Soham Banerjee

Soham Banerjee Nationalist || Sanatani || Devotee of Mahadev
अंतः अस्ति प्रारंभः।
(9)

27/03/2024
গাড়ীটার নাম -- অ্যাস্টন মার্টিনভারতে অ্যাস্টন মার্টিন গাড়ির মূল্য তালিকা (মার্চ 2024)অ্যাস্টন মার্টিন গাড়ির দাম শুরু হ...
27/03/2024

গাড়ীটার নাম -- অ্যাস্টন মার্টিন

ভারতে অ্যাস্টন মার্টিন গাড়ির মূল্য তালিকা (মার্চ 2024)
অ্যাস্টন মার্টিন গাড়ির দাম শুরু হচ্ছে Rs. 2.95 কোটি এবং টাকা পর্যন্ত যায়৷ 4.59 কোটি (গড় এক্স-শোরুম)। সেরা 4টি জনপ্রিয় অ্যাস্টন মার্টিন গাড়ির দাম হল: Aston Martin DB12 মূল্য Rs. 4.59 কোটি, অ্যাস্টন মার্টিন ভ্যানটেজের দাম রুপি। 2.95 কোটি, Aston Martin DB11 মূল্য Rs. 3.29 কোটি এবং Aston Martin DBX মূল্য Rs. 3.82 কোটি।

ছবির গাড়ীটির মালিক -- যদি খুব ভুল না হয়, ১৩৪ নম্বর কাউন্সিলার Shams Iqbal

শুনলাম খাটালের ব্যবসা আছে তার এবং অত্যন্ত সাধু লোক ....কিচ্ছুটি জানতেন না।
আর এরকম সস্তা দামের গাড়ি তার সংগ্রহে বেশ কিছু আছে বেন্টলি সহ। কাউন্সিলর হিসেবে দশ হাজার টাকা মাইনে আর খাটাল চালিয়ে মানুষ কত কি না করতে পারে.....!
#গার্ডেনরিচ

27/03/2024

CAA নিয়ে শান্তনু ঠাকুরের বক্তব্য।

দোল পূর্ণিমা ও বসন্ত উৎসব এর আন্তরিক শুভেচ্ছা জানাই৷
25/03/2024

দোল পূর্ণিমা ও বসন্ত উৎসব এর আন্তরিক শুভেচ্ছা জানাই৷

22/03/2024

আবাস যোজনা বলতে কি বোঝায়? প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, কি করে মুখ্যম্নত্রী নিজের থেকে দিতে পারেন? যারা পঞ্চায়েত থেকে লিড দেবে তারা পাবে, এই তারা রা কারা? তাহলে কি আগামী ডিসেম্বরে আবার দূর্নীতি হতে চলেছে??

22/03/2024

ED, Kejriwal and Yellow Publishing. এই সময়ে খবরের কাগজে যা পড়ছেন সব ঠিক তো? আপনার কি মনে হয়। কমেন্ট করতে পারেন।

19/03/2024

Gyanvapi mandir

18/03/2024

The Shakti Controversy, INDI Alliance এর রাহুল গাঁধীর বক্তব্য শুনেছেন?

15/03/2024

কিভাবে Citizenship এর জন্য Online Apply করবেন??

15/03/2024

স্বরাষ্ট্র মন্ত্রী র বক্তব্য।

15/03/2024
13/03/2024

এতদিন আনন্দবাজার কেন এই ধরনের খবর করেনি এখন কেন আনন্দবাজারে মনে হচ্ছে যে এইরকম ভুয়ো খবর আনন্দবাজারের নাম করে বেড়েছে সেটা প্রচার করা দরকার কেন কি কারন?

13/03/2024

TMC IT Cell ভূয়ো খবর ছড়াচ্ছে, Anandabazar এর নাম করে। কমেন্ট এ লিঙ্ক দিলাম। দেখে নিন।

আহা রে কি বাংলা...
12/03/2024

আহা রে কি বাংলা...

লাখ টাকার প্রশ্ন...
12/03/2024

লাখ টাকার প্রশ্ন...

12/03/2024

বাংলায় "লাগু" শব্দকে প্রণয়ন বা প্রয়োগ বলা যেতে পারে৷ CAA সারা দেশে প্রণয়ন করা হল।

11/03/2024

CAA - Citizenship Amendment Act বা নাগরিকত্ব সংশোধনী আইন আজ রাত থেকে প্রয়োগ হতে পারে৷ এই ব্যাপারে আপনার কি মতামত? কমেন্টে জানাতে পারেন।

11/03/2024

TMC MP Kalyan Banerjee on PM মাননীয় প্রধানমন্ত্রী কে নিয়ে কুরুচীকর মন্তব্য. লিঙ্ক কমেন্টে দিলাম।

"বাংলার গর্ব"
09/03/2024

"বাংলার গর্ব"

08/03/2024

এবং উবাচ: দুধ চাইনা, ভাদ্দে!

