকি স্বৈরশাসকের ডান হাত প্রসারিত মূর্তিটির দৈর্ঘ্য ছিল ১২ মিটার (৩৯ ফুট)। সাদ্দামের ৬৫তম জন্মদিন উদযাপনের জন্য মাত্র এক বছর আগেই এটি নির্মিত হয়েছিল।

আল-শারা পশ্চিমা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ‘মূর্তিটির চূড়ায় মার্কিন সৈন্যদের সঙ্গে বহু তরুণ ইরাকি ছিল, যারা জড়ো হয়েছিল দেশের নানা প্রান্ত থেকে। কারণ তারা স্বাধীনতা চাইছিল।’

সেদিনের দৃশ্যটি বিশ্বের সামনে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের একটি আইকনিক মুহূর্ত হয়ে ওঠে। সাদ্দামের সিকি শতাব্দীর স্বৈরশাসনের অবসান হচ্ছে! এর প্রতীক হিসেবে মেরিনরা মূর্তিটিকে একটি গাড়ির সঙ্গে বেঁধে দিয়েছিল। আসলে সাদ্দাম তার ক্ষমতা প্রদর্শনের জন্য যে বিপুলসংখ্যক স্মৃতিসৌধ এবং প্রাসাদ নির্মাণ করেছিলেন, তার একটি ছোট প্রতীক ছিল ফিরদোস স্কয়ারের এই মূর্তি।

সাদ্দামের সমস্ত মূর্তি ও ছবি এর পরের ২০ বছরে হারিয়ে গেছে। নতুন ইরাক হবে! তাই তার অনেক প্রাসাদ ও ভবনকে আয়ত্তে এনে পুনর্নির্মাণ করা হয়। সাদ্দামের উপস্থিতি মুছে ফেলে একটা আশা জাগানো হলো। কিন্তু এর বেশির ভাগই বাষ্পীভূত হয়ে গেছে। স্বপ্ন প্রথম ধুয়ে গেছে টানা কয়েক বছরের নৃশংস সহিংসতায়। আর এখন তারা দেখছে, ধ্বংসপ্রাপ্ত এক অর্থনীতি এবং সাম্প্রদায়িকতাদুষ্ট নতুন রাজনৈতিক অভিজাতদের ব্যাপক দুর্নীতি।

সেই ফিরদোস স্কয়ারে এখন একটি ছোট পার্ক পুনর্নির্মাণ করা হয়েছে বেসরকারি ব্যাংকগুলোর অর্থায়নে। স্কয়ারের ওপরে একটি বিশাল ভবনে এখন শোভা পাচ্ছে ২০২০ সালের মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সোলাইমানি এবং হজরত মুহাম্মদ (সা.)-এর নাতি ইমাম হুসাইনের বিশাল ম্যুরাল। সরকারে ইরান সমর্থিত শিয়া দলগুলোর আধিপত্যের কারণে বাগদাদের চারপাশেই আজকাল চোখে পড়ে এমন ধরনের স্থাপত্য বা ম্যুরাল, যেগুলো শিয়া ভাবধারার সমর্থক।

বাগদাদের সেলুনকর্মী আল-শারা বলেন, ‘সাদ্দামের মূর্তি নামিয়ে ফিরদোস স্কয়ারে যে নতুন উদ্যান করা হয়েছে, তা বতর্মান ইরাকে বিস্তৃত দুর্নীতিকেই প্রতিনিধিত্ব করে। যে কদর্য রূপ লুকিয়ে আছে সুন্দর সবুজ এবং ঝরনার নিচে।’ তিনি জানান, যদিও তিনি সাদ্দামের শাসনকে মিস করেন না, তবে তিনি ‘আইনের শাসনের’ অনুপস্থিতি খুব অনুভব করেন।

আল-শারা বলেন, ‘বড়রা আজকাল বাচ্চাদের নিয়ে ফিরদোস স্কয়ার এলাকায় যেতে খুব ভয় পায়, কারণ মাদক ব্যবসায়ীরা রাতে সেখানে আড্ডা দেয়।’

