মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে জঙ্গীপুর লোকসভার ভোটের প্রচার করলেন ঘাস ফুলের প্রার্থী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান।
শুকির মোড় হয়ে গুড়া ও পাশলা গ্রামের ভিতর দিয়ে বিলোল নতুন গ্রাম হয়ে রামচন্দ্রপুর গ্রামে গিয়ে এই প্রচার শেষ করা হয়।
প্রচার টি করা হয় হুড গাড়িতে করে।
হুড গাড়ির প্রচারে উপস্থিত ছিলেন জঙ্গীপুর লোকসভার প্রার্থী খলিলুর রহমান নবগ্রামের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহম্মদ এনায়েতুল্লা এবং নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল সহ একাধিক কর্মীবৃন্দরা ও সমর্থকরা।
প্রচার করার সময়ে খলিলুর রহমানকে গলাতে মালা পড়ায় রাস্তার দুধারে থাকা মহিলারা ও অনেক ছোট ছোট বাচ্চারা।
প্রচার শেষে নিমগ্রাম বেলুড়ি হাই স্কুলের মাঠে ইফতার পার্টিতে যোগ দেন খলিলুর রহমান সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা
এই মাঠে ইফতার নামাজ ও পড়তে দেখা যায় খলিলুর রহমা
সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে রানীতলা ঈদগাহ মোরে একটি কর্মী সভা অনুষ্ঠিত হলো কর্মী সভার পরেই রানীতলা এলাকায় একটি মিছিল ও জনসংযোগ করলেন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন মুর্শিদাবাদ কেন্দ্রের এমপি বদরুদ্দোজা খান কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম , মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক জামির মোল্লা, এছাড়া একাধিক সিপিআই নেতৃত্বও উপস্থিত ছিলেন , সংবাদমাধ্যমের সামনে তারা কি বললেন শুনবো বিস্তারিত, ইব্রাহিম শেখের রিপোর্ট,
#BengalStarNews #NewsUpdate
মহেশতলা ম্যারাথন এর উদ্যোগে পৈলা বৈশাখের দিন সন্ধ্যায় মেলোডি নামে ট্যালেন্ট গানের প্রোগ্রাম হবে
ঠিক তার আগেই মহেশতলা ম্যারাথন এর ৬১ জন ১৫ থেকে ৩৫ বছরের ছেলে ও মেয়েদের সঙ্গে নিয়ে গানের অডিশন শুরু হয় সকাল দশটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত চলে আগামী ১৪ এপ্রিল এরমধ্যে আমরা ৮ জনকে জর্জের মাধ্যমে নির্বাচিত করা হবে ম্যারাথনের পরে সন্ধ্যায় ওপেন ট্যালেন্ট শো ৮ জনের মাধ্যমে ওখানে উপস্থিত থাকবেন আরো তিনজন জাজ প্রধান জাজ হিসাবে থাকছেন খরাজ মুখোপাধ্যায় শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ও বুবাই এই তিনজন জাজ ফার্স্ট সেকেন্ড থার নির্বাচিত করবেন ।
#BengalStarNews #budgebudge #NewsUpdate #kolkata #FacebookPage #Maheshtala #Metiabruz
মহেশতলায় সাইকেল বাইকের মুখোমুখি সংঘর্ষে পথ দুর্ঘটনায় আহত ২
মহেশতলার পুরাতন ডাকঘরে বজবজ ট্রাঙ্ক রোডে সাইকেল ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায় সাইকেলের চালের বস্তা নিয়ে রাস্তা পেরোবার সময় বেপরোয়াভাবে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ওই সাইকেল আরোহী কে ধাক্কা মারে। ঘটনার পর বেশ কিছুটা দূরে ছিটকে যায় বাইক। স্থানীয়রা ছুটে এসে দুই আরোহীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। বাইক সাইকেলটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়।
