Nur Ahmed Life Record

Nur Ahmed Life Record मोहम्मद नूर आहमद तालुकदार

🌹

🌹

🌹

🌹

❤️ 🕋 ❤️

الله اكبر
الله 🕋 সবচেয়ে বড়ো
Welcome 👇

বউ বানানোর স্বপ্ন দেখিয়ে একটা মেয়ের চরিত্র নষ্ট করাকেবর্তমান যুগে রিলেশন বলা হয়!আর মেয়েরাও স্বামী বানানোর আশায় সবকিছু ...
05/07/2022

বউ বানানোর স্বপ্ন দেখিয়ে একটা মেয়ের চরিত্র নষ্ট করাকে
বর্তমান যুগে রিলেশন বলা হয়!
আর মেয়েরাও স্বামী বানানোর আশায় সবকিছু সমঝে দেওয়াকে
ক্লোজ রিলেশন বলা হয় !
টিক কিনা বলুনতো 👍

৬ টি কারণ, আপনার বিড়াল পালন করা উচিৎ। » তারা আপনার বাড়িতে ফেরেশতাদের নিয়ে আসে♡» নবী (সাঃ) এর অনেক বিড়াল ছিল♡» তারা সু...
05/07/2022

৬ টি কারণ, আপনার বিড়াল পালন করা উচিৎ।

» তারা আপনার বাড়িতে ফেরেশতাদের নিয়ে আসে♡
» নবী (সাঃ) এর অনেক বিড়াল ছিল♡
» তারা সুন্নত নিয়ে আসে♡
» তাদের লালা বিশুদ্ধ♡
» তারা নিজেদের পরিষ্কার করে♡
» তারা খুব শান্ত ♡

🐱4 ইসলামে বিড়াল সম্পর্কে তথ্য

➵হযরত মোহাম্মদ (صلى الله عليه وسلم) বিড়াল পছন্দ করেন।
➵বিড়াল পরিষ্কার এবং খাঁটি প্রাণী।
➵ বিড়াল বাড়ি এবং মসজিদে প্রবেশ করতে পারে।
➵বিড়ালের প্রতি ভালোবাসা ইসলামে বিশ্বাসের লক্ষণ।

"একজন মহিলা জাহান্নামে প্রবেশ করেছিল একটি বিড়ালের কারণে যাকে সে বেঁধে রেখেছিল এবং খাওয়ায়নি এবং পৃথিবীর কীটপতঙ্গকে খাওয়ানোর জন্য ছেড়ে দেয়নি।"
[আল-বুখারি: 3140, মুসলিম: 2242]📖
তাই যদি কোন বিড়াল বা কোন প্রাণী খাবারের সন্ধানে আপনার কাছে আসে, তবে তা উপেক্ষা করবেন না, এটি আপনার কাছে এসেছে শুধুমাত্র আপনার কিছু গুনাহ দূর করার জন্য।আল্লাহু আকবার❤️
বিড়াল সম্পর্কে সামান্য জ্ঞান,
একটি বিড়াল বাড়ির ভিতরে খারাপ আত্মা এবং মন্দ উপাদানগুলিকে তাড়াতে পারে।
যদি বিড়াল কাঁদে তবে এটি আশেপাশের লোকেদের কাছে একটি খবর বা সতর্কবার্তা প্রদান করতে পারে।
যখন একটি বিড়াল আপনার চারপাশে হেঁটে বেড়ায় এবং আপনার পায়ে/পায়ে তার শরীরকে ঘষে বা ঘষে, তখন আমরা সাধারণত মনে করি এটি কেবল আদর করা হচ্ছে বা আমাদের চেনার ভান করছে।কিন্তু প্রবীণদের মতে এটি ভুল কারণ তিনি যদি তার শরীর আপনার উপর রাখেন, তাহলে এর অর্থ হল আপনার শরীর থেকে বা আপনার চারপাশে খারাপ উপাদান বা খারাপ আত্মাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে।
আপনি কি জানেন যে আপনি যখন ঘুমাচ্ছেন এবং আপনার পাশে একটি বিড়াল থাকবে, তখন কোনও অস্বাভাবিক প্রাণী আপনার কাছে আসবে না কারণ তারা বিড়ালকে ভয় পায় এবং তারা আপনার কাছে আসার আগে, তাদের বিড়ালের লেজের সমস্ত বিড়ালের পশম গুনতে হবে। কিন্তু তারা এটি গণনা শেষ করার আগে বিড়ালটি আবার তার লেজ নাড়াবে যাতে তারা বিভ্রান্ত হবে এবং আবার গণনা শুরু করবে।
তাই বিড়ালদের আঘাত করবেন না কারণ তারা খুব প্রতিভাবান এবং আপনি আপনার এবং আপনার পরিবারের কাছে একটি গুরুতর কর্মফল পেতে পারেন।

05/07/2022

ধর্মীয় পোস্ট করে আইডিকে ইসলামিক আইডি বানানো সহজ। But নেক আমল দিয়ে হৃদয়টাকে ইসলামিক বানানো বেশ কঠিন✌️

04/07/2022

দীর্ঘ অনেক বছর পর এবারের হজ্জ শুক্রবার পড়েছে।
যা হজ্জে আকবর

আলহামদুলিল্লাহ ❤️🍂

আছিমগজ্ঞ নয়াটিলা গ্রামের ঘটনাদুমাস পূর্বে প্রেম বিবাহ করে সেষ পর্যন্ত আত্মহত্যাস্বামী স্ত্রীর।
01/07/2022

আছিমগজ্ঞ নয়াটিলা গ্রামের ঘটনা
দুমাস পূর্বে প্রেম বিবাহ করে সেষ পর্যন্ত আত্মহত্যা
স্বামী স্ত্রীর।

Karimganj by pass 😢
01/07/2022

Karimganj by pass 😢

01/07/2022

স্বামী নে'শা করে, তাই অনেক স্ত্রী, স্বামীকে ছেড়ে চলে যেতে দেখেছি,
কিন্তু স্বামী ঘু'ষ খায় কোনও স্ত্রী'কে কখনো ছেড়ে যেতে দেখিনি!

