![রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে সেঞ্চুরি।রঞ্জি ট্রফির ফাইনালে সেঞ্চুরি।দলীপ ট্রফির ফাইনালে সেঞ্চুরি।ইরানি কাপ ফাইনালে ডা...](https://img5.medioq.com/694/668/556320366946685.jpg)
20/10/2024
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে সেঞ্চুরি।
রঞ্জি ট্রফির ফাইনালে সেঞ্চুরি।
দলীপ ট্রফির ফাইনালে সেঞ্চুরি।
ইরানি কাপ ফাইনালে ডাবল সেঞ্চুরি।
বিজয় হাজারে ট্রফিতে সেঞ্চুরি।
এখন ভারতের হয়ে প্রথম সেঞ্চুরি।
সরফরাজ খানের ইন্ডিয়ার জার্সি গায়ে অভিষেক হওয়ার দিনে ওর বাবার চোখের পানি বৃথা যায়নি! সরফরাজ খান ভারতের ভবিষ্যৎ তারকা।
প্রথম ইনিংসে শুন্য। ক্যারিয়ারের হিসেব মেলে না। এতগুলো বছর অপেক্ষা করার ফলাফল তবে কি শুন্যতেই আটকা।
ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা। ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন। একাগ্রচিত্তে একটাই চাওয়া। সাদা পোশাকে ভারতের প্রতিনিধিত্ব করা। বাবাও এটাই চান।
নওশাদ খান ক্রিকেটপাগল মানুষ। ক্রিকেটের কোচও বটে। দুই ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন তাঁর। দুনিয়ার সবচেয়ে কঠিনতম প্রতিযোগিতার জন্য ছেলেকে গড়ে তুলেছেন। সর্বোচ্চ জনসংখ্যার দেশে জনপ্রিয়তম খেলার একাদশে চান্স পাওয়া যে একেবারে অসম্ভবের স্বপ্ন।
সেই দিনটা আসলো অবশেষে। নওশাদের আকাঙ্ক্ষা। সরফরাজের অভিলাষ। টেস্ট ক্রিকেটে তিন অংক। ছাব্বিশ বছর লাগলো সময়, এমন মুহূর্তের জন্য যে অপেক্ষা করা যায় হাজার বছর।
Copied