ইরাকজুড়ে সাদ্দামের যেসব মূর্তি স্থাপন করা হয়েছিল, সেগুলোর বেশির ভাগেরই ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটেছে তা বের করা কঠিন। তবে জানা যায়, এগুলোর একেকটি টুকরোও স্মারক শিকারিদের কাছে দারুণ লোভনীয় বস্তু।

যুক্তরাষ্ট্রের ইউটা থেকে ইরাকে লড়তে যাওয়া একদল তরুণ মার্কিন মেরিন ২০০৩ সালে বলেন, তারা সাদ্দামের মূর্তিটির ডান হাত কেটে ফেলেছিলেন। তাদের লক্ষ্য ছিল ইবে সাইটে এটি বিক্রি করে দেওয়া। কিন্তু তারা তাদের সামরিক ফ্লাইটে এটি দেশে পাচারের চেষ্টা করার সময় দেখতে পান, মূর্তির হাতটি তাদের কার্গো থেকে কিভাবে যেন গায়েব হয়ে গেছে। মূর্তিটির কিছুই তাদের কাছে ছিল না, একটিমাত্র আলোকচিত্র ছাড়া। উপহার পাওয়া বিশাল মাছের পাশে দাঁড়িয়ে ছবি তোলার মতো তারা মূর্তিটির পাশে নিজেদের এ ছবি তুলেছিলেন।

২০১৬ সালে একজন জার্মান নাগরিক জানান, তিনি প্রাচীন জিনিসপত্র বেচাকেনার ব্যবসা করে থাকেন। তিনি সাদ্দাম হোসেনের মূর্তির বাঁ পা কিনেছিলেন এবং পরে সেটি এক লাখ ডলারেরও বেশি দামে ইবেতে বিক্রি করে দিয়েছেন।

চ্যাথাম হাউসের জ্যেষ্ঠ গবেষণা ফেলো রেনাদ মনসুর বার্তা সংস্থা এপিকে বলেন, সাদ্দাম হোসেন বাগদাদসহ অন্যান্য শহরে সুরম্য প্রাসাদ গড়ার পাশাপাশি নিজের মূর্তি এবং প্রতিকৃতি স্থাপনের মাধ্যমে নিজেকে একজন ‘ঐশ্বরিক নেতা’ হিসেবে দেখানোর চেষ্টা করেছিলেন।

এত কিছুর পরও সাদ্দাম হোসেনের স্মৃতিবিজড়িত কিছু স্থাপত্য এখনো রয়ে গেছে, কারণ এগুলো স্থাপনের সঙ্গে জড়িয়ে ছিল জাতীয় স্বার্থ এবং যার মাহাত্ম্য সাদ্দামকেও ছাড়িয়ে গিয়েছিল। উদাহরণস্বরূপ, টাইগ্রিস নদীর ওপরে এখনো মাথা উঁচু করে রয়েছে বিজয় আর্চ এবং দুটি বড় শহীদ স্মৃতিস্তম্ভ। আশির দশকে ইরানের সঙ্গে ইরাকের যুদ্ধে নিহতদের স্মরণে যথাক্রমে ১৯৮৩ এবং ১৯৮৯ সালে এগুলো উদ্বোধন করে খোলা হয়েছিল।

নব্বইয়ের দশকে সাদ্দাম একটি কৃত্রিম হ্রদের মাঝখানে তৈরি দ্বীপে আল-ফাউ প্রাসাদ নির্মাণ করেছিলেন। ইরান-ইরাক যুদ্ধের আল-ফাউ নামের উপদ্বীপটি পুনরায় দখল করার স্মারক হিসেবে এ উদ্যোগ নেন সাদ্দাম। ২০০৩ সালের পর প্রাসাদটিকে মার্কিন জোটের সামরিক সদর দপ্তর করা হয়, নামকরণ হয় ক্যাম্প ভিক্টরি। পরে প্রভাবশালী ইরাকি ব্যবসায়ী সাদি সাইহুদের অর্থায়নে এটি বাগদাদের আমেরিকান বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।

