Bengal Star News

Bengal Star News BengalStarNews.com
(2)

03/04/2024

মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে জঙ্গীপুর লোকসভার ভোটের প্রচার করলেন ঘাস ফুলের প্রার্থী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান।

শুকির মোড় হয়ে গুড়া ও পাশলা গ্রামের ভিতর দিয়ে বিলোল নতুন গ্রাম হয়ে রামচন্দ্রপুর গ্রামে গিয়ে এই প্রচার শেষ করা হয়।

প্রচার টি করা হয় হুড গাড়িতে করে।

হুড গাড়ির প্রচারে উপস্থিত ছিলেন জঙ্গীপুর লোকসভার প্রার্থী খলিলুর রহমান নবগ্রামের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহম্মদ এনায়েতুল্লা এবং নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল সহ একাধিক কর্মীবৃন্দরা ও সমর্থকরা।

প্রচার করার সময়ে খলিলুর রহমানকে গলাতে মালা পড়ায় রাস্তার দুধারে থাকা মহিলারা ও অনেক ছোট ছোট বাচ্চারা।

প্রচার শেষে নিমগ্রাম বেলুড়ি হাই স্কুলের মাঠে ইফতার পার্টিতে যোগ দেন খলিলুর রহমান সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা
এই মাঠে ইফতার নামাজ ও পড়তে দেখা যায় খলিলুর রহমান কে

ভয়াবহ ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গেল তাইওয়ান, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৪
03/04/2024

ভয়াবহ ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গেল তাইওয়ান, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৪

02/04/2024

সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে রানীতলা ঈদগাহ মোরে একটি কর্মী সভা অনুষ্ঠিত হলো কর্মী সভার পরেই রানীতলা এলাকায় একটি মিছিল ও জনসংযোগ করলেন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন মুর্শিদাবাদ কেন্দ্রের এমপি বদরুদ্দোজা খান কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম , মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক জামির মোল্লা, এছাড়া একাধিক সিপিআই নেতৃত্বও উপস্থিত ছিলেন , সংবাদমাধ্যমের সামনে তারা কি বললেন শুনবো বিস্তারিত, ইব্রাহিম শেখের রিপোর্ট,

02/04/2024

মহেশতলা ম্যারাথন এর উদ্যোগে পৈলা বৈশাখের দিন সন্ধ্যায় মেলোডি নামে ট্যালেন্ট গানের প্রোগ্রাম হবে

ঠিক তার আগেই মহেশতলা ম্যারাথন এর ৬১ জন ১৫ থেকে ৩৫ বছরের ছেলে ও মেয়েদের সঙ্গে নিয়ে গানের অডিশন শুরু হয় সকাল দশটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত চলে আগামী ১৪ এপ্রিল এরমধ্যে আমরা ৮ জনকে জর্জের মাধ্যমে নির্বাচিত করা হবে ম্যারাথনের পরে সন্ধ্যায় ওপেন ট্যালেন্ট শো ৮ জনের মাধ্যমে ওখানে উপস্থিত থাকবেন আরো তিনজন জাজ প্রধান জাজ হিসাবে থাকছেন খরাজ মুখোপাধ্যায় শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ও বুবাই এই তিনজন জাজ ফার্স্ট সেকেন্ড থার নির্বাচিত করবেন ।

01/04/2024

মহেশতলায় সাইকেল বাইকের মুখোমুখি সংঘর্ষে পথ দুর্ঘটনায় আহত ২

মহেশতলার পুরাতন ডাকঘরে বজবজ ট্রাঙ্ক রোডে সাইকেল ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায় সাইকেলের চালের বস্তা নিয়ে রাস্তা পেরোবার সময় বেপরোয়াভাবে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ওই সাইকেল আরোহী কে ধাক্কা মারে। ঘটনার পর বেশ কিছুটা দূরে ছিটকে যায় বাইক। স্থানীয়রা ছুটে এসে দুই আরোহীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। বাইক সাইকেলটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়।

শেখ মনির রিপোর্ট

01/04/2024

বজবজে পানীয় জল পাওয়ার দাবীতে পথ অবরোধ স্থানীয়দের, অবরোধকারীদের মারধরের অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের স্বামীর

