22/12/2023
রাগ komeche নাকি এখনও রাগ আছে,
আমি আগে থেকে জানি 😇 ভুল করেছি তাই আমার সাথে হয়েছে, সবাই এখন খুশি তো তোমরা ❤️ এখনও কি রাগ করে আছো | facebook থেকে উড়িয়ে দিলে পেজ টা ।
1000 মানুষ আমার নামে পেজ খুলে নিয়েছে,
তোমাদের দেখছি-
সবার credit নেয়েও হয়ে গেলো 🤣
ক্রেডিট নিয়ে দেশ প্রেম পেয়ে গেলে, এতে কি আটকাতে পারলে, কাল থেকে তো ১০০০ মানুষ তাদের ভিডিও নিয়ে আসবে manchu দাদা কই,
দেখো কারা তার পেজ ক্ষতি করেছে, সবাই তো দেখছে,
সবার হাতে ফোন সবার হাতে social media 
আমি ভুল করেছি তিন বার sorry চেয়েছি,কিন্তু তোমরা লাস্ট জায়গাই নিয়ে যাবো,ভাবতে পারি নি,
তোমরা তোমাদের দেশ এর পুলিশ প্রসাশন তোমরা কি cybercrime officer,?
আগামী তে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাবে,
ফটো ভিডিও উড়িয়ে, আমি তো ভুলে গেছি এরা এদের
দেশ এর creator দের ও নিজেরাই শাস্তি দেই 😎
খেলা শেষ হবার পর, তোমাদের দেশ থেকে অনেক মানুষ আমাদের এসেছে, আমদের দেশ এ আমদের দেশ থেকে ও তোমাদের দেশ এ গেছে ❤️কেউ কিন্তু ঝামেলা করেনি,খেলা নিয়ে যেটা হয়েছে ওটা মুখ অব্দি ঠিক 😇 যা হয়েছে মুখে কারোর কাজ নষ্ট ও করেনি, আমার বাড়ি বাংলাদেশ থেকে এসেছে সেই কাকু সাথে ভিডিও করেছি।অনেক মজা করেছি তাই বলে ভেবো না তিনি বাংলাদেশি বলে খারাপ ব্যবহার করেছি। আমি তার কাছ থেকে জেনেছি আমায় অনেক মানুষ চেনে বাংলাদেশ এর ❤️আমাকে ইনভাইট করেছে 😅 ভিডিও পরে ফটো তুলেছে 😅
ভিডিও তে বলেছি বলে যে সেটা বাস্তবে করবো বা বলবো এটা না
এরপর আসি ভিডিও নিয়ে-
আমার সব ভিডিও ডিলেট করেছি তারপর ক্ষমা চেয়েছি
এক এক জনের মতে করে 😇
আচ্ছা আমি যদি মন থেকে ক্ষমা না চাই কাল কেনো রোজ নতুন নতুন পেজ খুলে বাংলাদেশ নামে উল্টো পাল্টা বলতে এটা আমি পারবো কিন্তু করবো না আর কাউকে বলবো না এটা করতে কারণ কিছু মানুষ খারাপ থাকে সব জায়গাই
আমি ক্ষমা চেয়েছি তিন বার এই নিয়ে কিছু মানুষ promotion, নিলো তার পর ও রাগ, তোমরা যেটা করছো এতে রাগ কমবে না কারোর বাড়বে ,কিন্তু আমি আর রাগ করবো না,একটা জিনিস মানি ভালোবাসা দিলে সব কিছু জয় করা যাই,আর আমাকে এর পর মানুষ ভালোবাসে যেখানে যাবো মানুষ খুঁজবে আমাকে,আমাকে মুছে দিতে পারবে না।কারণ সবাই আমায় ভালোবাসে’ আর সেটা আমাদের দেশ বা তোমাদের দেশ মানুষ । এই টুকু বলবো মজা পেয়েছো তো ? খুশী তো জিতে গেছো তোমরা ❤️