শাহে মদিনা সুন্নী প্ল্যাটফর্ম

  • Home
  • শাহে মদিনা সুন্নী প্ল্যাটফর্ম

শাহে মদিনা সুন্নী প্ল্যাটফর্ম নিত্য নতুন ইসলামিক সকল আপডেট পেতে পেই?

29/07/2025

আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন 💚🌺🌹

প্রতি বছর আমরা ২৯ কিংবা ৩০টি রোজা রাখি। তবে ২০৩০ সালে রাখতে হবে ৩৬টি রোজা। কিন্তু কেন- তা জানালেন দুবাই অ্যাস্ট্রোনমি গ্...
19/09/2022

প্রতি বছর আমরা ২৯ কিংবা ৩০টি রোজা রাখি। তবে ২০৩০ সালে রাখতে হবে ৩৬টি রোজা। কিন্তু কেন- তা জানালেন দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার হাসান আহমেদ আল হারিরি।

তিনি জানান, ২০৩০ সালে দুটি রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, ইংরেজি বর্ষপঞ্জি ও চন্দ্র বছরের মাসগুলোর পার্থক্যের কারণে এমনটা ঘটবে। সাধারণত ইংরেজি বছরের মাসগুলো ৩০ অথবা ৩১ দিনে নির্ধারিত থাকে। খবর দ্য ন্যাশনাল নিউজের।

কিন্তু চন্দ্র বছরের মাসগুলো নির্ধারিত হয় ২৯ অথবা ৩০ দিনে। মাসে দিনের এই পার্থক্যের কারণে ইংরেজি বছর শেষে চন্দ্র বছর ১১ দিন কমে যায়। এভাবে বছরে ১১ দিন পার্থক্য থেকে যাওয়ায় ২০৩০ সালে দুবার রমজান মাস পাবে মুসলিমরা।

এ বিষয়ে সৌদি আরব বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ড. আবদুল্লাহ আল মুসনাদ মনে করেন, দুবার রমজান মাসের সাথে সে বছর রোজা হবে ৩৬টি। তবে এই ৩৬টি রোজা একবারে হবে না।

চন্দ্রবর্ষ হিসেব মতে, ২০৩০ সালের প্রথম রমজান মাস পাওয়া যাবে ৫ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি। এ হিসাবে ১৪৫১ হিজরির পবিত্র রমজান মাসের রোজা হবে ৩০টি।

এর ঠিক ১০ মাস পর আরো একটি রমজান মাস পাওয়া যাবে। অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া এই রমজান মাসে রোজা হবে ৬টি।

ইংরেজি বর্ষপঞ্জি ও চান্দ্র বছরের মাসগুলোর পার্থক্যের কারণে মুসলমানরা ২০৩০ সালে দুটি রমজান মাস পাবে। সেই সঙ্গে রোজা রাখতে হবে ৩৬টি।

𝗟𝗮𝗯𝗯𝗮𝗶𝗸 𝗔𝗹𝗹𝗮𝗵𝘂𝗺𝗺𝗮 𝗟𝗮𝗯𝗯𝗮𝗶𝗸 🕋❤️হে মহা-মহিয়ান আল্লাহ! পবিত্র আরাফাহ ও জুম'আর দিবসকে উসিলা করে আমাদের মা- বাবা, আহলে আওলাদক...
08/07/2022

𝗟𝗮𝗯𝗯𝗮𝗶𝗸 𝗔𝗹𝗹𝗮𝗵𝘂𝗺𝗺𝗮 𝗟𝗮𝗯𝗯𝗮𝗶𝗸 🕋❤️
হে মহা-মহিয়ান আল্লাহ! পবিত্র আরাফাহ ও জুম'আর দিবসকে উসিলা করে আমাদের মা- বাবা, আহলে আওলাদকে ক্ষমা করুন এবং যাবতীয় বালা-মসিবত থেকে হিফাজত করুন। আমীন 🤲

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।৮ জুলাই শুক্রবার পবিত্র হজ এবংএবারের এই হজ্জ হবে আকবরী হজ।৯ জুলাই সৌদি আরবে ঈদুল আজ...
30/06/2022

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
৮ জুলাই শুক্রবার পবিত্র হজ এবং
এবারের এই হজ্জ হবে আকবরী হজ।
৯ জুলাই সৌদি আরবে ঈদুল আজহা পালিত হবে।

 I Love❤ Muhammad (S.) ভারত 🇮🇳 ও বাংলাদেশ 🇧🇩 থেকে রাসূল (ﷺ)❤️ - এর প্রেমিকদের দেখতে চাই! (কে কোথা থেকে?)
07/06/2022



I Love❤ Muhammad (S.)

ভারত 🇮🇳 ও বাংলাদেশ 🇧🇩 থেকে রাসূল (ﷺ)❤️ - এর প্রেমিকদের দেখতে চাই! (কে কোথা থেকে?)

ইয়া আল্লাহ! এভাবে তোমার হাবিবের রাওজা মোবারক কে সামনে নিয়ে ইফতার করার তাওফিক্ব দিন। 🥺
09/04/2022

ইয়া আল্লাহ!
এভাবে তোমার হাবিবের রাওজা মোবারক কে সামনে নিয়ে ইফতার করার তাওফিক্ব দিন। 🥺

Address


Alerts

Be the first to know and let us send you an email when শাহে মদিনা সুন্নী প্ল্যাটফর্ম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শাহে মদিনা সুন্নী প্ল্যাটফর্ম:

  • Want your business to be the top-listed Media Company?

Share