11/08/2023
ড. বিকাশচন্দ্র সিংহ ( ১৯৪৫ - ১১ আগস্ট ২০২৩) আমাদের কান্দি রাজ পরিবারের সন্তান, কান্দি তথা মুর্শিদাবাদ সহ গোটা ভারতবর্ষের গর্ব। তাঁর আকস্মিক মৃত্যু সংবাদে আমরা গভীর মর্মাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি।
তিনি পারমাণবিক পদার্থবিজ্ঞান এবং উচ্চ শক্তি পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে সক্রিয় রয়েছেন। বিকাশ সিং পারমাণবিক পদার্থবিজ্ঞান ও ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন কেন্দ্রের সাহা ইনস্টিটিউটের পরিচালক এবং জুন ২০০৫ পর্যন্ত জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউট, দুর্গাপুরের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান ছিলেন। তিনি ২০০৯ সালের জুনে ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার এবং নিউক্লিয়ার ফিজিক্সের সাহা ইনস্টিটিউটের পরিচালক হিসাবে চাকরি থেকে অবসর গ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারের হোমি ভাভা চেয়ার অধ্যাপক ছিলেন। তিনি ভারতের প্রধানমন্ত্রীর বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডেরও সদস্য। তিনি ২০০১ সালে পদ্মশ্রী পেয়েছেন এবং ২০১০ সালে পদ্মভূষণ পেয়েছেন।