01/12/2023
আরোও একটা বছর…
বছরের শেষ মাসের প্রথম দিন শেষে সন্ধ্যে নামলে হিসেব কষতে হয় এগারো মাসের! ডিসেম্বরের গ্রামের শুরুর দিনে পালকের মত হালকা শীতে খসখসে হাতে পায়ের চামড়া নরম করতে শীতের ক্রিম মাখতে গিয়ে মনে পড়ে এবার মাসটা শেষ হলেই বারো মাস সম্পূর্ণ! ব্যস হিসেব কষতে গিয়ে দেখি কিছুই মেলে না জানুয়ারীর শুরুতে নিজেকে দেওয়া কথাগুলোর! শীত এলেই একটা করে বছর শেষ হয়ে আর একটা নতুন বছরের শুরু হয়ে যায়! তখনই হাতে পায়ে মুখের চামড়ায় আরও বেশি করে ক্রিম মাখতে হয় নইলে খসখসে চামড়ায় শব্দ হয় অনেক বেশি! এইভাবেই শীত আসে শীত যায়! আমরা মত্ত থাকি শীতের ক্রিম মাখতে! পিঠে পুলি উৎসব করতে! বড়দিনে বড়রাত পালন করতে! বেকারিতে লাইন দিতে! দশ থেকে এক কাউন্ট করে রাত বারোটায় নতুন সময়ে পা দিয়ে নিজেকে নতুন নতুন প্রতিশ্রুতি দিতে!
তারপর একটা বছর আসে এই কোনকিছুতেই কোনো কাজ হয় না কারন শীতে বয়স্কমানুষই আগে কাবু হয়।
©পাপিয়া পাল
কলমে সুর