শেখ মনির রিপোর্ট
#BengalStarNews #NewsUpdate #Maheshtala #kolkata #FacebookPage #budgebudge
বজবজে পানীয় জল পাওয়ার দাবীতে পথ অবরোধ স্থানীয়দের, অবরোধকারীদের মারধরের অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের স্বামীর
বজবজ ১ নম্বর ব্লকের উত্তর রায়পুরের পোকপাড়ী মল্লিক পাড়ার বাসিন্দাদের অভিযোগ কয়েক বছর ধরেই তাদের পাড়ায় পানীয় জলের সমস্যা রয়েছে। বেশ কিছুদিন আগে পানীয় জলের কল তাদের এলাকায় এলেও পানীয় জল পাচ্ছেননা তারা। দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছেন মল্লিকপাড়া এলাকার বাসিন্দারা। অবশেষে বাধ্য হয়ে আজ পানীয় জল পাওয়ার দাবিতে পোকপাড়ী মোড় বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বজবজ থানার পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ পুলিশের সামনেই উত্তর রায়পুর পঞ্চায়েত প্রধানের স্বামী হিরো বেশ কয়েকজন মহিলাকে মারধর করে। অবরোধ চলাকালীনই মারধর করে
মহেশতলা ১০ নম্বর ওয়ার্ডের লালাবাগান এলাকার বাসিন্দা আয়ুস সিং বয়স ১৪ থেকে ১৫ মঙ্গলবার রাত নটা নাগাদ বাড়িতে মায়ের সঙ্গে অশান্তি করে অভিমানে বাড়ি থেকে বের হয়ে যায় নবম শ্রেণীর ছাত্র । পরে ছেলের ছবি বুকে নিয়ে রাস্তায় ছেলেকে খুঁজতে থাকে মা ।
ওই নবম শ্রেণীর ছাত্র বাড়িতে মায়ের সঙ্গে অশান্তি করে বজ বজ শিয়ালদা শাখার ব্রেজ ব্রিজ স্টেশনের কাছে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয় ঘটনাস্থলে রেল পুলিশের আধিকারিকরা পৌঁছে রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানান
শেখ মনির রিপোর্ট
#BengalStarNews #NewsUpdate #FacebookPage #Maheshtala #kolkata
থিয়েটারে অভিনেতার প্রস্তুতি
বনি সিংহ: নবাঙ্কুর মুখার্জি পাড়া লেন এর আয়োজনে ২৩শে মার্চ (২০২৪) শনিবার কলকাতা সুজাতা দেবী বিদ্যামন্দিরে অনুষ্ঠিত হলো নাট্যালোচনা বিষয় ছিল থিয়েটারে অভিনেতার প্রস্তুতি। এদিন বক্তা ছিলেন সুব্রত ঘোষ, প্রেমাঞ্জন দাশগুপ্ত, দেবজিৎ বন্দ্যোপাধ্যায় এবং সঞ্চালনায় ছিলেন রুপম ভট্টাচার্য। আয়োজক নবাঙ্কুর মুখার্জি পাড়ালেন শান্তনু চক্রবর্তী যিনি একজন নাট্যকার ও নির্দেশক হিসেবে পরিচিত।
#BengalStarNews #newsupdate #FacebookPage
পবিত্র রমজান উপলক্ষে মহেশতলা ম্যারাথন এর উদ্যোগে মহেশতলার ২২ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া শান্তি সংঘ ক্লাবের পাশে উভয় সম্প্রদায়ের মানুষ মিলিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পবিত্র ইফতার অনুষ্ঠান করা হয়
#BengalStarNews #NewsUpdate #FacebookPage #Maheshtala
