26/07/2021
ছবি : Anwesha Banerjee
লেখা: Monpreet Roy
আমার চাঁদ 🌙
হঠাৎ laptop বন্ধ করতে যাচ্ছিলো এমন সময় ফোন বেজে উঠে ,
ফোন ধরতেই
সোম : আবহাওয়া কি এখনো গরম ম্যাডাম ?
মৌপিয়া : কেন ফোন করলে তুমি ?
সোম: বা রে আমার ম্যাডামকে ফোন করতে পারিনা ?
মৌপিয়া : সেই
(ফোনটা রাখতেই যাচ্ছিলো , হঠাৎ সোম বলে উঠলো )
সোম : I am sorry
মৌপিয়া : কেন ?
সোম : তুই তো জানিস আমায় , টাইম ম্যানেজ আমার হয়না
(মৌপিয়া ও সোম র ৭বছর ধরে প্রেম , ক্যারিয়ার জন্য হয়তো ৪-৫ বার দেখা হয়েছে , করোনার জন্য ভিডিও কল এখন ভরসা ,মৌপিয়া কলকাতা পড়াশুনা করে আর সোম এখন ব্যাঙ্গলোরে ওয়ার্ক ফ্রম হোম করছে , সময় নিয়ে ওদের বড়ো ঝামেলা , যদিও এখন সব couple এরম সমস্যা আছে )
মৌপিয়া : আমি আর তোকে কিছু বলি না সোম , সময় দেয়া না দেয়া তোর ওপর
সোম : আরে রাগ করিস না
মৌপিয়া : রাগ ?? তোর ওপর রাগ হয়না রে , ৭ বছর ধরে প্রেম , একই পিকচার দিতেও কেন লজ্জা লাগে , মেনে নিয়েছি আমি কিন্তু কথা বলাও যদি ঠিক না হয় , কিভাবে থাকি বলতো ?
সোম : বুঝেছি , কিছু খেয়েছিস ?
মৌপিয়া : না খাবো একটু বাদে ,
সোম : আছে শোন্ আমরা একসাথে কিছু খাই আমি অর্ডার করি ?
মৌপিয়া : কি একসাথে , মাথা গেছে তোর ? এ অর্ডার করতে হবে না
সোম: হুম ! খুব গরম
মৌপিয়া : থাম তুই
সোম : জানিস আজ পূর্ণিমা
মৌপিয়া : তাই? বা ভালো তুই এসব খবর রাখছিস ?
সোম : মা পুজো দিলো আজ তাই জানি
সোম : আচ্ছা , শোন্ একটু balcany তে যা
মৌপিয়া : মানে ? আজ তোর হলো কি ?
সোম : আরে কিছু না , যা দেখ , বৃষ্টি পড়ছে হালকা ,চাঁদটাও সুন্দর লাগছে , যদিও আমি আমার চাঁদ দেখতে পাচ্ছি না
মৌপিয়া: বাপরে তোর কি ব্যাপার ?
সোম : কিছু না , কি আর বেপার হবে রে
মৌপিয়া :সেই , গিল্ট ফীল করছিস নাকি ?
সোম : কিসের গিল্ট ফিল , তুই তো চিনিস আমায় , কিন্তু এবার থেকে সময় দেব
মৌপিয়া : দেখা যাবে , আমার হ্যাবিট হয়ে গেছে
সোম : এরম বলিস না
মৌপিয়া : যা খেয়ে না ,
সোম : হা খাবো
( মৌপিয়ার কলিং বেল বেজে উঠলো )
মৌপিয়া : এখন আবার কে এলো ?এতো রাতে , তুই অর্ডার করলি তাই না ?
সোম : আরে না , আমি কিছু করিনি
মৌপিয়া : দাড়া , দেখে আসি কে এলো ,তোকে এসে কল করছি
সোম : okay!!
মৌপিয়া : দরজা খুলতেই অবাক !! তুই ?
সোম : কিরম surprise দিলাম
মৌপিয়া একদম চুপ , সোম অলমোস্ট ভিজে হাতে 2joner favourite arsalenr বিরিয়ানি আর একটা ফুল
মৌপিয়া কিছু বলতেই যাচ্ছিলো , সোম চুপ করিয়ে দিয়ে বলো ,
সোম : ফুল দিয়ে বোলো " ab chand pura hai falak par aur pure hain hum "
মৌপিয়া : কোনো ভাষা নেই আজ চোখের কোনে একরাশ জল
সোম : এই মৌ কাঁদিস কেন , দেখ তোর সেই বিরিয়ানি একসাথে খাবো বললাম না , খেতে দে
মৌপিয়া : তা এত কিছু হঠাৎ ,
সোম : হুম, হঠাৎ বলতে পারিস , ৩বছর না দেখে ,এই স্ক্রিন meetup হাপিয়ে উঠছিলাম তাই প্ল্যান করে ফ্লাইট ধরে নিলাম ,কাজ সারতে হচ্ছিলো তাই সময় দিতে পারিনি রে ,
মৌপিয়া : আমি বিশ্বাস করতে পারছি না
সোম : মারি তোকে ? দেন বুঝবি ? পাগলী একটা , যা এই ২দিন শুধু তোর সময় , রবিবার রাতের ফ্লাইট ফেরার..
মৌপিয়া আর সোম আজ কত খুশি তারা নিজেরাও জানে না , পূর্ণিমার আলো যেন তাদের ভালোবাসার রাতকে পূর্ণ করে দিলো
এভাবে বেঁচে থাকুক দূরত্বের মাঝে সত্যি করে ভালোবাসাগুলো