Mubarak mahbul TV

Mubarak mahbul TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mubarak mahbul TV, TV Channel, solgoi birg, Karimganj.

13/05/2024

তিলাওয়াত করছেন শাইখ ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী হাফি:

শেয়ার করে কুরআনের বানী পৌঁছে দেন সবার কাছে।

শেয়ার করে কুরআনের বানী ছড়িয়ে দিন।

12/05/2024

কিসের কাচা বাদাম আর কিসের হিন্দি গান?
কোরআনের সুরের সাথে পৃথিবীর কোন সুরের তুলনা হতে পারে না।

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ؕ     اِنَّهٗ كَانَ غَفَّارًاۙ۝۱۰ یُّرْسِلِ السّ...
09/12/2023

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,

فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ؕ اِنَّهٗ كَانَ غَفَّارًاۙ۝۱۰ یُّرْسِلِ السَّمَآءَ عَلَیْكُمْ مِّدْرَارًاۙ۝۱۱ وَّ یُمْدِدْكُمْ بِاَمْوَالٍ وَّ بَنِیْنَ وَ یَجْعَلْ لَّكُمْ جَنّٰتٍ وَّ یَجْعَلْ لَّكُمْ اَنْهٰرًاؕ۝۱۲ مَا لَكُمْ لَا تَرْجُوْنَ لِلّٰهِ وَقَارًاۚ۝۱۳

আমি বলেছি : তোমরা নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে উন্নতি দান করবেন, এবং তোমাদের জন্যে সৃষ্টি করবেন বাগান আর তোমাদের জন্যে নদ-নদীর ব্যবস্থা করবেন। তোমাদের কী হল যে, তোমরা আল্লাহর মহিমাকে বিলকুল ভয় পাও না?
সূরা নূহ, আয়াত ১০-১৩

09/12/2023

সুবাহান আল্লাহ

28/11/2023
28/10/2023

জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃবান্দা ও কুফর এর মধ্যে পার্থক্...
06/09/2023

জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
বান্দা ও কুফর এর মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেয়া।
রেফারেন্সঃ
সুনানে আবু দাউদ ৪৬৭৮
পাদটীকাঃ
ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়া কোনো মুসলমানের কাজ হতে পারে না। নামাজ ছেড়ে দেয়া তো কাফেরের কাজ। যদি কেউ ইচ্ছাকৃত কোনো নামাজ ছেড়ে দেয়, তবে সে যেন মুমিন ও কাফেরের এ পার্থক্যটি মুছে দিল।

অবশ্য কেউ যদি নামাজ ছেড়ে দেয়াকে অন্যায় মনে করা সত্ত্বেও নামাজ ছেড়ে দেয়। তবে এ অপরাধের কারণে সে কাফের হয়ে যাবে না। সে ফাসেক হবে। আর যদি কেউ নামাজ ছেড়ে দেয়াকে কোনো অন্যায় মনেই না করে, তবে সে কাফের হয়ে যাবে।

وَ اتَّقُوۡا یَوۡمًا تُرۡجَعُوۡنَ فِیۡهِ اِلَی اللّٰهِ ٭۟ ثُمَّ تُوَفّٰی کُلُّ نَفۡسٍ مَّا کَسَبَتۡ وَ هُمۡ لَا یُظۡلَمُ...
01/09/2023

وَ اتَّقُوۡا یَوۡمًا تُرۡجَعُوۡنَ فِیۡهِ اِلَی اللّٰهِ ٭۟ ثُمَّ تُوَفّٰی کُلُّ نَفۡسٍ مَّا کَسَبَتۡ وَ هُمۡ لَا یُظۡلَمُوۡنَ ﴿۲۸۱﴾
তোমরা সেই দিনকে ভয় করো, যখন তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরিয়ে নেয়া হবে। অতঃপর প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণরূপে দেয়া হবে যা সে অর্জন করেছে, আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না।

মু’আবিয়া আল-কুশাইরী (রা.)  থেকে বর্ণিতঃ তিনি বলেনঃএকদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ...
22/08/2023

মু’আবিয়া আল-কুশাইরী (রা.) থেকে বর্ণিতঃ তিনি বলেনঃ

একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে তাঁকে জিজ্ঞেস করি, আপনি আমাদের স্ত্রীর হক সম্পর্কে কী নির্দেশ দেন? তিনি বললেনঃ তোমরা যা খাবে তাদেরকেও তা খেতে দেবে। তোমরা যা পরিধান করবে তাদেরকেও তা পরতে দেবে। তাদেরকে মারধর করবে না এবং গালমন্দ করবে না ।

সুনানে আবু দাউদ ২১৪১

16/08/2023

TV channel

16/08/2023

৩৪২। ইয়াহইয়া ইবনু বুকায়র (রহঃ) আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আবূ যার (রাঃ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমার ঘরের ছাদ খুলে দেয়া হল। তখন আমি মক্কায় ছিলাম। তারপর জিবরীল (‘আ) এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন। আর তা যমযমের পানি দিয়ে ধুইলেন। এরপর হিকমত ও ঈমানে পরিপূর্ণ একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বক্ষে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন। তারপর হাত ধরে আমাকে দুনিয়ার আসমানের দিকে নিয়ে চললেন। যখন দুনিয়ার আসমানে পৌঁছালাম, তখন জিবরীল (‘আ) আসমানের রক্ষক কে বললেনঃ দরযা খোল। তিনি বললেনঃ কে? উত্তর দিলেনঃ আমি জিবরীল, আবার জিজ্ঞাসা করলেনঃ আপনার সঙ্গে আর কেউ আছে কি? তিনি বললেনঃ হ্যাঁ, আমার সঙ্গে মুহাম্মদ। তিনি আবার বললেনঃ তাঁকে কি আহবান করা হয়েছে? তিনি উত্তরে বললেনঃ হাঁ।

23/06/2023

কোরবানির জন্য যে পশু কিনা হয়েছে সেই পশুর দুধ ইত্যাদি সদকা করবেন যদি নিজে ব্যবহার করেন তাহলে এর মূল্য সদকা করতে হবে) আজকাল গোবরের ও এক মূল্য আছে। তাই সতর্কতামূলক গোবরের ব্যাপারে ও এইভাবে করবে

22/06/2023

খসি (বান্দাইল) পশু দ্বারা কুরবানী দেওয়া নিঃসন্দেহে জায়েজ আছে কোন অসুবিধা নেই বরং এর স্বাস্থ্য আরো ভালো থাকে তাই আরো ভালো হবে

09/06/2023

জুমুআর খুতবার সময় কথাবার্তা করা মাকরুহে তাহরিমি

18/04/2023
09/11/2022

নামাজ নামাজ নামাজ

16/08/2022

কুরআন তিলা ওয়াত

12/08/2022

Address

Solgoi Birg
Karimganj
788726

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mubarak mahbul TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other TV Channels in Karimganj

Show All

You may also like