কালীগঞ্জে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন - - - - - - - - - - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - - - - - - গাজীপুরের- কালীগঞ্জে - কালীগঞ্জ উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত - কালীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি সম্মান প্রদর্শন, বীর শহীদদের সম্মান প্রদর্শন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, র্্যালি, ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার শ্রদ্ধেয় নির্বাহী অফিসার জনাব আজিজুর রহমান মহোদয়। এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব মোয়াজ্জেম হোসেন পলাশ। উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মাহাতাব উদ্দিন। সকল বীর মুক্তিযোদ্ধাগণ । বিভিন
রাঙিয়ে দিয়ে যাও
বনি সিংহ : শালিক নদী এটি একটি সংগীত চর্চা কেন্দ্র। এখানে রবীন্দ্রনাথের গানের পাশাপাশি বিভিন্ন ধরনের সংগীত চর্চা হয়। এই শালিক নদীর কর্ণধার বিশিষ্ট সংগীত শিল্পী সংগীতা প্রামানিক। তিনি শান্তিনিকেতন, মুম্বাই এবং বাংলাদেশে বহু অনুষ্ঠান করেছেন। তাঁর এই সংগীত চর্চা কেন্দ্রের শিল্পীদের নিয়ে প্রথম প্রয়াস বসন্ত উৎসব উপলক্ষে ' রাঙিয়ে দিয়ে যাও ' অনুষ্ঠিত হলো রবিবার ২৪শে মার্চ (২০২৪) কলকাতা টালা পার্ক সরলাভবনে। এদিন প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন নাট্যকার অশোক বোস। অনুষ্ঠানে আবির খেলার পাশাপাশি নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। এইভাবে এদিন সমস্ত অনুষ্ঠান মনে প্রাণে রাঙিয়ে দিয়ে গেল শালিক নদীর শিল্পীবৃন্দ।
#BengalStarNews #NewsUpdate #FacebookPage
দোলের দিন মহেশতলা সম্প্রীতি উড়ালপুলে পথদুর্ঘটনা এড়ানোর জন্য সকাল দশটার পর থেকে উড়ালপুল এর উপরে বাইক চলাচল বন্ধ করলো পুলিশ। এর পাশাপাশি মদ্যপান করে গাড়ি চালালে নেয়া হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা। আজ সকাল থেকেই পুলিশের তরফে নজরদারি চালানো হচ্ছে। মূলত দুর্ঘটনাড়ানোর জন্য উড়ালপুলের উপরে বাইক চলাচল বন্ধ করে দেয় ট্রাফিক পুলিশ।
মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট
#BengalStarNews #NewsUpdate #FacebookPage #Maheshtala
জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের হাত ধরে বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান প্রায় ২০০ পরিবারের।
ইতিমধ্যেই লোকসভা ভোটের দাবা মা বেজে গেছে।লোক সভা ভোটের প্রাক্কালে কংগ্রেস ও সিপিআইএম সহ বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগদান কর্মী সমর্থকদের।জানাজায় রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের রানীনগর অঞ্চলের প্রায় ১৫০ থেকে ২০০ পরিবার কংগ্রেস ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই দিন জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানাই তাদেরকে। রানীনগর অঞ্চলের এক কংগ্রেস কর্মী বাবুখান বলেন জাতীয় কংগ্রেসে থেকে মানুষের জন্য কোন রকম উন্নয়ন মূলক কাজ করতে পারছিলাম না তাই মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আগামী দিনে সাধারণ মানুষের জন্য উন্নয়নের কাজ