বজবজ ১ নম্বর ব্লকের উত্তর রায়পুরের পোকপাড়ী মল্লিক পাড়ার বাসিন্দাদের অভিযোগ কয়েক বছর ধরেই তাদের পাড়ায় পানীয় জলের সমস্যা রয়েছে। বেশ কিছুদিন আগে পানীয় জলের কল তাদের এলাকায় এলেও পানীয় জল পাচ্ছেননা তারা। দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছেন মল্লিকপাড়া এলাকার বাসিন্দারা। অবশেষে বাধ্য হয়ে আজ পানীয় জল পাওয়ার দাবিতে পোকপাড়ী মোড় বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বজবজ থানার পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ পুলিশের সামনেই উত্তর রায়পুর পঞ্চায়েত প্রধানের স্বামী হিরো বেশ কয়েকজন মহিলাকে মারধর করে। অবরোধ চলাকালীনই মারধর করে পঞ্চায়েত প্রধানের স্বামী এবং তার অনুগামীরা ‌। এরপরে উত্তেজনা ছাড়ায় এলাকায়। অবশেষে বিক্ষোভ তুলে নিতে বাধ্য হয় এলাকাবাসী।

যদিও উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা হিরো এই অভিযোগ অস্বীকার করে ‌।তিনি বলেন এটা মিথ্যে কথা, আমি ওখানে যাই আমাদের আরো নেতৃত্ব ছিল। রাস্তা দিয়ে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল,রাস্তা পরিষ্কার করতে বলা হয় অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য। হিরোর অভিযোগ তারই এক অনুগামীকে মারধর করে বিক্ষোভকারীরা। এলাকায় জলের সমস্যার কথা স্বীকার করে নেন পঞ্চায়েত প্রধানের স্বামী।

ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা ধরে ধরে বৈঠক করে প্রচারে উন্নয়নকে হাতিয়ার করার নির্দেশ দেন তৃণমূলের নেতাকর্মীদের। তখনই বজবজে তৃণমূল নেতা বিরুদ্ধে অভিযোগ উঠছে পানীয় জল পাওয়ার দাবিতে অবরোধকারীদের মারধরের।

30/03/2024

মহেশতলা ১০ নম্বর ওয়ার্ডের লালাবাগান এলাকার বাসিন্দা আয়ুস সিং বয়স ১৪ থেকে ১৫ মঙ্গলবার রাত নটা নাগাদ বাড়িতে মায়ের সঙ্গে অশান্তি করে অভিমানে বাড়ি থেকে বের হয়ে যায় নবম শ্রেণীর ছাত্র । পরে ছেলের ছবি বুকে নিয়ে রাস্তায় ছেলেকে খুঁজতে থাকে মা ।

ওই নবম শ্রেণীর ছাত্র বাড়িতে মায়ের সঙ্গে অশান্তি করে বজ বজ শিয়ালদা শাখার ব্রেজ ব্রিজ স্টেশনের কাছে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয় ঘটনাস্থলে রেল পুলিশের আধিকারিকরা পৌঁছে রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানান

শেখ মনির রিপোর্ট

30/03/2024

থিয়েটারে অভিনেতার প্রস্তুতি

বনি সিংহ: নবাঙ্কুর মুখার্জি পাড়া লেন এর আয়োজনে ২৩শে মার্চ (২০২৪) শনিবার কলকাতা সুজাতা দেবী বিদ্যামন্দিরে অনুষ্ঠিত হলো নাট্যালোচনা বিষয় ছিল থিয়েটারে অভিনেতার প্রস্তুতি। এদিন বক্তা ছিলেন সুব্রত ঘোষ, প্রেমাঞ্জন দাশগুপ্ত, দেবজিৎ বন্দ্যোপাধ্যায় এবং সঞ্চালনায় ছিলেন রুপম ভট্টাচার্য। আয়োজক নবাঙ্কুর মুখার্জি পাড়ালেন শান্তনু চক্রবর্তী যিনি একজন নাট্যকার ও নির্দেশক হিসেবে পরিচিত।

