মানবতার গর্ব মমতা

মানবতার গর্ব মমতা United we stand for INDIA
মানবতার গর্ব মমতা
(5)

Indian🇮🇳 cricketers who have won the ICC Cricketer of the Year award 🏏🏆💙🏏
29/01/2025

Indian🇮🇳 cricketers who have won the ICC Cricketer of the Year award 🏏🏆💙🏏


মুড়িগঙ্গাতে প্রস্তাবিত গঙ্গাসাগর সেতু  নির্মাণের জন্য কোনও জমি অধিগ্রহণ করবে না রাজ্য সরকার। সেতুর জন্য প্রয়োজনীয় ১৩ এক...
29/01/2025

মুড়িগঙ্গাতে প্রস্তাবিত গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য কোনও জমি অধিগ্রহণ করবে না রাজ্য সরকার।

সেতুর জন্য প্রয়োজনীয় ১৩ একর জমি সরাসরি কিনে নেওয়া হবে বলেই সিদ্ধান্ত হয়েছে। রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই পূর্ত দফতরকে বাজারদরে জমি কেনার ছাড়পত্র দিয়েছে। সেতু নির্মাণের জন্য কাকদ্বীপে প্রায় ৮ একর এবং কচুবেড়িয়ায় ৫ একর জমি চিহ্নিত করা হয়েছে।

সাগরদ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সড়কপথে যোগাযোগ গড়ে তুলতে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ চার লেনের এই সেতু তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেতু নির্মাণে আনুমানিক খরচ ১ হাজার ৪৩৮ কোটি টাকা। সেতু নির্মাণের বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরির কাজও শেষ হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। সেতুর নির্মাণকাজ চার বছরে শেষ করতে চায় রাজ্য।

কেন্দ্রের কাছে সাড়া না পেয়ে রাজ্য নিজস্ব তহবিল থেকেই সাগরে নতুন সেতু তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও দু’টি বড় সেতুর পাশাপাশি রাজ্য জুড়ে ১৩২টি ছোট ও মাঝারি সেতু তৈরির কাজে হাত দিয়েছে রাজ্য। নতুন আর্থিক বছরে পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে নতুন সেতু নির্মাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

গঙ্গাসাগরের সঙ্গেই ৮০০ কোটি টাকা খরচে দামোদরের উপর শিল্প সেতু নির্মাণের কাজ শুরু হতে চলেছে। এছাড়াও প্রায় ৯০০ কোটি টাকা খরচ করা হবে ছোট ও মাঝারি সেতু নির্মাণ করতে।

এর মধ্যে ৪২টি সেতু তৈরি করার কথা রয়েছে পূর্ত দফতরের। বাকি ৯০টি করবে পূর্ত দফতরের সড়ক শাখা বা পিডব্লুডি (রোডস)। এর মধ্যে উল্লেখযোগ্য হল কালনার সঙ্গে শান্তিপুরের সংযোগকারী সেতু, তেহট্টে জলঙ্গী নদীর উপর সেতু এবং মুর্শিদাবাদে বাবলা নদীর উপর লোহাদহঘাট সেতু। এছাড়া, পাহাড়-সহ গোটা উত্তরবঙ্গে তৈরি একাধিক সেতু। হাওড়া জেলার গ্রামীণ এলাকাতেও তৈরি হবে একটি সেতু।

27 wickets in just 10 T20Is! A sensational comeback to remember! 🪄🔥
28/01/2025

27 wickets in just 10 T20Is! A sensational comeback to remember! 🪄🔥

28/01/2025

"বাম, অতি-বাম ও অন্ধ তৃণমূল বিরোধীদের মুখপাত্র হয়ে উঠছেন অভয়ার বাবা-মা। এতে তাঁদের গুরুত্ব নষ্ট হচ্ছে"
সাংবাদিক বৈঠকে কুনাল ঘোষ।

বিজেপি-শাসিত সকল রাজ্যে মহিলাদের ওপর অপরাধ যেখানে নিত্যনৈমিত্তিক ঘটনা, সেখানে নিজের শিষ্যাদের ধর্ষণের দায়ে ২০ বছরের কার...
28/01/2025

বিজেপি-শাসিত সকল রাজ্যে মহিলাদের ওপর অপরাধ যেখানে নিত্যনৈমিত্তিক ঘটনা, সেখানে নিজের শিষ্যাদের ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত রাম রহিমের মতো অপরাধীকে বারবার প্যারোলে মুক্তি দেওয়া কি আদৌ ন্যায়বিচার?

