Heritage Village Sribati

Heritage Village Sribati Heritage Village Sribati ঐতিহ্যবাহী গ্রামকে নিয়ে একটি পেজ।

01/01/2024
শ্রীবাটী বারোয়ারিতলা দূর্গা প্রতিমা ❤️শ্রীবাটী - চন্দ্রপাড়া
23/10/2023

শ্রীবাটী বারোয়ারিতলা দূর্গা প্রতিমা ❤️
শ্রীবাটী - চন্দ্রপাড়া

https://youtu.be/dNZm5CDRTEw?si=jkHpMMb4tDMLNua1শ্রীবাটীর পূজোবাড়ির দূর্গাপূজোর বলিদানপর্ব
13/10/2023

https://youtu.be/dNZm5CDRTEw?si=jkHpMMb4tDMLNua1
শ্রীবাটীর পূজোবাড়ির দূর্গাপূজোর বলিদানপর্ব

শ্রীবাটী পূজোবাড়ির বলিদানপর্ব(দেবপ্রিয় দাশ)

শ্রীবাটী গ্রাম পঞ্চায়েত
22/09/2023

শ্রীবাটী গ্রাম পঞ্চায়েত

13/07/2023

Best wishes

ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি কোনো মানবী নন, তিনি এক AI (Artificial Intelligence)ওড়িশা টিভি তাদের নিউজ অ্যাংকর হিসেবে দায়ি...
13/07/2023

ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি কোনো মানবী নন, তিনি এক AI (Artificial Intelligence)
ওড়িশা টিভি তাদের নিউজ অ্যাংকর হিসেবে দায়িত্ব দিয়েছে এই এ আই কে। এর নাম দেওয়া হয়েছে- লিসা। এখন মূলত ওড়িয়া আর ইংরেজি ভাষায় সংবাদ পাঠ করছে লিসা। তবে ভবিষ্যতে আরোও ভালো করে ভাষা শেখানো হবে লিসাকে, তখন আরোও নানান অনুষ্ঠান সঞ্চালনা করবে লিসা।
সত্যি,,বিজ্ঞান ও প্রযুক্তি বর্তমানে এক বিস্ময়কর জায়গায় পৌঁছে গেছে।

Today Temperature at Sribati
14/04/2023

Today Temperature at Sribati

দোলপূর্ণিমা উপলক্ষে সামাজিক যাত্রাপালাসিন্দুর রাঙা ফাগুন বউশ্রীবাটী শ্রী গৌরাঙ্গ স্মৃতি সংঘ
08/03/2023

দোলপূর্ণিমা উপলক্ষে সামাজিক যাত্রাপালা
সিন্দুর রাঙা ফাগুন বউ
শ্রীবাটী শ্রী গৌরাঙ্গ স্মৃতি সংঘ

একজন অন্তর্মুখী মানুষকে চিনবো কিভাবে?১.ফোনের রিং শুনে আসতে আসতে লাইন কেটে গেলে এঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।২.রি-ইউনিয়ন ...
19/02/2023

একজন অন্তর্মুখী মানুষকে চিনবো কিভাবে?

১.ফোনের রিং শুনে আসতে আসতে লাইন কেটে গেলে এঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

২.রি-ইউনিয়ন বা গেট টুগেদারে এঁদের তেমন একটা দেখতে পাওয়া যায় না।

৩.বন্ধুর সংখ্যা নিতান্তই সীমিত।

৪.কথা বলার চেয়ে শুনতে বেশি পছন্দ করেন। এঁরা বেশ ভালো মানের শ্রোতা।

৫.ভালো পর্যবেক্ষক হয়ে থাকেন।

৬.নিজের আবেগ-অনুভূতি প্রকাশের ক্ষেত্রে এঁদের রাজ্যের সংকোচ।

৭.মানুষের চোখে চোখ রেখে কথা বলতে অস্বস্তি বোধ করেন।

৮.অকারণ আড্ডা এঁদের পোষায় না। তবে পছন্দের বিষয়ে কথা বলতে দিলে এঁরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে যেতে পারেন।

