biplab vai

biplab vai male

24/03/2023
02/03/2023

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান! 🧡

গ্রাম বাংলা 🌼

" ভাই, লিংক পাঠান "" কিসের লিঙ্ক"" পাঠান "" থাকলে পাঠাবো; কিন্তু কিসের লিংক?"" পাঠান মুভির লিংক পাঠান"" আচ্ছা, মুভির লিং...
29/01/2023

" ভাই, লিংক পাঠান "
" কিসের লিঙ্ক"
" পাঠান "
" থাকলে পাঠাবো; কিন্তু কিসের লিংক?"
" পাঠান মুভির লিংক পাঠান"
" আচ্ছা, মুভির লিংক পাঠাবো? কোন মুভির ?"
" আরে ভাই শারুখের মুভির লিংক; পাঠান"
" শাহরুখের তো অনেক মুভি, কোন টার লিংক পাঠাবো?"
" আরে ভাই, পাঠাইল পাঠান, না পাঠাইলে না পাঠান.."
" হুদাই চেতস, মুভির নাম বললেই তো লিঙ্ক খুঁজে পাঠাতাম"
" তাইলে পাঠান মুভির লিংক পাঠান "
" আমাকে এতো বার লিংক পাঠাতে বলা লাগবে না, তুই যাস্ট নাম বল"
" ভাইরে ভাই, কেম্নে বুঝাই, ছবির নামই পাঠান"
" মানে কি ? নাম পাঠাবো কিভাবে? তুই নাম চাস নাকি শাহরুখের কোনো মুভির লিংক চাস?"
" ভাই, মাপ চাই, দোয়াও চাই, লিঙ্ক চাই না আর.., শাহরুখ-দীপিকার নতুন মুভী আসছে, The movie name “ Pathan”!!
“ Ok, I will send u all the movie list name of Shahrukh and Dipika” tc
🥱
collect
Funny post

দেবী সরস্বতীর আবির্ভাব —এক সময় শ্রীব্রহ্মা সৃষ্টিকার্যের জন্য প্রস্তুত হচ্ছেন। শান্তভাবে ধ্যানস্থ আছেন। কী করবেন, কী কর...
26/01/2023

দেবী সরস্বতীর আবির্ভাব —

এক সময় শ্রীব্রহ্মা সৃষ্টিকার্যের জন্য প্রস্তুত হচ্ছেন। শান্তভাবে ধ্যানস্থ আছেন। কী করবেন, কী করা উচিত, চিন্তা করছেন। এমন সময় তাঁর শরীর থেকে এক সুন্দরী দেবীমূর্তি প্রকাশিত হয়।

দেবী ব্রহ্মাকে বলে, “হে বিধাতা, আমি আপনার থেকেই প্রকাশিত হলাম। এখন দয়া করে আপনি আমার স্থান এবং আমার কী কর্ম তা নির্দেশ করুন।”

ব্রহ্মা বললেন, “তোমার নাম সরস্বতী। তুমি অবস্থান করো সকলের জিহ্বাতে। বিশেষভাবে সুশিক্ষিত ব্যক্তিদের জিহ্বাতে তুমি নৃত্য করো। পৃথিবীতে তুমি একটি নদীরূপে প্রকাশিত হও।"

দেবী সরস্বতী প্রশ্ন করলেন, "হে বিধাতা, আপনি বললেন, আমি সবার জিহ্বাতে অবস্থান করব, আবার বললেন, সুশিক্ষিত ব্যক্তিদের জিহ্বাতে নৃত্য করব; আবার বললেন, নদীরূপে থাকব। এর ব্যাখ্যা কী ?"

ব্রহ্মা বললেন, "সরস্বতী, তুমি যখন লোকের জিহ্বাতে অবস্থান করবে, তখন লোকের জিহ্বা থেকে বাকশক্তি হবে। তাই তোমার নাম বাক্‌দেবী। তুমি আমার মুখ থেকেই প্রকাশিত। তুমি পবিত্রবর্তী।

জগৎসংসারে বহু অপবিত্র মানসিকতাসম্পন্ন জীব থাকবে, অপবিত্র মানুষদের জিহ্বায় কদর্য বাক্য স্ফুরিত হবে, সেসব জিহ্বায় তুমি সুখী হতে পারবে না, সেজন্য সুশিক্ষিত ব্যক্তির জিহ্বাতে তুমি অবস্থান করে সুখী হতে পারবে।

হে সরস্বতী, তুমি সাক্ষাৎ বুদ্ধিস্বরূপিনী। তুমি বলো, কোথায় তুমি আনন্দ লাভ করবে ?"

