Gopinath jiu Tv

Gopinath jiu Tv ঠাকুর দর্শনের সময় সকাল ৫টা থেকে দুপুর ১২টা
এবং বৈকাল ৪টা থেকে রাত্রি ৮টা।
(2)

 #ভক্ত_ভগবানের এ-এক অদ্ভুত লীলার সাক্ষী অগ্রদ্বীপ সহ সমগ্র দেশ তথা বিশ্ব সংসার।          প্রতি বছর চৈত্রের কৃষ্ণপক্ষের-এ...
05/04/2024

#ভক্ত_ভগবানের এ-এক অদ্ভুত লীলার সাক্ষী অগ্রদ্বীপ সহ সমগ্র দেশ তথা বিশ্ব সংসার।

প্রতি বছর চৈত্রের কৃষ্ণপক্ষের-একাদশী তিথিতে (দোল পূর্ণিমার পরের একাদশী)পিতার শ্রাদ্ধক্রিয়াদি করেন অগ্রদ্বীপের ভূমিপুত্র শ্রী-গোপীনাথ.......ভগবান শ্রী গোপীনাথ তাঁর নিঃসন্তান ভক্ত গোবিন্দ ঘোষকে দেওয়া কথা রাখার জন্য যুগের পর যুগ ধরে সন্তান রূপে ধরা-কাছা পরিধান করে তাঁর মানব পিতা গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করে আসছেন।......কালের নিয়মে অগ্রদ্বীপের গঙ্গাতে অনেক জল বয়ে গেছে কিন্তু পিতার উদ্দেশ্য দেওয়া সন্তানের বাক্য আজও অমলিন অকাট্য।....জয় শ্রী গোপীনাথ ।❤️😇🙏

04/04/2024

মানব পিতা গোবিন্দ ঘোষের শ্রাদ্ধানুষ্ঠানে ভগবান স্বয়ং গোপীনাথ।

কাছা পরিহিত  প্রভু গোপীনাথ 🌼🌼🙏🙏
02/04/2024

কাছা পরিহিত প্রভু গোপীনাথ 🌼🌼🙏🙏

জন্মাষ্টমী  তিথিতে প্রভুর স্নান
07/09/2023

জন্মাষ্টমী তিথিতে প্রভুর স্নান

🙏🙏জন্মাষ্টমীতে বাবা গোপীনাথ জিউ এর স্নান.....🙏🙏(অগ্রদ্বীপ ধাম,পূর্ব বর্ধমান)

28/06/2023
20/06/2023

গোপীনাথ জিউর রথযাত্রা🌼🌼

মহাপ্রভুর বিশ্রাম তলায় গোপীনাথ জিউর স্নানযাত্রা।
04/06/2023

মহাপ্রভুর বিশ্রাম তলায় গোপীনাথ জিউর স্নানযাত্রা।

04/06/2023

গোপীনাথ জিউর স্নানযাত্রার

. 🌺🌼🙏❝⋆⃝𝒉𝒂𝒓𝒆 𝒌𝒓𝒊𝒔𝒉𝒏𝒂⋆⃝𝄞♡🙏🌼🌺    💕💕💕💕💕💕.•°``°•.¸.•°``°•.💕💕 ((রাধেকৃষ্ণা))  💕 💕`•.¸   💗   ¸.•` 💕     💕° •.¸¸.•° 💕          ...
24/05/2023

.
🌺🌼🙏❝⋆⃝𝒉𝒂𝒓𝒆 𝒌𝒓𝒊𝒔𝒉𝒏𝒂⋆⃝𝄞♡🙏🌼🌺
💕💕💕💕💕
💕.•°``°•.¸.•°``°•.💕
💕 ((রাধেকৃষ্ণা)) 💕
💕`•.¸ 💗 ¸.•` 💕
💕° •.¸¸.•° 💕
💕💕
💕

🌸🌸🌼 রাধার গোবিন্দ গোপীনাথ ..                  ও রাধার মদনমোহন দয়া করো হে ...                              তুমি অগ্রদ্বী...
15/05/2023

🌸🌸🌼 রাধার গোবিন্দ গোপীনাথ ..
ও রাধার মদনমোহন দয়া করো হে ...