আমেরিকান ইউনিভার্সিটি অব বাগদাদের (এই্‌উবি) ক্যাম্পাসে সাদ্দামের উপস্থিতি আজও পাওয়া যায়। দেয়াল ও ছাদে আঁকা আছে তার আদ্যক্ষর। কৃত্রিম হ্রদটিতে এখনো রয়েছে জায়ান্ট কার্পের একটি প্রজাতি, যাকে মার্কিন সৈন্যরা বলত ‘সাদ্দাম বেস’।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সংরক্ষণ করা জরুরি জানিয়ে এইউবির ভাইস প্রেসিডেন্ট ড. ডন ডেকল এপিকে বলেন, ‘এই প্রাসাদটি ইরাকের ভবিষ্যতেরই অংশ।’ ড. ডেকল মনে করেন, এখন অনেক ইরাকি দেশ ছেড়ে চলে যাচ্ছে। একদিন আসতে পারে, যেদিন এই বিশ্ববিদ্যালয়টি ইরাকি তরুণদের দেশে ধরে রাখার একটি অবলম্বন হয়ে উঠবে।

তিনি আরো বলেন, ‘বিদেশে যাওয়া প্রজন্ম আজকে তাদের ছেলে-মেয়েদের ইরাকে ফেরত পাঠাতে চায়, যেন তারা তাদের নিজেদের দেশকে অনুভব করতে পারে।’

ওই সময়টায় সাদ্দামকে সরাসরি প্রতিফলিত করে, এমন অনেক কিছুই মুছে ফেলা হয়েছিল। ফিরদোস স্কয়ারের মূর্তিটি ভেঙে ফেলার এক দিন পর কুর্দিরা উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে সাদ্দামের একটি মূর্তি ভেঙে ফেলে। এ সময় সাদ্দামকে তারা জুতাপেটা করছিল। পরে এই মূর্তিসহ অন্যান্য আরো মূর্তি সরিয়ে সেখানে কুর্দি নেতাদের ছবি বসানো হয়েছিল, বিশেষত মাসুদ বারজানির। তিনি ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত উত্তরে কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের নেতৃত্ব দিয়েছিলেন।

সাদ্দাম ইরাকের শিয়াদের মধ্যে যেকোনো মতবিরোধকে নৃশংসভাবে দমন করেছিলেন। এই কৌশল থেকেই বাগদাদের সবচেয়ে বড় শিয়া অধ্যুষিত এলাকাটির নাম দেন সাদ্দাম সিটি। শিয়াদের ক্ষোভ বাড়িয়ে স্থাপন করেন নিজের একটি বিশাল ও রঙিন ম্যুরাল।

২০০৩ সালের জুনে শিয়ারা এক অনুষ্ঠানে জড়ো হয়ে শহরটির পুনর্নামকরণ করে সদর সিটি। তারপর তারা সাদ্দামের প্রতিকৃতি সরিয়ে স্থাপন করে সাদ্দামের শাসনামলে বিরোধিতা করে নিহত হওয়া দুই আলেম মোহাম্মদ-বাকির আল-সদর এবং মোহাম্মদ-সাদিক আল-সদরের ম্যুরাল। তাদের একজন সাদ্দামের পতনের পর মার্কিন দখলদারির বিরুদ্ধে লড়াই করা মিলিশিয়াদের নেতা মুক্তাদা আল-সদরের শ্বশুর, অন্যজন বাবা। আজ মুক্তাদা সদর ইরাকের অন্যতম শক্তিশালী দলীয় নেতা। শিয়ারা এখন সরকারি পদে আধিপত্য বিস্তার করে আছে। যে সদর সিটি লাখ লাখ দরিদ্র শিয়াদের আবাসস্থল, সেটি মুক্তাদা সদরের মূল ঘাঁটি।

