22/06/2023
আতিক হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
বিগত ১২ জুন, দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজের সাবেক মেধাবী ছাত্র বনগাঁও গ্রামের কম্পিউটার ইঞ্জিনিয়ার আতিকুর রহমান আতিক কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে অদ্য ২২ জুন বৃহস্পতিবার, দুপুর ১ ঘটিকায় বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজারে, স্থানীয় দেওয়ান আব্দুর রহিম দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অত্র কলেজের শিক্ষক জাকারিয়া টিপু'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ান আব্দুর রহিম দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রিন্সিপাল খলিলুর রহমান, তিনি বলেন প্রকাশ্যে দিন দুপুরে আতিককে হত্যা করে খুনিরা পালিয়ে গিয়ে আজ ১০ দিন হয়েগেলো আসল খুনিকে প্রশাসন গ্রেফতার করতে পারলো না। যা আমাদের জন্য খুবই লজ্জাজনক, আমরা আন্দোলনে নামতে বাধ্য হলাম, যদি প্রশাসন দ্রুত অপরাধীদের গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো। আতিকের বড় ভাই আদিল বলেন, আমার ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে প্রশাসন সহ মাননীয় প্রধানমন্ত্রী, ও আমাদের এমপি মহোদয় এর দৃষ্টি আকর্ষণ করছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাওলানা আতাউর রহমান, রহিমা ফিরোজ শিকদার হাইস্কুলের প্রধান শিক্ষক শাহজাহান খান, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য শিরমান উদ্দীন, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব মইনুল ইসলাম সালেহ, আলহাজ্ব আবদুল গফুর কিন্ডারগার্টেন প্রিন্সিপাল আবুল খায়ের সুজন, ওসমানীনগর উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এনামুল হক, নিহত আতিকুর রহমান এর চাচা ইলিয়াছুর রহমান, ৯নং ওয়ার্ডের মেম্বার খন্দকার আব্দুর রকিব, ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী খায়রুল ইসলাম।
উপস্থিত ছিলেন, গুলশের মিয়া মেম্বার, আব্দুল কাইয়ূম মেম্বার, প্রাইম একাডেমীর সাবেক পরিচালক ও প্রিন্সিপাল মোঃ আব্দুর রহমান, আজিজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পাবলুল হক, দারুল ক্বিরাত মোমিনপুরের প্রধান ক্বারী ইসলাম উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মতিন, বনগাঁও সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মুক্তার আলী, বনগাও সমাজ কল্যান সংস্থার সভাপতি ডা.আব্দুর রকিব, সাবেক সাধারন সম্পাদক শরীফুল আলম মছরু, সানরাইজ ক্রিকেট ক্লাবের সভাপতি রবিউল ইসলাম টিপু, সেক্রেটারী সাঈদ আল মাসুদ, দুদু মিয়া, ময়নুল ইসলাম, মিরাজ আলী, সাংবাদিক জিল্লুর রহমান জিলু, আব্দুল কাদির, বনগাঁও গ্রামের মুরব্বি মনোয়ার হোসেন আব্দুস ছোবহান, আনসার আলী, বাদশাহ, আব্দুল, শফিক মিয়া, আতিকের গর্ভধারিণী মা প্রমুখ।
মানববন্ধনে দেওয়ান আব্দুর রহিম দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচের ছাত্রবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠন সমূহ ব্যানার সহ উপস্থিত ছিলেন, এর মধ্যে উল্লেখযোগ্য মোমিনপুর গণপাঠাগার, গহরপুর ব্লাড ফাইডার্স, মাদ্রাসা বাজার যুব সমাজ, গহরপুর ছাত্র কল্যাণ পরিষদ, মোমিনপুর ইসলামী যুব সমাজ, উইনার ফুটবল ক্লাব মোমিনপুর প্রমুখ।