🤲🕋
01/07/2022

🤲🕋

ভারতের এই সেতু ৯.১৫ কিলোমিটার।ভূপেন হাজারিকা সেতু। ব্রহ্মপুত্রআমার দেশ ভারত। 🇮🇳
30/06/2022

ভারতের এই সেতু ৯.১৫ কিলোমিটার।
ভূপেন হাজারিকা সেতু। ব্রহ্মপুত্র
আমার দেশ ভারত। 🇮🇳

সব কিছুতে ১০০ শতাংশ সৎ থাকা
30/06/2022

সব কিছুতে ১০০ শতাংশ সৎ থাকা

জাতীয় ফল বলে কথাএকটু তো ভাব নিবোই....😎🤣
30/06/2022

জাতীয় ফল বলে কথা
একটু তো ভাব নিবোই....😎🤣

ইন্না লিললাহি অ ইন্না ইলাহি রাজিউন 😢
29/06/2022

ইন্না লিললাহি অ ইন্না ইলাহি রাজিউন 😢

29/06/2022

﷽ পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সংক্ষেপে বলা হয় বিসমিল্লাহ।...যেকোনো ভালো কাজ ''বিসমিল্লাহির রাহমানির রাহিম'' বলে শুরু করা মানে আল্লাহর নাম নিয়ে কোনো কিছু শুরু করা। এতে আল্লাহ ওই কাজে রহমত ও বরকত দান করেন।।
الله اكبر
আল্লাহ সবচেয়ে বড়ো
لا اله الا الله
আল্লাহ ছাড়া কুনো মাবুদ নাই
ان الله مع الصابرين
আল্লাহ তায়ালা ধৈর্য্য ধারণকারীদের সাথে আছেন

محمد نور أحمد تالوكدار

28/06/2022

সপ্ন সেটা নয় যা তুমি ঘুমের মধ্যে দেখো
সপ্ন সেটা যা তুমাকে ঘুমাতে দেয় না 🤔

☞ মৃত্যু নিয়ে এতো সুন্দর লেখা আগে পড়িনিএকটু পড়েই দেখুন না!!জাযাকাল্লাহপরলোকগত কুয়েতি লেখক আব্দুল্লাহ যারাল্লাহ র মৃত...
28/06/2022

☞ মৃত্যু নিয়ে এতো সুন্দর লেখা আগে পড়িনি
একটু পড়েই দেখুন না!!

জাযাকাল্লাহ

পরলোকগত কুয়েতি লেখক আব্দুল্লাহ যারাল্লাহ র মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি -

"মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করবো না, আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোন অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সবকিছুই যথাযথভাবে করবে।"

يُجَرِّدُونَنِي مِنْ مَلَابِسِي

তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে,

يَغْسِلُونَني

আমাকে গোসল করাবে,

يَكْفِنُونَنِي

(তারপর) আমাকে কাফন পড়াবে,

يُخْرِجُونَنِي مِنْ بَيْتِي

আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে,

يَذهَبُونَ بِي لِمَسَكِنِي الجَدِيدِ (القَبْرُ)

আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের (কবর) দিকে রওনা হবে,

وَسَيَأتِي كَثِيرُونَ لِتَشْيِيْعِ الجَنَازَتِي

আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে,

بَلْ سَيَلْغِي الكَثِيرُ مِنهُم أَعْمَالَهُ وَمَوَاعِيدَهُ لِأَجْلِي دَفْنِي

অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সভার সময়সূচী বাতিল করবে,

وَقَدْ يَكُونُ الكَثِيرُ مِنهُم لَمْ يَفَكِّرْ في نَصِيحَتِي يَوماً مِنْ الأيّامِ

কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীর ভাবে চিন্তা করবে না,

أَشْيَائِي سَيَتِمُّ التَّخَلُّصُ مِنهَا

আমার (ব্যক্তিগত) জিনিষের উপর আমি অধিকার হারাবো,

مَفَاتِيحِي

আমার চাবির গোছাগূলো,

كِتَابِي

আমার বইপত্র,

حَقِيبَتِي

আমার ব্যাগ,

أَحْذِيَتِي

আমার ‍জুতোগুলো,

وإنْ كانَ أَهْلِي مُوَفِّقِينَ فَسَوفَ يَتَصَدِّقُونَ بِها لِتَنْفَعَنِي

হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেবার বিষয়ে একমত হবে,

تَأَكِّدُوا بِأَنَّ الدُّنيا لَنْ تَحْزَنْ عَلَيَّ

এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে, এই দুনিয়া তোমার জন্য দু:খিত হবে না অপেক্ষাও করবে না,

وَلَنْ تَتَوَقَّفْ حَرَكَةُ العَالَمِ

এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্যও থেমে যাবে না,

وَالاِقْتِصَادُ سَيَسْتَمِرُ

অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসাবাণিজ্য সবকিছু চলতে থাকবে,

وَوَظِيْفَتِي سَيَأتِي غَيرِي لِيَقُومَ بَها

আমার দায়িত্ব (কাজ) অন্য কেউ সম্পাদন করা শুরু করবে,

وَأَمْوَالِي سِيَذْهَبُ حَلَالاً لِلوَرَثِةِ

আমার ধনসম্পদ বিধিসম্মত ভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে,

بَينَمَا أنا سَأُحَاسِبُ عَليها

অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব-নিকাশ আরম্ভ হয়ে যাবে,

القَلِيلُ والكَثِيرُ.....النَقِيرُ والقَطمِيرُ......

ছোট এবং বড়….অনুপরিমাণ এবং কিয়দংশ পরিমান, (সবকিছুর হিসাব)

وَإن أَوَّلَ ما مَوتِي هو اِسمِي !!!!

আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা (হারাতে) হবে, তা আমার নাম!!!

لِذَلكَ عِنْذَما يَمُوتُ سَيَقُولُونَ عَنِّي أَينَ "الجُنَّةُت"...؟

কেননা, যখন আমি মৃত্যুবরণ করবো, তারা আমাকে উদ্দেশ্য করে বলবে, কোথায় “লাশ”?

وَلَن يَنَادُونِي بَاِسمِي....

কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না,

وَعِندَما يُرِيدُونَ الصَّلاةَ عَلَيَّ سِيَقُلُونَ اُحْضُرُوا "الجَنَازَةَ" !!!

যখন তারা আমার জন্য (জানাযার) নামাজ আদায় করবে, বলবে, “জানাযাহ” নিয়ে আসো,

وَلَن يُنَادُونِي يِاسْمِي ....!

তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না….!

وَعِندَما يَشْرَعُونَ بِدَفنِي سَيَقُولُونَ قَرِّبُوا المَوتَ وَلَنْ يَذكُرُوا اِسمِي ....!

আর, যখন তারা দাফন শুরু করবে বলবে, মৃতদেহকে কাছে আনো, তারা আমার নাম ধরে ডাকবে না…!

لِذَلِكَ لَن يَغُرَّنِي نَسبِي وَلا قَبِيلَتِي وَلَن يَغُرَّنِي مَنْصَبِي وَلا شَهرَتِي ....