হরিয়ানায় ভোটের আগে, গত লোকসভা ভোটের সময় প্যারোলে মুক্তি পান রাম রহিম। সামনে দিল্লির নির্বাচন, ফের ৩০ দিনের প্যারোল। এমন অপরাধীকে ১৫ বারেরও বেশি প্যারোল! ন্যায়ের জন্য লড়াই করা অসংখ্য মহিলাদের প্রতি এটা তো বিশ্বাসঘাতকতা!

মোদীজি মুখ খুলুন, অপরাধীদের রক্ষা করা কি আপনার কাছে মহিলাদের সম্মান এবং সুরক্ষার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? ভোট এলেই রাম রহিমের মুক্তি! ন্যায়বিচারের কোনও গুরুত্বই নেই আপনাদের কাছে?

27/01/2025

আজকের শুনানিতে চমকপ্রদ মোড় মৃতার পরিবারের আবেদনে। আশ্চর্যজনকভাবে তাঁরা জানান, সঞ্জয় রাইয়ের ফাঁসি তাঁরা চান না। অর্থাৎ শিয়ালদহ আদালতে সঞ্জয় দোষী সাব্যস্ত হওয়ার পর যে ফাঁসির দাবি জানিয়েছিলেন তাঁরা, সেই অবস্থান থেকেও এদিন সরে এলেন।

সোমবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যেখানে-যেখানে ধর্ষণ-খুনের মতো কুৎসিত অপরাধ ঘটেছে, সব জায়গায় চরম শোকাহত নির্যাতিতার পরিবার দোষীর সর্বোচ্চ সাজা ফাঁসি চেয়েছেন। কিন্তু এখানে সঞ্জয়ের ফাঁসি চাইলেন না তিলোত্তমার বাবা-মা। এ তো ব্যতিক্রম! এটা কী করে সম্ভব? তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করেছে যে পিশাচ এবং দোষ প্রমাণিত হয়েছে আদালতে, বাবা-মা বলছেন তার ফাঁসি চাই না। কারা এর পিছনে রয়েছে? বাম-অতিবামেদের কথা বেরচ্ছে নির্যাতিতার বাবা-মায়ের মুখ থেকে।

কুণাল ঘোষ আরো বলেন, সঞ্জয়ের বিরুদ্ধে সমস্ত তথ্য-প্রমাণ কলকাতা পুলিশ সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। সিবিআই সেগুলো যাচাই করেছে। সুপ্রিম কোর্ট মনিটর করেছে। সঞ্জয় অনেক সুযোগ পেয়েছে কথা বলার। আর কিছু জানলে নিশ্চয় বলে দিত। সব কিছু শোনার পরেই আদালত যাবজ্জীবনের সাজা দিয়েছে। তারপর রাজ্য সরকার সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে গিয়েছে। সিবিআইও চাপে পড়ে সর্বোচ্চ সাজা চেয়েছে। কিন্তু মাঝখান থেকে বাবা-মা বলছেন ফাঁসি চাই না। এ তো স্পষ্ট, বাম-অতিবাম ও জুনিয়র চিকিৎসকদের একাংশের কথা প্রতিফলিত হচ্ছে তাঁদের মুখে।

২৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এবারের কলকাতা বইমেলা  । সল্টলেকের  বইমেলা প্রাঙ্গনে বইমেলা চলবে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত। এ...
26/01/2025

২৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এবারের কলকাতা বইমেলা ।

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে বইমেলা চলবে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই বইমেলা উপলক্ষে গ্রিন লাইনে এবার স্পেশ্যাল মেট্রো চলবে। রবিবারও মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর তরফে শনিবার বিবৃতি জারি করে জানানো হয়েছে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের উদ্দেশ্যে প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটে পাওয়া যাবে। উল্টোদিক থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে ৭.০৫ মিনিটে। শিয়ালদহ থেকে রাতে শেষ মেট্রো ৯টা ৩৫ মিনিটে ছাড়বে। সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে পাওয়া যাবে।

বইমেলা চলাকালীন দুপুর ২.০৫ মিনিট থেকে রাত ৯.১৫ মিনিটের মধ্যে প্রতি ১২ মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে। প্রতিবছর এই বইমেলা ঘিরে মানুষের থাকে অদম্য উৎসাহ। ভিড় হয় দেখার মত। বইমেলার সবথেকে কাছের স্টেশন করুণাময়ী ও সেন্ট্রাল পার্ক। এই দু’টি স্টেশনে এই সময় অতিরিক্ত যাত্রীদের ভিড় সামলাতে পুলিশের ও মেট্রোর তরফে থাকছে বিশেষ ব্যবস্থা।

সাউথের হিরোরা যখন নারীদের পোশাকে 🫣কাকে বেশি মানিয়েছে?
26/01/2025

সাউথের হিরোরা যখন নারীদের পোশাকে 🫣
কাকে বেশি মানিয়েছে?

