12/05/2020
তোমার জন্য এক তীব্র ভালোবাসা আজীবন থেকে যাবে, কিন্তু আমি হারিয়েছি, আমি হারিয়েছি আমার আত্মসম্মান তোমার কাছে, তোমায় নিয়ে স্বপ্ন দেখেছিলাম, তোমায় ভালোবেসেছিলাম, তার বদলে কি এত টুকু সম্মান পাওয়ার যোগ্য ছিলাম না !
তুমি বদলে গেছো সেই দুঃখ থাকবেই, কিন্তু জানো তো তার থেকেও আফসোস হয় তুমি এলেই বা কেন !
তবে সবকিছুর শেষেই আমরা কিছু শিক্ষা পেয়ে যাই, তুমি জীবনে এসেছিলে বলেই শিখলাম, ভালোবাসা হতেই পারে, তবে ভালোবাসার মানুষ টা যে সবসময় তোমার ভালোবাসা ফিরিয়ে দেবে তার তো কোনো মানে নেই, নিজেকে সম্মান দাও, নিজের আত্মসম্মান বুঝতে শেখ, মানুষ আমাদের কষ্ট দেয় না, আমাদের আশা আকাঙ্খা গুলো অপরের কাছে তারাই কষ্ট দেয়।