30/03/2024

পবিত্র রমজান উপলক্ষে মহেশতলা ম্যারাথন এর উদ্যোগে মহেশতলার ২২ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া শান্তি সংঘ ক্লাবের পাশে উভয় সম্প্রদায়ের মানুষ মিলিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পবিত্র ইফতার অনুষ্ঠান করা হয়

28/03/2024

কালীগঞ্জে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন - - - - - - - - - - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - - - - - - গাজীপুরের- কালীগঞ্জে - কালীগঞ্জ উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত - কালীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি সম্মান প্রদর্শন, বীর শহীদদের সম্মান প্রদর্শন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, র্্যালি, ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার শ্রদ্ধেয় নির্বাহী অফিসার জনাব আজিজুর রহমান মহোদয়। এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব মোয়াজ্জেম হোসেন পলাশ। উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মাহাতাব উদ্দিন। সকল বীর মুক্তিযোদ্ধাগণ । বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন স্কুলের অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী তুলে ধরা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষনের ওপর আলোকচিত্র প্রদর্শন করা হয়। তাছাড়া মহান স্বাধীনতা দিবসের কবিতা আবৃত্তি, চিত্রাংকন, গান ও নৃত্য পরিবেশন করা হয়। - - - গাজীপুরের -কালীগঞ্জ থেকে পংকজ বৈষ্ণব এর রিপোর্ট ।

@
Bengal Star News

28/03/2024

রাঙিয়ে দিয়ে যাও

বনি সিংহ : শালিক নদী এটি একটি সংগীত চর্চা কেন্দ্র। এখানে রবীন্দ্রনাথের গানের পাশাপাশি বিভিন্ন ধরনের সংগীত চর্চা হয়। এই শালিক নদীর কর্ণধার বিশিষ্ট সংগীত শিল্পী সংগীতা প্রামানিক। তিনি শান্তিনিকেতন, মুম্বাই এবং বাংলাদেশে বহু অনুষ্ঠান করেছেন। তাঁর এই সংগীত চর্চা কেন্দ্রের শিল্পীদের নিয়ে প্রথম প্রয়াস বসন্ত উৎসব উপলক্ষে ' রাঙিয়ে দিয়ে যাও ' অনুষ্ঠিত হলো রবিবার ২৪শে মার্চ (২০২৪) কলকাতা টালা পার্ক সরলাভবনে। এদিন প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন নাট্যকার অশোক বোস। অনুষ্ঠানে আবির খেলার পাশাপাশি নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। এইভাবে এদিন সমস্ত অনুষ্ঠান মনে প্রাণে রাঙিয়ে দিয়ে গেল শালিক নদীর শিল্পীবৃন্দ।

28/03/2024

দোলের দিন মহেশতলা সম্প্রীতি উড়ালপুলে পথদুর্ঘটনা এড়ানোর জন্য সকাল দশটার পর থেকে উড়ালপুল এর উপরে বাইক চলাচল বন্ধ করলো পুলিশ। এর পাশাপাশি মদ্যপান করে গাড়ি চালালে নেয়া হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা। আজ সকাল থেকেই পুলিশের তরফে নজরদারি চালানো হচ্ছে। মূলত দুর্ঘটনাড়ানোর জন্য উড়ালপুলের উপরে বাইক চলাচল বন্ধ করে দেয় ট্রাফিক পুলিশ।

মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট

26/03/2024

জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের হাত ধরে বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান প্রায় ২০০ পরিবারের।

ইতিমধ্যেই লোকসভা ভোটের দাবা মা বেজে গেছে।লোক সভা ভোটের প্রাক্কালে কংগ্রেস ও সিপিআইএম সহ বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগদান কর্মী সমর্থকদের।জানাজায় রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের রানীনগর অঞ্চলের প্রায় ১৫০ থেকে ২০০ পরিবার কংগ্রেস ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই দিন জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানাই তাদেরকে। রানীনগর অঞ্চলের এক কংগ্রেস কর্মী বাবুখান বলেন জাতীয় কংগ্রেসে থেকে মানুষের জন্য কোন রকম উন্নয়ন মূলক কাজ করতে পারছিলাম না তাই মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আগামী দিনে সাধারণ মানুষের জন্য উন্নয়নের কাজ করতে সুবিধা হবে বলেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। যোগদান সভায় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক সভাপতি গৌতম ঘোষ উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার পৌর পিতা মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন রানীনগর অঞ্চল সভাপতি খায়রুল ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব

