Smile Face

Smile Face Enjoy
(3)

উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় মাশরুমকে ছত্রাক বলা হয়। বিশ্বের সবচেয়ে দামি মাশরুম হচ্ছে ট্রাফেল (truffle)। সবচেয়ে ভালো কোয়ালিটির...
28/01/2025

উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় মাশরুমকে ছত্রাক বলা হয়। বিশ্বের সবচেয়ে দামি মাশরুম হচ্ছে ট্রাফেল (truffle)। সবচেয়ে ভালো কোয়ালিটির প্রতি কেজি ট্রাফেলের দাম ৩৩৮৬ মার্কিন ডলার! বাংলা টাকায় কনভার্ট করলে (৩৩৮৬ × ১২১= ৪,০৯,৭০৬ টাকা)। অর্থাৎ
এক কেজি ট্রাফেলের দাম চার লাখ টাকারও বেশি।
শুধু তা-ই নয়,বিশ্বের দামি খাবারগুলোর একটি হচ্ছে 'ট্রাফেল'।মূলত এগুলো প্রাকৃতিকভাবে জন্মায় ও খুবই
দুষ্প্রাপ্য এবং সহজে চাষাবাদ করা যায় না বিধায় এর মূল্য এত বেশি। এগুলো মাটির নিচে বড় বড় গাছের শিকড়ে জন্মায়।একটি গাছের বয়স কমপক্ষে ৪০ বছর হলেই কেবল তার শিকড়ে ট্রাফেল জন্মানোর মতো পরিবেশ সৃষ্টি হয়। এদের দেহে ক্লোরোফিল না থাকায় নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এজন্য গাছের শিকড় থেকে পুষ্টি শোষণ করে থাকে।

বনাঞ্চলে কোনো গাছের শিকড়ে তথা মাটির নিচে ট্রাফেল জন্মালে তা দেখা যায় না।তাই ট্রাফেল সনাক্ত করার জন্য স্ত্রী শূকরের সহায়তা নেওয়া হয়। ট্রাফেল থেকে পুরুষ শুকরের যৌন হরমোনের মতো গন্ধ বের হয়। ফলে স্ত্রী-শূকর সেই গন্ধের আকর্ষণে ট্রাফেল খুঁজে বের করে। তবে ট্রাফেল খুঁজে পেলে শুকরকে তা থেকে কিছু খেতে দিতে হয়। না হলে পরবর্তীতে ওই শূকর আর ট্রাফেল খুঁজে দেয় না। কিন্তু এত দামী ট্রাফেল শূকরকে খেতে দিলে পোষাবে না। এজন্য অনেকে শূকরের পরিবর্তে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করে। তবে কুকুর বা শূকর ব্যবহার করা ছাড়াও ট্রাফেল সনাক্তের আরো কিছু পদ্ধতি আছে। ট্রাফেল যেখানে জন্মায় তার আশপাশের মাটিতে বেশ কিছু মৃত-উদ্ভিদ বা পাতা লক্ষ্য করা যায়। ট্রাফেল পরিপক্ব হবার সময় এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত করে যার দরুন উদ্ভিদ বা পাতা মারা যায়। তাছাড়া ট্রাফেল যেস্থানে জন্মায়, সেস্থানের মাটির ওপর কিছু ছোট বাদামি রংয়ের মাছি উড়ে বেড়াতে দেখা যায়।

13/10/2024

প‍্রতিশোধ নিলে এমনি নিতে হয়

13/10/2024
29/09/2024

সব জায়গায় পাকামি চলে না বন্ধু 😎😆

18/09/2024

অংক ইংলিশ ভাই ভাই। যেভাবেই হোক অংক মিলাতে চাই🤣 লজিকের কোন বালাই নাই। এভাবেই চলুন অংক মিলাই🤣🤣



16/09/2024

বিনের ছোট ভাই

19/01/2024

আসুন একে অন্যকে সাহায্য করি।ফলো দিয়ে done লিখুন।ফলো ব্যাক নিন।

15/12/2023

আলহামদুলিল্লাহ অবশেষে যেন হারিয়ে যাওয়া সম্পদ পেলাম। এটা ডিলিট হয়ে যাবার পর এতো খারাপ লাগছিল!

এতো মন্ত্রমুগ্ধ সীরাতসাহিত্য আমি কোনো আলেমের মুখে এযাবৎ শুনিনি।

☄️ আজ ১৩ই ডিসেম্বর রাত ২টা (১৪/১২/২৩) নাগাদ আকাশ জুড়ে (উত্তর-পূর্ব দিকে) দেখা যাবে উল্কা বৃষ্টি।বিরল এই মহাজাগতিক দৃশ্য...
13/12/2023

☄️ আজ ১৩ই ডিসেম্বর রাত ২টা (১৪/১২/২৩) নাগাদ আকাশ জুড়ে (উত্তর-পূর্ব দিকে) দেখা যাবে উল্কা বৃষ্টি।

বিরল এই মহাজাগতিক দৃশ্য দেখার জন্য তৈরি থাকুন সকলে, ঘন্টায় প্রায় ১০০ থেকে ১২০টি উল্কাবৃষ্টি লক্ষ্যপাত করা যাবে ।

12/12/2023

Follow দিলে follow back পাবেন ১০০%
follow দিয়ে লিখুন done

আমার আজকে পেয়াজ প্রয়োজন ২০০ গ্রাম আমি বাজার থেকে ২০০ গ্রাম ই নিয়ে আসবো। যদি কালকে ১০০ গ্রামের প্রয়োজন হয় ঠিক ১০০ গ্রামই ...
10/12/2023

আমার আজকে পেয়াজ প্রয়োজন ২০০ গ্রাম আমি বাজার থেকে ২০০ গ্রাম ই নিয়ে আসবো।
যদি কালকে ১০০ গ্রামের প্রয়োজন হয় ঠিক ১০০ গ্রামই আনবো।
যতদিন দাম বৃদ্ধি থাকবে ততদিন এভাবে আনবো, কারণ আমি জানি পেয়াজ পঁচনশীল।

অতএব অতিরিক্ত দামে ক্রয় করে ১০ দিনের পিঁয়াজ একদিনে নিয়ে আসার প্রশ্ন ই আসে নাহ।

সেন্ডিকেট ভাংতে আমাদের মনের পরিবর্তন বেশি প্রয়োজন।

Address

Bangladesh
Kolkata
7730

Telephone

+8801645568821

Website

Alerts

Be the first to know and let us send you an email when Smile Face posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share