এজন্যই দুনিয়ায় আমার বংশপরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমযার্দা, এবং আমার খ্যাতি কোনকিছুই আমাকে যেন ধোঁকায় না ফেলে,

فَمَا أَتْفَهُ هَذِهِ الدُّنْيَا وَمَا أَعْظَمَ مُقَلِّبُونَ عَليهِ .....

এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর, যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়…

فَيا أَيُّهَا الحَيُّ الآنَ ..... اِعْلَمْ أَنَّ الحُزْنَ عَليكَ سَيَكُونُ على ثَلَاثَةٍ أَنْواعٍ:

অতএব, (শোন) তোমরা যারা এখনো জীবিত আছো,….জেনে রাখো, তোমার (মৃত্যুর পর) তোমার জন্য তিনভাবে দু:খ করা হবে,

1ــ النَّاسُ الَّذِينَ يَعْرِفُونَكَ سَطْحَيّاً سَيَقُولُونَ مِسْكِينٌ

১. যারা তোমাকে বাহ্যিক ভাবে চিনতো, তারা তোমাকে বলবে হতভাগা,

2ــ أَصْدِقَاؤُكَ سَيَحْزُنُونَ سَاعَات أَو أَيَّامَاً ثُمَّ يَعُودُونَ إِلَى حَدِيثِهِم بَلْ وَضَحِكَهُم.....

২. তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েক দিন দু:খ করবে, তারপর, তারা আবার গল্পগুজব বা হাসিঠাট্টাতে মত্ত হয়ে যাবে,

3ــ الحُزْنُ العَمِيقُ فِي البَيْتِ سَيَحْزُنُ أَهْلِكَ أُسْبُوعاً.... أُيسْبُوعَينِ شَهراً ....شَهرَينِ أَو حَتَّى سَنَةً وَبَعْدَهَا سَيَضْعُونَكَ فِي أَرْشِيفِ الذَّكَرِيّاتِ !!!

৩. যারা খুব গভীর ভাবে দু:খিত হবে, তারা তোমার পরিবারের মানুষ, তারা এক সপ্তাহ, দুই সপ্তাহ, একমাস, দুইমাস কিংবা বড় জোর একবছর দু:খ করবে। এরপর, তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দেবে!!!

اِنْتَهَتْ قِصَّتُكَ بَينَ النَّاسِ وَبَدَأَتْ قِصَّتُكَ الحَقِيْقِيّةِ وَهِيَ الآخِرةُ ....

মানুষদের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে, অত:পর, তোমার জীবনের নতুন গল্প শুরু হবে, আর, তা হবে পরকালের জীবনের বাস্তবতা,

لَقدْ زَالَ عِندَكَ:

তোমার নিকট থেকে নি:শেষ হবে (তোমার):

1ــ الجَمَالُ

১. সৌন্দর্য্য

2ــ والمَالُ

২. ধনসম্পদ

3ــ والصَحَّةُ

৩. সুস্বাস্থ্য

4ــ والوَلَدُ

৪. সন্তান-সন্তদি

5ــ فَارقَت الدَّور

৫. বসতবাড়ি

6ــ القُصُورُ

৬. প্রাসাদসমূহ

7ــ الزَوجُ

৭. জীবনসঙ্গী

وَلَمْ يَبْقِ إِلَّا عَمَلُكَ

তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না,

وَبَدَأَتِ الحَيَاةُ الحَقِيقَيَّةُ

শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা,

وَالسُّؤَالُ هُنا : ماذا أَعْدَدْتَ لِلقُبَرِكَ وَآخِرَةَكَ مِنَ الآنَ ؟؟؟

আর, সে জীবনের প্রশ্ন হবে: তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছো?

هَذِهِ حَقِيقَةٌ تَحْتَاجُ إلى تَأمَّلٍ

*ব্স্তুত: এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীর ভাবে মনোনিবেশ করা প্রয়োজন,*

لِذَلِكَ أحرصُ عَلى :

এজন্য ‍তুমি যত্নবান হও,

1ــ الفَرَائِضِ

১. ফরজ ইবাদতগুলোর প্রতি

2ــ النَّوَافِلِ

২. নফল ইবাদতগুলোর প্রতি

3ــ صَدَقَةُ السِّرِّ

৩. গোপন সাদাকাহ’র প্রতি

4ــ عَمَلُ الصَّلِحِ

৪. ভালো কাজের প্রতি

5ــ صَلاةُ اللَّيلِ

৫. রাতের নামাজের প্রতি

لَعَلَّكَ تَنْجُو....

যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো….

إِنْ سَاعَدْتَ عَلى تَذْكِيرِ النَّاسِ بِهَذِهِ المُقَالَةِ وَأنتَ حَيُّ الآنَ سَتَجِدُ أَثَرَ تَذكِيرِكَ في مِيزَانِكَ يَومَ القِيامَةِ بِإِذْنِ اللهِ .....

এই লিখাটির মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো, কারণ তুমি এখনো জীবিত আছো, এর ফলাফল আল্লাহ’র ইচ্ছায় তুমি কিয়ামত দিবসে মিজানের পাল্লায় দেখতে পাবে,

قال الله تَعالى : ((فَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَ تَنْفَعُ المُؤمِنِينَ))

আল্লাহ বলেন: ((আর স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই এই স্মরণ মুমিনদের জন্য উপকারী))

لِمَاذَا يَخْتَارُ المَيِّتِ "الصَّدَقَةَ لو رَجَعَ للدُّنيا....

তুমি কি জানো কেন মৃতব্যক্তিরা সাদাকাহ প্রদানের আকাঙ্খা করবে, যদি আর একবার দুনিয়ার জীবনে ফিরতে পারতো?

كَمَا قَالَ تَعَالى: ((رَبِّ لَو لا أَخَّرْتَنِي إلى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ....))

আল্লাহ বলেন: ((হে আমার রব! যদি তুমি আমাকে আর একটু সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাবার, তাহলে আমি অবশ্যই সাদাকাহ প্রদান করতাম….))

ولَمْ يَقُلْ :

তারা বলবে না,

لِأعتَمَرَ

উমরাহ পালন করতাম,

أو لِأُصَلَّي

অথবা, সালাত আদায় করতাম,

أو لِأصُومُ

অথবা, রোজা রাখতাম,

قالَ العُلَماءُ : ما ذَكَرَ المَيِّتُ الصَّدَقَةَ إلا لِعَظِيمِ مَا رَأى مِن أَثَرِها بَعدَ مَوتِهِ

আলেমগণ বলেন: মৃতব্যক্তিরা সাদাকাহ’র কথা বলবে, কারণ তারা সাদাকাহ প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পর দেখতে পাবে,

فَأَكْثِرُوا مِنَ الصَّدَقَةِ وَمِن أَفضَلِ ما تَتَصَدَّقُ بِهِ الآنَ 10 ثَوَان مِنْ وَقْتِكَ لِنشَرِ هذا الكَلامَ بِنِيَّةِ النَّصْحِ فَالكَلمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ.