26/03/2024

ভারতবর্ষ একদেশ বহুভাষা

বনি সিংহ: ইনস্টিটিউট অব সোশ্যাল এন্ড কালচারাল স্টাডিজ এর আয়োজনে এবং ভারতীয় ভাষা সমিতি শিক্ষা মন্ত্রণালয় ভারত সরকারের সহযোগিতায় একদিনব্যাপী শীর্ষক আলোচনা সভা ভারত বর্ষ এক দেশ বহুভাষা অনুষ্ঠিত হলো শনিবার ২৩ শে মার্চ (২০২৪) কলকাতার শ্রী অরবিন্দ ভবনে। এদিনের যুগ্ম আয়োজক ছিলেন শ্রী অরবিন্দ ভবন কলকাতা এবং মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ সংস্কৃতি মন্ত্রণালয় ভারত সরকার। এদিনের এই আলোচনা সভা কে মোট পাঁচটি অধিবেশনে ভাগ করা হয়। এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয় উদ্বোধনী সংগীতের মাধ্যমে। অনুষ্ঠানের পক্ষ থেকে প্রত্যেক বক্তা কে উত্তরীয় ও ব্যাগ দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানের এদিন পঞ্চম অর্থাৎ সমাপ্তি অধিবেশনে উপস্থিত ছিলেন সভা প্রমুখ বিদ্যুৎ বরণ চৌধুরী (প্রাক্তন অধ্যাপক), অমল মণ্ডল (শিক্ষক বেলঘড়িয়া হাইস্কুল) এবং অমরনাথ করন (সাহিত্য সম্মেলন গবেষক)‌। অনুষ্ঠানে সমাপ্তি অধিবেশনে সঞ্চালনায় ছিলেন গৌতম ব্যানার্জি।

26/03/2024

'লায়লা'মিউজিক ভিডিও মুক্তি পেল

বনি সিংহ : অর্ক ও মাহি অভিনীত মিউজিক ভিডিও মুক্তি পেল শনিবার ২৩শে মার্চ (২০২৪) কলকাতার বিজয়গড়ের নিকট থাউজেন্ড লাইটস এর ব্যানারে সংস্থার নিজস্ব অফিসে এক সাংবাদিক বৈঠকে। এদিন একটি গানের এ্যালবাম প্রকাশ হয়। উপস্থিত ছিলেন মিউজিক এ্যালবামের পরিচালক ও কোরিওগ্রাফার রবি কুমার হরি, অভিনেতা সন্দেস দান্দেকর এবং গায়ক গীতিকার ও সুরকার সুমন মুরারি। এদিন পরিচালক রবি কুমার বলেন এখনকার প্রজন্মের চাহিদার কথা ভেবেই একটি বাংলা আইটেম গান ওটিটি প্লাটফর্মের জন্য তৈরি হয়েছে, বাংলা, হিন্দি, ইংরেজি ও ভোজপুরি ভাষার শব্দ ব্যবহার হয়েছে এই গানের কথায়। গানটির শুটিং হয়েছে রাজারহাট এলাকায়। রবিবার এই মিউজিক ভিডিওটি দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে ওটিটি চ্যানেলে।