কলকাতা পুলিশের ব্যান্ড নেই কেন? সাধারণতন্ত্র দিবসের বিকেলে রাজভবনের অনুষ্ঠানে ঢুকেই প্রশ্ন মুখ্যমন্ত্রীর। জানতে পারলেন র...
26/01/2025

কলকাতা পুলিশের ব্যান্ড নেই কেন? সাধারণতন্ত্র দিবসের বিকেলে রাজভবনের অনুষ্ঠানে ঢুকেই প্রশ্ন মুখ্যমন্ত্রীর। জানতে পারলেন রাজভবন তাদের ঢুকতে দেয়নি। রীতিভেঙে এবার বাজাচ্ছে সীমা সুরক্ষা বলের ব্যান্ড।

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী হেঁটে এগিয়ে যান, কলকাতা পুলিশের ব্যান্ড নিয়ে ফেরেন, তাদের বলেন কোন্ গান বাজাতে হবে, নিজে দাঁড়িয়ে শোনেন। তখন চলে আসেন সস্ত্রীক রাজ্যপালও।


From rising talent to match-winner, Arshdeep Singh excelled in 2024 to win the ICC Men's T20I Cricketer of the Year awar...
25/01/2025

From rising talent to match-winner, Arshdeep Singh excelled in 2024 to win the ICC Men's T20I Cricketer of the Year award 🌟

সরকারি স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে রোগীর স্বার্থকে সর্বোচ্চ স্থান দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। এক্ষেত্রে কোন গাফিলতি বরদাস...
25/01/2025

সরকারি স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে রোগীর স্বার্থকে সর্বোচ্চ স্থান দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। এক্ষেত্রে কোন গাফিলতি বরদাস্ত করা হবে না বলে বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরজি কর হাসপাতালে তরুনী ডাক্তারের ধর্ষণ হত্যার ঘটনা থেকে সদ‍্য মেদিনীপুর মেডিক‍্যাল কলেজের স‍্যালাইন কাণ্ড। বারবার সরকারি হাসপাতালে চিকিত্‍সকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বারংবার অভিযোগ উঠেছে সরকারি চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিকরা নিয়ম মেনে ডিউটি করছেন না।

বহু ক্ষেত্রে অভিযোগ ওঠে ডিউটির সময় কোন বেসরকারি হাসপাতাল বা প্রাইভেট চেম্বারে ওই চিকিৎসক ডিউটি করছেন।
তাই সরকারি চিকিৎসকদের কাজে সময়ানুবর্তিতা আনতে রাজ্য সরকার এবার কঠোর ব্যবস্থা নিচ্ছে।

এবার থেকে সরকারি স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তাররা নিয়ম মেনে নির্ধারিত সময় ডিউটি করছেন কিনা তা দেখতে কেন্দ্রীয় ভাবে নজরদারি চালানো হবে বলে রাজ্যের স্বাস্থ্য দফতর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারদের আগামী এক মাসের ডিউটি রোস্টার চেয়ে পাঠানো হয়েছে । স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়মিত সারপ্রাইজ ভিজিট করা হবে বলে জানা গেছে।

আর জি কর আন্দোলনের সময়ও এই অভিযোগ উঠেছিল। মেদিনীপুর মেডিকেল কলেজ এর স্যালাইন কান্ডের সময়েও একই অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সরকারি হাসপাতালের ডাক্তারদের নিয়ম মেনে আট ঘণ্টা করে ডিউটি করার নির্দেশ দিয়েছেন। তারপরবারংবার সরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের ভিত্তিতেই এবার কড়া পদক্ষেপ রাজ‍্যের স্বাস্থ‍্য দফতরের।

Congratulations to the incredibly talented players named in the ICC Men's Test Team of the Year 2024 👏
25/01/2025

Congratulations to the incredibly talented players named in the ICC Men's Test Team of the Year 2024 👏

দিল্লির সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার কন্যাশ্রী ট্যাবলোকে গতবার ব্রাত্য করেছিল কেন্দ্র। এবার বাংলার ট্যাবলোকে স...
25/01/2025