সরস্বতী বললেন, "যেসমস্ত ব্যক্তি পরমসুন্দর পরমেশ্বর ভগবানের আরাধনা করেন, তাঁদের জিহ্বায় সর্বদা পরম প্রভুর নাম কীর্তিত হবে। আমি তাঁদের পবিত্র জিহ্বায় অধিষ্ঠান করব।

যেসমস্ত ব্যক্তি ভগবদ্বিমুখ মানসিকতা নিয়ে থাকবে, তাদের জিহ্বায় আমি নিছক ছায়ারূপে বিরাজ করব। আর আমি হিমালয়ে নদীরূপে প্রবাহিত হলে, ভগবানের শুদ্ধ ভক্ত আমার তটে বসে ভাগবত কথা কীর্তন করবে, লিপিবদ্ধ করবে। আর আমার তটে ভগবানের নামকীর্তন হলে আমি আনন্দিত হবো। আমিও স্বয়ং শ্রীকৃষ্ণের নাম গান করেই আনন্দিত থাকবো।"

আদিগুরু শ্রীব্রহ্মার হৃদয়ে সৃষ্টি বিষয়ক স্মৃতি প্রকাশের জন্য যে সরস্বতী দেবী ভগবানের প্রেরণায় প্রকটিতা হন, তিনি শ্রীকৃষ্ণকেই উপাস্য মনে করেন। যারা শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করেন, কৃষ্ণের কৃপায়ই তাদের সরস্বতীদেবীর কৃপা লাভ হয়। সরস্বতী নামরূপে তাদের জিহ্বায় নৃত্য করে থাকেন।

দেবী সরস্বতী জ্ঞান, সঙ্গীত, কলা এবং বিদ্যার দেবী। বিদ্যা দুই প্রকার — পরা বিদ্যা (নশ্বর জড় বিদ্যা) এবং অপরা বিদ্যা (ভগবদ্ সম্বন্ধীয় বিদ্যা)। দুই প্রকার বিদ্যা লাভের তারতম্য হেতু সরস্বতী দেবীর আরাধনা দুই প্রকার। একটি পরাবিদ্যা লাভ করার জন্য, আরেকটি অপরা বিদ্যা লাভের জন্য। এক স্বরূপে দেবী অপরা সরস্বতী, অন্য স্বরূপে দেবী পরা সরস্বতী বা শুদ্ধা-সরস্বতী।

অপরা সরস্বতী আমাদের কৃষ্ণ ভিন্ন অন্য বিষয় অর্থাৎ মায়িক বিষয়ের প্রতি আকৃষ্ট করেন। আর শুদ্ধা-সরস্বতী কৃষ্ণভজনের অনুকূল পথ প্রদর্শনপূর্বক শরণাগত ভক্তের জিহ্বায় নৃত্য-কীর্তন করেন।

বৈদিক শাস্ত্রে সরস্বতী দেবীকে বিভিন্ন নামে অভিহিত করা হয় — ব্রাহ্মণী (জ্ঞান-বিজ্ঞানের দেবী), বাণী এবং বাচী (বাদ্যগীত এবং বচন), বর্ণেশ্বরী (বর্ণের দেবী), কবিজিহ্বাগ্রবাসিনী (যিনি কবিগণের জিহ্বায় অবস্থান করেন), এছাড়াও আরো বিভিন্ন নামে দেবীকে অভিহিত করা হয়।

দেবী সরস্বতী শ্বেতপদ্মে আসীনা, শ্বেতপুষ্পে শোভিতা, শ্বেতবস্ত্র-পরিহিতা এবং শ্বেতগন্ধে অনুলিপ্তা। অধিকন্তু তাঁহার হস্তে শ্বেত রুদ্রাক্ষের মালা; তিনি শ্বেতচন্দনে চর্চিতা, শ্বেতবীণাধারিণী, শুভ্রবর্ণা এবং শ্বেত অলঙ্কারে ভূষিতা।

মাতৃগণের মধ্যে শ্রেষ্ঠ , নদীগণের মধ্যে শ্রেষ্ঠ, দেবীগণের মধ্যে শ্রেষ্ঠ হে সরস্বতী, আমরা অসমৃদ্ধের ন্যায় রয়েছি, আমাদের সমৃদ্ধশালী করো।

সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোহস্তু তে॥

জয় জয় দেবী চরাচর সারে,
কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে,
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে॥


জয় মা


(সংগৃহীত)