25/03/2024
24/03/2024

নৃত্য শিল্পী পদ্মশ্রী গীতাচন্দন কে স্বাগত

বনি সিংহ : বৃহস্পতিবার ২১শে মার্চ (২০২৪) সন্ধ্যা ৬টায় কোলকাতায় এবং একটি দুদিনের ভারতনাট্যম কর্মশালা আগামী ২২শে মার্চ শুক্রবার ও ২৩ শে মার্চ শনিবার বিকেল ৩টে পদাতিক নৃত্য কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে। এই উপলক্ষে বুধবার ২০ই মার্চ (২০২৪) কলকাতার ভারতনাট্যম সম্প্রদায় এর পক্ষ থেকে রাজীব সাহা এবং মৌমিতা চ্যাটার্জির নেতৃত্বে এদিন কলকাতার আইসিসিআর হলে ইউডিও কে পারফর্মিং আর্টস বিশ্বখ্যাত দিল্লি ভিত্তিক ভারতনাট্যম শিল্পী পন্ডিত এবং কোরিওগ্রাফার পদ্মশ্রী গুরু গীতা চন্দনকে স্বাগত ও অভিনন্দন জানালেন।২১শে মার্চ গীতা চন্দ্রনের অভিনয় নৃত্য/শুদ্ধ নৃত্য/এবং অভিনয় অভিব্যক্তি উভয় ক্ষেত্রেই তার বিখ্যাত দক্ষতা প্রদর্শন করবেন। এছাড়াও গীতা চন্দ্রনের সাথে তাঁর পারফরম্যান্সে সঙ্গীতজ্ঞদের একটি বিশিষ্ট দল থাকবে।

24/03/2024

২৫ বছরপর কলকাতায় হতে চলেছে আন্তর্জাতিক প্রতিযোগিতা

বনি সিংহ : ইউরোপীয় চ্যালেঞ্জ ট্যুর, টাটা স্টিল প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া (পি জি টি আই) এবং রয়্যাল কলকাতা গলফ্লাব (আরসিজিসি) যৌথভাবে কলকাতা চ্যালেঞ্জ চালু করলেন ১৯শে মার্চ । কলকাতায় আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন ২৫ বছর পর কলকাতা চ্যালেঞ্জ ২০২৪ এ প্রত্যাবর্তন কে চিহ্নিত করছে দ্য চ্যালেঞ্জ ট্যুর এবং টাটা স্টিল পিজিটিআই যৌথভাবে ৩০০,০০০ ইউএস ডলারের একটি প্রাইজ পুল অফার করেছে।২১শে মার্চ থেকে ২৪শে মার্চ (২০২৪) কলকাতার ঐতিহাসিক আরসিজিসি তে ইভেন্টটি ২৫ বছরের দীর্ঘ ব্যবধানের পর কলকাতা এবং আরসিজিসি তে। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অর্জুন অটওয়াল এবং অলিম্পিয়ান এসএসপি চৌরাসিয়া এবং অলিম্পিয়ান এসএসপি দুজনেই ঘরের মাঠে খেলবেন। মাঠের অন্যান্য ভারতীয় তারকাদের মধ্যে রয়েছে ডিপি ওয়ার্ল্ড ট্যুর বিজয়ী গগনজিত ভুল্লার, চ্যালেঞ্জ ট্যুর এবং ২০২৩ টাটা স্টিল পিজিটিআই চ্যাম্পিয়ন ওম প্রকাশ চৌহান সহ কিছু নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। চ্যালেঞ্জ ট্যুরের ডিরেক্টর জেমি হজেস বলেন চ্যালেঞ্জ ট্যুরের ইতিহাসে প্রথমবার কলকাতায় আসাটা দারুণ এবং কাজ করতে পেরে আমরা আনন্দিত। বিশ্ব বিখ্যাত রয়্যাল কলকাতা গলফ ক্লাব (আরসিজিসি), স্নেহে রয়্যাল নামে পরিচিত, ইতিহাসে ঠাসা, কারণ এটি ১৮২৯ সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ দ্বীপপুঞ্জের বাইরের প্রাচীনতম গলফ ক্লাব।