দিল্লির সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার কন্যাশ্রী ট্যাবলোকে গতবার ব্রাত্য করেছিল কেন্দ্র। এবার বাংলার ট্যাবলোকে স্থান দিতে বাধ্য হল কেন্দ্রের বিজেপি সরকার। রাজ্য সরকারের গর্বের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থিমে সজ্জিত ট্যাবলো এবার স্থান করে নিল দিল্লির সাধারণতন্ত্র দিবসে।

মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের গ্রহণযোগ্যতা এখন সর্বভারতীয় ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। সেই কারণেই বিজেপি বাংলাকে দূরে সরিয়ে রাখতে পারল না এবার।

এদিকে, সাধারণতন্ত্র দিবসে এবার কলকাতায় দেখা মিলবে #রোবটিক_মিউলস বা "রোবটিক খচ্চরে"র। চলতি বছরের ১৫ জানুয়ারি প্রথমবার পুণেতে ভারতীয় সেনাবাহিনীর এই রোবটিক মিউলস আর্মি ডে প্যারেডে প্রদর্শন করেছিল। এবার কলকাতায় প্রদর্শিত হবে।

দিল্লিতে পশ্চিমবঙ্গের ট্যাবলোর সামনে থাকছে নারীশক্তির প্রতীক ছৌ নাচের সাজে সিংহবাহিনী দুর্গার মূর্তি। সেই দুর্গামূর্তির সামনেই থাকছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীক হিসেবে বিরাট মাপের কলস। তাতে বড় বড় অক্ষরে লেখা লক্ষ্মীর ভাণ্ডার।

এই ভাণ্ডার হল নারী ক্ষমতায়নের প্রতীক। মানুষের জীবনে ক্ষমতায়ন ও স্বনির্ভরতার ভাবনায় জঙ্গলমহলের প্রেক্ষাপট ও টেরাকোটা মন্দিরের পশ্চাৎপটে ট্যাবলোটিকে সাজিয়ে তোলা হয়েছে।
ছৌ এবং বাউল শিল্পীরা রাজ্যের তরফে কুচকাওয়াজে অংশ নেবেন।

পারফরম্যান্সের নিরিখেই বাংলার মডেলকে সম্মতি দিয়েছে কেন্দ্র। ট্যাবলোতে থাকবে একাধিক মডেল। আর কর্তব্যপথে লোকশিল্প প্রদর্শন। রাজ্য সরকারের লোকপ্রসার প্রকল্পের সাফল্য তুলে ধরা হবে দিল্লিতে।

আর কলকাতার রেড রোডের চমক রোবটিক মিউলস। এই রোবটিক মিউলস প্রতিকূল আবহাওয়ায় এবং পরিবর্তনশীল প্রাকৃতিক ভূখণ্ডে কাজ করতে পারে। রোবটিক মিউলস ২০২৪ সালের জুন মাসে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কম্পিউট বক্স, ব্যাটারি, সামনের সেন্সর হেড, রিয়ার সেন্সর হেড এবং পা দিয়ে তৈরি রোবটিক মিউলস। একইসঙ্গে এর মধ্যে রয়েছে ক্যামেরার সাহায্যে প্রতিবন্ধকতা এবং এড়িয়ে চলা সেন্সিং, সীমিত জায়গায় নেভিগেশন এবং কমপক্ষে দু-ঘণ্টা একটানা অপারেশন।


স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য রাজ্যে নতুন সংগঠন জন্ম নিতে চলেছে। নতুন সংগ...
25/01/2025

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য রাজ্যে নতুন সংগঠন জন্ম নিতে চলেছে। নতুন সংগঠনের নাম #প্রোগ্রেসিভ_হেলথ_অ্যাসোসিয়েশন।

সোমবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের কথা ঘোষণা করবেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা। তাঁকে প্রেসিডেন্ট রেখেই সংগঠনের রূপরেখা তৈরি হচ্ছে। বাকি পদাধিকারীদের নাম সোমবার ঘোষণা করবেন তিনি।

স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলেই এই সংগঠনে থাকতে পারবেন, সদস্য হতে পারবেন। সরকারি-বেসরকারি ক্ষেত্রের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী-সহ চিকিৎসা ব্যবস্থার সঙ্গে জড়িত সকলেই সদস্য হতে পারবেন। রাজ্যের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে সরকারের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করার জন্যই এই সংগঠন।

25/01/2025

সাংবাদিক বৈঠকে কুনাল ঘোষ।

স্বাধীনতা আন্দোলনে যাদের কোনও ভূমিকাই ছিল না, তারা বিপ্লবীকে সম্মান দেবে কিভাবে?
25/01/2025

স্বাধীনতা আন্দোলনে যাদের কোনও ভূমিকাই ছিল না, তারা বিপ্লবীকে সম্মান দেবে কিভাবে?