৯.এঁদের পছন্দকারী মানুষের সংখ্যা অনেক সময় তুলনামূলকভাবে কম হয়। অন্তর্মুখী স্বভাবের জন্য অনেকেই অহংকারী ভেবে বসতে পারে।

১০.প্রতিবেশীরা এঁদের নাম না-ও জানতে পারেন।

১১.ঋণ নিতে কুন্ঠিত বোধ করেন। একান্ত বাধ্য হয়ে নিলেও যতটা দ্রুত সম্ভব পরিশোধের ব্যবস্থা করেন। উদ্দেশ্য - মানুষের সাথে যোগাযোগ কম রাখা।

১২.কারো দৃষ্টি আকর্ষণ করতে আগ্রহী নন। স্পটলাইট থেকে সর্বোচ্চ দূরত্ব বজায় রাখেন।

১৩.এঁদের রাগের তুলনায় অভিমানের মাত্রাটা একটু বেশি-ই হয়ে থাকে।

১৪.সাধারণত ঘরকুনো। পৃথিবী ঘুরে বেড়ানোর চেয়ে বৃষ্টির দিনে লেপ মুড়ি দিয়ে নন-ফিকশন পড়া এঁদের কাছে অনেক বেশি আনন্দের।

১৫.এঁদের জন্মদিনের তারিখ খুব কম মানুষ-ই জানে।

১৬.অনেক সময় আনস্মার্ট হিসেবে পরিচিতি লাভ করেন।

১৭.খুব কাছের মানুষ বাদে এঁদের বিশেষ দক্ষতা বা দুর্বলতাগুলো সম্পর্কেও তেমন কেউ জানে না।

১৮.মানুষের অঙ্গভঙ্গি বা বডি ল্যাংগুয়েজ সাধারণত এক্সট্রোভার্টদের তুলনায় বেশি বিশ্লেষণের ক্ষমতা রাখেন।

১৯.অন্যের ব্যক্তিগত বিষয়ে কৌতূহল কম থাকে, বা থাকলেও সেভাবে প্রকাশ করেন না।

২০.এঁদের নিজস্ব কল্পনার জগৎ থাকে। আর তা আপনার ধারণার চেয়েও বহুদূর বিস্তৃত।

২১.অতিথিরা বেশিরভাগ সময় বাড়িতে এঁদের উপস্থিতি টের পান না।

২২.খুব পরিচিত কিছু মানুষ ব্যতিত কারো মেসেজের রিপ্লাই দিতে তুলনামূলকভাবে বেশি সময় নেন। এঁদের অনেকেই আবার বেশ গুছিয়ে কথা বলতে বা লিখতে সক্ষম।

২৩.বাসের সবচাইতে কোণার সিটখানা বা ক্লাসের শেষের দিকে বেঞ্চগুলোই এঁদের বেশি প্রিয়।

২৪.নিজেকে কারো পছন্দের যোগ্য বলে ভাবতে ভয় পান।

২৫.রাস্তায় হঠাৎ কোনো পরিচিতকে দেখতে পেলে এগিয়ে গিয়ে কথা বলার চেয়ে ছাতা দিয়ে মুখ ঢেকে পাশ কাটিয়ে যাওয়া বা টুক করে পাশের গলিতে ঢুকে পড়ার কাজটাই বেশি করে থাকেন।

-admin

পরিবর্তন হোক...
31/12/2022

পরিবর্তন হোক...

হরে কৃষ্ণ ❤️
09/12/2022

হরে কৃষ্ণ ❤️

শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস উপলক্ষে রক্তদান শিবির ও শীতবস্ত্র প্রদান ও বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। শ্র...
03/12/2022

শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস উপলক্ষে রক্তদান শিবির ও শীতবস্ত্র প্রদান ও বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান।

শ্রীবাটী - কাটোয়া - পূর্ববর্ধমান

27/10/2022

পোড়োবাবার মা কালী

Address

Katwa
713514

Telephone

+19064521397

Website

Alerts

Be the first to know and let us send you an email when Heritage Village Sribati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Katwa

Show All