24/03/2024

৯তম নেজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বনি সিংহ : ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টস এবং নেজ ফাউন্ডেশন কলকাতার যৌথ উদ্যোগে ও আয়োজনে অনুষ্ঠিত হতে চলেছে ৯তম নেজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২২শে মার্চ এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সুদীপ রঞ্জন সরকার, প্রতিষ্ঠাতা নেজ ফাউন্ডেশন কলকাতা, রিতা ঝাওয়ার সহ প্রতিষ্ঠাতা নেজ ফাউন্ডেশন কলকাতা, রবিন ব্যানার্জি সাধারণ সম্পাদক ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টস, বরুণ রায় প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টস,সাধন বাগচি সহকারি সম্পাদক ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টস এবং পাওলা বোনাসিনা, বিখ্যাত ইতালিয় অভিনেত্রী যিনি অটাম নার্সিসাস (শর্ট ফিল্ম)এ অভিনয় করেছিলেন। কলকাতার আই সি সি আর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে ২৯শে মার্চ (২০২৪) শুক্রবার উৎসবের শুভ উদ্বোধন দুপুর সাড়ে বারোটায়। উপস্থিত থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী সুদেষ্ণা রায়, লেখক অঞ্জন বোস, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, প্রযোজক যিনি প্রধান অতিথি থাকবেন, গৌতম দে প্রাক্তন আঞ্চলিক পরিচালক, আইসিসিআর কলকাতা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, গৌতম ঘোষ বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এবং বর্তমানে ফোরাম ফর ফিল্ম স্টাডিস অ্যান্ড অ্যালাইড আর্টসের সভাপতি। ২৯শে মার্চ শুক্রবার ও ৩০ শে মার্চ শনিবার (২০২৪) এই দুদিন ব্যাপী ভারতসহ বিভিন্ন বিদেশি ১৪ টি চলচ্চিত্র (শর্ট ফিল্ম ৬টি, ডকুমেন্টারি ফিল্ম ১টি, অ্যানিমেশন ফিল্ম ২টি, এবং ফিচার ফিল্ম ৫টি) প্রদর্শিত হবে প্রতিদিন ১২:৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

24/03/2024

বসন্ত উৎসব

বনি সিংহ : ইন্ডিয়া ট্যুরিজম কলকাতার উদ্যোগে শুক্রবার ২২শে মার্চ (২৯২৪) বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো কলকাতা প্রেসক্লাব প্রাঙ্গনে। এদিন বসন্ত উৎসব উপলক্ষে উপস্থিত সকলে নানা রঙের আবির খেলায় মেতে ওঠেন। অনুষ্ঠান জমে উঠেছিল সংগীতশিল্পী পৌষালী ব্যানার্জীর গানে। তার অসাধারণ সুরের মূর্ছনায় বসন্ত উৎসবের এই সন্ধ্যাটি‌ মুখরিত হয়ে ওঠে।

23/03/2024

যতই কর কান্নাকাটি ধরা পড়েছে মাফলার এবার যাবে হাওয়াই চটিশুভেন্দুর ইঙ্গিত

23/03/2024

বাপি হালদারের জনসংযোগ যাত্রা

বনি সিংহ : লক্ষীনারায়নপুর উত্তর গ্রাম পঞ্চায়েত এলাকায় বুধবার ২০ই মার্চ (২০২৪) ধর্মরাজ মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যাত্রা করলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং মথুরাপুরের ভূমিপুত্র মাননীয় বাপি হালদার। লোকসভা নির্বাচনকে সামনে রেখে তার এই জনসংযোগযাত্রা আজ।

22/03/2024

প্রতিবন্ধী ত্রিভুজাকার টি 20 ট্রফি

বনি সিংহ : শারীরিক অক্ষমতা বিশিষ্ট ত্রিকোণীয় টি 20 ট্রফি (২০২৪) খেলা হবে তিনটি রাজ্য কে নিয়ে ১৫ই মার্চ থেকে ১৭ ই মার্চ (২০২৪) আদিত্য একাডেমি বারাসাতে। রাজ্য গুলি হল পাঞ্জাব, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার ১৪ই মার্চ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় কলকাতার এক অভিজাত হোটেলে। এই ট্রফি টুর্নামেন্ট আয়োজন করছেন ডিফারলি অ্যাবলড ক্রিকেট কাউন্সিল অফ ইন্ডিয়া। এদিন সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার অরুন লাল, চিন্ময় নায়ক, CABএর সিইও, রবি চৌহান, ডিসিসিআই এর সাধারণ সম্পাদক,sqn Ldr ভাই প্রতাপ সিং,DCCIএর যুগ্ম সচিব অরুণ সরফ, ডব্লিউবি ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ডিফারেন্টলি এবল্ডর প্রধান পৃষ্ঠপোষক রাজেশ ভরদ্বাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই প্রতিবন্ধী ক্রিকেট হল বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা খেলা ক্রিকেটের একটি রূপ। এদিন অনুষ্ঠানে উপস্থিত বক্তাদের মধ্যে একই কথা উঠে এলো, প্রত্যেকেই বলেন আমরা শারীরিকভাবে অক্ষম ক্রিকেটারদের প্রতিভাকে তুলে ধরতে চাই, যা বিভিন্নভাবে সক্ষম ব্যক্তির থেকেও ভালোভাবে করতে পারে।