সাদ্দাম সিটি থেকে সদর সিটি নামকরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালাল মুসা। তিনি এপিকে বলেন, ‘সেদিন সেই মুহূর্তে আমি কেমন অনুভব করেছিলাম তা ভাষায় বর্ণনা করতে পারব না। এ ছিল অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার মতো অভিজ্ঞতা।’ সেদিনের কিশোর মুসা আজ ৩৭ বছর বয়সী ঠিকাদার, কাজ করেন রাজ্য বিদ্যুৎ সংস্থার সঙ্গে। মুসা জানান, তার অনেক আশাই পূরণ হয়নি। তালাল বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে দুর্নীতিগ্রস্ত জান্তা আমাদের ওপর চেপে আছে, যারা ২০ বছর ধরে দেশকে নিয়ন্ত্রণ করছে।’

সূত্র : আল অ্যারাবিয়া

10/04/2023
10/04/2023

ডায়মন্ডহাবারে বস্ত্র ও ইফতার সামগ্রী নিয়ে এগিয়ে এলেন সমাজ সেবী রেজাউল ইসলাম

বাইজিদ মণ্ডল মগরাহাট: প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান মাসের গরীব অসহায় রোজাদারদের মুখে হাসি ফোটানোর জন্য মুলটি হীরক তরুণ সংঘ ক্লাব প্রাঙ্গনে টুইঙ্ক রোক ইনফ্রাভেন্টুরেস প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে রেজাউল ইসলাম এর উদ্যোগে। রমজান মাস উপলক্ষে এলাকার প্রায় তিন শতাধিক এর অধিক দুঃস্থ অসহায় সাধারণ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ সহ রমজান মাসের ইফতারের সামগ্রী প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই এন টি টি ইউ সি সভাপতি শক্তিপদ মণ্ডল,ও ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবী রেজাউল ইসলাম, মগরাহাট থানার ওসি আব্দুস সামাদ আনসারী, ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের সহ সভাপতি বিমলেন্দু বৈদ্য সহ আরো অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ। এই রমজান মাসে বস্ত্র সহ ইফতার সামগ্রী পেয়ে খুশি এলাকার সর্ব সাধারণ মানুষ।

সৌদি আরবে   পবিত্র মসজিদুল হারামে রমজানের শেষ দশকের প্রস্তুতিপবিত্র মসজিদুল হারামে রমজানের শেষ দশকের প্রস্তুতি সম্পন্ন হ...
10/04/2023

সৌদি আরবে পবিত্র মসজিদুল হারামে রমজানের শেষ দশকের প্রস্তুতি

পবিত্র মসজিদুল হারামে রমজানের শেষ দশকের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগত মুসল্লিদের অভ্যর্থনা জানাতে সব ধরনের প্রস্তুতির কথা জানায় জেনারেল প্রেসিডেন্সি বিভাগ। মসজিদের প্রকৌশল ও প্রযুক্তিগত সেবাসহ মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ও সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়। এবারও মসজিদের ‘তৃতীয় সৌদি সম্প্রসারণ’ এলাকা মুসল্লিদের প্রস্তুত থাকবে।

এদিকে রমজানের শেষ দশক শুরু হওয়ার আগেই মসজিদুল হারামে এখন ওমরা পালনকারী ও মুসল্লিদের উপচে পড়া ভিড় তৈরি হয়েছে। তাই ভিড় কমাতে মসজিদের সব ফটক ও প্রবেশপথ খুলে দেওয়া হয়েছে। গ্রুপিং ম্যানেজমেন্ট পরিচালক খালাফ আল-ওতাইবি বলেছেন, নতুন প্রবেশপথ ও খোলা স্থানগুলো পূর্ণ হয়ে গেলে মুসল্লিদের জন্য তৃতীয় সৌদি সম্প্রসারণ এলাকা খুলে দেওয়া হবে। সবচেয়ে বেশিসংখ্যক মুসল্লিকে সর্বোচ্চ মানের সেবা দেওয়া ও তাদের নামাজের ব্যবস্থা করতেই সংশ্লিষ্ট সব বিভাগ কাজ করছে।