যেহেতু শিবরাত্রি, যেহেতু হিন্দু পার্বণ, তাই হইচই আমরা করবো। সোশ্যাল মিডিয়ায় দুধ-প্রেমী দের 'দুধ বাঁচাও কর্মসূচী' লাগু হবে। কিন্তু দুধ দেয় যে অবলা প্রাণিটি তার রক্ষার কথা বললেই ( সেটা আবার ঈদের আগে হলে তো রক্ষে নেই ) আপনি 'সাম্প্রদায়িক' হয়ে যাবেন। সেদিন কিন্তু শিবলিঙ্গের পাশে যেভাবে দুধের স্রোত যায়, ঠিক সেভাবে ভারতের গ্রামে শহরে এই প্রাণীটির হালাল করা রক্তের স্রোত বয়ে যায়।

কী কিউট না! 🤔সবই আমাদের জানা কিছু "ফরম্যাটেড narrative" দিয়ে তৈরি এবং আমাদের ভাবনা ও সেখানেই আবদ্ধ।

একই রকম আমরা পশুপ্রেমী ( বিশেষ করে পাঠা প্রেমী) হয়ে যাই দুর্গাপুজোর নবমীর দিন বা কালীপুজোর দিন। আবার দশমী বা ভাইফোঁটা এসে গেলেই আমরা কচি পাঠার মাংসের খোঁজে বাজারে চাচার দোকানের সামনে দাড়িয়ে বেশ মজা করে খাসি বা পাঠা "জবাই " দেখে ব্যাগে ভরে মাংস নিয়ে এসে বাড়িতে গরম গরম মাংসের ঝোল খেয়ে তৃপ্ত হচ্ছি।

কি "কিউট" না !!🤔

# সংগৃহীত ।।

জয় মহাকাল, হর হর মহাদেব। শিবরাত্রি তে পূজোর পর।
08/03/2024

জয় মহাকাল, হর হর মহাদেব। শিবরাত্রি তে পূজোর পর।

08/03/2024

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী, আর মাননীয়ার বক্তব্য। যাদের চাকরি গেছে, তারা সব বেআইনি ভাবে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলো। কি বলেন? এখনো চুপ করেই থাকবেন?

28/02/2024

ভেবেছিলাম চুপ করে থাকবো। কিন্তু আর চুপ করে থাকা গেলো না। ১০০ দিনের বকেয়া টাকা বকেয়া কেন ছিলো? এই নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্য কি? আসুন জেনে নিই। জনগনের টাকা কি করে নয়ছয় হচ্ছে৷

একটু চা পানের বিরতি...
23/02/2024

একটু চা পানের বিরতি...

19/02/2024

অত্যাচার নিয়ে মুখ খুললেই... আসুন সবাই মুখ বন্ধ করে থাকি, চোখ বন্ধ করে থাকি।

আবাসনের পুজোতে৷
14/02/2024

আবাসনের পুজোতে৷

07/02/2024

বহু বছর ধরে বহু প্রজন্ম ধরে যদি কোন ভুল তথ্য বারবার পরিবেশন করা হয় এবং তার সাথে সাথে সুপরিকল্পিতভাবে যদি সেই তথ্যকে পার্শ্ববর্তী সত্যের সঙ্গে মিশিয়ে পরিবেশন করা হয় তাহলে সব সত্য মিথ্যা একাকার হয়ে গিয়ে পুরো বিষয়টাকে সত্য বলে মনে হতে শুরু করবে।

আমার দেশের ইতিহাসের সঙ্গেও সেই একই ঘটনা ঘটেছে।

যে যে বীরগাথার কথাগুলো জানলে, নিজের সনাতন সংস্কৃতির জন্য গর্বে বুক ভরে উঠবে সেই সমস্ত বীরগাথা গুলোকে সম্পূর্ণরূপে মুছে ফেলে শুধুমাত্র চাটুকারিতা আর মাথা নত করা ইতিহাস কে সামনে নিয়ে এসে, নিজেদের সংস্কৃতিকে ছোট করে দেখিয়ে, এবং সেই ছোট করে দেখাটাকেই প্রগতিশীলতা বলে দাগিয়ে দিয়ে, বাঙালি জাতির যে অদ্ভুত মানসিকতা তৈরি হয়েছে, এটা একদমই নিজের পায়ে কুড়ুল মারার মতন।