তুমি অগ্রদ্বীপের গোপীনাথ হে ....
মদনমোহন দয়া করো হে ...

আমরা তোমায় ছাড়া জানিনা হে
মদনমোহন দয়া করো হে ...🌼🌸🌸

🌼❤🙏
07/05/2023

🌼❤🙏

প্রভু গোপীনাথ জিউ🌼🌼🙏🙏🙏
04/04/2023

প্রভু গোপীনাথ জিউ🌼🌼🙏🙏🙏

বিধুভূষণ সেনগুপ্ত রচিত কবিতায় বারোদোলের বিগ্রহের বিবরণ :“ বিরহীর বলরাম, শ্রী গোপীমোহন ।লক্ষ্মীকান্ত বহিরগাছি গুরুর ভবন ...
03/04/2023

বিধুভূষণ সেনগুপ্ত রচিত কবিতায় বারোদোলের বিগ্রহের বিবরণ :

“ বিরহীর বলরাম, শ্রী গোপীমোহন ।
লক্ষ্মীকান্ত বহিরগাছি গুরুর ভবন ।।
নারায়ণচন্দ্র ছোট ব্রহ্মন্যদেব সহ ।
আর বড় নারায়ণ রাজার বিগ্রহ ।।
গড়ের গোপাল পেয়ে স্থান শান্তিপুর ।
অগ্রদ্বীপের গোপীনাথ স্থানে ঘোষঠাকুর ।।
নদীয়ার গোপাল তবে নবদ্বীপে স্থান ।
ত্রিহট্টের কৃষ্ণরায়-অগ্রে ফল পান ।।
অত:পর কৃষ্ণচন্দ্র ; গোবিন্দদেব আর ।
উভয় বিগ্রহ স্থান-আবাস রাজার ।।
মদনগোপাল শেষে বিরহীতে স্থিতি ।
বারদোল তের দেব-আবির্ভূত ইতি ।।
হেরিলে দেবেরে হরে আধি-ব্যাধি-ক্লেশ ।
রাজবেশ ফুলবেশ রাখালের বেশ ।।
ভক্তিভরে দেবনাম করিলে কীর্তন ।
সকল পাতক নাশে শান্তি লভে মন ।।
ইতি চৈত্র শুক্ল পক্ষে শ্রীমন্ নদীয়াধীপস্য ।
প্রাসাদোদ্যানে বারদোলাবিভূর্তনাং দেববিগ্রহহানাং ।।

♨️⭕⛔ বিগত কয়েক বছর ধরে অগ্রদ্বীপের গোপীনাথ বিগ্রহ
কৃষ্ণনগর রাজবাড়ির বারোদোলে যায় না।

03/04/2023

বারো দোলে ফুল বেশে 💐🌸🌼
গোপীনাথ জিউ। 🧡🙏

অগ্রদ্বীপধাম, পূর্ব বর্ধমান।

26/03/2023

কেনো ভগবান গোপীনাথ মানব পিতা গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রাদ্ধ করেন?

জানতে হলে পুরো ভিডিও টি দেখুন।

23/03/2023

অগ্রদ্বীপের গোপীনাথ মেলার ইতিহাস।

20/03/2023

আজ মেলার শেষ দিন।
এখন চলছে দোলযাত্রার পরে গোপীনাথ জিউর অভিষেক।
সকলে দর্শন করে বিশেষ কৃপা লাভ করুন।

শ্রাদ্ধানুষ্ঠানের পরে রাজ বেশে প্রভু গোপীনাথ 🌼🙏         স্থান-: অগ্রদ্বীপধাম, পূর্ব বর্ধমান।
19/03/2023

শ্রাদ্ধানুষ্ঠানের পরে রাজ বেশে প্রভু গোপীনাথ 🌼🙏

স্থান-: অগ্রদ্বীপধাম, পূর্ব বর্ধমান।

Address

Agradwip Gopinath Mandir Road
Katwa
713512

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gopinath jiu Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category