22/12/2022
আজ আমি বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনে, নিতান্তই এক ব্যক্তিগত কাজে। এখানেই বহু দিন পর দেখা আশ্রমের আবাসিক তরুণ গবেষক অনুজ, ভ্রাতৃপ্রতিম নির্মল হাঁসদা-এর সাথে। যেমন শান্ত তেমনই সৌম্য ও সুন্দর। রঙে-ঢঙে যেমন প্রতিফলিত হয় উত্তর-আধুনিকতা, তেমনই চলনে-বলনে-কথনে প্রতিসরিত ও প্রস্ফুটিত হয়, সযত্নে লালিত আমাদের আদিবাসী সমাজের সামাজিক সাবেকিয়ানা।
ভাই! তোমায় পেয়ে আজ ভিন্ন আঙ্গিকের আলোয় আলোকিত হলাম। সত্যি! মননের বহির্বিশ্ব ও অন্তর্বিশ্বকে স্পর্শ করার ক্ষমতা রাখো তুমি।
জানি ও মানি- কতটা লড়াই সংগ্রামের মধ্যে উঠে আসতে হচ্ছে তোমায়।
জিতবে তো বটেই! কেউ তোমায় হারাতে পারবে না ---অলৌকিক বা অতিলৌকিক কিম্বা মহাজাগতিক - কেউ না!--মিলিয়ে নিও।
প্রার্থনা করি, নির্মল শুধু নামে নয়, যথার্থভাবেই ধর্মে-কর্মে পবিত্র ও নির্মল হয়ে উঠুক তোমার অন্তরাত্মা।