কিন্তু অন্য দিকে কিছু অল্পসংখ্যক বাঙালীরা, যারা সনাতন সংস্কৃতির ধারা বজায় রাখার জন্য ও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সনাতন সংস্কৃতিকে আগে গুরুত্ব দিচ্ছে। প্রগতিশীলতা বলতে নিজের সংস্কৃতির বিচার ধারা, নিজের সংস্কৃতির আচার-আচরণ নিজের সংস্কৃতির বিশ্বাস গুলোকে সর্বসমক্ষে নিয়ে আসার চেষ্টা করছে তাদের কে আমাদের গুরুত্ব দিতেই হবে।

কিন্তু কিয়দংশের মধ্যে, বিশ্বমানবতার বুলি কপচানো, আত্মবিস্মৃত এক অদ্ভুত মানসিকতার বাঙালি জাতি নিজের অজান্তেই এই সনাতনী সৈন্যদের আলাদা কোন রঙে দাগিয়ে, বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করছে।

ধর্মনিরপেক্ষতা বলতে যারা শুধুই কোন এক বিশেষ জাতির পদলেহন বোঝেন তাদের কাছ থেকে আর কি বা আশা করা যাবে।
গত ছয় দশকের সুপরিকল্পিত মিথ্যার বোঝা খুব সহজে যাবার নয়।
জাগো বাঙালি জাগো
✒️ সোহম ব্যানার্জী

প্রভু শ্রী রাম এর প্রাণ প্রতিষ্ঠা সমারোহ। জয় শ্রী রাম।
22/01/2024

প্রভু শ্রী রাম এর প্রাণ প্রতিষ্ঠা সমারোহ। জয় শ্রী রাম।

19/01/2024

কল্যাণী'তে এসএফআইয়ের সন্মেলন চলছে।। কল্যাণী আই.টি.আই মোড়ে মঞ্চ বেঁধে হেঁড়ে গলায় 'তিন নম্বর ছাগলছানা'গুলো (কমরেড মানিক সরকারের ভাষায়) গান ধরেছে।

বাইক চালিয়ে আসতে আসতে তারই দু চার কলি কানে এলো -

"হাম দেখেঙ্গে............
বাস নাম রহেগা আল্লাহ কা....
জো গায়েব ভি হ্যায় হাজির ভি..........
জো মানজার ভি হ্যায় নাজির ভি..............

উঠেগা আনআল হাক কা নারা.........
জো ম্যায় ভি হুঁ অওর তুম ভি হো........

অওর রাজ করেগি খলক এ্যায় খুদা.........."

বাইকের স্পীড বাড়িয়ে দিলাম। আর নিতে পারলাম না!

মনে হলো যেন আবারো কোনও এক মীরবাঁকি এসে জালালুদ্দিন মহম্মদ বাবরের নির্দেশে আমার এতো সাধের রাম মন্দির, আমার সহস্র বছরের আরাধ্য কাশী বিশ্বনাথ, আমার সাধের কৃষ্ণ জন্মভূমি ভেঙ্গে গুঁড়িয়ে দিচ্ছে! আমার গর্বের জ্ঞানচর্চার কেন্দ্র নালন্দা বিশ্ববিদ্যালয়, আমার পালনকর্তা জগন্নাথের ধাম পুরীতে আগুন লাগিয়ে সব পুড়িয়ে ফেলতে চাইছে যেন!

যেন কাশ্মীরে আমার মা বোনেদের নির্বিচারে ধর্ষণ করছে, হত্যা করছে কেউ বা কারা! তরওয়ারির সামনে জোর করে ভয় দেখিয়ে ধর্মান্তরিত করছে! হাল্কা সুর যেন ভেসে এলো কানে সঙ্গে সঙ্গে 'রালিভ গালিভ চালিভ'! শিরদাঁড়া বেয়ে
সারা শরীরে একটা ঠান্ডা স্রোত প্রবাহিত হলো মনে হয়!

এসএফআই'য়ের মঞ্চ থেকে যে গানটা ভেসে আসছিল, সেটির গীতিকার প্রখ্যাত কবি 'ফৈজ আহমেদ ফৈজ'। যিনি একজন কবি হলেও প্রথম জীবনে কমিউনিস্ট ছিলেন। যার জন্ম ব্রিটিশ শাসনাধীন ভারতের এমন অংশে যেটা বর্তমানে পাকিস্তানে, আর মৃত্যুও পাকিস্তানে।

তাঁর সমলোচকেরা বলেন যে প্রাথমিকভাবে ফৈজ একজন ধর্মনিরপেক্ষ মার্কসবাদী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি ইসলামিক সমাজতন্ত্রের সমর্থক হয়ে গিয়েছিলেন।

তাঁর জীবনের যত অগ্রগতি হয়েছিল, ততই তাঁর কবিতাগুলোতে আরও বেশি করে ঐস্লামিক ধর্মীয়স্বর প্রস্ফুটিত হয়ে উঠতে দেখা যাচ্ছিলো!