ভারতবর্ষ একদেশ বহুভাষা
বনি সিংহ: ইনস্টিটিউট অব সোশ্যাল এন্ড কালচারাল স্টাডিজ এর আয়োজনে এবং ভারতীয় ভাষা সমিতি শিক্ষা মন্ত্রণালয় ভারত সরকারের সহযোগিতায় একদিনব্যাপী শীর্ষক আলোচনা সভা ভারত বর্ষ এক দেশ বহুভাষা অনুষ্ঠিত হলো শনিবার ২৩ শে মার্চ (২০২৪) কলকাতার শ্রী অরবিন্দ ভবনে। এদিনের যুগ্ম আয়োজক ছিলেন শ্রী অরবিন্দ ভবন কলকাতা এবং মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ সংস্কৃতি মন্ত্রণালয় ভারত সরকার। এদিনের এই আলোচনা সভা কে মোট পাঁচটি অধিবেশনে ভাগ করা হয়। এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয় উদ্বোধনী সংগীতের মাধ্যমে। অনুষ্ঠানের পক্ষ থেকে প্রত্যেক বক্তা কে উত্তরীয় ও ব্যাগ দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানের এদিন পঞ্চম অর্থাৎ সমাপ্তি অধিবেশনে উপস্থিত ছিলেন সভা প্রমুখ বিদ্যুৎ বরণ চৌধুরী (প্রাক্তন অধ্যাপক), অমল মণ্ডল (শিক্ষক বেলঘড়ি
'লায়লা'মিউজিক ভিডিও মুক্তি পেল
বনি সিংহ : অর্ক ও মাহি অভিনীত মিউজিক ভিডিও মুক্তি পেল শনিবার ২৩শে মার্চ (২০২৪) কলকাতার বিজয়গড়ের নিকট থাউজেন্ড লাইটস এর ব্যানারে সংস্থার নিজস্ব অফিসে এক সাংবাদিক বৈঠকে। এদিন একটি গানের এ্যালবাম প্রকাশ হয়। উপস্থিত ছিলেন মিউজিক এ্যালবামের পরিচালক ও কোরিওগ্রাফার রবি কুমার হরি, অভিনেতা সন্দেস দান্দেকর এবং গায়ক গীতিকার ও সুরকার সুমন মুরারি। এদিন পরিচালক রবি কুমার বলেন এখনকার প্রজন্মের চাহিদার কথা ভেবেই একটি বাংলা আইটেম গান ওটিটি প্লাটফর্মের জন্য তৈরি হয়েছে, বাংলা, হিন্দি, ইংরেজি ও ভোজপুরি ভাষার শব্দ ব্যবহার হয়েছে এই গানের কথায়। গানটির শুটিং হয়েছে রাজারহাট এলাকায়। রবিবার এই মিউজিক ভিডিওটি দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে ওটিটি চ্যানেলে।
#BengalStarNews #NewsUpdate #FacebookPage
নৃত্য শিল্পী পদ্মশ্রী গীতাচন্দন কে স্বাগত
বনি সিংহ : বৃহস্পতিবার ২১শে মার্চ (২০২৪) সন্ধ্যা ৬টায় কোলকাতায় এবং একটি দুদিনের ভারতনাট্যম কর্মশালা আগামী ২২শে মার্চ শুক্রবার ও ২৩ শে মার্চ শনিবার বিকেল ৩টে পদাতিক নৃত্য কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে। এই উপলক্ষে বুধবার ২০ই মার্চ (২০২৪) কলকাতার ভারতনাট্যম সম্প্রদায় এর পক্ষ থেকে রাজীব সাহা এবং মৌমিতা চ্যাটার্জির নেতৃত্বে এদিন কলকাতার আইসিসিআর হলে ইউডিও কে পারফর্মিং আর্টস বিশ্বখ্যাত দিল্লি ভিত্তিক ভারতনাট্যম শিল্পী পন্ডিত এবং কোরিওগ্রাফার পদ্মশ্রী গুরু গীতা চন্দনকে স্বাগত ও অভিনন্দন জানালেন।২১শে মার্চ গীতা চন্দ্রনের অভিনয় নৃত্য/শুদ্ধ নৃত্য/এবং অভিনয় অভিব্যক্তি উভয় ক্ষেত্রেই তার বিখ্যাত দক্ষতা প্রদর্শন করবেন। এছাড়াও গীতা চন্দ্রনের সাথে তাঁর পারফরম্যান্সে সঙ্গীতজ্ঞদের একটি বিশিষ্ট দল থাকবে।