পৃথিবীতে সবচেয়ে পবিত্র সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। এই বন্ধন যে আমাদের একে অপরকে রক্ষা করে তাতে কোনো দ্বিধা নেই। এই ভাইফোটা হলো তার মধ্যে একটি উদাহরণ। পবিত্র ভাইফোটার দিনে দিদির কাছ থেকে আশীর্বাদ রূপে ভাইফোটা পাওয়া হলো সবথেকে ভাগ্যের ব্যাপার। আমার দিদি সহ সকল বোনদের প্রতি ভাইফোটার শুভেচ্ছা রইলো ও তাদের জীবন যেন মঙ্গলময় হয় ও সুখে শান্তিতে যেন সবাই থাকতে পারে পরম করুনাময় ঠাকুরের কাছে এই প্রার্থনা করি।
14/09/23.....
আজ চতুর্থ দিনে ডিলিমিটেশন নিয়ে এবং পঞ্চায়েত প্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিধানসভায় আমার বক্তব্য।
13/09/23
বিজ্ঞান শাখা স্থাপন Part (¡¡)
13/09/23......
করিমগঞ্জের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে বদরপুরের N.C College এ বিজ্ঞান শাখা স্থাপন করা নিয়ে বিধানসভায় আমার দাবি উত্থাপন করি। তৎসঙ্গে শিক্ষা প্রতিষ্টানে নজর রাখতে ও বেশ কিছু অঞ্চলে শৈক্ষিক পরিবেশ উন্নত করার জন্য শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ রাখি।
সবগুলো তথ্য জনসম্মুখে তুলে ধরার জন্য অনুরোধ করি।
12/09/23
বাঙ্গালীদেরকে সর্বক্ষেত্রে লাঞ্চিত,বঞ্চিত করা হচ্ছে শুধু তাই নয় অনেক ক্ষেত্রে হয়রানিও করা হচ্ছ। সেই বিষয় নিয়ে বিধানসভায় দ্বিতীয় দিনে আমার বক্তব্য।।