আর, গুরুত্ববহ এই সাদাকাহ’র কাজটি তুমি এই কথাগুলো ছড়িয়ে দিয়ে মাত্র ১০ সেকেন্ড সময় ব্যয় করে করতে পারো, যদি তোমার উদ্দেশ্য হয় এর মাধ্যমে মানুষকে উপদেশ প্রদান করা। কারণ, উত্তম কথা হল এক ধরণের সাদাকাহ।।।!

যদি পৌষ্টি ভালো লাগে তাহলে
পেইজ টি ফলো করবেন 🙏

28/06/2022

📲Facebook 🚥24hour
📲Whatsapp 🚥24hour
📲Instagram 🚥24hour
Allah only 2 Second

আহ,,  যেটা কারো কাছে অপ্রয়োজনীয়, সেটাই কারও বেঁচে থাকার শেষ অবলম্বন
27/06/2022

আহ,, যেটা কারো কাছে অপ্রয়োজনীয়,
সেটাই কারও বেঁচে থাকার শেষ অবলম্বন

লাশের সাথে এক খানা পত্র লিখে দিলো সন্তান!চতুর দিকে পানি, ভয়াবহ বন্যা,জন্মদুঃখী মায়ের ইন্তেকাল!লাশ দাফন করার নেই শুকনো জা...
24/06/2022

লাশের সাথে এক খানা পত্র লিখে দিলো সন্তান!চতুর দিকে পানি, ভয়াবহ বন্যা,জন্মদুঃখী মায়ের ইন্তেকাল!লাশ দাফন করার নেই শুকনো জায়গা!বন্যার পানির শ্রুতে ভেসে দিলো মায়ের লাশ!ছোট্ট একখানা সাদা কাগজে লিখে দিলো, লাশটি আমার মায়ের,আমি বানভাসি,আশ্রয় কেন্দ্রে বর্তমানে অবস্থান করছি,শুকনো জায়গা না থাকায় কলিজার টুকরা মাকে ভাসিয়ে দিলাম!যারাই লাশটা পাবেন শুকনো জায়গায় আমার মা'র লাশটা দাফন করবেন।ছোট্ট এই কাগজে কথাগুলা লিখা ছিলো।প্রিয় বন্ধুরা কথাগুলা গল্প নয় বাস্তব।ফেইসবুকে দেখে চোখের পানি আটকাতে পারিনি! আজও একটি লাশ জগন্নাথপুর উপজেলায় এসে পানির মধ্যে ভাসছে কেউ জানেনা কার লাশ এটি! দয়ার আল্লাহ দয়া করুন, আমাদের ক্ষমা করে দিন :আমীন।
কপি পোস্ট
বাংলাদেশ

লিক্ষীপুর বাজার পানির নিচে 😢
24/06/2022

লিক্ষীপুর বাজার পানির নিচে 😢

1946 Indian Coin It will be sold ❤️‍🔥
24/06/2022

1946 Indian Coin It will be sold ❤️‍🔥

অল্প বয়সে বিয়ে করলে কি উপকার আপনি কি জানতে চান??এই সমাজ তোমাকে ভালকিছু দিতে চায়নাবরং তোমাকে পাপের সাগরে ডুবাতে চায়এইভাবে...
23/06/2022

অল্প বয়সে বিয়ে করলে কি উপকার আপনি কি জানতে চান??

এই সমাজ তোমাকে ভালকিছু দিতে চায়না
বরং তোমাকে পাপের সাগরে ডুবাতে চায়
এইভাবে শেষ হয়ে যাচ্ছে আমাদের চরিত্র
পারছিনা যৌবন কে পবিত্র রাখতে

কারণ হচ্ছে যৌবন এক ধরণের ক্ষুদা।
ক্ষুদা লাগলে যেমন খাবারের দরকার হয়
ঠিক তেমন যৌবনের ক্ষুদা লাগলে বউ দরকার হয়।

কিন্তু সমাজ বলছে আগে প্রতিষ্ঠিত হও।
তারপর বিয়ের পিড়িতে বসো।

অতচ এই আয়াতে আল্লাহ বলেন :
وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
বিয়ে করো,তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি
আল্লাহর......!!!!!!অভাবে আছো অভাব দূর করে দেব। আল্লাহ বলেন ধনী হতে চাও বিয়ে করো।

আবার রাসুল (সা.) বলেছেন, ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ: المُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ العَفَافَ তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়।
১। আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদকারী,

২। চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়

৩। ওই বিবাহিত ব্যক্তি যে (বিবাহ করার মাধ্যমে) পবিত্র থাকতে চায়।

হাদিসটি পাবেন

(তিরমিজি-১৬৫৫, নাসায়ি-৩২১৮, ৩১২০, সহিহ ইবনে হিব্বান-৪০৩০, বায়হাকি, সুনানুল

অল্প বয়সে বিয়ে করলে রোমান্টিকতার বহু
সময় পাওয়া যায়।কেন এতো বিয়ে করতে দেরি
করছেন।আল্লাহ তো অফার দিয়ে রাখছেন।
আল্লাহ তোমাকে বড়লোক বানিয়ে দেবেন তার
ওয়াদা দিয়েছেন।
শুধু খামাখা কেন দেরি করছেন, বিয়ে করুণ......
যৌবন শুরু হয়েছে, আল্লাহর দেয়া বিশাল
অফার টাকে গ্রহণ করুণ।
বিয়ে করুণ

বিয়ে করলে যে উপকারিতা পাবেন তা হলো

১। লজ্জা স্থানের হেফাজত হয়

২। বিবাহ চক্ষু নিচু করে

৩। তাড়াতাড়ি ধনি হওয়া যায়।

৪। ইমান পরিপূর্ণ হয়

৫। অসুস্থতা দূর হয়।

৬। ইবাদতে মজা পাওয়া যায়।

৭। আল্লাহর নৈকট্য লাভ করা যায়।

৮। মানসিক তৃপ্তি পাওয়া যায়।
এমন তৃপ্তি যেটা শুধু নিজের বউয়ের কাছে পাবেন
যেনা করতে গিয়েও তা পাবেন না।

৯। মেজাজ ঠান্ডা থাকে।মাথা কখনো হট হবেনা।

১০। যৌবনের ক্ষুদা নিবারণ হয়।

আরো অনেক উপকারিতা আছে।

খাবার না পেলে যখন ক্ষুদার যন্ত্রনায় হারাম
ভক্ষণ করে ফেলে।ঠিক সেই রকম বউ না থাকলে যৌবনের ক্ষুদার তাড়নায় অনেকে লজ্জা স্থান দিয়ে পর নারীর সাথে যিনা করে ফেলে।

