MONOJ Kr TUDU

MONOJ Kr TUDU This page is specially created for education , news and entertainment purpose

আজ আমি বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনে, নিতান্তই এক ব‍্যক্তিগত কাজে। এখানেই বহু দিন পর দেখা  আশ্রমের আবাসিক তরুণ গবেষক অনুজ, ভ...
22/12/2022

আজ আমি বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনে, নিতান্তই এক ব‍্যক্তিগত কাজে। এখানেই বহু দিন পর দেখা আশ্রমের আবাসিক তরুণ গবেষক অনুজ, ভ্রাতৃপ্রতিম নির্মল হাঁসদা-এর সাথে। যেমন শান্ত তেমনই সৌম‍্য ও সুন্দর। রঙে-ঢঙে যেমন প্রতিফলিত হয় উত্তর-আধুনিকতা, তেমনই চলনে-বলনে-কথনে প্রতিসরিত ও প্রস্ফুটিত হয়, সযত্নে লালিত আমাদের আদিবাসী সমাজের সামাজিক সাবেকিয়ানা।
ভাই! তোমায় পেয়ে আজ ভিন্ন আঙ্গিকের আলোয় আলোকিত হলাম। সত‍্যি! মননের বহির্বিশ্ব ও অন্তর্বিশ্বকে স্পর্শ করার ক্ষমতা রাখো তুমি।
জানি ও মানি- কতটা লড়াই সংগ্রামের মধ‍্যে উঠে আসতে হচ্ছে তোমায়।
জিতবে তো বটেই! কেউ তোমায় হারাতে পারবে না ---অলৌকিক বা অতিলৌকিক কিম্বা মহাজাগতিক - কেউ না!--মিলিয়ে নিও।
প্রার্থনা করি, নির্মল শুধু নামে নয়, যথার্থভাবেই ধর্মে-কর্মে পবিত্র ও নির্মল হয়ে উঠুক তোমার অন্তরাত্মা।

26/10/2022
বাড়িতে আত্মীয়স্বজন ভরপুর। উপলক্ষ্য সহরায় অর্থাৎ বাঁদনা পরব। মায়ের বক্তব‍্য---"আমার ছবিই ছাড়িস না তোরা। তোদের ওই কি যেন, ...
26/10/2022

বাড়িতে আত্মীয়স্বজন ভরপুর। উপলক্ষ্য সহরায় অর্থাৎ বাঁদনা পরব।
মায়ের বক্তব‍্য---"আমার ছবিই ছাড়িস না তোরা। তোদের ওই কি যেন, ফেসবুক না টেসবুক। তোদের কি লজ্জা লাগে আমার সাথে ছবি ছাড়তে? "
শেষের বোমা--" ও বুঝে গেছি। মেয়েরা তাহলে তোদের পছন্দ করবে না? তাই তো?"
পুনশ্চ.... আমি, মা, ভাই ও ভাগ্নি।

সেদিন নাতিশীতোষ্ণ এক বিকেলে বিভিন্নরূপে, উদ্ভট ও অদ্ভুতুড়ে উপায়ে অনেক চেষ্টা করলাম। কিছুতেই মানানসই হতে পারলাম না। বিশেষ...
19/10/2022

সেদিন নাতিশীতোষ্ণ এক বিকেলে বিভিন্নরূপে, উদ্ভট ও অদ্ভুতুড়ে উপায়ে অনেক চেষ্টা করলাম। কিছুতেই মানানসই হতে পারলাম না।
বিশেষজ্ঞের পরামর্শ চাইছি......

আমার গ্রামের বাড়ির পেছনের দিকে সামান‍্য ভিটেটুকু বাদে এখনও কিছুটা অংশ অবশিষ্ট রয়েছে । সেখানেই অন‍্যান‍্য গাছের সাথে দুটো...
18/10/2022

আমার গ্রামের বাড়ির পেছনের দিকে সামান‍্য ভিটেটুকু বাদে এখনও কিছুটা অংশ অবশিষ্ট রয়েছে । সেখানেই অন‍্যান‍্য গাছের সাথে দুটো গন্ধরাজ ও দুটো পাতিলেবু গাছের বংশবৃদ্ধির নুন‍্যতম প্রচেষ্টা।

কয়েকদিন আগে বাবার এক সমস‍্যার কারণে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে যাওয়া। কিন্তু এতদূর থেকে গিয়েই যখন পৌঁছলাম, তখন "রথ দেখা ও ...
03/10/2022

কয়েকদিন আগে বাবার এক সমস‍্যার কারণে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে যাওয়া। কিন্তু এতদূর থেকে গিয়েই যখন পৌঁছলাম, তখন "রথ দেখা ও কলা বেঁচা" থুড়ি কলা বেঁচতে না পারলেও রথের দেখা নিয়েই চলে এলাম।

Address

KALYANI
Kalyani
741235

Alerts

Be the first to know and let us send you an email when MONOJ Kr TUDU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Kalyani

Show All