এমনকি ফৈজ শেষ পর্যন্ত কমিউনিজমের পথ থেকে সরে এসে ১৯৭৯ সালের ইরানী বিপ্লবকে সমর্থন করে একটি ইসলামী বিপ্লবের লক্ষ্যে কাজও করেছিলেন।

ওপরে উল্লেখিত গানে বা কবিতায় 'একদা একজন কমিউনিস্ট'এর কলম থেকে ইসলামের অ্যাজেন্ডা বা উদ্দেশ্যগুলো কিভাবে প্রস্ফুটিত হয়ে উঠেছে, নিজেরাই পড়ে ও বুঝে নিন।

ফৈজ আহমেদ ফৈজ যে ইরানি বিপ্লবের পক্ষে ও লক্ষ্যে কাজ করে তাঁর শেষ জীবনটা কাটালেন, সেই ইরানী বিপ্লবের পর থেকে আজ অবধি ইরানে নারীদের স্বাধীনতা ও স্বাধিকারকে কিভাবে খর্ব করা হয়েছে ও হচ্ছে, সেই সম্পর্কে একটু তথ্য তালাশ করলেই সব জানতে পারবেন।

কিছু না পেলে হাতের কাছে 'গুগুল' মামাতো আছেনই। একটু সুধোন। পর পর সব জেনে যাবেন।

পরিশেষে, বাংলাদেশে হিন্দু নিধনে এই কমিউনিস্টেরা 'চুপ'! কাশ্মীরে হিন্দু নির্যাতন ও বিতারণেও কমিউনিস্টেরা 'চুপ'ই! বসিরহাটে কমরেড মোসলেম শেখ ও 'প্রাক্তন কমরেড' শেখ শাহাজাহানের নেতৃত্বে ডেমোগ্রাফি পরিবর্তন ও গ্রামের পর গ্রাম হিন্দু শূন্য হলেও কিন্তু কমিউনিস্টেরা 'চুপ'!

অথচ, কি আশ্চর্য......... শবরীমালার মন্দিরের বছরের পর বছর ধরে চলে আসা রীতি পরিবর্তনে এরা আগ্রহী। কিন্তু শাহাবানো মামলাতে আদালত খোরপোশের রায় দিলে কিংবা নরেন্দ্র মোদী 'তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ' করলে সেই কমিউনিস্টেরাই কিন্তু আবার সর্বাধিক সরব!

এরা মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের কট্টর বিরোধী, রামগান কিংবা ভজনে অনাগ্রহী। কিন্তু পাড়াতে পাড়াতে দল বেধে গেয়ে বেড়াচ্ছে 'নাম রহেগা স্রিফ আল্লাহ কা.........'!

একটু জাগুন। একটু উঠে বসুন। একবারতো বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে এসেছেন! আর কতোবার বাক্সপ্যাঁটরা নিয়ে বাচ্চা কোলে রিফিউজি ক্যাম্পে গিয়ে দাঁড়াবেন বলুন তো!?

শত্রুকে চিনতে শিখুন। ১৯৪৬ সালে মুসলিম লীগের মঞ্চে জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মরা ছিলেন। আজ আব্বাস ও নওসাদ সিদ্দিকীর আইএসএফয়ের মঞ্চে সুজন চক্রবর্ত্তী, মহম্মদ সেলিমরা রয়েছেন! আর বাচ্চা ছাগলগুলো ঘুরে ঘুরে ইসলামিক সোশ্যালিজমের জন্য উৎসর্গীকৃত এক পাকিস্তানি কবির গান আওড়াচ্ছে!

এরা কি এইসব বদমায়েশি জেনেশুনে করে!? না কি না জেনে!? এদের বাড়িতে কেউ কিছু বলেনা!?

এরকম হিন্দুবিরোধী, দেশবিরোধী, বিশ্বাসঘাতক অপসন্তান জন্ম দেওয়ার থেকে না দেওয়া ভালো। একজন কমিউনিস্টের জন্ম না দিয়ে সারাজীবন বরং বাঁজা থাকুন। তাও আচ্ছা। কিন্তু নিজেকে এইটুকু সান্ত্বনা অন্তত দিতে পারবেন যে একটা দেশদ্রোহীর জন্ম অন্তত আপনার ঔরসে কিংবা গর্ভে হয়নি। এই সুমহান ও সুপ্রাচীন সভ্যতাকে ধ্বংস করতে আপনার কোনও স্বজন কখনও চেষ্টা চালাননি। এইটুকুই কম কি?

✍🏻 লেখক - *পার্থ কাশ্যপ চ্যাটার্জ্জী*।

Address

Kalyani
741235

Alerts

Be the first to know and let us send you an email when Soham Banerjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Soham Banerjee:

Videos

Share


Other Digital creator in Kalyani

Show All

You may also like