বিয়েকে সহজ করুণ,দেখবেন সমাজ থেকে
অনেক জেনা ব্যাবিচার কমে যাবে।

ছেলেমেয়েদের অভিবাবকদের বলি অল্প বয়সে ছেলে মেয়ে বিয়ে করান।
সরকারি চাকরি বাদ দেন,আগে দেখুন ছেলে মানুষ কিনা।যদি মানুষ হয়, তার সাথে বিয়ে দেন।

কারণ একটা মেয়ে কখনো খাবার অভাবে
মারা যায়না।মারা যায়তো জানোয়ার গুলোর অত্যাচারে।
তাই মেয়ের বাবাদের বলছি বিষয়টি বিবেচনায় নেন।

ছেলের বাবাদের বলছি
আল্লাহ ওয়াদা দিয়েছেন ধনী বানিয়ে দেবে
তাই ছেলেকে বিয়ে করাণ,,, খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয়ে যাবে আপনার ছেলে।

আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুণ (আমিন)
Collected from Post

এমন দৃশ্য এখন আর দেখা যায় না 🤔
16/06/2022

এমন দৃশ্য এখন আর দেখা যায় না 🤔

বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মনমুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন।
15/06/2022

বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন

মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন।

15/06/2022

মানুষকে কোন (3 টি) সময়
সবাই প্রাণ ভরে দেখতে আসে
🤱💏😭

কাউকে গালির বদলে গালি দিও নালজ্জার বদলে লজ্জা দিও নাকষ্টের বদলে কষ্ট দিও না। যদিও তোমার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছেকিন্...
11/06/2022

কাউকে গালির বদলে গালি দিও না
লজ্জার বদলে লজ্জা দিও না
কষ্টের বদলে কষ্ট দিও না।

যদিও তোমার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে
কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম।

একটি শিক্ষনীয় গল্পঃএক কলা বিক্রেতা ৫ টাকা পিস দরে কলা বিক্রি করছিল। প্রচুর বিক্রি হচ্ছিল। মানুষ নিচ্ছে আর ছাল ছাড়িয়ে খাচ...
04/06/2022

একটি শিক্ষনীয় গল্পঃ

এক কলা বিক্রেতা ৫ টাকা পিস দরে কলা বিক্রি করছিল। প্রচুর বিক্রি হচ্ছিল। মানুষ নিচ্ছে আর ছাল ছাড়িয়ে খাচ্ছে। দেখে বিক্রেতা ভাবল যদি ছাল ছাড়িয়ে রাখি তাহলে ক্রেতাদের ছাড়াতে কষ্ট হবেনা এবং ছাড়িয়ে দেওয়ার কারনে দাম ও বেশি পাব। তখন সে কিছু কলা ছাড়িয়ে তার দাম ধার্য করল ৬ টাকা পিস।

এখন ক্রেতারা এসে দাম জিজ্ঞাসা করলে, সে বলছে ছাল জড়ানো ৫, ছাড়ানো ৬টাকা। ক্রেতারা ৫টাকা দরের কলা নিয়ে যাচ্ছে। সে ভাবল যখন কম দামি থাকবে না, তখন দাম বেশি দিয়ে নিয়ে যাবে। এক সময় ৫ টাকার কলা সব শেষ৷ এখন আর কোন ক্রেতা তার কাছে আসে না। তবে প্রচুর মাছি এসে বিনামূল্যে কলা খাচ্ছে আর ভৌঁ ভৌঁ করে উড়ে বেড়াচ্ছে।

এখন সে ভাবল দাম কমালে বিক্রি হবে। সে দাম কমাতে কমাতে ০ টাকাতে চলে এলো,তবুও কেউ নিল না। দিনের শেষে সেগুলো ড্রেনে ফেলে দিল৷ যে ড্রেন পরিষ্কার করে সে ওই সময় টাকা তুলতে এসেছিল। তার নজরে পড়ে গেল। সে বলল, ভাই এত আবর্জনা করলে? এত তুলতে পারব না। অনেক কথার পর সে কিছু টাকা দিয়ে বলল কিছু মনে করো না পরিষ্কার করে দিও।

বর্তমান যুগের মেয়েদের অবস্থা ঠিক এই রকম। আগের মেয়েরা পর্দা করে চলত তাই তাদের টাকা দিয়ে সম্মানের সাথে নিয়ে যেত। এখন এরা ছাল ছাড়িয়ে দাম বাড়ানোর প্রচেষ্টায় আছে। দামও বাড়ছে না উপরন্তু কিছু মাছি জাতীয় জন্তু তাদের উপর বসে চুষে খেয়ে উড়ে পালাচ্ছে। আর এরা নিজেদের দাম বাড়াতে গিয়ে এত কমে যাচ্ছে যে, এদেরকে লক্ষাধিক টাকা দিয়ে পার করাতে হচ্ছে।

নারীর মর্যদা পর্দায় কমে না। বেপর্দায় কমে।🥰

..............................................................................✍️

 #কুসংস্কারব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,মোরগ ডাকলে ভোর।কুকুর ডাকলে লেজ গুছিয়ে,পালিয় জায় চোর।।পেঁচা ডাকলে অশুভ হয়, শকুন ডাক...
03/06/2022

#কুসংস্কার

ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,
মোরগ ডাকলে ভোর।
কুকুর ডাকলে লেজ গুছিয়ে,
পালিয় জায় চোর।।
পেঁচা ডাকলে অশুভ হয়,
শকুন ডাকলে মরণ।
হঠাৎ কোন বিপদ নাকি,
কাকের ডাকের কারণ।।
পাখি ডাকলে কুটুম আসে,
মিষ্টি হাতে নিয়ে।
বৃষ্টির মাঝে রোদ হাসিলে,
শেয়াল মামার বিয়ে।।
সত্য-মিথ্যা যাচাই করি,
টিকটিকির ঠিক ঠিক ডাকে।
বউ পাগল হয় সেই ছেলেটা,
ঘাম থাকে যার নাকে।।
হঠাৎ করে চোখ কাঁপিলে,
দুঃখ আসে বটে।
বসা নাকি যাবে না ঐ,
ঘরেরই চৌকাটে।।
যাত্রা নাকি অশুভ হয়,
দেখলে ঝাড়ু পথে।
জাকে জাকে টাকা আসে,
চুলকালে ডান হাতে।।
খাবার সময় উঠলে হাঁচি,
কেউতো স্মরন করে।
তিনবার মুখে ভাত না নিলে,
অকালে তার বউ মরে।।
ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে
মুরুব্বিদের মানা।
কুসংস্কারে আমরা আজও,
চোখ থাকিতে কানা।।
Nur Ahmed Life Record.........................✍️