স্যার একটা কথা কমু?-কি বল?-আইজ আমারে সারে ১২টায় ছুটি দেবেন?-কেন? কি করবা?-বাসায় গিয়া ভাত খামু, পেটে খুব ক্ষিধা লাগছে।...
25/01/2023

স্যার একটা কথা কমু?
-কি বল?
-আইজ আমারে সারে ১২টায় ছুটি দেবেন?
-কেন? কি করবা?
-বাসায় গিয়া ভাত খামু, পেটে খুব ক্ষিধা লাগছে।
-কেন সকালে খেয়ে আসোনি?
-জ্বি না।
-কেন?
-তরকারি নাই। আর লবণ দিয়া ভাত খাইতে পারি না।
তাই খাইতে পারি নাই।
কথাটা শুনতেই বুকের মধ্যে কেমন যেন
লাগলো স্যারের?
-রাতে কি খেয়েছো?
-গরম ভাতে জল দিয়া ডাল মনে করে ভাত।
-এখন কি দিয়ে খাবে?
-মায় কইছে ইস্কুল ছুটির পর গেলে কচু
রাইন্ধা রাখব। হেইডা দিয়া মজা কইরা ভাত খামু।
মায় খুব মজা কইরা কচু রানবার পারে।
কখন যে চোখটা ঝাপসা হয়ে আসল বুঝতে পারিনি।
একদিন তোমার মায়ের হাতের রান্না করা কচু
খেয়ে আসব। নিবা তোমার বাসায়?
যাইবেন স্যার সত্য?
হ্যাঁ যাব। যাও বাসায় গিয়ে পেট ভরে ভাত খাও।
মুখে পৃথিবী জয় করা হাসি নিয়ে বই হাতে নিয়ে তার
চলে যাওয়ার দিকে মন্ত্র মুগ্ধের মত তাকিয়ে
রইলাম।
তরকারির জন্য ভাত খেতে পারছে না। অথচ
আমাদের এই সমাজে কত মানুষ আছে যাদের
খাবারের মেনুতে কত আইটেম থাকে। যা তারা
খেয়ে শেষ করতে পারে
না। উচ্ছিষ্ট অংশ চলে যায় ডাস্টবিনে। এমন অনেক
বাবা মা আছেন যারা ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে
পড়ান। গাড়ি করে নিয়ে যান। ছেলের কত আবদার!
সব পূরণ করতে ব্যস্ত। অথচ রাস্তায় পড়ে থাকা মানুষ
গুলোর দিকে ফিরেও তাকান না। তাকাবেন কেন??
তাকালেই তো ঘাড়ে এসে পড়বে। আমরা তো
নিজেকে নিয়ে ব্যস্ত। হাজার টাকার বডি স্প্রে
গায়ে দিয়ে ঘুরে
বেড়াই। পুজা আসলে ব্যস্ত হয়ে পড়ি শপিং নামক
টাকা উড়ানোর খেলায়। কেউ পাখি,কেউ কিরণমালা,
কেউ শীলা কি জাওয়ানি নামক উদ্ভট সব পোশাক
কিনতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু বুঝতে চাই না এই
বাইরের পোশাক গুলোতে আমাকে কি মানাচ্ছে?
অথচ একটা গরীব লোক এসে বলছে-দুইটা টাকা
দেন। তখন বলি-ভাংতি নাই। মাফ কর। গার্লফ্রেন্ডকে
নিয়ে চাইনিজ এ
অনেক-ই যায়। কত টাকা খরচ হয় হিসাব রাখে না অথচ
গরীব রিক্সাচালক যখন বলে-পাঁচটা টাকা বাড়াইয়া দেন।
তখন তার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। ঐ
গরীব লোক গুলোর অপরাধ কি?
অপরাধ একটাই যে সৃষ্টিকর্তা তাদেরকে গরীবের
ঘরে জন্ম দিয়েছেন। আর আপনাকে সোনার
চামচ মুখে দিয়ে কোন ধনী বাবার ঘরে।

আসুন আমাদের যাদের সমর্থ রয়েছে আমরা এদের পাসে দারাই, আমাদের টাকা
থেকে কিছু অংশ দিয়ে ওদের জন্য কিছু করি------😒😒😒😒... Copy to post

22/01/2023

Boys life

20/01/2023

কাঠ বাদাম

Address

Samudragarh
Kalna
713519

Telephone

+918145092881

Website

Alerts

Be the first to know and let us send you an email when biplab vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to biplab vai:

Videos

Share


Other Gaming Video Creators in Kalna

Show All