22/03/2024

১৭ ই মার্চ ২০২৪ কালীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

22/03/2024

৪র্থ কোলকাতা মেরুদন্ডের বিকৃতি সার্জিক্যাল সম্মেলন

21/03/2024

*মহেশতলায় সম্প্রীতি উড়ালপুলে আবারো পথ দুর্ঘটনায় আহত চার

21/03/2024

আবারো রাতে মহেশতলায় বজবজ ট্রাঙ্ক রোডে পথ দুর্ঘটনায় আহত ২

20/03/2024

আল কবিরের নতুন শাখার শুভ উদ্বোধন....
মেটিয়াবুরুজের আল কবির ট্যুর এন্ড ট্রাভেলস একের পর এক শাখা উদ্বোধন করে নজর কাড়লো আল কাবিরের ম্যানেজিং ডিরেক্টর শেখ উজির আলী উর্ফ আলিদা ক্যানিং জীবনতলার পরে আবার একটি শাখা উদ্বোধন করলো বাগনান হাওড়া ডিসটিকে ১ লা মার্চ ২০২৪ হজ ও ওমরা পরিষেবার মাধ্যমে যে সুখ্যাতি অর্জন করেছে সেই আল কাবির টু এন্ড ট্রাভেলস গার্ডেনরিচ মেটিয়াবুরুজ অঞ্চলের সাধারণ ঘরের ছেলে। বিভিন্ন জেলায় একের পর এক শাখা উদ্বোধন করে তাক লাগালো আল কোভিদ টু অ্যান্ড ট্রাভেলসের একমাত্র কর্ণধার শেখ উজির আলী উর্ফ আলিদা

18/03/2024

বেঙ্গল চেম্বারের ইন্টার কলেজ কুইজ

বনি সিংহ : বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজির যৌথ উদ্যোগে এবং জেআইএস গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভের সহযোগিতায় ১৬ই মার্চ (২০২৪) বেঙ্গল চেম্বারের টেকনোলজি কুইজ আন্তঃ কলেজ কুইজ ফেস্টের ১৩ তম সংস্করণ সম্পূর্ণ হল কলকাতার পানিহাটি জিএনআইটি ক্যাম্পাসে। এই কুইজ পরিচালনায় ছিলেন কুইজ মাস্টার অরিত্র চৌধুরী এবং কিংশুক বিশ্বাস। এই প্রতিযোগিতায় বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। কলেজগুলির মধ্যে ছিল আইআইটি খড়গপুর, এন আই টি জামশেদপুর, আই আই এম কলকাতা, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ কে আই আই টি বিশ্ববিদ্যালয়, হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, কলকাতা টেকনো ইন্টারন্যাশনাল, নিউ টাউন এবং আরো অনেক। প্রতিযোগিতায় দুশোর বেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় আইআইএম কলকাতার অর্ণব মন্ডল এবং পীযূস কেডিয়া বিজয়ী হয়। এছাড়া কে আই আই টি বিশ্ববিদ্যালয় ভুবনেশ্বরের রোহন জয়ন্তী এবং অনুরাগ সামন্ত রায় দ্বিতীয় রানার্স আপ‌‌ হয় এবং আই আই টি খড়গপুরের আয়ুশ শর্মা এবং শোভম চক্রবর্তী দ্বিতীয় রানার্স আপ হয়। এই কুইজ প্রতিযোগিতার মূল লক্ষ্য তরুণদের মধ্যে প্রশ্ন করার আবেগকে পুনর্জীবিত করা।

18/03/2024

লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই মহেশতলায় প্রচারে নামল তৃণমূল কংগ্রেস

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Bengal Star News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bengal Star News:

Videos

Share