02/06/2022

মাটির দেহ নিয়ে কখনও করিওনা বড়াই 🤔
দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই 😢
যাকে তুমি আপন ভাবো সে হবে পর 💔
আপন হবে নামাজ, রোজা অন্ধাকার কবর 🌷

💞স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া কেনো হয়💞👇⬇👇 🌹🆗🌹✅প্রত্যেক দিন সাগরের মাঝখানে শয়তানদের মধ্যে মিটিং বসে। প্রধান শয়তান বলে, আদম স...
31/05/2022

💞স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া কেনো হয়💞👇⬇👇 🌹🆗🌹

✅প্রত্যেক দিন সাগরের মাঝখানে শয়তানদের মধ্যে মিটিং বসে। প্রধান শয়তান বলে, আদম সন্তানকে কে কিভাবে ধোকা দিয়েছো? কেউ বলে, আমি চুরি করতে উৎসাহ দিয়েছি। কেউ বলে আমি যেনা-ব্যাভিচারে উৎসাহ করেছি। কেউ বলে আমি সুদ-ঘুস নিতে লোভ দেখিয়েছি। কেউ বলে আমি খুন করতে উৎসাহ দিয়েছি।

💫আর একজন বলে, আমি স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মনোমালিন্য সৃষ্টি করে দিয়েছি এই কথা শোনা মাত্রই শয়তান ঐ কর্মীকে বুকে টেনে নিয়ে বলে "তুই সবচেয়ে ভালো কাজ করেছিস উপরের কথাগুলো কিচ্ছা নয়। এইটা সহীহ হাদিস।স্বামি-স্ত্রীর ভিতর বিভেদ সৃষ্টি করে শয়তান আর আমাদের সমাজে ৯৯.৯% স্ত্রীরা ঝগড়া হলে স্বামীকে উদ্দেশ্য করে বলে তোমার সাথে বিয়ে হয়েই আমার জীবনটা নষ্ট হয়ে গেলো পাশের বাসার ভাইটা কতো ভালো

✨সেই সব স্ত্রীকে বলি, সহীহ বুখারীর ২৯ নাম্বার হাদিসটি পড়ুন। রসুল (সাঃ) জাহান্নামের দিকে তাকিয়ে জিব্রাইলকে প্রশ্ন করেছিলেন:- জাহান্নামে এতো মেয়ে কেনো?

✒উত্তরে জিব্রাইল (আঃ) বলেন:-তারা কুফরি করতো। কিছু হলেই বলতো। তারা স্বামীর অবাধ্য হয় ও অকৃতজ্ঞ হয়। স্বামির সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে আমি কক্ষনো তোমার নিকট হতে ভালো ব্যাবহার পাইনি।
(মুসলিম ৮/১ আহমদ ৩০৬৪।)

📗পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, স্বামীর শান্তি হলো স্ত্রীর মধ্যে। রসুল (সাঃ) বলেছেন: দ্বীনদার স্ত্রী হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ সমাজে অনেক ধার্মিক বোন আছে যাদের মধ্যেও শ্বশুর-শ্বাশুড়িকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। আমি স্বীকার করছি শ্বাশুড়ী কখনো মা হয়না। এটাই চুড়ান্ত। কিন্তু তার জন্য স্বামীর সাথে খারাপ আচারন মোটেও কাম্য নয়।

📚রসুল (সাঃ) বলেছেন: আল্লাহর পরে যদি কাওকে সিজদা করার অনুমতি থাকতো তাহলে সেটা হতো স্ত্রী তার স্বামীকে।হ্যাঁ, স্বামীরও অনেক কিছু করার আছে।রসুল (সাঃ) বলেছেন, সেই সবচেয়ে উত্তম পুরুষ যে তার স্ত্রীর কাছে প্রিয়। রসুল (সাঃ) বলেছেন "নারীরা বাঁকা হাড়ের তৈরী। তাই তাদের সাথে হিকমার সাথে বসবাস করো। (সহীহ বুখারী)

💐হে বোন, শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু।শয়তানের প্ররোচনায় আর শ্বাশুড়ীর উপর রাগ করে প্রিয়তমো স্বামীকে কেনো কষ্ট দিচ্ছেন প্রতিনিয়তো? বোন, আপনার স্বামীই আপনার জান্নাত স্বামীকে অখুশি করে মারা গেলে জাহান্নাম নিশ্চিত।

🌷তাই বোন, শয়তানের ধোঁকায় না পড়ে স্বামীর সাথে উত্তম আচরন করলে হয়না??

জিবনের শেষ মার্কেট 😢😢
30/05/2022

জিবনের শেষ মার্কেট 😢😢

30/05/2022

এই পৃথিবীটা এক রহস্যময়

তার চেয়েও রহস্যময় এই পৃথিবীর

মানুষ গুলো.!

পেঁপে খাইছেন ভালো কথা বিচি খাইতে কে বলেছিল 🤭🤣
28/05/2022

পেঁপে খাইছেন ভালো কথা
বিচি খাইতে কে বলেছিল 🤭🤣

গোপনে যে দান করে সেই হচ্ছে আসল দাতা।
27/05/2022

গোপনে যে দান করে সেই হচ্ছে আসল দাতা।

এটি হলো বিশ্বের প্রথম ঘোড়া চালিত বাসযা ১৮৯০ এর দিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপে ব্যবহৃত হতো। 🐴🐴
26/05/2022

এটি হলো বিশ্বের প্রথম ঘোড়া চালিত বাস
যা ১৮৯০ এর দিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপে ব্যবহৃত হতো। 🐴🐴

26/05/2022

আমাকে যে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই।
কারণ যারা আমাকে ভালবাসে আমি
তাদের কে নিয়ে সব সময় ব্যস্ত থাকি। এটাই Nur Ahmed এর তরিকা

বুদ্ধি থাকলে পেটের মধ্যে কাট লাগিয়ে ঘুমানো যায় 🤣🤣
25/05/2022

বুদ্ধি থাকলে পেটের মধ্যে কাট লাগিয়ে ঘুমানো যায় 🤣🤣

স্ত্রীরা এমন কেন!?
23/05/2022

স্ত্রীরা এমন কেন!?