কেন বনাঞ্চলে প্রবেশে সাধারণ মানুষকে টাকা দিতে হবে? বুধবারই আলিপুরদুয়ারের সভা থেকে এই প্রশ্ন তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্...
24/01/2025

কেন বনাঞ্চলে প্রবেশে সাধারণ মানুষকে টাকা দিতে হবে?
বুধবারই আলিপুরদুয়ারের সভা থেকে এই প্রশ্ন তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ মেনেই এবার ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের সমস্ত বনাঞ্চলের প্রবেশ মূল্য প্রত্যাহার করে নিল বনদফতর। এই খবরে খুশি পর্যটকরা।

বুধবার আলিপুরদুয়ারের প্রশাসনিক সভায় বিধায়ক সুমন কাঞ্জিলাল মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন, বক্সার জঙ্গলে প্রবেশের পথে রাজভাতখাওয়া গেটে চড়া হারে মাশুল নেওয়া হয় পর্যটকদের কাছ থেকে। যার ফলে পর্যটক আনাগোনা দিনদিন কমে যাচ্ছে।

বিধায়কের মুখে এই কথা শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী উপস্থিত বনকর্তাদের জিজ্ঞেস করেন, কার নির্দেশে এমন চড়া হারে মাশুল আদায় করা হচ্ছে। পর্যটকদের সুবিধার স্বার্থে দ্রুত ওই মাশুল তুলে দেওয়ার নির্দেশ দেন মুখ্যসচিবকে।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সার্কিট হাউসে বনকর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব। বৃহস্পতিবার সরকারি অনুষ্ঠান শেষ করে কলকাতায় ফিরতেই, এদিন বিকেলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপ ক্ষেত্র অধিকর্তা ( পশ্চিম ) হরিকৃষ্ণন পি জে একটি লিখিত নির্দেশে বক্সায় প্রবেশের মাশুল আদায় পরবর্তী নির্দেশ স্থগিত রাখার কথা জানান। বন দফতরের নির্দেশের পর খুশির হওয়া জয়ন্তী বক্সার পর্যটন ব্যবসায়ীদের মধ্যে।

রাস্তায় কোনওভাবেই যাত্রী হয়রানি বরদাস্ত নয়। এই নিয়ে পরিবহণ দফতরকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ...
24/01/2025

রাস্তায় কোনওভাবেই যাত্রী হয়রানি বরদাস্ত নয়। এই নিয়ে পরিবহণ দফতরকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপরেই নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট মহল। সেই মতোই বাড়ানোর জন্য ডিপো ম্যানেজার, ট্রাফিক ম্যানেজার-সহ ডব্লিউবিটিসি, সিএটিসি, সিটিসি, সারফেস আধিকারিকদের নিয়ে শুক্রবার ময়দান টেন্টে বৈঠক করলেন বিভাগীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং দফতরের সচিব
ড. সৌমিত্র মোহন।

এদিনের বৈঠকে মূলত কীভাবে বাসের ট্রিপ আরও বাড়ানো যায় সেই নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও শহর কলকাতায় দেখা যায় অনেক সময় রেষারেষি করার জন্য নির্ধারিত বাসস্টপেও বাস দাঁড়ায় না। সেক্ষেত্রে প্রত্যেকটি স্টপেজ থেকে যাত্রী তুলতে হবে বলে চালকদের নির্দেশ দেওয়া হয়েছে। কোনওভাবেই রেষারেষি করে চলা যাবে না। বাসের গতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। শহরে অযাচিত দুর্ঘটনা কোনওভাবেই কাম্য নয় বলে এদিন জানিয়ে দিয়েছেন পরিবহণমন্ত্রী।

অনেক সময় অভিযোগ ওঠে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করার। বৈঠকে জানানো হয়েছে, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। মেট্রো লাইনগুলোকে লক্ষ্য রেখে বাসের অ্যালাইনমেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বলা হয়েছে। অর্থাৎ সবমিলিয়ে বাস সার্ভিসকে হতে হবে যাত্রীকেন্দ্রিক। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পরিষেবা দিতে হবে। এছাড়াও ড্রাইভার ও কন্ডাক্টরদের নিয়ে কাউন্সিলিং করার জন্য বৈঠক করার নির্দেশও দেওয়া হয়েছে।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানবতার গর্ব মমতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share