এদিকে গত ১৭ রমজান রাতে পবিত্র মসজিদুল হারামে ১০ লাখের বেশি মুসল্লি ও ওমরাহপালনকারী এসেছেন। মুসল্লিদের উন্নত সেবা দিতে পাঁচ হাজারের বেশি নিয়মিত যান ও তিন হাজার ইলেকট্রিক যানের ব্যবস্থা করা হয়। মাঠপর্যায়ের কর্মী দেখাশোনা করতে দুই শতাধিক সুপাইভাইজার নিয়োগ দেওয়া হয়। মসজিদ প্রাঙ্গণ জীবাণুমুক্ত রাখতে প্রতিদিন তা ১০ বার পরিষ্কার করা হয়।

মসজিদে আগত শিশু দর্শনার্থীদের জন্য ডিজিটাল ব্রেসলেট কার্যক্রম চালু করেছে জেনারেল প্রেসিডেন্সি বিভাগ। ভিড়ের মধ্যে শিশুদের হারিয়ে যাওয়া প্রতিরোধ করতে ও তাদের সহজে শনাক্ত করতে এই কর্মসূচি নেওয়া হয়। বিশেষ এই ব্রেসলেটের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শিশুর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব। মসজিদের প্রধান ফটক বাব আল-মালিক আবদুল আজিজ, বাদশাহ ফাহাদ সম্প্রসারণ ও বাব আস-সালামের প্রবেশপথে তা পাওয়া যায়।

সূত্র : সৌদি গেজেট

10/04/2023

মেদিনীপুরের ঘাটালে ‘মৃত’ নবজাতককে কবর দেওয়ার সময় নড়ে উঠল

হাসপাতালে জন্মগ্রহণের পর ‘মৃত’ নবজাতককে কবর দেওয়ার সময় নড়ে উঠল। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে।
গত শনিবার ভোরে এক নারীর প্রসবযন্ত্রণা শুরু হয়। দুপুর ১২টায় ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিছু সময় পর তিনি পুত্রসন্তানের জন্ম দেন।

বিকালে শিশুটির পরিবারকে জানানো হয়, জন্মের ২০ মিনিটের মধ্যেই মারা গিয়েছে নবজাতকটি। রাতে তার মৃত্যুর সনদও দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর রাত সাড়ে ১০টায় নবজাতকের ‘দেহ’ নিয়ে বাড়ি ফিরে যান পরিবারের সদস্যরা।

পরিবারের দাবি, হাসপাতাল থেকে ফিরে ‘মৃত’ শিশুটিকে কবর দিতে গিয়ে চমকে উঠেন তার মা-বাবা ও আত্মীয় স্বজনরা। শিশুটির শরীরে তখনও প্রাণ রয়েছে। তারা জীবিত শিশুটিকে পুনরায় ভর্তি করার পর আইসিইউতে রাখা হয় তাকে। সেখানেই তার চিকিৎসা চলছিল। তবে রোববার সকালে ওই শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনাকে নজিরবিহীন আখ্যা দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে তদন্তের দাবি করেছে শিশুটির পরিবার।

এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলার স্বাস্থ্য দপ্তর।

10/04/2023

তুরস্ক ভ্রমণ করতে এসে ইসলাম ধর্ম গ্রহণ অস্ট্রেলীয় যুবকের

তুরস্ক ভ্রমণ করতে এসে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়েছেন এক অস্ট্রেলীয় যুবক।

ম্যানুয়েল টিটন নামে ওই যুবক ইসলাম ধর্মগ্রহণের পর তার নাম পরিবর্তন করে রেখেছেন ইউসুফ এভরেন। খবর আনাদোলুর।