সুবহানাল্লাহ! দেশেএখন ও এমন মানুষ আছেন,বন্যার কারণে সবকিছু ফেলে!একমাত্র কোরআন শরিফ সাথে নিয়ে রওনা হলেন,একজন কোরআন 📖 প্রে...
23/05/2022

সুবহানাল্লাহ! দেশেএখন ও এমন মানুষ আছেন,
বন্যার কারণে সবকিছু ফেলে!
একমাত্র কোরআন শরিফ সাথে নিয়ে রওনা হলেন,

একজন কোরআন 📖 প্রেমিক ❤️

মৃত্যু নিয়ে এতো সুন্দর লেখা আগে পড়িনিএকটু পড়েই দেখুন না🙏 জাযাকাল্লাহ।❤️পরলোকগত কুয়েতি লেখক আব্দুল্লাহ যারাল্লাহ র মৃ...
22/05/2022

মৃত্যু নিয়ে এতো সুন্দর লেখা আগে পড়িনি
একটু পড়েই দেখুন না🙏 জাযাকাল্লাহ।❤️

পরলোকগত কুয়েতি লেখক আব্দুল্লাহ যারাল্লাহ র মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি -

"মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করবো না, আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোন অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সবকিছুই যথাযথভাবে করবে।"

يُجَرِّدُونَنِي مِنْ مَلَابِسِي

তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে,

يَغْسِلُونَني

আমাকে গোসল করাবে,

يَكْفِنُونَنِي

(তারপর) আমাকে কাফন পড়াবে,

يُخْرِجُونَنِي مِنْ بَيْتِي

আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে,

يَذهَبُونَ بِي لِمَسَكِنِي الجَدِيدِ (القَبْرُ)

আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের (কবর) দিকে রওনা হবে,

وَسَيَأتِي كَثِيرُونَ لِتَشْيِيْعِ الجَنَازَتِي

আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে,

بَلْ سَيَلْغِي الكَثِيرُ مِنهُم أَعْمَالَهُ وَمَوَاعِيدَهُ لِأَجْلِي دَفْنِي

অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সভার সময়সূচী বাতিল করবে,

وَقَدْ يَكُونُ الكَثِيرُ مِنهُم لَمْ يَفَكِّرْ في نَصِيحَتِي يَوماً مِنْ الأيّامِ

কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীর ভাবে চিন্তা করবে না,

أَشْيَائِي سَيَتِمُّ التَّخَلُّصُ مِنهَا

আমার (ব্যক্তিগত) জিনিষের উপর আমি অধিকার হারাবো,

مَفَاتِيحِي

আমার চাবির গোছাগূলো,

كِتَابِي

আমার বইপত্র,

حَقِيبَتِي

আমার ব্যাগ,

أَحْذِيَتِي

আমার ‍জুতোগুলো,

وإنْ كانَ أَهْلِي مُوَفِّقِينَ فَسَوفَ يَتَصَدِّقُونَ بِها لِتَنْفَعَنِي

হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেবার বিষয়ে একমত হবে,

تَأَكِّدُوا بِأَنَّ الدُّنيا لَنْ تَحْزَنْ عَلَيَّ

এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে, এই দুনিয়া তোমার জন্য দু:খিত হবে না অপেক্ষাও করবে না,

وَلَنْ تَتَوَقَّفْ حَرَكَةُ العَالَمِ

এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্যও থেমে যাবে না,

وَالاِقْتِصَادُ سَيَسْتَمِرُ

অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসাবাণিজ্য সবকিছু চলতে থাকবে,

وَوَظِيْفَتِي سَيَأتِي غَيرِي لِيَقُومَ بَها

আমার দায়িত্ব (কাজ) অন্য কেউ সম্পাদন করা শুরু করবে,

وَأَمْوَالِي سِيَذْهَبُ حَلَالاً لِلوَرَثِةِ

আমার ধনসম্পদ বিধিসম্মত ভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে,

بَينَمَا أنا سَأُحَاسِبُ عَليها

অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব-নিকাশ আরম্ভ হয়ে যাবে,

القَلِيلُ والكَثِيرُ.....النَقِيرُ والقَطمِيرُ......

ছোট এবং বড়….অনুপরিমাণ এবং কিয়দংশ পরিমান, (সবকিছুর হিসাব)

وَإن أَوَّلَ ما مَوتِي هو اِسمِي !!!!

আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা (হারাতে) হবে, তা আমার নাম!!!

لِذَلكَ عِنْذَما يَمُوتُ سَيَقُولُونَ عَنِّي أَينَ "الجُنَّةُت"...؟

কেননা, যখন আমি মৃত্যুবরণ করবো, তারা আমাকে উদ্দেশ্য করে বলবে, কোথায় “লাশ”?

وَلَن يَنَادُونِي بَاِسمِي....

কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না,

وَعِندَما يُرِيدُونَ الصَّلاةَ عَلَيَّ سِيَقُلُونَ اُحْضُرُوا "الجَنَازَةَ" !!!

যখন তারা আমার জন্য (জানাযার) নামাজ আদায় করবে, বলবে, “জানাযাহ” নিয়ে আসো,

وَلَن يُنَادُونِي يِاسْمِي ....!

তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না….!

وَعِندَما يَشْرَعُونَ بِدَفنِي سَيَقُولُونَ قَرِّبُوا المَوتَ وَلَنْ يَذكُرُوا اِسمِي ....!

আর, যখন তারা দাফন শুরু করবে বলবে, মৃতদেহকে কাছে আনো, তারা আমার নাম ধরে ডাকবে না…!

لِذَلِكَ لَن يَغُرَّنِي نَسبِي وَلا قَبِيلَتِي وَلَن يَغُرَّنِي مَنْصَبِي وَلا شَهرَتِي ....

এজন্যই দুনিয়ায় আমার বংশপরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমযার্দা, এবং আমার খ্যাতি কোনকিছুই আমাকে যেন ধোঁকায় না ফেলে,

فَمَا أَتْفَهُ هَذِهِ الدُّنْيَا وَمَا أَعْظَمَ مُقَلِّبُونَ عَليهِ .....

এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর, যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়…

فَيا أَيُّهَا الحَيُّ الآنَ ..... اِعْلَمْ أَنَّ الحُزْنَ عَليكَ سَيَكُونُ على ثَلَاثَةٍ أَنْواعٍ:

অতএব, (শোন) তোমরা যারা এখনো জীবিত আছো,….জেনে রাখো, তোমার (মৃত্যুর পর) তোমার জন্য তিনভাবে দু:খ করা হবে,

1ــ النَّاسُ الَّذِينَ يَعْرِفُونَكَ سَطْحَيّاً سَيَقُولُونَ مِسْكِينٌ

১. যারা তোমাকে বাহ্যিক ভাবে চিনতো, তারা তোমাকে বলবে হতভাগা,

2ــ أَصْدِقَاؤُكَ سَيَحْزُنُونَ سَاعَات أَو أَيَّامَاً ثُمَّ يَعُودُونَ إِلَى حَدِيثِهِم بَلْ وَضَحِكَهُم.....

২. তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েক দিন দু:খ করবে, তারপর, তারা আবার গল্পগুজব বা হাসিঠাট্টাতে মত্ত হয়ে যাবে,

3ــ الحُزْنُ العَمِيقُ فِي البَيْتِ سَيَحْزُنُ أَهْلِكَ أُسْبُوعاً.... أُيسْبُوعَينِ شَهراً ....شَهرَينِ أَو حَتَّى سَنَةً وَبَعْدَهَا سَيَضْعُونَكَ فِي أَرْشِيفِ الذَّكَرِيّاتِ !!!

৩. যারা খুব গভীর ভাবে দু:খিত হবে, তারা তোমার পরিবারের মানুষ, তারা এক সপ্তাহ, দুই সপ্তাহ, একমাস, দুইমাস কিংবা বড় জোর একবছর দু:খ করবে। এরপর, তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দেবে!!!

اِنْتَهَتْ قِصَّتُكَ بَينَ النَّاسِ وَبَدَأَتْ قِصَّتُكَ الحَقِيْقِيّةِ وَهِيَ الآخِرةُ ....

মানুষদের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে, অত:পর, তোমার জীবনের নতুন গল্প শুরু হবে, আর, তা হবে পরকালের জীবনের বাস্তবতা,

لَقدْ زَالَ عِندَكَ:

তোমার নিকট থেকে নি:শেষ হবে (তোমার):

1ــ الجَمَالُ

১. সৌন্দর্য্য

2ــ والمَالُ

২. ধনসম্পদ

3ــ والصَحَّةُ

৩. সুস্বাস্থ্য

4ــ والوَلَدُ

৪. সন্তান-সন্তদি

5ــ فَارقَت الدَّور

৫. বসতবাড়ি

6ــ القُصُورُ

৬. প্রাসাদসমূহ

7ــ الزَوجُ

৭. জীবনসঙ্গী

وَلَمْ يَبْقِ إِلَّا عَمَلُكَ

তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না,

وَبَدَأَتِ الحَيَاةُ الحَقِيقَيَّةُ

শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা,

وَالسُّؤَالُ هُنا : ماذا أَعْدَدْتَ لِلقُبَرِكَ وَآخِرَةَكَ مِنَ الآنَ ؟؟؟

আর, সে জীবনের প্রশ্ন হবে: তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছো?

هَذِهِ حَقِيقَةٌ تَحْتَاجُ إلى تَأمَّلٍ

*ব্স্তুত: এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীর ভাবে মনোনিবেশ করা প্রয়োজন,*

لِذَلِكَ أحرصُ عَلى :

এজন্য ‍তুমি যত্নবান হও,

1ــ الفَرَائِضِ

১. ফরজ ইবাদতগুলোর প্রতি

2ــ النَّوَافِلِ

২. নফল ইবাদতগুলোর প্রতি

3ــ صَدَقَةُ السِّرِّ

৩. গোপন সাদাকাহ’র প্রতি

4ــ عَمَلُ الصَّلِحِ

৪. ভালো কাজের প্রতি

5ــ صَلاةُ اللَّيلِ

৫. রাতের নামাজের প্রতি

لَعَلَّكَ تَنْجُو....

যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো….

إِنْ سَاعَدْتَ عَلى تَذْكِيرِ النَّاسِ بِهَذِهِ المُقَالَةِ وَأنتَ حَيُّ الآنَ سَتَجِدُ أَثَرَ تَذكِيرِكَ في مِيزَانِكَ يَومَ القِيامَةِ بِإِذْنِ اللهِ .....

এই লিখাটির মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো, কারণ তুমি এখনো জীবিত আছো, এর ফলাফল আল্লাহ’র ইচ্ছায় তুমি কিয়ামত দিবসে মিজানের পাল্লায় দেখতে পাবে,

قال الله تَعالى : ((فَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَ تَنْفَعُ المُؤمِنِينَ))

আল্লাহ বলেন: ((আর স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই এই স্মরণ মুমিনদের জন্য উপকারী))

لِمَاذَا يَخْتَارُ المَيِّتِ "الصَّدَقَةَ لو رَجَعَ للدُّنيا....

তুমি কি জানো কেন মৃতব্যক্তিরা সাদাকাহ প্রদানের আকাঙ্খা করবে, যদি আর একবার দুনিয়ার জীবনে ফিরতে পারতো?

كَمَا قَالَ تَعَالى: ((رَبِّ لَو لا أَخَّرْتَنِي إلى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ....))

আল্লাহ বলেন: ((হে আমার রব! যদি তুমি আমাকে আর একটু সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাবার, তাহলে আমি অবশ্যই সাদাকাহ প্রদান করতাম….))

ولَمْ يَقُلْ :

তারা বলবে না,

لِأعتَمَرَ

উমরাহ পালন করতাম,

أو لِأُصَلَّي

অথবা, সালাত আদায় করতাম,

أو لِأصُومُ

অথবা, রোজা রাখতাম,

قالَ العُلَماءُ : ما ذَكَرَ المَيِّتُ الصَّدَقَةَ إلا لِعَظِيمِ مَا رَأى مِن أَثَرِها بَعدَ مَوتِهِ

আলেমগণ বলেন: মৃতব্যক্তিরা সাদাকাহ’র কথা বলবে, কারণ তারা সাদাকাহ প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পর দেখতে পাবে,

فَأَكْثِرُوا مِنَ الصَّدَقَةِ وَمِن أَفضَلِ ما تَتَصَدَّقُ بِهِ الآنَ 10 ثَوَان مِنْ وَقْتِكَ لِنشَرِ هذا الكَلامَ بِنِيَّةِ النَّصْحِ فَالكَلمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ.

আর, গুরুত্ববহ এই সাদাকাহ’র কাজটি তুমি এই কথাগুলো ছড়িয়ে দিয়ে মাত্র ১০ সেকেন্ড সময় ব্যয় করে করতে পারো, যদি তোমার উদ্দেশ্য হয় এর মাধ্যমে মানুষকে উপদেশ প্রদান করা। কারণ, উত্তম কথা হল এক ধরণের সাদাকাহ।।।!

বি:দ্রো কপি পোস্ট 😭😭

কুমিল্লা সিনেমা হল এখন.মাদ্রাসা অবতীর্ণ হলো।আলহামদুলিল্লাহ ।
22/05/2022

কুমিল্লা সিনেমা হল এখন.
মাদ্রাসা অবতীর্ণ হলো।
আলহামদুলিল্লাহ ।

Address

Purachandpur
Karimganj
JURBARI 788724

Alerts

Be the first to know and let us send you an email when Nur Ahmed Life Record posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nur Ahmed Life Record:

Share



You may also like