অস্ট্রেলীয় ওই যুবক সম্প্রতি তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এডির্নের ইবরিকতেপে গ্রামে তার বন্ধু একরান দুজের বাড়িতে বেড়াতে যান।

সেখানে তিনি ইসলাম ধর্মের সৌন্দর্য মুগ্ধ হয়ে ধর্মান্তরিত হওয়ার ইচ্ছার কথা জানান বন্ধুর কাছে। পরে স্থানীয় মুফতির কাছে তাকে নিয়ে যান তার তুর্কি বন্ধু।

স্থানীয় জেলার মুফতি আহমেত বায়রাকতার অস্ট্রেলীয় যুবককে অভিনন্দন জানান এবং তাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেন এবং এ সংক্রান্ত একটি সার্টিফিকেট দেন।

ম্যানুয়েল টিটন (বর্তমানে ইউসুফ) বলেন, আমি স্বতস্ফূর্তভাবে ইসলাম ধর্মগ্রহণ করেছি। এতে আমি অনেক খুশি এবং মানসিক প্রশান্তি পাচ্ছি।

09/04/2023

লন্ডনের ঐতিহাসিক রয়্যাল অ্যালবার্ট হলে গতকাল হতে ইফতার উৎসব শুরু

লন্ডনের ঐতিহাসিক রয়্যাল অ্যালবার্ট হলে শুক্রবার একটি উন্মুক্ত ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের এই অনুষ্ঠানে অংশ নিতে শত শত লোক জড়ো হয়েছিল।

২০১৩ সালে প্রতিষ্ঠিত পুরস্কার বিজয়ী দাতব্য সংস্থা ‘রমজান তাঁবু প্রকল্প’ আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে প্রায় ৪৫০ জন লোক জড়ো হয়েছিল বলে জানা গেছে। আযানের পর খাওয়ার মাধ্যমে প্রথমে সবাই তাদের রোজা ভাঙে এবং পরে জামাতে নামাজ আদায় করে।

ইফতারের আগে বক্তৃতাকালে যুক্তরাজ্যে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত ওসমান কোরে এরতাস মানুষের মধ্যে সম্পর্ক জোরদারে রমজানের গুরুত্বের ওপর জোর দেন। তিনি তুরস্ক ও সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারির বিধ্বংসী ভূমিকম্পের কথাও উল্লেখ করেছেন। সেই সঙ্গে ইফতারে অংশ নেওয়া সবাইকে ধ্বংসের পর তুর্কি সম্প্রদায়ের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানান। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য অনুদান ও তহবিল সংগ্রহের প্রচারণার জন্য ব্রিটিশদের ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রদূত।

এ ছাড়াও রিজেন্ট ইউনিভার্সিটি লন্ডনের অধ্যাপক জোনাথন উইলসন উন্মুক্ত ইফতার অনুষ্ঠানের প্রশংসা করেছেন। তিনি বলেন, এই সমাবেশ মানুষের সঙ্গে দেখা করার এবং অভিজ্ঞতা ভাগ করার একটি খুব ভাল সুযোগ।

পূর্ববর্তী ইফতার অনুষ্ঠানগুলোর কথাও উল্লেখ করে রমজান তাঁবু প্রকল্পের উপদেষ্টা বোর্ডের সদস্য ডওশান হুমজাহ বলেছেন, এই আয়োজন অপরিচিতদের বন্ধুতে পরিণত করছে। অনুষ্ঠানের আয়োজনে যারা সহায়তা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আয়োজকরাও এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানিয়েছেন, যার মধ্যে রয়েছে তুর্কি'স প্রেসিডেন্সি ফর তুর্কস অ্যাব্রোড এবং রিলেটেড কমিউনিটি (ওয়াইটিবি)।

Address


Telephone

+916291508463

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dunia Bangla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dunia Bangla News:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share